![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতবার যা ছিল ঝড়, এবার তা ফিরেছে সুনামির হয়ে৷ গতবার আটকাতে পারলেও, এবার তা প্রতিরোধে ব্যর্থ শাসকদল৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে প্রবল মোদি ঝড়ে যে বিজেপি বাংলায় দু’টি আসনে আটকে যায়, পাঁচ বছর ঘুরতেই সুনামির জেরে তার ঝুলিতে গিয়েছে ১৮টি আসন৷ আর এই জয়ের স্বভাবতই উচ্ছ্বাসিত বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় নেতৃত্ব৷ সূত্রের খবর, এরাজ্যের কয়েকজন সাংসদকে এই জয়ের উপহারও দিতে চলেছেন শীর্ষ নেতারা৷ আরও স্পষ্ট করে বলতে গেলে জয়ী ১৮ জন বিজেপি সাংসদের মধ্যে সাত থেকে আট জনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিতে চলেছেন মোদি-শাহরা৷
২০১৪-তে বিজেপির টিকিটে আসানসোল ও দার্জিলিং থেকে জয়ী হন যথাক্রমে বাবুল সুপ্রিয় ও সুরিন্দর সিং আলুওয়ালিয়া৷ সেবার এদের দু’জনকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করেন নরেন্দ্র মোদি৷ তবে এবার বাংলা থেকে ১৮ জন বিজেপি সাংসদ যাচ্ছেন লোকসভায়৷ তাই এবার আরও বেশি সংখ্যক বিজেপি সাংসদরা কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাবেন বলে জল্পনা৷ ২০১৯ সালে বিজেপি বাংলায় সবচেয়ে বেশি আসন জয় করেছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও মতুয়া অধ্যুষিত অঞ্চলে৷ সূত্রের খবর, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই আসনগুলি থেকে জয়ী হেভিওয়েট এবং পরিচিত সাংসদদের পূর্ণমন্ত্রী অথবা প্রতিমন্ত্রী করতে পারেন মোদি-শাহরা৷
বিজেপি সূত্রে খবর, কোনও গুরুত্বপূর্ণ মন্ত্রকের পূর্ণমন্ত্রী করা হতে পারে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়কে৷ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দিলীপ ঘোষ ও লকেট চট্টোপাধ্যায়৷ জঙ্গলমহল, উত্তরবঙ্গ ও মতুয়া ভোটব্যাংকের কথা মাথায় রেখে প্রতিমন্ত্রী হওয়ার দৌঁড়ে রয়েছেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর৷ রাজনৈতিক মহলে গুঞ্জন রাজ্যসভায় পাঠিয়ে মুকুল রায়কেও গুরুত্বপূর্ণ কোনও মন্ত্রকের দায়িত্ব দিতে পারেন নরেন্দ্র মোদি৷
২৪ শে মে, ২০১৯ বিকাল ৪:৪৬
অরিন্দম চক্রবত্রী বলেছেন: huge mandate
২| ২৪ শে মে, ২০১৯ বিকাল ৫:০৮
চাঁদগাজী বলেছেন:
গোমুত্র বাজারজাত করণের ভার পড়বে বাংগালী বাবুদের উপর?
২৪ শে মে, ২০১৯ বিকাল ৫:২৬
অরিন্দম চক্রবত্রী বলেছেন: নিনদুকেরা কি বললো তাতে কি যায় আসে,huge mandate,প্রায় বিরোধী শুন্য।
৩| ২৪ শে মে, ২০১৯ রাত ১১:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: যেহেতু বিরোধী শূন্য কাজেই বাংলার হাফপ্যান্ট পড়া মন্ত্রীদের কষ্ট করে আর কাজ করতে হবে না। কেবল জয় শ্রীরাম বললেই পরবর্তী ম্যাচেও ম্যানডেট পাওয়া যাবে ।
২৫ শে মে, ২০১৯ দুপুর ২:০১
অরিন্দম চক্রবত্রী বলেছেন: নিনদুকেরা কি বললো তাতে কি যায় আসে না,বাবুল সুপ্রিয় কেন্দ্রিয় মন্ত্রী থাকা কালেতার কাজের জন্যই আসানসোল থেকে জিতেছে ।সময় ই বলে দেবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৯ বিকাল ৪:০২
রাজীব নুর বলেছেন: মোদী পারফেক্ট লোক নয়।