![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তালিকাটা আরও একটু দীর্ঘ হয়ে গেল। মিলখা সিং, পি টি ঊষা, ভারোত্তোলোক কুঞ্জরানী দেবী, শ্যুটার জয়দীপ কর্মকারের পরে এবার অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হল দীপা কর্মকারের। মিলখা, উষাদের মতোই রিও অলিম্পিকে জিমন্যাস্ট দীপাকে থামতে হল চার নম্বরে। রবিবার রাতে সারা দেশের চোখ ছিল দীপার দিকে। প্রথম ভারতীয় হিসাবে কোনও অলিম্পিক জিমন্যাস্টিকের ফাইনাল পর্বে উঠে হইচই ফেলে দিয়েছিলেন ত্রিপুরার এই মেয়ে। রবিবার রাতের ফাইনালে শুরুর দিকে দীপার প্রতিদ্বন্দ্বীরা একটু নড়বড়ে ছিলেন। ফলে আশা উজ্জ্বল হচ্ছিল দীপার। প্রথম ভল্ট থেকে তিনি তুলে নেন ১৪.৮৬৬ পয়েন্ট। দ্বিতীয় ভল্টের জন্য দীপা বেছে নিয়েছিলেন কঠিন ‘প্রোদুনোভা’-কে। তুলনামূলকভাবে ভাল করলেও দ্বিতীয় ভল্ট নিখুঁত করতে পারলেন না তিনি। কোমরের অবস্থানে গন্ডগোল ছিল। গড় পয়েন্ট হল ১৫.০৬৬। ১৫.৯৬৬ পয়েন্ট নিয়ে প্রত্যাশামতোই সোনা জিতলেন সিমোনে বাইলস
©somewhere in net ltd.