![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনলাইন বিদেশী পর্যটকদের দ্বারা সংরক্ষিত টিকেট বুকিং নীতি
ভারতীয় রেলওয়ে আইআরসিটিসি ওয়েবসাইটে আন্তর্জাতিক ব্যবহারকারীদের বিদেশী পর্যটক কোটা বুকিং সুবিধা প্রদান করছে। বর্তমানে, আন্তর্জাতিক ব্যবহারকারীরা সাধারণ ব্যবহারকারী হিসাবে আইআরসিটিসি ওয়েবসাইটে ই-টিকিট বুক করতে পারেন এবং স্বাভাবিক এআরপি বা তাত্ক্ষণিক টিকিট বুক করতে পারেন।
নিম্নলিখিত সংরক্ষন (প্রতি কোচ) বুকিং (365 দিন আগাম) জন্য উপলব্ধ হবে:
• 1A(প্রথম এসি) কোচ এ আট বার্থ (দুই ক্যাবিন)
• যৌথ 1A ও 2A কোচ মধ্যে চার বার্থ (এক কেবিন)
• প্রতি 2A কোচ প্রতি আট বার্থ (কেবিন ভিতরে দুই বার্থ)
• EC(একজিকিউটিভ ক্লাস) মধ্যে দশ বার্থ
নিয়মাবলি:
• ব্যবহারকারীর নিবন্ধন / আপডেট প্রোফাইলের সময় ব্যবহারকারীর আন্তর্জাতিক মোবাইল নম্বর ক্যাপচার হবে। মোবাইল নম্বর যাচাই করার জন্য, একটি ওটিপি তার নিবন্ধিত মোবাইল নং আন্তর্জাতিক ব্যবহারকারীতে পাঠানো হবে। ই-মেইল আইডি যাচাই করতে আরেকটি ওটিপি তার ইমেইলে পাঠানো হবে।
• ই-টিকেট বুকিংয়ের সময় সমস্ত বিদেশী পর্যটকের পাসপোর্ট নম্বর ক্যাপচার করা হবে।
• যদি ব্যবহারকারী তার ই-টিকেট বুকিংয়ের পূর্বে তার মোবাইল নাম্বার যাচাই না করে থাকেন, তবে তাকে আইএসডি কোড সহ নতুন মোবাইল নম্বর সহ প্রোফাইল আপডেটের মাধ্যমে তার প্রোফাইল আপডেট করতে বলা হবে। এই আপডেট প্রোফাইলটি একটি ওটিপি এর মাধ্যমে যাচাই করা হবে অথবা আন্তর্জাতিক মোবাইল নম্বরে এসএমএস করা হবে।
• নিম্নলিখিত পেমেন্ট গেটওয়ে মাধ্যমে ইন্টারন্যাশনাল ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা রয়েছে:
AMEX (আমেরিকান এক্সপ্রেস আন্তর্জাতিক কার্ডের জন্য)
ATOM (সমস্ত আন্তর্জাতিক কার্ডের জন্য)
• ব্যবহারকারী 36 টি দিন আগে FT কোটার অধীনে টিকেট বুক করতে পারেন। তারা স্বাভাবিক এআরপি / তাত্ক্ষণিক(ততকাল) টিকেট বুক করতে পারবেন।
টিকিট সফলভাবে বুক করার পরে, টিকিট বুকিং তথ্য ব্যবহারকারীদের এসএমএসে পাঠানো হবে আন্তর্জাতিক এসএমএস সুবিধা মাধ্যমে।
• টিকেট বুকিং তথ্য ব্যবহারকারীকে তার নিবন্ধিত ই-মেইল আইডি-তে পাঠানো হবে।
• পিআরএস(প্যাসেনজার রিজার্ভেশন সিসটেম) সিস্টেমের মাধ্যমে বরাদ্দ দেওয়ার সময় এআরপি(অটোমেটেড রিজার্ভেশন সিসটেম) খোলার সময় FT কোটা ব্যবহারকারীদের কাছে বার্থ বরাদ্দ এসএমএস পাঠানো হবে।
• ব্যবহারকারীগণ পিআরএস সিস্টেম দ্বারা বরাদ্দকৃত হওয়ার পরে বুকিং টিকেটের জন্য ওয়েবসাইট থেকে ইআরএস (ইলেকট্রনিক রিজার্ভেশন স্লিপ) ডাউনলোড করতে পারেন।
চার্জ
• আইআরসিটিসি ই-টিকেটিং ওয়েবসাইটের মাধ্যমে বিদেশী পর্যটক কোটা অধীনে বুকিং প্রতি টিকিট 200 + প্রযোজ্য করের একটি চার্জ দিতে হবে।
টিকিট বাতিলকরণের নিয়মাবলি
• যদি কোনও কারণে FT কোটা ব্যবহারকারীদের বরাদ্দ দেওয়া না হয় , বুকিংয়ের বিষয়ে জানিয়ে ব্যবহারকারীকে বাতিলকরণ এসএমএস / ইমেল মাধ্যমে বাতিলকৃত অর্থ ফেরত প্রক্রিয়ার তথ্য পাঠানো হবে। বাতিলকৃত অর্থ একই ইন্টারন্যাশনাল ডেবিট / ক্রেডিট কার্ডে ফেরত পাঠানো হবে এবং বুকিংয়ের সময় ব্যবহৃত একই পেমেন্ট গেটওয়ে দিয়ে পাঠানো হবে।
