নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

মোদির দেখানো পথে হেঁটে বড় নোট বাতিল করছে অস্ট্রেলিয়াও

১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১


৫০০ ও ১০০০ টাকার মতো বড় নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়ে এখনও দেশের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা মতামত শোনা যাচ্ছে৷ কিন্তু কালো টাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়ে এবার একই পথে হাঁটল অস্ট্রেলিয়া৷ ভেনেজুয়েলার পর অস্ট্রেলিয়াতেও কালো টাকার বিরুদ্ধে অভিযানে বাতিল হচ্ছে বড় নোট৷ ১০০ ডলারের নোট বাতিল করতে চলেছে অস্ট্রেলিয়ার সরকার৷

এবিসি রেডিও-কে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার অর্থ দফতরের মন্ত্রী কেলি ও’ডেয়ার জানিয়েছেন, কালো টাকার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ এই মুহূর্তে সে দেশে ১০০ ডলারের নোটে ৩০০ মিলিয়ন ডলার বাজারে রয়েছে৷ মন্ত্রী জানিয়েছেন, সে দেশের জিডিপি-র প্রায় ১.৫ শতাংশই কালো টাকা৷ নরেন্দ্র মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভেনেজুয়েলাও সম্প্রতি তাদের বড় নোট বাতিল করেছে৷ ১০০ বলিভারের নোট বাতিল করা হয়েছে কালো টাকার রমরমা রুখতে৷

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬

ঢাকাবাসী বলেছেন: অস্ট্রেলিয়াতে জিডিপির ১.৫% কালো টাকা? খাইসে! আচ্ছা উপরের ছবির এই টাকাগুলান কি আপনার? আপনে তো বিরাট মালদার পাট্টি! ধন্যবাদ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশেও কালো টাকার বিরুদ্ধে অভিযান হোক।

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৫২

আমি দুরের পাখি বলেছেন: তা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ১০০ ডলার বাতিল করে কোন ডলার চালাচ্ছেন , সেটা তো বললেন না | উনি ২০০ ডলার
ছাপছেন ?

এইরকম আধা খেচরা খবর দিয়ে সস্তা চমক তৈরী করে ভুলতে পারবেন না |

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.