নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

রিওতে জমজমাট মেয়েদের বিচ ভলিবল, লোকে কী দেখছেন বলুন তো!

১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩৩

প্রতিটি খেলাতেই খেলোয়াড়রা কিছু নির্দিষ্ট সঙ্কেত বা সিগনাল ব্যবহার করেন। সেই সিগনাল শুধুমাত্র প্লেয়ালরাই বোঝেন। আর বোঝেন সংশ্লিষ্ট খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অলিম্পিক্সে নানা খেলায় প্লেয়াররা নানা রকম সঙ্কেত ব্যবহার করতে আমরা দেখি। বিশেষ করে দলগত খেলায়।

মেয়েদের বিচ ভলিবলেও খেয়াল করবেন, প্লেয়াররা পেছন দিকে হাত নিয়ে গিয়ে আঙুল দিয়ে নানাবিধ সঙ্কেত দেন। আঙুলের নানা রকম নড়াচড়া প্রত্যেক বারই ভিন্ন হয়। মেয়েদের বিচ ভলিবলে এই সাঙ্কেতিক বার্তাগুলির মানে কী, আসুন জেনে নেওয়া যাক।

১. মেয়েদের বিচ ভলিবলে যদি কোনও প্লেয়ারকে দেখেন হাত পিছনে নিয়ে গিয়ে মুষ্টিবদ্ধ করেছেন, তাহলে বুঝবেন, তিনি বলতে চাইছেন, কোর্টে প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না। ব্লক করে দেওয়া হবে।

২. হাতের আঙুল যদি খোলা থাকে, তার মানে, প্রতিপক্ষের রণনীতি দেখে কোথায় ব্লক করতে হবে তার পরিকল্পনা ছকে ফেলা।

৩. যখন কোনও আঙুলই সিগনাল হিসেবে ব্যবহার করা হয় না, তার মানে, প্রতিপক্ষের লাইন অ্যাটাককে ব্লক করার পরিকল্পনা ছকছেন ব্লকার।

৪. যদি দু'আঙুলের সিগনাল হয়, তাহলে বুঝতে হবে, প্রতিপক্ষের 'অ্যাঙ্গেল' অ্যাটাককে ব্লক করার পরিকল্পনা ছকছেন ব্লকার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.