![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মিমি চক্রবর্তীর৷ গ্লাভসের পর পর এবার রমজানের শুভেচ্ছা জানিয়ে বিতর্কে জড়ালেন তিনি৷ নেটদুনিয়ায় রীতিমতো সমালোচনার শিকার হলেন যাদবপুরের তৃণমূল প্রার্থী৷ ধর্মকে হাতিয়ার করে তিনি জয়ী হওয়ার চেষ্টা করছেন বলেই দাবি নেটিজেনদের৷
ভোটের দিনক্ষণ ঘোষণার পরই তড়িঘড়ি প্রার্থী ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রায় বিনা নোটিসেই মিমি জানতে পারেন যাদবপুর থেকে ভোটে লড়ছেন তিনি৷ তারপর আর এক মুহূর্তও দেরি করেননি৷ ওইদিন সন্ধে থেকেই কোমর বেঁধে লেগে পড়েন জনসংযোগের কাজে৷ দুঁদে রাজনীতিক অরূপ বিশ্বাসের কথা মতো প্রচার শুরু করেন তৃণমূলের তারকা প্রার্থী৷ ভোটের মাঝে রমজান মাস পড়ায় তা নিয়ে বিরক্ত তৃণমূল৷ সেই ইস্যুকে হাতিয়ার করে ভোটপ্রচারে সুর চড়িয়েছেন মিমি৷ মুসলমান ভোটারদের কষ্টে শামিল হওয়ার জন্য আগেই জানিয়েছিলেন রোজা রাখবেন৷ কথা রাখলেন তারকা প্রার্থী৷ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন৷ রাখছেন রোজাও৷ এই পোস্ট ঘিরেই মাথাচাড়া দিয়েছে বিতর্ক৷ নেটিজেনদের একাংশের দাবি, এভাবেই নাকি সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি করছেন মিমি৷ ধর্মকে হাতিয়ার করেই একটি সম্প্রদায়ের ভোট কুক্ষিগত করার চেষ্টা করছেন তিনি৷ তবে কেউ কেউ আবার মিমির পাশেও দাঁড়িয়েছেন৷ সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মিমি সৌজন্য দেখিয়েছেন বলেও দাবি অনেকের৷
কেরিয়ারের প্রথম ইনিংস যথেষ্ট সফল তিনি৷ দ্বিতীয় ইনিংসে রাজনীতির আঙিনায় এক্কেবারে আনকোরা মিমি৷ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে লড়ছেন৷ তাঁর বিপরীতে বামেদের হয়ে ভোটে দাঁড়িয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য৷ যিনি দুঁদে রাজনীতিক৷ এই কেন্দ্রে পদ্ম শিবিরের যোদ্ধা অনুপম হাজরা৷ রাজনীতির ময়দানে এক্কেবারে আনকোরা নন বিজেপি প্রার্থী৷ হাড্ডাহাড্ডি লড়াই লড়ে মিমি আদৌ সাংসদ হতে পারেন কিনা, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিন্দে৷ উত্তরের জন্য আগামী ২৩ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকেই৷
২| ০৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: পদ্মফুলের দাদারা যে মুসলিমদের ঝেটিয়ে বিদেয় করার হুমকি দেয়- দাড়ি মোছ চেছে দেবার কল্প ঘোষনা করে ওগুলও বুঝি ধর্মকে রাজনীতিকরণ নয়!!!! অসামস্প্রদায়িক!!! আহা সাধূ সাধূ!
বিজেপির ধর্ম বা সাম্প্রদায়িকতা নিয়ে অভিযোগ করা ভূতের মূখে রাম নামের মতোই শোনায়
৩| ০৮ ই মে, ২০১৯ রাত ১১:২৪
মাহমুদুর রহমান বলেছেন: বিজেপির ধর্ম বা সাম্প্রদায়িকতা নিয়ে অভিযোগ করা ভূতের মূখে রাম নামের মতোই শোনায়
হে হে হে
ভৃগুদা ভালোই বলেছেন।
৪| ০৯ ই মে, ২০১৯ ভোর ৬:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো একটি খবর পরিবেশন করলেন। এই মুহূর্তে ভারতবর্ষের রাজধানীতে বিজিপিই একমাত্র দল,যাদের তৈরি খসড়া জাতীয়তাবাদ, উপমহাদেশের জাতীয়তাবাদের শেষ কথা। সার্জিক্যাল স্ট্রাইকের সময় তারা নিন্দুকদের মুখে ঝামা ঘষে দেখিয়ে দিয়েছে তাদের বিরোধিতা করা মানে দেশদ্রোহীর নামান্তর । যথার্থ রাজনৈতিক দল হিসেবেও ধর্ম নিয়েও এই দল একেবারে ভন্ডামি পছন্দ করে না। যে কারণে কোন দল সম্প্রদায়িক কিনা সেটি নিরূপণের একমাত্র সঠিক দাবিদার এই দলটি। সুতরাং তাদের কাছে মিমির মেরুকরণ নিঃসন্দেহে নিন্দাজনক। সঙ্গে আবার মুসলিম তোষণ!! 23 শে মে এর ফল যাই হোক মিমিকে এর যথাযথ মূল্য চোকাতেই হবে।
অনিঃশেষ শুভেচ্ছা জানবেন।
১০ ই মে, ২০১৯ বিকাল ৫:০৬
অরিন্দম চক্রবত্রী বলেছেন: বলা মুশকিল।
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৫
ব্লগার_প্রান্ত বলেছেন: