নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

B-)B-)B-) আমি কিন্তু ধর্ষকের পক্ষে !!!!!!!! B-)B-)B-)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮









কুদ্দুস সাহেব একজন বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী । তার মাথার ভেতর মাঝে মাঝে এক ধরনের বিশেষ ক্যারা উদিত হয়। আর যার উন্মাদনায় উনি মাঝে মাঝে কিছু পাগলামির আয়োজন করেন যাকে তিনি সমাজসেবা মনে করেন । অনেকে আবার এগুলোকে বলে থাকেন মানবের অধিকার । এজন্য অবশ্য তিনি মনে মনে নোবেল পুরষ্কার দাবী করেন না । তবে উনাকে সুশীল সমাজ আসস্থ করেছে যে একটা অস্কার এ্যাওয়ার্ড দেবে। উনি অবশ্য তাতে কিছু মনে করেন নাই। কিছুদিন আগেরই কথা উনার জন্মদিনে উনি ভেবে দেখলেন সমাজের সর্ব স্তরের মানুষকে দাওয়াত করে খাওয়াবেন বিশেষ করে সমাজে যারা গরীব শ্রেণীর মানুষ আছেন। এতে করে উনার অনেক নাম ডাক হবে। এই নিয়ে চলল অনেক দিন ধরে পুরো দেশ জুড়ে বেশ ঘটা করে হাক - ডাক , দেয়ালে – দেয়ালে চিকা মেরে দেয়া হল , পোস্টার আর ব্যানারে ভরে গেল সারা দেশ। এলাকা এলাকায় মাইকিং, “ এক বিশাল কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই আমন্ত্রিত “ সেই অনুষ্ঠানে সমাজের অনেক গন্য মান্য ব্যাক্তি থেকে শুরু করে সমাজের অনেক নিচু শ্রেণীর মানুষ উপস্থিত হন। পোলাও – কোর্মার কোন কমতি ছিলনা। কুদ্দুস সাহেব আবেগে আপ্লুত হলেন । তার ব্যাপক সুনাম হল । কত সংবাদ পত্র , ব্লগ আর মিডিয়াতে তার সুনাম প্রচারিত হল তার হিসাব নাই। রাতারাতি কুদ্দুস সাহেব হিট হয়ে গেলেন। আমিও গিয়ে ছিলাম সেই অনুষ্ঠানে। একদম পেট ভরে খেয়ে এসেছিলাম। তাতে করে আমার তারপর দুই দিন আর কোন খাবার খাওয়া লাগেনি।







হায় কুদ্দুস সাহেব ! তার অল্প কিছুদিন পর তার জীবনে নেমে এলো দুঃখের কালো রাত। তার এক সুন্দরী কন্যা আছে নাম অপরাজিতা। যে সমাজের জন্য তিনি ঘুম হারাম করে টাকাকে অর্থ না মনে করে অক্লান্ত পরিসরে সেবা করে যাচ্ছেন সেই সমাজেরই কিছু হায়না রুপী মানুষ তার নিরীহ মেয়েটিকে পাশবিক ভাবে ধর্ষণ করল। তার মেয়েটির মরদেহ দেখার মত কষ্ট তিনি সহ্য করতে পারলেন না। তাই ধর্ষকের ফাঁসি দাবী করে তিনি বিশাল এক জনসভার আয়োজন করলেন। আবার দেশ জুড়ে শুরু হল ব্যাপক হাক - ডাক । দেয়ালে – দেয়ালে চিকা মেরে দেয়া হল , পোস্টার আর ব্যানারে ভরে গেল সারা দেশ। এলাকা এলাকায় মাইকিং, “ এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে ধর্ষকের ফাঁসি দাবী করে “ কিন্তু আফসোস যারা এর প্রচার এবং প্রসারে কাজ করেছেন এবং পাশাপাশি সমাজের কোন স্তরের এবং শ্রেণীর মানুষই তেমন উপস্থিত হলেন না । বিশেষ করে কোন মেয়েরাই সেখানে উপস্থিত হলেন না। আমিও যাইনি। আমি তখন বাসায় বসে বসে টেলিভিশনে মুন্নির বদনাম গানটি দেখছিলাম আর তাক ধিন না ধিন নাচ্ছিলাম। সাথে আমার কন্যাও ছিল। অথচ একটি বারও আমি ভেবে দেখিনি কাল আমার মেয়েটিও ধর্ষণের শিকার হতে পারে।







তাই বলি, কোথায় আজ আমার নারীবাদী পক্ষ ?

কোথায় আজ আমার তসলিমা নাসরিন ?

কোথায় আজ আমার দুই দেশ নেত্রী ?









