নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

পালাজো ফাটাফাটি-আনন্দবাজার থেকে

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭




আধুনিক ডিজাইনের ইন্দো–ওয়েস্টার্ন পোশাকের মধ্যে পালাজো এখন বেশ জনপ্রিয়। কমবয়সী মেয়েদের মধ্যে তো বটেই ‌মধ্যবয়সীরাও স্বচ্ছন্দে বেছে নিচ্ছেন এই পোশাক। কখনও টি–শার্ট, কখনও বা লম্বা কুর্তা, আবার কখনও বা স্লিভলেস টপের সঙ্গে। তাই এবারের রাখিতে থ্রেডবাবা নিয়ে এল টাইডাইয়ের আকর্ষণীয় কিছু পালাজো। উজ্জ্বল নানান রঙের টাইডাইয়ের ৪টি পালাজো এবং তার সঙ্গে থ্রেডবাবার নজরকাড়া ৪টি টপ বেছে নিলেন অর্পিতার ভাই। বোনকে এবার রাখিতে এই উপহারই দিলেন তিনি। আর অর্পিতাও সবকটিতেই একবার করে ট্রায়াল দিলেন। ৪টি পালাজোর মধ্যে দুটির রঙে চোখ জুড়োয়, আর দুটির রঙ চমক লাগায়। সাদা–কালো রঙের কম্বিনেশনে দুটি পালাজোকে অভিনব করে তুলেছেন থ্রেডবাবার ডিজাইনার ঋক। একটির সঙ্গে টাইডাইয়ের তৈরি একদম নতুন ডিজাইনের কুর্তি পরলেন অর্পিতা। বোহেমিয়ান স্টাইলে আনা হয়েছে কুর্তিটি। সঙ্গে অন্য রকম লুক আনতে বেছে নিলেন গামছার পাগড়ি। স্টাইলটা নিজের রুচি অনুযায়ী করা উচিত, বললেন ঋক। পাগড়ি না করে কেউ স্কার্ফও নিতে পারেন। সাদা–কালো কম্বিনেশনের আরেকটি পালাজোর সঙ্গে থ্রেডবাবার ঢিলা টি–শার্ট পরলেন অর্পিতা। সাদা ক্যানভাসে শিশুশ্রমের বিরুদ্ধে সচেনতার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। বাকি দুটি পালাজোর মধ্যে একটি আনা হয়েছে উজ্জ্বল আকাশি এবং মেরুনের কম্বিনেশনে। তার সঙ্গে থ্রেডবাবার অফ হোয়াইট রঙের আরও একটি চমক লাগানো টপ পরলেন অর্পিতা। টাইডাই করা এই টপটি আরাবিয়ান স্টাইলে তৈরি। আরেকটিতে গোলাপি রঙের নানান শেডকে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে হালকা পেঁয়াজের খোসার হালকা রঙটি নিয়ে ট্যাঙ্ক টপ তৈরি হয়েছে। পোশাকটির সঙ্গে চোখে পড়ছে অর্পিতার স্মোকি আই। টপ একটু ঢিলা পরাই ভাল। তা হলে হরেকরকম স্টাইল করা যেতে পারে। যেমন অর্পিতা কখনও টিশার্টের হাত গুটিয়ে পরেছেন। আবার কখনও কোমরে বেল্ট দিয়ে পরেছেন। রঙ নিয়ে খেলা ঋকের নেশা। কখনও শাড়ি, কখনও বা কুর্তা অথবা ম্যাক্সি ড্রেসে নিজের শৈল্পিক নিপুণতা ফুটিয়ে তুলেছেন তিনি। যেহেতু ফ্যাশনে এখন পালাজো বেশ ইন তাই রাখির আগেই একগুচ্ছ পালাজোর সম্ভার নিয়ে আসা হয়েছে। পালাজোগুলি বাইরে তো বটেই, বাড়িতে পরার জন্যও বেশ আরামদায়ক। যাঁরা সাধারণ সালোয়ার কামিজে একঘেয়েমি অনুভব করছেন তাঁরাও কুর্তির সঙ্গে অনায়াসে বেছে নিতে পারেন পালাজো।‌ তালতলার ই ই ডি এফ গ্রাউন্ডে থ্রেডবাবার প্রদর্শনী হয়ে গেল। গত ৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত চলে প্রদর্শনী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.