নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানে ভুতের ভয়

সিমপ্লেসট ইন টেস্ট বাট স্যাটিসফাইড অনলি উইথ দা বেস্ট

যেখানে ভুতের ভয়

সাধারনেই অসাধারণত্ব

যেখানে ভুতের ভয় › বিস্তারিত পোস্টঃ

" স্বেচ্ছায় রক্তাক্ত হাত" এবং অন্যান্য

২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫

ফেসবুকের নিউজ ফিডে একটা ছবি দেখলাম। একজনের প্রোফাইল ছবিতে আমার এক ফেসবুক ফ্রেন্ড কমেন্ট করেছেন।ছবিটি পাবলিক করা। কাজেই আমিও দেখতে পাচ্ছি ফেসবুক বন্ধুর কমেন্ট এর সুবাদে। একটা মেয়ের প্রফাইল ছবি। ছবিতে দেখা যাচ্ছে একটা হাত। মোটামুটি রক্তারক্তি অবস্থা। লম্বা লম্বা করে কাটা হয়েছে বোঝা যাচ্ছে। ভালই রক্ত আছে শরীরে। রক্তের রং ও বেশ টক টকে লাল। কমলা ধাঁচের লাল না।

কমেন্ট যা পড়েছে তাতে কেউ কেউ ফাজলামিও করেছে। এত রক্ত বেহুদা নষ্ট না করে মশাকে খেতে দিলে হয় এমন সামাজিক চিন্তা ধারার কথাও আছে। ছবির অবস্থা দেখে যা বুঝলাম নায়িকা’র নিজেরি হাত এটা। ব্লেড দিয়ে কেটেছেন। বয়ফ্রেন্ড এর প্রতি রাগ বশত অথবা ছাড়াছাড়ি’র সুবাদে। এবং ছবি তুলে প্রফাইল পিক দিয়েছেন। সেই ছবি আবার পাবলিক।পুরো ব্যপারটার মধ্যেই দারুন একটা গল্পের গন্ধ আছে। সেই গন্ধে অনেকেই ওই পিক এ লাইক দিয়েছেন।

এই পুরো ব্যাপারটা আমার কাছে রোম্যান্টিক না অত্যন্ত নোংরা লাগছে। ফেসবুকে বন্ধু তালিকা অনেক ছোট আমার।ওই ছবি নিউস ফিডে এখনও দেখাচ্ছে। যতবার দেখছি ততবার আমার প্রচণ্ড বমি পাচ্ছে। প্রচণ্ড।

নোংরামির একটা সীমা থাকা দরকার। দুই বছর/চার বছর/ ৮ বছরের ছেলে বন্ধুর সাথে ছাড়াছাড়ি হয়েছে বলে হাত কাটা হয়েছে।২৩/২৪ বছরের পরিচিত বাবা-মা মারা গেলে এই মেয়ে কি নিজের গলা কাটবে?মনে হয় না। সে সম্ভাবনা শূন্যেরো কম।



কষ্ট অনেক পাওয়ার কথা। পেয়েছেও হয়ত। কিন্তু তার মানে এই না যে নিজের হাত কেটে এইটা ছবি তুলে সবাইকে দেখাতে হবে। পুরো বিষয়টার মধ্যে একটা লোক দেখানো ভাব আছে। কথাটা নিষ্ঠুর শোনালেও সত্য। হাত কাটা অনুচিত বা গলায় দড়ি বেঁধে ঝুলে পড়া অনুচিত এই সব কথা আমি বলব না। নিজের হাত, নিজের গলা নিজের সিদ্ধান্ত। আমি কে পরামর্শ দেবার।তার কষ্ট সে নিজেই বুঝেছে। সে কষ্ট কে সে কিভাবে গ্রহন করবে সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। তার পরিবার বুঝবে। তার বাবা মায়েরই দায়িত্ত্ উচিত অনুচিতের শিক্ষা দেয়া। আমার না। আমার কথা হল হাত কেটে ওই ছবি ফেসবুকে দিয়ে সে কি প্রমান করতে চায়। ছেলে বন্ধু কে প্রমান করতে চায় সে তাকে কতটা ভালবাসে? নাকি এটি কোন হুঁশিয়ারি তার ছেলে বন্ধুর প্রতি? সে কি বলতে চায় এর পরে আবারো মনঃক্ষুণ্ণ করলে পরবর্তী পদক্ষেপ আরও ভয়াবহ হতে পারে।

ভালবাসা কি নিজের হাত কেটে প্রমানের বস্তু? তাহলে ছেলে বন্ধু কে আলাদা করে দেখালেই হয়।ছবি তুলে জনতাকে দেখানর প্রয়োজনটা কি পড়ল?