তাই অনেকটা আফসোস করেই বলি আমি কিন্তু ধর্ষকের পক্ষে কারন আজ আমি রাজপথে ধর্ষকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে যাইনি অথচ এতদিন শুধু কিবোর্ড ফাটিয়েই বাহ ! বাহ !! বাহ !!! কুড়িয়েছি। আরে ভার্চুয়ালই কি আর ধর্ষণ হয় ধর্ষণ হয় মাঠে – ঘাটে – রাজপথে । তাই একে রুখে দিতে ভার্চুয়ালই সচেতনতা তৈরি করার পাশাপাশি রাজপথেও নামতে হবে। নতুবা ধর্ষণ একের পর এক হতেই থাকবে আর আমরা শুধু কিবোর্ড ফাটিয়ে আঙ্গুলই চুষে যাব কারন আমরা যে সুশীল সমাজভুক্ত আঙ্গুল চোষা সুশীল । আর তোমরা ধর্ষণ হতে চাইলে ধর্ষিত হও তাতে আমার কিছু যায় আসেনা !









তাই অনেকটা আক্ষেপ করেই বলি, “ আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবী তুলতে চাই “







আর ছেপ দেই, থু ! থু !! থু !!!











মন্তব্য ১৭২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (১৭২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

এহসান সাবির বলেছেন: আর ছেপ দেই, আমার নিজের মুখে... থু ! থু !! থু !!!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু হায়রে বুঝলনা ........................... থু দেই পানের পিক সহ থু ! থু !! থু !!!

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

s r jony বলেছেন: দারুন বলেছেন ভাই,

দেখি এবার আমাদের "নারী বাদী/চুচিল লোকজন উত্তর দেয়,
নাকি আবার " কিবোর্ড ভেঙ্গে" স্টিকি পোস্ট দেয় :-B :-B

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আমিও দেখতে চাই ............

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

এ যুগের শ্রীকান্ত বলেছেন: এহসান সাবির বলেছেন: আর ছেপ দেই, আমার নিজের মুখে... থু ! থু !! থু !!!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু হায়রে বুঝলনা ........................... থু দেই পানের পিক সহ থু ! থু !! থু !!!

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

রাইসুল নয়ন বলেছেন: আর তোমরা ধর্ষণ হতে চাইলে ধর্ষিত হও তাতে আমার কিছু যায় আসেনা !

ল্যাপটপে চার্য দিয়া রাইখ, লাগে ডাটা কেনার টাহা আমাগো ধারে চাইও, নিজের পকেটে না থাকলে খয়রাত কইররা মেনেজ কইরা দিমুনে !!

ঘড়ে বইয়া মুড়ি খাও আর কি বোর্ড ফাটাও,

দারুন লিখছেন বড় ভাই,।।

এতেও কি গজাল গুলার বোধোদয় হবে না ??

আর কতো ধর্ষণ হলে ওরা রাজপথে আসবে?

আমি ধর্ষক হবো, ওদের বিবেক ধর্ষণ করবো (!)

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ঘরে বইয়া মুড়ি খাও আর নাচ ধিনা ধিনা ধিন ধিন

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আহারে ভালা পুলাডা নিজেরে ধর্ষক পক্ষে কইলো :(


=p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি তবে ধর্ষক হব এটাই আমার এম্বিসান :( :( :(

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

আশিক মাসুম বলেছেন: আর ছেপ দেই, থু ! থু !! থু !!! কোথায় আজ আমার নারী বাদী পক্ষ????

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

যে মেয়েরা রোজ ধর্ষিত হয় পথে - ঘাটে - মাঠে - রাজপথে তাদের অভিসাপ নিয়ে চলাই জীবন ।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

আশিক মাসুম বলেছেন: s r jony বলেছেন: দারুন বলেছেন ভাই,

দেখি এবার আমাদের "নারী বাদী/চুচিল লোকজন উত্তর দেয়,
নাকি আবার " কিবোর্ড ভেঙ্গে" স্টিকি পোস্ট দেয় :-B :-B

কমেন্ট-এ

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
তোরা কে কোথায় আছিস আয় আজ আমার সাথে, আমি কিন্তু ধর্ষকের পক্ষে !!!!!!!!

