নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

স্টেশন লাগোয়া গ্রামগুলিতে নিখরচায় WiFi ফেসবুকের

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫০

গুগল তো ছিলই, এবার ভারতীয় রেলের হাত ধরছে ফেসবুক। খুব শীঘ্রই ফেসবুকের সঙ্গে গাঁটছড়া বাঁধবে ভারতীয় রেলের টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রেলটেল। এর ফলে গুগলের পাশাপাশি ভারতীয় রেল স্টেশনগুলিতে WiFi পরিষেবা দেবে ফেসবুক। এখানেই শেষ নয়, রেল স্টেশনের কাছাকাছি গ্রামগুলিতেও মিলবে WiFi। এই খবর জানিয়েছেন রেলটেলের চেয়ারম্যান আর কে বহুগুনা।

'ফেসবুক ইন্ডিয়ার তরফে আমাদের কাছে এ সংক্রান্ত আবেদন করা হয়েছে। রেল স্টেশনগুলির পাশাপাশি স্টেশনের কাছাকাছি গ্রামেও মিলবে WiFi।' জানিয়েছেন বহুগুনা। তবে এখনই এ বিষয়ে কিছু জানাতে চায়নি ফেসবুক ইন্ডিয়া।

বর্তমানে ৪০০০ রেলস্টেশন বরাবর অপটিক্যল ফাইবার কেবল রয়েছে রেলটেলের। WiFi পরিষেবা দিতে বর্তমানে এই পরিকাঠামো ব্যবহার করছে গুগল। গুগলের সহযোগিতায় চলতি বছরে আরও ১০০টি স্টেশনে WiFi পরিষেবা শুরু করতে চায় রেলটেল।

তবে গুগলের সঙ্গে এই উদ্যোগ ছাড়াও ছোট ছোট স্টেশন ও তা সংলগ্ন গ্রামগুলিতে WiFi পরিষেবা ছড়িয়ে দিতে চায় রেল। একারণেই ফেসবুকের সঙ্গে তাদের এই গাঁটছড়া। আর কে বহুগুনা জানিয়েছেন, 'ফেসবুকের সাহায্যে একটি রেল স্টপ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ডেটা কানেকশন দেওয়া সম্ভব হবে। যা ভবিষ্যতে ২৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।' রেল স্টেশন সংলগ্ন এলাকাগুলিতে WiFi পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় অপটিক্যাল ফাইবার, LAN ও পাওয়ার সাপ্লাই রয়েছে রেলটেলের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.