![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাশলেস লেনদেনে উৎসাহ জোগাতে বিশেষ ঘোষণা কেন্দ্রের৷ এখন থেকে যেকোনও শপিং মলে কিংবা দোকানে ডেবিট কিংবা ক্রেডিট কার্ড ব্যবহার করলে ‘সার্ভিস ট্যাক্স’ বা পরিষেবা করে দিতে হবে না৷ এই কর ছাড় মিলবে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে৷ তবে তার বেশি টাকার লেনদেন হলে, আগের মতোই পরিষেবা কর যুক্ত হবে বিলের সঙ্গে৷
বৃহস্পতিবার এই ঘোষণা করেছে কেন্দ্র৷ সংসদে এ বিষয়ে বক্তব্যও পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ এতদিন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড লেনদেনের ক্ষেত্রে পরিষেবা কর দিতে হত গ্রাহককে৷ প্রধানমন্ত্রীর ঘোষণা ছিল, দুর্নীতি রুখতে ক্যাশলেস লেনদেনে এগোক দেশবাসী৷ যাতে সাধারণ মানুষ কোনও সমস্যায় না পড়েন, সেই জন্যই কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে৷
অন্যদিকে, পুরনো নোট বাতিলের এক মাস পূর্তিতে সংসদে এদিন ফের ঐক্যবদ্ধ প্রতিবাদে শামিল হলেন বিরোধীরা৷ কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম, সপা, জেডিইউ-সহ সব বিরোধী দলের সাংসদ প্রথমে গান্ধীমূর্তির সামনে হাতে ‘কালো ব্যাজ’ পরে নীরব প্রতিবাদ দেখান৷ পরে বিরোধীদের বিক্ষোভ, প্রতিবাদে উত্তাল হয় সংসদের উভয় কক্ষ৷ সংসদীয়মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুর তোপ, “বিরোধীরা কালো টাকা সমর্থন দিবস পালন করছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট সিদ্ধান্তকে সারা দেশ স্বাগত জানিয়েছে৷ জয়জয়কার হচ্ছে বিদেশেও৷ বিষয়টি নিয়ে বিরোধীরা অকারণে রাজনীতি করছেন৷ দেশের মানুষের কথা না ভেবে নিজেদের স্বার্থে তাঁরা এ কাজ করছেন৷”
২| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
পবন সরকার বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৬
কালীদাস বলেছেন: আপনি যেহেতু মানুষের কমেন্টের রিপ্লাই দেন না, কাজেই যা খুশি কমেন্ট করার কোন বাধা দেখছি না এখানে
ইন্ডিয়ার কোন জায়গায় কার্ড চো*ন যায়, সেইটা দিয়ে বাংলাদেশিরা কোন বালটা ফালাবে?
১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২
অরিন্দম চক্রবত্রী বলেছেন: বাংলাদেশিরা বাল ওনেক প্রয়োজনে আমাদের দেশে ফেলাতে আসে।
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২১
প্রামানিক বলেছেন: ধন্যবাদ