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১

তারছেড়া লিমন বলেছেন: আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবী তুলতে চাই

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

আবার ভাবি মৃত্যুদণ্ড বড্ড হালকা শাস্তি হয়ে যায়

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৪

একজন আরমান বলেছেন:
তাই অনেকটা আফসোস করেই বলি আমি কিন্তু ধর্ষকের পক্ষে কারন আজ আমি রাজপথে ধর্ষকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে যাইনি অথচ এতদিন শুধু কিবোর্ড ফাটিয়েই বাহ ! বাহ !! বাহ !!! কুড়িয়েছি। আরে ভার্চুয়ালই কি আর ধর্ষণ হয় ধর্ষণ হয় মাঠে – ঘাটে – রাজপথে ।


আপডেট - ০৩ (বরিশাল):

কর্মসূচীর তারিখ ও স্থান আবারও পরিবর্তিত করা হয়েছে কিছু সমস্যার কারণে। ১২ তারিখের পরিবর্তে ১৩ তারিখ রবিবার কর্মসূচী অনুষ্ঠিত হবে। আর অশ্বিনী কুমার টাউন হলের পরিবর্তে বি এম কলেজের সামনে অনুষ্ঠিত হবে। এইটাই শেষ সিদ্ধান্ত আজকের রাতের মিটিং এ।

১২-০১-২০১৩: বিকেল ৪ টায় মিটিং বিএম কলেজ চত্বরে।
১৩-০১-২০১৩: মৌন মিছিল সকাল ১১ টায় বিএম কলেজ চত্বরে।


দেখতে চাই কারা আছেন আমার সাথে বরিশালের রাজপথে।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

জাগো বাহে কোনটে সবাই

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: হায়রে চুচিল :(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনি কি আছেন ধর্ষকের পক্ষে আমার সাথে সামাজিক সচেতনতা গড়ে তুলতে কিবোর্ড ফাটিয়ে

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

জনি_ইংলিশ বলেছেন: এমনে সময় কত দেখি ব্লগে কোনো মেয়ে'কে কিছু কইলে/ পান থেকে চুন খসলে সবাই মিলে "কিবোর্ড ভেঙ্গে" ঝাপিয়ে পড়ে।
স্কিন শর্ট/লিঙ্ক দিয়ে পোস্ট দেয়, সেই পোস্ট স্টিকি হয়, হিট আর হিট পায়, পুরাই জ্বালাময়ি স্টাটাস দেয়।কিন্তু ধর্ষনের বিপক্ষে পুর দেশ ব্যাপি আজ আলোর মিছিলে সেই সব ছেঃলিব্রেটি/চুচিল/নারীবাদি ব্লগার'দের দেখা পেলাম না।

তারা যে নারীবাদিদের পক্ষ ছেড়ে ধর্ষক'দের পক্ষ নিছে, আর নিজেরাও ভবিষ্যতে ধর্ষিত হতে যাচ্ছে সেটাই আজ প্রমান হল।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
তারা যে নারীবাদিদের পক্ষ ছেড়ে ধর্ষক'দের পক্ষ নিছে, আর নিজেরাও ভবিষ্যতে ধর্ষিত হতে যাচ্ছে সেটাই আজ প্রমান হল।

আপনার সাথে সহমত এবং সহমরণ

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

s r jony বলেছেন:

পরিচিত অনেক আপু"কেও দেখি কোরমা-পোলাউর পার্টিতে নিয়মিত যায় আর কিবোর্ড ভাঙ্গে, সেই সব কাছের আপুদের আজ পাশে পাই নাই।

আফসুস আর আফসুস,
আফসুস আর আফসুস,

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পোলাও - কোর্মা খেতে ভারী মজা , একা একা খেতে চাও ঘরের দরজা বন্ধ করে খাও

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

বোকা ডাকু বলেছেন: অসাধারণ লিখেছেন কাণ্ডারি ভাই ! যারা চুশিল সমাজের লেজুর বৃত্তি করে কী-বোর্ড আঁকড়ে পরে থাকে তাদের ঠিকানা ওই কী-বোর্ডই হোক। আজ যারা অন্যের বোনের উপর নির্যাতনের প্রতিবাদ করতে আসেনা কাল তারাই হবে সেই নির্যাতনের স্বীকার। সেই চুশিলরাই তাদেরকে চুষে চুষে খাবে। ইতিহাস সাক্ষী।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

সবাই বলে আমি নাকি খুব লাজুক ঘরে থাকতেই বেশী পছন্দ করি আর যদি তাই হয় তবে কেন বাবা আমার এত ভার্চুয়ালই আনাগোনা !!! সেখানে কি লজ্জা লাগেনা ।

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

এহসান সাবির বলেছেন: আর ছেপ দেই, আমার নিজের মুখেও... থু থু থু, কারন ঐ যে ধর্ষিতা ছোট মেয়েটা পুরুষ দেখলেই ভয় পাচ্ছে, আমিও তো পুরুষ, লজ্বা আছে বলেই নিজর মুখেও থু থু....

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও তো পুরুষ, লজ্বা আছে বলেই নিজর মুখেও থু থু....

পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু হায়রে বুঝলনা ........................... থু দেই পানের পিক সহ থু ! থু !! থু !!!

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

শিপন মোল্লা বলেছেন: s r jony বলেছেন: দারুন বলেছেন ভাই,

দেখি এবার আমাদের "নারী বাদী/চুচিল লোকজন উত্তর দেয়,
নাকি আবার " কিবোর্ড ভেঙ্গে" স্টিকি পোস্ট দেয় :-B :-B

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি কিন্তু ধর্ষকের পক্ষে, আপনি ?

