নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

দাম্পত্য জীবনে সুখ চান? ছবি সরান

১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪২



সমাজ বিশেষজ্ঞরা বলছেন যে বর্তমান কালে দাম্পত্য সম্পর্ক টিকে আছে সরু সুতোর ওপর ভর করে। সামান্য একটু ভুলচুকের জেরে সেই সুতো ছিঁড়ে পড়তে পারে, যবনিকা পড়ে যেতে পারে স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর। তাই সংসারে অশান্তি নিত্যদিনের ঘটনা হলে একবার ভেবে দেখুন, অজান্তে এমন কিছু করে ফেলছেন না তো, যাতে দাম্পত্য কলহ চূড়ান্ত আকার নেয়?

হয়তো সেগুলি এমন কিছুই নয়, দেওয়ালে ঝোলানো সামান্য একটা ছবি বা শখ করে হ্যান্ডিক্র্যাফট-এর স্টোর থেকে কেনা কোনও মুর্তি। কিন্তু সেগুলোই হয়তো আপনার দাম্পত্য জীবনে অশান্তি ডেকে আনছে। বাস্তুমতে তা সম্ভব বৈকি। তাই ঘর সাজানোর জন্য দেওয়ালে ছবি টাঙানোর আগে একবার এই লেখায় চোখ বুলিয়ে নিন। বাস্তুমতে যে সব ছবি আপনার দাম্পত্য জীবন ধ্বংস করে ফেলতে পারে, সেগুলো আগে চিনে নিন।

মর্ডান আর্ট
আধুনিক শিল্পে খারাপ কিছু আছে, এমন কথা আমরা বলছি না। কিন্তু মর্ডান আর্টের হিজিবিজি স্ট্রোক জীবনে জটিলতা ডেকে আনতে পারে। এমনই দাবি করা হয়েছে বাস্তুশাস্ত্রে। তাই বেডরুমের দেওয়ালে মর্ডান আর্ট না রাখাই ভালো।

মুখোশ


মুখোশের ছবি ঘরের দেওয়ালে রাখবেন না। বাস্তুশাস্ত্র বলছে আমরা সব সময় চোখের সামনে যা দেখি, তার প্রতিফলন আমাদের মনের মধ্যে পড়ে। তাই মুখোশের ছবি ঘরে থাকলে আমাদের মধ্যও নিজেদের আসল সত্ত্বাকে লুকিয়ে রেখে, নকল আমি-কে বের করে আনার প্রবণতা দেখা যেতে পারে। সম্পর্কে দেখা দেবে কপটতা, চাতুরী।

বহুগামিতা

এমন কোনও ছবি কখনোই ঘরের দেওয়ালে টাঙাবেন না, যাতে বহুগামিতা প্রতিফলিত হয়। যেমন একজন পুরুষ একাধিক নারীর সঙ্গে বিয়ে করছে বা একজন নারী একাধিক পুরুষের সঙ্গে সম্পর্কে আবদ্ধ। এমন ছবি ঘরে টাঙালে নিজেদের সম্পর্কেও বহুগামিতার প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল।

যুদ্ধক্ষেত্র বা মৃতদেহ

এমন কোনও পেন্টিং ঘরে টাঙাবেন না, যেখানে মৃতদেহ, যুদ্ধক্ষেত্র, মারামারি, শিশুর কান্নার ছবি রয়েছে। এই ধরনের ছবি ঘরের বাসিন্দাদের ওপর অশুভ প্রভাব বিস্তার করে। মানুষের মনে নিরাপত্তার অভাব সৃষ্টি করে। যা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে মোটেও ভালো নয়।

জঙ্গলে শিকারি

জঙ্গলে শিকারির ছবি বা শিকারের পর শিকারির উল্লাস - এই ধরনের ছবি সব সময় চোখের সামনে থাকলে তা মনের মধ্যে ধীরে ধীরে হিংসার সঞ্চার করে। এর প্রভাব অবধারিত ভাবে পড়ে সম্পর্কেও ওপরেও।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৬

মনসুর আলী বলেছেন: রাইট




২| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫২

গেম চেঞ্জার বলেছেন: এইসব থিওরি ৩০% সত্য মনোবিজ্ঞানের আলোকে!! এর বেশি হবার কথা নয়।

৩| ১৩ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৫

খায়রুল আহসান বলেছেন: দাম্পত্যের সম্পর্কটা কি এতই ঠুনকো?

৪| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সব কথার সাথে একমত হতে পারছি না। দুঃখিত।

৫| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৪

নতুন বলেছেন: বাস্তুশাস্ত্র এক রকমের মডান` কুসংস্কার ;)

৬| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৮

নোমান প্রধান বলেছেন: এত্তো যন্ত্রনা সংসারে???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.