![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারনেই অসাধারণত্ব
লিখালিখির ব্যাপারে ছোট থেকেই আমার ব্যাপক আকর্ষণ । তার অবশ্য কারন আছে। প্রথম ব্লগেই কারন বলতে চাই না।
ব্লগ্ ব্যাপার টা অনেক দিন ধরেই শুনছি। খুব সম্ভবত হুজুগের মাথায় একটা একাউনট খুলেও ফেলেছিলাম। কিন্তু তার কোন খুঁটিনাটি ই মনে নেই !!! অতএব আবার ও খোলা হল একাউনট। দেখা যাক এই নতুন ব্যাপার বুঝতে ক দিন লাগে।
নতুন উৎসাহের কারন একজন "পরিচিত। হটাত জানতে পারলাম তিনি ব্লগ এ লেখেন। তার ব্লগ টি পরলাম ও এবং তার পুরাতন প্রথম পোস্ট টি পড়েই এই ব্লগ দুনিয়ায় আগমনের ইচ্ছা জাগল । বড়ই দুঃখজনক হলেও সত্য তার অই পোস্ট টি আমার একটি লিখার কপি। খুব ভাল করে দেখলাম তিনি কৃতজ্ঞতা জাতীয় কিছু বলেন ও নি। যার কাছ থেকে যা দুঃস্বপ্নেও আশা করা যায় না কাজটি যদি তিনি করেন, হতাশ তো লাগেই।বিশেষত এই ব্যাক্তির কাছ থেকে এমন ঘটনা আমার পক্ষে কল্পনা করাও অসম্ভব। লোকমুখে শুনলেও বিশ্বাস করতাম না হয়ত। যাই হোক। ব্লগ দুনিয়ায় আগমনেই কিছু বিষয় শেখা হয়ে গেল, যা হয়ত অন্য ব্লগেরগন কিছু দেরিতে বোঝেন ।
চোর কে আমি ক্ষমা করলাম।
কেন?
কারন জীবনের কিছু শিক্ষা চোর বাবাজি আজকে দিলেন. আরশিক্ষা অমূল্য । ক্ষমাও অমূল্য। অমুল্লে অমুল্লে কাটাকাটি :
শুভ সন্ধ্যা
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
যেখানে ভুতের ভয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭
যেখানে ভুতের ভয় বলেছেন: অসংখ্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ইখতামিন বলেছেন: আপনাকে স্বাগতম.
