নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

এবার দিল্লি থেকেই সরাসরি বাসে চেপে যান লাদাখ

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪২



লাদাখ যাওয়ার প্ল্যান করছেন? দিল্লি চলে গেলেই কেল্লাফতে। চালু হয়ে গেল দিল্লি-লেহ সরাসরি বাস পরিষেবা। হ্যাঁ, দিল্লি থেকে বাসে উঠবেন। সোজা লেহ-তে নামবেন। নো চিন্তা।

হিমাচল প্রদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (HRTC) জানিয়েছে, ইতোমধ্যেই বাস পরিষেবা চালু হয়ে গিয়েছে। এই ননস্টপ বাস পরিষেবা ১ হাজার ৫০ কিমি দূরত্বের। দিল্লি থেকে লেহ বাসে সময় লাগবে ৩৩ ঘণ্টা। তবে লাদাখ যাওয়ার রাস্তায় ব্যাপক তুষারপাতের জেরে অক্টোবর থেকে মে-জুন পর্যন্ত এই বাস পরিষেবা বন্ধ থাকবে। ৩৩ ঘণ্টার এই বাস সফরের মাথাপিছু খরচ পড়বে ১ হাজার ৩৬৫ টাকা।

টানা ৩৩ ঘণ্টা বাস জার্নির ধকল নিতে না-চাইলে পর্যটকরা ব্রেক-জার্নিও করতে পারেন। সেক্ষেত্রে আপনি মানালিতে কিছুদিন কাটিয়ে তারপর বাসে ফের লেহ যেতে পারেন। জুলাই থেকেই ফের মানালি-লেহ সরাসরি বাস পরিষেবা চালু করছে হিমাচলপ্রদেশ পর্যটন দপ্তর। ৩৫ আসনের এই বাস একদিন অন্তর মানালি থেকে ছাড়বে সকলা ১১টায়। লেহ পৌঁছবে পরের দিন বিকেলে। মাঝে কিলং-এ রাতে বিশ্রাম। পরদিন ভোর ৪টেয় ফের রওনা। খাওয়া, থাকা-- সব মিলিয়ে মাথাপিছু খরচ ২ হাজার ৭০০ টাকা।



মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.