• যাত্রীরা যদি নিজেরা টিকিট বাতিল করেণ , এই সুবিধা অনুযায়ী বুকিং বাতিলের ক্ষেত্রে, ভাড়া ফেরত দেওয়ার সময় প্রযোজ্য বাতিলের চার্জ হিসাবে ফ্ল্যাট 50% কাটা হবে। 50% ফেরত প্রদানের সময় সীমা শুধুমাত্র বর্তমান ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের নির্ধারিত প্রস্থানের 4 ঘন্টা আগে পর্যন্ত, বিদ্যমান নিয়ম অনুযায়ী হবে।
ব্যর্থ ট্রানসাক্শন
• গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বুকিং পরিমাণ ডেবিট হয়ে গেলে এবং টিকিট জারি করা না হলে, IRCTC বৈদ্যুতিনভাবে সম্পূর্ণ ভাড়া এবং আইআরসিটিসি পরিষেবা চার্জ ফেরত দেবে (লেনদেনের জন্য ব্যবহৃত প্রাসঙ্গিক ক্রেডিট / ডেবিট কার্ড অ্যাকাউন্টের ক্রেডিট হিসাবে)।
মুল্য়মান ফেরত
• যদি রিফান্ড প্রযয্য হয় তবে শুধুমাত্র টিকিট বুকিংয়ের জন্য ব্যবহৃত অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।
• আইআরসিটিসি এর পেমেন্ট ২4 x 7 ভিত্তিতে কাজ করে, আইআরসিটিসি গ্রাহক কার্ড / ব্যাংক অ্যাকাউন্টগুলিতে ফেরত আসা অর্থ ফেরতের সঠিকতা বা সময়কালের জন্য কোন নিশ্চয়তা দেয় না। এটি অনলাইন লেনদেনগুলির প্রক্রিয়াকরণের সাথে জড়িত সংস্থার বহুবিধতার কারণে, ইন্টারনেট ভিত্তিক অবকাঠামোগুলির সমস্যা এবং আর্থিক সংস্থার কার্যদিবস / ছুটির দিনগুলির সমস্যার উপর নির্ভর করে।
• সমস্ত রিফান্ড বর্তমান রেলওয়ের রিফান্ড রুলস অনুযায়ী পাঠানো হবে।
২| ০৩ রা জুন, ২০১৯ দুপুর ১২:৪৭
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: দাদা, কেমন আছেন? প্রথমে জয় শ্রী রাম, তারপর আল্লাহ হু আকবর। আপনি প্রথমে ভারতীয় তারপর আপনি বাঙালি তো তাই। ধন্যবাদ। কিন্তু দাদা হওয়া উচিৎ ছিল- প্রথমে বাঙালি তারপর ভারতীয়। আলাপে আসবেন আমন্ত্রণ রইল।
০৪ ঠা জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৫
অরিন্দম চক্রবত্রী বলেছেন: আমি পরে বাঙালি প্রথমে ভারতীয়, আর আমার মেয়ে পুরোপুরি ভারতীয়।
জয় শ্রী রাম, বা আল্লাহ হু আকবর করলে পেট ভরবে না,মদি আসাতে স্টক মার্কেট বেরে গেছে,তাই stable govt জরুরি।
investment যদি জলে চলে যায় তাহলে জয় শ্রী রাম, বা আল্লাহ হু আকবর এ লাভ নেই।
৩| ০৫ ই জুন, ২০১৯ রাত ৯:০০
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: আপনি তো ধান ক্ষেতে কুমড়ো চাষ করে ফেললেন। তাহলে আপনি অর্ধেক ভারতীয়, আর আপনার মেয়ে পুরোপুরি অবাঙ্গালী, তাইতো? (মদি আসাতে স্টক মার্কেট বেরে গেছে) ( উনি মোদী, মদি নয়)। একটু খবর নিয়ে দেখুন স্টক মার্কেট (nse bse ) এ কত Foreign investment আছে? দাদা, এটা সামু। চিন্তাধারা বাঙালি রাখুন, ভারতীয় হলে কিছু পাবেন না।
০৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
অরিন্দম চক্রবত্রী বলেছেন: আমরা cosmopolitan.ভারতের সব জায়গাই আমার বারি।যেখানে প্রয়োজন সেখানেই যাই চাকরি করতে।আামার মেয়ের third language bengali কারন ভারতের কোথাই থাকবে তার ঠিক নেই বড় হয়ে।
আমাদের Official language English.বাংলায় কোথাও কাজ হয় না।
আপনাদের এখানেই যা একটু বাংলায় কথা বলি।আর আছে whatsapp.
