নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙালী পরে আগে আমি ভারতীয়

অরিন্দম চক্রবত্রী

কলকাতায় থাকি

অরিন্দম চক্রবত্রী › বিস্তারিত পোস্টঃ

ঘুরে আসুন ভারতের এই ‘গ্র্যান্ড ক্যানিয়ন’

১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৯



আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন, একথা সবার জানা৷ কিন্তু, জানেন কী? এই ভারতেই রয়েছে ঠিক একই রকম গিরিখাত৷ যা মার্কিন মুলুকের বিখ্যাত খাতের চাইতে কোনও অংশে কম নয়৷ বিশ্বাস হচ্ছে না, বেশ ঘুরে আসুন অন্ধ্রপ্রদেশের পেন্নারে৷



কী দেখবেন –

পেন্নার নদীর তীরে ছোট্ট পাহাড়ি গ্রাম গান্ডিকোটা৷ গ্রানাইট, ব্যাসল্ট, কোয়ার্টজ, ডলোমাইট সমৃদ্ধ এই পাহাড় কেটে বয়ে গিয়েছে পেন্নার নদী৷ যার ফলে সৃষ্টি হয়েছে সুগভীর গিরিখাত৷ এই খাতই ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন বলে খ্যাত৷
পাশের গান্ডিকোটা ফোর্ট বলে দ্বাদশ শতকের ইতিকথা৷
এখানেই অবস্থিত ভারতের দ্বিতীয় দীর্ঘতম গুহা বেলুম কেভ৷ শোনা যায়, এককালে বৌদ্ধ ও জৈন সন্যাসীরা গুহার ভিতরে ধ্যান করতেন৷
পেন্না জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে জঙ্গলের পথ পেরিয়ে সেখানে গেলে মুগ্ধ হতে বাধ্য হবেন পর্যটকরা৷
মাত্র ২০ কিলোমিটার দূরে খাজুরাহোর মন্দির৷ হাতে সময় থাকলে দেখে আসতে পারেন তাও৷


কীভাবে যাবেন –

বেঙ্গালুরু থেকে ৩৪৫ কিলোমিটার দূরে গান্ডিকোটা৷ শহর থেকে এপিএসআরটিসি’র সরাসরি বাস রয়েছে৷ চাইলে গাড়িও ভাড়া করতে পারেন৷

কোথায় থাকবেন –


এখনও থাকার তেমন ভাল ব্যবস্থা নেই গান্ডিকোটায়৷ তবে কাছের কাডাপা, কাদিরি, জাম্মালামডুগুতে হোটেল পেয়ে যাবেন৷

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

রাজীব নুর বলেছেন: যাওয়ার ইচ্ছা আছে।

২| ১৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫

স্বপ্নের আগামী বলেছেন: নাইস। ছবি গুলো খুবই সুন্দর। আমরা ব্লগে ছবি আপলোড দিতে পারছিনা!! আপনি পারলেন কি ভাবে।

১৬ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৭

অরিন্দম চক্রবত্রী বলেছেন: আমার ড্রাফট করা ছিল।

৩| ১৬ ই মার্চ, ২০১৯ রাত ১২:১৩

আকতার আর হোসাইন বলেছেন: খুব সুন্দর। ভ্রমণ ব্লগ দেখলে হিংসা হয় আমার।

৪| ১৬ ই মার্চ, ২০১৯ দুপুর ২:১৬

অরিন্দম চক্রবত্রী বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৩৯

আমি মুক্তা বলেছেন: প্রথম ছবিটা দেখে প্রথমেই একটা ধাক্কা খেলাম, ও মা গ্র্যান্ড ক্যানিয়নে পানি জমলো ক্যামতে! পরে বিস্তারিত পড়ে জানলাম না এটা আম্রিকারটা না এইটা আমাগো বাড়ির কাছে ভারতে! আশ্চর্য সুন্দর সুন্দর ছবি এবং ভ্রমণ বৃত্তান্ত দিয়ে কাল্পনিক ভ্রমণ করিয়ে দেওয়ায় মুগ্ধ।

দারুণ ছবি এবং সুন্দর কথামালার জন্য অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.