নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

‘বিজয় দিবস অর্থহীন, বাংলাদেশ এখন মিনি পাকিস্তান’ (তসলিমা)

১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৫

বিজয় দিবসের উদযাপন আজ সারা বাংলাদেশ জুড়ে৷ নতুন সূর্যোদয়ের রঙে নিজেদের রাঙিয়ে নিচ্ছেন পড়শি দেশের মানুষ৷ কিন্তু ভিন্নমত লেখিকা তসলিমা নাসরিনের৷ বাংলাদেশের বিজয় দিবস পালনকে তীব্র কটাক্ষ করলেন তিনি৷ জানালেন, এ উদযাপন অর্থহীন৷

কেন এমন বিরুদ্ধ মত লেখিকার? তাঁর মতে বিজয় দিবস যে অর্থ নিয়ে দেশের কাছে আসার কথা ছিল তা হয়নি৷ আর তার প্রধান কারণ ধর্ম৷ তসলিমার মতে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে আত্মপ্রকাশ করার সমূহ সম্ভাবনা ছিল সদ্যমুক্ত বাংলাদেশের৷ কিন্তু কোনও কারণে তা সম্ভব হয়নি৷ আর সেটাকেই বিজয় দিবসের ব্যর্থতা হিসেবে দেখছেন লেখিকা৷ এমনকী তাঁর দাবি, বাংলাদেশ এখন মিনি পাকিস্তানে পরিণত হয়েছে৷

বাংলাদেশে ব্লগার হত্যার ঘটনা থেকেই এ বিষয়ে সরব তসলিমা৷ ধর্মের গোঁড়ামিতেই পড়শি দেশে একের পর এক মুক্তমনাকে হত্যা করা হয়েছে৷ এই ধরনের ঘটনা যে সারা বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে বিরূপ বার্তা দিচ্ছে এমনটা বারবার বলে এসেছিলেন লেখিকা৷ আজ তাই দেশের মুক্তির দিনেই তাঁর মত, আসলে বাংলাদেশ আর একটা পাকিস্তান হিসেবেই পরিণতি পাচ্ছে৷

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৯

পুকু বলেছেন: 100% agree with taslima nasreen. this is reality. it is very slowly but certainly it is going to become mini pakistan in future. ruling party and its people are taking double standard approach to present problem of religious fanaticism . it is true but sorry to say that one day they have to pay a heavy price for that!!!! god save the country and its secular people!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.