৪| ০৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪
অরিন্দম চক্রবত্রী বলেছেন: NET FII ACTIVITY(IN CRORES)
Year Buy Sell Net
2018-2019 12,43,228.11 12,47,121.61 -3,893.50
2017-2018 13,56,517.51 13,29,476.37 27,041.14
2016-2017 12,23,457.58 11,54,771.96 68,685.62
০৬ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
অরিন্দম চক্রবত্রী বলেছেন: BSE Turnover as of now in 2019-20 is 1,53,19,126.66 crores. which is about USD 220 billion
৫| ০৭ ই জুন, ২০১৯ দুপুর ১২:০৫
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: আপনি যাযাবর নাকি? আপনি তো একটা কৃষ্টি ,সংস্কৃতিহীন মানুষ । অস্থির জীবন আপনার। কোন সভ্যতায় বড় হয়েছেন কে যানে। আপনি তো বাংলা জানেনি না। আপনার মধ্যে বাংলা নেই, উল্টো পালটা বানান লেখেন, আবার সামুতে তে এসেছেন? আপনি সামুতে স্টক মার্কেটের সেল দেখিয়ে কি বোঝাতে চাচ্ছেন? "একটা ভাষার জন্য একটা দেশ", এটা আপনার এবং আপনার স্টক মার্কেটের চেয়ে অনেক উর্ধে।
৬| ১০ ই জুন, ২০১৯ রাত ৯:০৮
অরিন্দম চক্রবত্রী বলেছেন: Amra to tobu nijeder deshe bolchi,apnader desher lokjon ajkal hindi te kotha bolche,bhalo kore janun.
৭| ১২ ই জুন, ২০১৯ দুপুর ১২:৪৯
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: ভাল লিখেছেন, কিন্তু কি ভাষায় লিখেছেন, সেটাই বোঝা গেল না, ( এটা কি ইংলিশ না বাংলা)। আপনি সারা ভারত কে বাড়ি ( বানান টা খেয়াল করেন) বানান। বাংলা কে তৃতীয় ভাষা করেন , অথচ জানেন ই না ভারতে কটা ভাষা আছে, জানেন ভারতের কোনো রাষ্ট্র ভাষা নেই, জানলে (apnader desher lokjon ajkal hindi te kotha bolche) একথা বলতেন না।জানেন বাংলাদেশে ব্রহ্মপুত্রর পাড়ে কত লোক ছটপুজা করে? কে কোন ভাষায় কথা বলল এটা ব্যাপার নয়, কে কোন সংস্কৃতি তে বড় হল এটাই ব্যাপার।
আপনার জন্য এক বিখ্যাত ব্যাক্তির কবিতা
" হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন; -
তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি,
পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ
পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি।
কাটাইনু বহু দিন সুখ পরিহরি।
অনিদ্রায়, নিরাহারে সঁপি কায়, মনঃ
, মজিনু বিফল তপে অবরেণ্যে বরি; -
কেলিনু শৈবালে; ভুলি কমল-কানন!
স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে -
"ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি,
এ ভিখারী-দশা তবে কেন তোর আজি?
যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!"
পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালে
মাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।"
সর্বশেষে বলি " এটা একটা বিখ্যাত ব্লগ নাম--- সামু"
২৬ শে জুন, ২০১৯ রাত ১০:১৪
অরিন্দম চক্রবত্রী বলেছেন: I (rather we) have have no choice brother.রাশ্ট্র ভাষা হিন্দি।অফিসে english।বারিতে বাংলা।কবে কোথায় থাকবো ঠিক নেই,কলকাতার বাইরে বাংলা কেউ বোঝেও না কথাও বলে না।কলকাতাতেও non bengali রা বলে না।তবে ঐ official english।
৮| ১২ ই জুন, ২০১৯ দুপুর ২:১৮
রিফাত হোসেন বলেছেন: @লেখক----পোস্টটি ভাল তবে আপনি উস্কানিমূলক কথা বলছেন৷ হিন্দী নাটক ফাটক দেখে কেউ শখ করে হিন্দী উক্তি দিলে একে হিন্দী ভাষায় কথোপকথন হয় না। আমরা শখ করে ফরাসী,ইংরেজী,জার্মান এ উক্তি প্রকাশ করি, সেটা ভাষার উপর দক্ষতা হলেই সম্ভ। ভারত প্রতিবেশী দেশ। আয়তনে বড়, এতে সুবিধা আছে। আপনিও বাংলাভাষী হয়ে বাংলাকে যে ৩য় কাতারে রেখেছেন। কষ্ট লাগল। পৃথিবীতে অনেক দেশে ভিন্ন ভাষাভাষীরা থাকে। ইতালির ভিতর জার্মানভাষার জাতি থাকে, জার্মানীতেও এরকম অঞ্চল রয়েছে যেখানে ভিন্ন ভাষা ব্যবহৃত হয়। কিন্তু আপনি যা প্রাকাশ করেছেন তা ন্যাক্কারজন।
২৬ শে জুন, ২০১৯ রাত ১০:১৯
অরিন্দম চক্রবত্রী বলেছেন: আমি হিন্দি বুঝি,লিখতেও জানি,জানতে হয় কারন কলকাতার বাইরে বাংলা কেউ বোঝে না।আমি মুমবাই,বাংগালোর,পাটনা আর রাচিঁ তে থেকে এসেছি কর্ম সুত্রে।নন বেংগলি রা ওনেক ভালো হয়।
৯| ২৮ শে জুন, ২০১৯ রাত ২:৩৬
রিফাত হোসেন বলেছেন: হীরক রাজার দেশে চলচ্চিত্রটা দেখবেন। ভাষা না বুঝলে সমস্যা নাই, ইংরেজি অনুবাদ করা আছে। সেটার কয়েকটা পর্ব আছে। কোন একটা পর্বে দেখেছিলাম মগজ ধোলাই নিয়ে। আজ পুরোপুরি বিশ্বাস হল।
সাহেব মাতৃভাষাকে সম্মান করা উচিত।
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ ব্যাপারটা আপনার হয়েছে তাই বলছেন অবাঙালিরা ভাল হয় অনেক।
বাঙালিরাও অনেক ভাল হয়ে থাকে।
১০| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯
মোহাম্মদ জন চক্রবর্ত্তী বলেছেন: আপানার মাতৃভাষা কি? আপনি এত হিন্দি বোঝেন, অথচ এসেছেন একটা বাংলা ব্লগে। তাও আবার সেটা বাংলাদেশের। যাদের ধ্যান জ্ঞান বাংলা। আপনি মশাই দুধ খেয়ে ঘোল খান । বেশী দূর যেতে হবে না, কলকাতার মফস্বল অঞ্চলে একবার গিয়ে দেখুন (নন বেংগলি রা ওনেক ভালো হয়), ভুলে যাবেন।
@রিফাত ভাইয়ের শেষটুকু
" ‘অনাহারে নাহি খেদ বেশি খেলে বাড়ে মেদ,
ভরপেট নাও খাই, রাজকর দেওয়া চাই
লেখাপড়া করে যেই অনাহারে মরে সেই
জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই
বিদ্যালাভে লোকসান- নাই অর্থ, নাই মান
হীরক রাজা বুদ্ধিমান করো সবে তার জয়গান’"
১১| ২৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:২৭
অরিন্দম চক্রবত্রী বলেছেন: Amader desher cinema niye amake gyan debar dorkar nei,
১২| ২৯ শে জুন, ২০১৯ বিকাল ৪:৩২
অরিন্দম চক্রবত্রী বলেছেন: আমি বাংলাও বুঝি।কিন্তু আমার কাছে বাঙালি,মারাঠি, ওড়িয়া সবাই সমান,সবাই আমার দেশবাসী।
১৩| ১৩ ই জুলাই, ২০১৯ ভোর ৫:৩৫
রিফাত হোসেন বলেছেন: @লেখক
ভ্রাতা, আপনাকে জ্ঞান দিব! এ সাধ্য কি আমার আছে? আমি আপনাকে জানালাম। আমার বক্তব্য বন্ধুত্বপূর্ণ ছিল। কিন্তু আপনি ভদ্রলোক হয়ে যেভাবে প্রতিমন্তব্য করছেন... তাতে ভদ্র শব্দটি লজ্জা পাচ্ছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৯ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: ইন্ডিয়া গেলে কাজে লাগবে।