![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিনের বিবাহিত জীবন। সব ঠিক, কিন্তু মাঝে মধ্যেই অন্য মহিলার বা পুরুষের দিকে ঝুঁকে পড়ছে সম্পর্কের উভয়পক্ষই। রাতে লুকিয়ে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে কথাও চলছে দেদার। অনেকেই বলছেন, একঘেয়েমি কাটাতে নতুন বন্ধুত্ব পাতানো খারাপ নয়। তবে সেটা যেন সীমা না ছাড়ায়। কীভাবে বুঝবেন, আপনার সঙ্গী সীমা ছাড়িয়ে ফ্লার্ট করতে শুরু করেছেন ? এই পাঁচ চিহ্ন দেখলেই সাবধান হন, কথা বলুন সঙ্গীর সঙ্গে। দরকার পড়লে জানতে চান।
• পার্টিতে গেলেই অন্য পুরুষ বা মহিলার সঙ্গে বেশি কথাবার্তা বলছেন আপনার সঙ্গীটি? মাঝে মধ্যে এড়িয়ে যাচ্ছেন আপনাকে? নতুন বন্ধুর সঙ্গে আলাপ করতে চাইছেন না? তাহলে বুঝবেন সমস্যা আছে।
• রোজ রাতে নির্দিষ্ট সময়ে ঘুমিয়ে পড়া আপনাদের অভ্যাস। হঠাৎই অভ্যাস পাল্টে রাত জেগে সোসাল সাইটে আড্ডা মারছেন আপনার সঙ্গী? খেয়াল রাখুন। কাজের জন্য হলে একদিন দু-দিন। কিন্তু সেটা ক্রমে বাড়তে থাকলে মুশকিল।
• বন্ধুদের সঙ্গে কোথায় পার্টি হচ্ছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করাটা সভ্যতা হবে না। কিন্তু স্বাভাবিক ভাবেই পার্টির খবরাখবর এতদিন আপনাকে জানাতেন সঙ্গী। আজকাল চেপে যাচ্ছেন, ছবিও দেখাচ্ছেন না। কাদের সঙ্গে পার্টি করছেন বলছেন না তা। সাধারণত অন্যায় বুঝলেই মানুষ সত্যি চাপতে শুরু করে।
• যদি সন্দেহ হয়, তাহলে একটু বেশি করে সময় কাটানোর চেষ্টা করা ভাল। নতুন বন্ধুদের সম্পর্কে সেই আড্ডাতেই খেলার ছলে জানতে চাওয়াও যায়। যদি তাও বেশি কিছু বলতে না চান সঙ্গী, তাহলে বুঝবেন আপনাকে বলাটাই ঠিক মনে করছেন না তিনি। ফ্লার্ট করতে করতে হয়ত অনেকটাই এগিয়ে গেছেন।
২| ৩১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮
খোলা মনের কথা বলেছেন: এখনো সঙ্গী হয়নি তাই নাকে খাটি সরিষার তেল দিয়ে রাতে ঘুমায়।
চিন্তায় আছেন মনে হচ্ছে মশাই।
ধন্যবাদ গঠনমুলক পোষ্টের জন্য
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৫
অরিন্দম চক্রবত্রী বলেছেন: এটা একটা মহামারি আমাদের দেশে
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪২
নামে বইয়ের পোকা বলেছেন: একে অপরের প্রতি বিশ্বাস হারিয়ে গেলে সেটা থামানো যায় না। আর গেলেও অনেক কষ্ট করতে হয়। তবে, মন তো উড়াল দিতে চাইলো, সেটার কি হবে!