ভালবাসা অত্যন্ত দামি বস্তু। মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ যেমন সে লুকিয়ে রাখে কোন অন্ধকারে, সবার চোখ বাঁচিয়ে, আমার কেন যেন মনে হয় ভালবাসাও ঠিক তেমনি লুকিয়ে, যত্নে আড়ালে রাখার মত কিছু।এমন কিছু যা মানুষের সামনে আনলে তার পবিত্রতা নষ্ট হয়।এমন কিছু যা কেউ জানলে একটু একটু করে ক্ষয়ে যেতে থাকে তার নিস্পাপতা।



এভাবে মানুষের সামনে কাটা হাত দেখানর মধ্যে ভালবাসা যতটা আছে হিংস্রতা তার চাইতে বেশি আছে। এই মেয়ের ছেলে বন্ধুর জায়গায় আমি হলে এই মেয়ের ব্যাপারে অন্তত ১০ বার চিন্তা করতাম। যে আজ সামান্য কারনে নিজের হাত কাটতে পারে কালকে সে আরও ভয়াবহ কাজ করতে পারে। এই হাতের ছবি তুলে লোককে দেখানোর পরে সে কি নিজের ছেলে বন্ধুকেও কিছুটা ছোট করে নি? এতই গভীর ভালবাসা হলে তাকে ছোটোই বা কিভাবে করা যায়। মেয়েটির নিজের অবস্থানই বা কথায় গিয়ে দাঁড়িয়েছে। যারা দেখছে তাদের মনে কি তার প্রতি সমবেদনা জাগছে নাকি তার প্রতি একটা ঋণাত্মক ধারনার সৃষ্টি হচ্ছে। এই মেয়েটি অবশ্যই একদিন বিয়ে করবে। এই ছেলেকে না হোক অন্য কাউকে। নিজের কন্যার সামনে দাঁড়াতে কি তার বিন্দুমাত্র বুক কাপবে না? নিজের কন্যাকে কি কোনদিন শক্ত ভাবে মানা করতে পারবে সেই কাজ করতে, যে কাজ সে নিজেই একদিন করে এসেছে? সব সন্তানের কাছেই তার মা দেবী তুল্য। আপনি কি কোনদিন কল্পনাও করতে পারবেন নিজের মা কে তার তরুনিকালে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে? এই মাকে কি তার সন্তান সম্মান করতে পারবে মন থেকে?

ছেলে হোক বা মেয়ে আত্মসম্মানটা খুব গুরুত্বপূর্ণ। নিজের সম্মান ই যার কাছে নাই,নিজের মূল্যই যে জানে না সে কিভাবে আশা করে আন্য কেউ তার মুল্লায়ন করবে? আর কেউ যদি মনে করে তার মনের কষ্ট খুব সাংঘাতিক, তার সম্মানের চাইতেও বেশি তাহলে অন্তত নিজের বাবা মা কে মানুষের সামনে অপমানিত হতে হবে এই চিন্তা করে হলেও শক্ত থাকুন। বাবা-মা না হোক ভাই-বোন, ভাই-বোন না হোক আপনার সবচেয়ে কাছের বন্ধু। একটা মানুষ অনেক মানুষের সাথে যুক্ত। তার একটা ভুল কাজের জন্য সারা জীবন তার সাথে যুক্ত মানুষদের জবাব্দিহি করতে হয়।

আর যদি কিছুই মাথায় না থাকে তবে হাত কাটুন, তবে দয়া করে আপলোড দেবেন না পাবলিক রেখে। যার কাছে তার কাছের মানুষের মান অপমানের মুল্য নেই তার রক্তাক্ত হাত কোন অনুভুতির সৃষ্টি করে না। স্বেচ্ছায় রক্তাক্ত করা হাত দেখে দয়া হয় না । অত্তন্ত ঘেন্না হয়।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৭

রাতজাগাপাখি বলেছেন: ভালো বলেছেন।

২| ২৯ শে মার্চ, ২০১৩ সকাল ১১:২৪

যেখানে ভুতের ভয় বলেছেন: ধন্যবাদ :)

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:২৬

গজ-কচ্ছপ বলেছেন: ভালবাসা অত্যন্ত দামি বস্তু।

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

যেখানে ভুতের ভয় বলেছেন: তাই নাকি ভাই? তবে তাই !! পি সাইন টা দিতে পারতেছি না। আসে নাহ।

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪

গজ-কচ্ছপ বলেছেন: মানুষের সবচাইতে মূল্যবান সম্পদ যেমন সে লুকিয়ে রাখে কোন অন্ধকারে। -তারপরেও কোন না কোনভাবে জনসমক্ষে চলেই আসে। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.