নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে ভুতের ভয়

সিমপ্লেসট ইন টেস্ট বাট স্যাটিসফাইড অনলি উইথ দা বেস্ট

যেখানে ভুতের ভয়

সাধারনেই অসাধারণত্ব

যেখানে ভুতের ভয় › বিস্তারিত পোস্টঃ

এই শিশুদের দিকেও তাকানঃ শিশু দিবস প্রসঙ্গে

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

আজকে জাতীয় শিশু দিবস। দিকপাল ব্লগার সমাজের অনেকের স্ট্যাটাস দেখলাম কাজের ছেলেমেয়েদের অধিকারের প্রশ্ন নিয়ে, কর্মজীবী শিশুদের প্রসঙ্গ নিয়ে।





শিশু দিবসে সবাই বাড়ির কাজের মেয়েটার বা কাজের ছেলেটার কথাই বলে। নিজের বাসার মেয়েটার দিকে কি তাকান? কিংবা বাসার ছেলেটার? খাচায় ভরে রাখা পাখির দৃষ্টি দেখেছেন কখনো ?কি ভয়ঙ্কর আকুলতা থাকে সেই চোখে ,কি প্রচণ্ড হাহাকার থাকে সেই চোখের ভাষায়, কি গভীর বেদনা থাকে, মুক্ত আকাশের প্রার্থনা থাকে দেখেছেন কখনো? তাদের জানালা মানে উইন্ডস, পৃথিবী মানে এপার্টমেন্ট এর টপ ফ্লোর। নিচের পৃথিবী তারা দেখেও না, নিচের পৃথিবীর অস্তিত্ব ও জানে না। তবু এদের কাউকে যদি সেই পৃথিবী থেকে সরিয়ে হটাত বাস্তব দুনিয়ায় হাটতে দেয়া হয় তবে তারা কি ভীষণ অসহায় হয়ে পড়ে আমি দেখেছি। এই মানুষ তার চেনা পৃথিবীর মানুষ নয় , এই অচেনা মানুষরা কথা বলে অন্য ভাবে, হাসে অন্যভাবে এদের অনুভুতি অন্যরকম। চলার সময় প্রতি পদে তার মনে হয় সে কোথায় ? সে কেন এখানে ?

এই দুনিয়ার মানুষের কাছে "সে" অচেনা, তার কাছে "এরা" অচেনা। প্রতি পদে পদে সে অনুভব করে এরা তাকে গ্রহন করছে না।সে নিজেও এদের গ্রহন করতে পারছে না। অসহায়ত্তের সাথে সে দেখে সে দলছুট। সবার মধ্যে থেকেও সবার থেকে আলাদা। মরিয়া হয়ে সে কেবল চেষ্টাই করতে থাকে এদের মত হবার। কিন্তু না এই জীবন তার পরিচিত, না এই জীবনের মানুষ তার চেনা। অচেনা পৃথিবী তাকে গ্রহন করে না, চেনা পৃথিবী তাকে ফিরিয়ে নেয় না।



খেলার জায়গা নেই, ছুটি হলেও বাবা ছুটি পাবেন না বলে বেড়াতে যাওয়া হবে না দূরে কোথাও।স্কুল কলেজের পিকনিকে নিরাপত্তা নেই। এই শিশুগুলি যাবে কোথায়? অনেক বাবা মা বোঝেনও। কিন্তু তারাও তো অসহায়। বাস্তবতা মানতেই হবে।

আমার বাবা মা চাইতেন এই বিষয়গুলি যেন তাদের ছেলে মেয়ের সাথে না ঘটে। তারা নিজেদের অসুবিধা হলেও চেষ্টা করেছেন অনেকটা সময় আমাদের দেবার।তারা যে পেশায় আছেন সেখান থেকে এতটা সন্তান স্নেহ দেখানো অসম্ভবই বলা চলে। এখনও তাদের অনেক সহকর্মীকে বলতেও শুনি। তার পরেও এই একাকিত্য কিছুটা আমরাও অনুভব করেছি।আমরা সৌভাগ্যবান ছিলাম।কিন্তু অনেকেই এই সৌভাগ্য পায় নি।সেই শিশুরা কি অবস্থায় আছে এটি অনুমান করা কঠিন কিছু নয়।



এদের কথাও ভাবুন।এদের অনেক আরামে রেখেছি এখন কাজের ছেলে মেয়েদের কথা ভাবি এই চিন্তা থেকে বের হয়ে আসুন। চোখ মেলে দেখুন আপনাদের দেয়া আরাম এই বন্দি পাখিদের কতটা ভাল রেখেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.