| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,
মস্তিষ্কে
ভীষণ রকমের ঘোরপাক
চোখ ক্যান জানিনা বুইঝা যায় ক্লান্তিনয় রাতের মতো -
তোর সাথে কাটানো সেই DFC এর ভিতরের সময়,
কাটানো দিয়াবাড়ির ওই বিচরণ
ফার্মগেটের পাশের রেস্টুরেণ্টে ফুচকা আর লাচ্চি -
ওয়ারব্রিজের ওপরের সেই অপেক্ষা আর বিজয় সরণী পর্যন্ত তোকে আগিয়ে দেয়া -
কোচিংয়ের আগের সকাল ৮টায় ঘুম ফাকি দিয়ে ২ মিনিটের জন্য তোর মুখখানি দেখার প্রয়াশ,
বৃষ্টিতে ভিজে তোর জন্মদিন উৎযাপ -
আজ প্রতিবেশীর কটূকতির মতো জ্বালা লাগে
তবুও তাকে দমড়ে মুচকে হাসির বাহানা বানাই ৷
জানি, তোর প্রতিটা প্রশ্বাসে আমাকে নিয়ে ঘৃনা নামক বাতাস গিলিস ৷
একদিন বলেছিলি -
লাইব্রেরীর ওই ট্রাজেডীর পর তোর দুচোখের বিষ ছিলাম ৷
তবুও ভালোবাসা হলো,
স্পর্শ হলো,
বিনিময় হলো অনেক কিছু
যা আবার আমি প্রট্রোল দিয়া জালিয়ে দিছি তোর মনে ৷
পাগল নামুক জলন্ত আগুন নিয়ে বেচেঁ থাক কোনো এক রানার রাণী হয়ে ৷
আর্শিবাদ তোদের প্রতি
আকাশ ছোয়ার স্বপ্ন সফস হোক ৷
কামনায় -
ইতি,
পাগল৷৷
©somewhere in net ltd.