![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়া আর তীর্থর ডিভোর্সের পর মেয়ে তিতাসের দায়িত্ব এখন রিয়ার কাঁধে৷ সারাদিন অফিস সামলে বাড়ি সামলানোর ধকল অনেক সে শুনেছে, এবার প্রত্যক্ষ করার পালা৷ অন্যদিকে রায়না নাকি একটা বেবি বয় দত্তক নিয়েছে৷ সেকি? ওর তো বিয়েই হয়নি! খোদ মহানগরীর বুকে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে৷ এ আর নতুন কী!
টিপস ফর সিঙ্গল মমস
* সারা বাড়ি শুধু আপনার আর আপনার খুদের৷ তাই যতই ধকল যাক দিনের শেষে আপনার সন্তানের সঙ্গে খেলাধুলো কিংবা মজা করুন৷ এতে আপনাদের সম্পর্ক গাঢ় হবে৷
* ওর ছোট ছোট দরকার গুলোর দিকে নজর রাখুন৷ যাতে 'বাবা থাকলে ভালো হত' এই স্কোপটাই না আসে৷
* পড়াশুনা মাস্ট থিং বাচ্চার জীবনে৷ সেদিকে বিশেষ নজর দেবেন৷
* যে কোনও বিষয়ে প্ল্যান করতে গেলে আগে পিছে ভাবুন৷ শুধু প্ল্যান-বি নয়, সি এবং ডি-ও তৈরি রাখুন৷
* অনেক ছুটির দরকার নেই৷ ছোট ছোট জিনিস প্ল্যান করুন, যেমন- একসঙ্গে জেগে সিনেমা দেখা, আইসক্রিম খেতে যাওয়া কিংবা লং ড্রাইভ৷ বাড়িতে পিত্জা অর্ডার করে ছোট খাটো পিত্জা পার্টি করে ফেলতে পারেন৷
* একটা নির্দিষ্ট সীমা বজায় রাখুন৷ আপনি মা আর সে সন্তান এটা যেন মনে থাকে৷ বন্ধুর মত মিশতে গিয়ে কোনওভাবে নিজের রেসপেক্ট খোয়াবেন না৷ আবার রেসপেক্টের কথা ভেবে নিজের আশেপাশে প্রাচীর টেনে নেবেন এমনটাও নয়৷
* লোকে অনেক কথা বলবে৷ সেসবকে জাস্ট পাত্তা না দিয়ে যা করছেন মন দিয়ে করুন৷ নিন্দুকেরা সবার পিছনেই কথা বলে৷ তা বলে গায়ে মাখবেন না৷ বুড়ো আঙ্গুল দেখিয়ে খুদেটির সঙ্গে মজা করুন৷
* কোনও বিষয়কে জটিল করে তুলবেন না৷ সহজ করে ভাবুন৷ কারন আপনি যে পথে হাটছেন সেখানে 'সিম্পল থিঙ্কিং' হাতিয়ার৷
* অনেক স্কুল, কলেজ বাবার নাম ছাড়া অ্যাডমিশন নিতে চায় না, সেক্ষেত্রে দমবেন না৷ প্রচুর নামী স্কুল, কলেজ রয়েছে যারা মায়ের নাম আবশ্যিক করেছে৷ খোঁজ নিন৷
* সিঙ্গল মাদারদের অনেক এন.জি.ও বিভিন্ন পরামর্শ দিয়ে সাহায্য করছে৷ তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷
* বাচ্চার কাছ থেকে কিছু গোপন করবেন না৷ যদি আপনার কোনও বয়ফ্রেন্ডও থাকে, তাহলে দুজনের পরিচয় করিয়ে দিন৷ দেখবেন কিছুদিন পর সন্তান আপনার নতুন সঙ্গীর সঙ্গে জেল করে যাবে৷
* 'হ্যাপি মম, হ্যাপি বেবি' এটা সবসময় মাথায় রাখবেন৷ বিচ্ছেদ আপনার একার দোষে হয়নি৷ তাই গিল্ট-টা আপনার একার নয়৷ তাই সবসময় হাসিখুশি থাকুন৷ আপনার সন্তানও খুশি হবে এতে৷
* অনেক প্রতিবেশী এবং বন্ধু আপনাকে সাহায্যও করতে চায়৷ তাই ঠিক মানুষের সঙ্গে মিশুন৷
* সবশেষে নিজের সন্তানকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝতে সেখান৷ সঠিক শিক্ষা দি
©somewhere in net ltd.