![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৭ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে? নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অন্তত তাই বলছে৷ এখনও পর্যন্ত নস্ত্রাদামুসের প্রতিটি ভবিষ্যদ্বাণী সফল৷ ফরাসি বিপ্লব থেকে লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড, নেপোলিয়নের উত্থান কিংবা হিটলারের স্বৈরাচারী শাসনের কথাও উল্লেখ করেছেন তিনি৷ নতুন বছর আসন্ন৷ ২০১৭ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে৷ নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অন্তত তাই বলছে৷ তিনি ২০১৬ সালের শেষের দিকে পরপর বেশ কয়েকটি ঘটনার কথা ইঙ্গিত দিয়েছিলেন, যেগুলি ইতিমধ্যে সত্যি প্রমাণিত হয়েছে৷ নতুন শাসক ক্ষমতায় আসার পরই আমেরিকার অবস্থা বিপজ্জনক হয়ে ওঠার কথাও বলা রয়েছে এতে৷ ক্ষমতার আসায় সময়টা খুব একটা ভাল যাবে না ডোনাল্ড ট্রাম্পের পক্ষে, নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী তেমনটাই আভাস দিচ্ছে৷
বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্রের পক্ষে খুব খারাপ সময় আসার ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ দুর্নীতি, অপশাসন, ক্ষমতার অপব্যবহার, অসামাজিক কাজকর্ম এতটাই বৃদ্ধি পাবে যে সুপারপাওয়ারের ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেছিলেন নস্ত্রাদামুস৷ তাঁর মত ছিল, ২০১৭ সালে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি স্থাপিত হবে৷ চুক্তির বিষয় স্পষ্টভাবে বলা না হলেও আমেরিকা এর বিরোধিতা করবে৷ জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলি এই চুক্তিকে সমর্থন জানাবে৷ প্রতিটি ঘটনাই তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিতবাহী৷ নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বিশ্ব অর্থনীতির অসামঞ্জস্য দূর করতে বেজিং বড় কোনও পদক্ষেপ নিতে পারে৷
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:১৩
খোলা মনের কথা বলেছেন: পরবর্তী বিশ্বমোড়ল কারা হবে বা দুনিয়া ধংস হবে কি না এগুলো কিছু বলেনি নস্ত্রাদামুস????
৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭
টারজান০০০০৭ বলেছেন: জামাতি আর তসবিওয়ালা এক নহে বামাতি !
৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৩
প্রবাসী দেশী বলেছেন: জামাতি আর তসবিওয়ালা এক নহে বামাতি !
সহ মত
৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০৫
রিফাত হোসেন বলেছেন: ঘোড়ার আন্ডা! হইবে... খাইতে পারে না আবার বিশ্বযুদ্ধ?
৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:১৬
অসমাপ্ত কাব্য 21 বলেছেন: নস্ত্রাদামুস বাংলাদেশের বড় বিরোধী পার্টির ব্যাপারে কিছু ইঙ্গিত মানে আশার বাণী কি দিছে ভাই ??
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:
এম্রেরিকা ভালো থাকবেনা, তা তসবিহ ওয়ালাদের জন্য সুখবর, নস্ত্রাদামুসের সবচেয়ে বড় ভুল উনি জামায়াতীদের জন্য কোন সু-খবর রেখে যেতে পারেন নি। এটা নস্ত্রাদামুসের গণক না হওয়ার অকাট্য প্রমান।