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

শামীম আরা সনি বলেছেন: এইটাতো পোস্ট !

কিন্তু বাস্তবে আসলে কি আপনি গিয়েছিলেন নাকি যান নি?

ভাইয়া আমিও কিন্তু যাইনি।

যদিও আমি কোন সাফাই দিচ্ছিনা তারপরও বলবো যে যেখানে অনেক ব্লগারের গ্যাদারিং সেখানে আমি মন থেকে যাবার ইচ্ছাটা পাইনা।

একেকজন ব্লগার একেকরকম, ব্লগে তো অনেকদিন হলোই আছি, ব্লগে কি না হয় এটা ভেবে এবং বুঝে শুনে আমি আস্হাটা রাখতে পারিনা।

এমনকি আমি নিজেও ব্লগে অনেক খারাপ পরিস্হিতির একসময় স্বীকার হয়েছি, সুতরাং আমি পারিনা আস্হাটা রাখতে।

এ আস্হার জায়গাটা যেদিন তৈরি হবে, সেদিন অবশ্যই যাবো।

আমি নিজেকে নারীবাদী হিসেবে পরিচয় দিতে চাইনা, তবে নারীবাদ আমার কাছে খারাপ জিনিস নয়।

আমি মেয়ে হিসেবে নয় মানুষ হিসেবে বাস্তবজীবনে যে কারো জন্যে আমার পক্ষে যতটুকু করা সম্ভব করি।

আজকে আমার বাসার কাজের মেয়েটি এসে বললো যে ওর মেয়ের বিয়েতে নাকি ওর ১ লাখ টাকা যৌতুক দিতে হবে। শুনে আমার একি সাথে মেজাজ এবং মন বিগড়ালো।

মনে হলো আসলে আমি নিজেও তো মেয়ে , নিজেও তো এ সমাজের অংশ ।

এ সমাজটা আসলে এরকম কেনো?

কেনো?

কেউ বলতে পারেনা।

আমি জানি আমার জীবদ্দশায় এর কোন পরিবর্তনও আমি দেখতে পাবোনা!

জানিনা কি করা উচিৎ।

তবে আপনি পোস্ট দিয়ে ভূল করেননি, বরং ভালোই করেছেন।আপনার কথা ভূল না।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাঁ আপু আমি গিয়েছিলাম এবং আমার পোস্টের উপরে যে মুখ ঢাকা ছবিটা দেখতে পাচ্ছেন সেটাই আমি । আর গিয়েছিলাম এবং সেখানে যেয়ে আমি হতাশ হয়েছি বিধায় এই পোষ্ট দিলাম এবং সাথে এও দাবী করি যে আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবী তুলতে চাই।

আপু আপনি বললেন যে একেকজন ব্লগার একেকরকম, ব্লগে তো অনেকদিন হলোই আছি, ব্লগে কি না হয় এটা ভেবে এবং বুঝে শুনে আমি আস্হাটা রাখতে পারিনা।

কিন্তু যদি আপু কিছু মনে না করেন তবে বলি এটা কিন্তু কারো কোন ব্যাক্তিগত স্বার্থের জন্য করা কোন কিছু নয় । তাই যে যেমনি হোক হাতের পাঁচ আঙ্গুল সমান নয় তবু আমরা কিন্তু হাত কেটে ফেলে দিয়ে চলতে পারিনা । সব কিছু মিলিয়েই আমাদের চলতে হয় জীবনের প্রতিটা পথ।

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৫

এ্যাপোলো৯০ বলেছেন: ভালো লিখছো ভাইয়া।

সরি

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
হ খালি লিখলাম ভালা কিন্তু কোন কাম হইল না এইটা কোন কথা !!!

১৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

জনি_ইংলিশ বলেছেন: @শামীম আরা সনি >
আপনি ব্লগারদের গ্যাদারিং যেখানে সেখানে মন থেকে যাবার ইচ্ছা পান না,
কিন্তু সামুতে প্রায় ১লক্ষ ৩০হাজার+ ব্লগার, সেখানে আপনি ঠিকই লিখেন। বিষয়'টা আমার মাথার ভিতরে ঢুকল না।

২) এখানে কারো "নিক নেম" বলা বাধ্যতা মুলক ছিলনা, তাই আপনি আসলেও কোনো প্রবলেম ছিলনা।

৩) এই আয়োজন কিছু ভালমনের ব্লগার'রা আয়োজন করেছিল, আপনি চাইলে তাদের ফোন করে আসতে পারতেন। তারা আপনার টেক কেয়ার করত।

৪)আমি নিজে এসেছিলাম কিন্তু কাউকে বলি নাই আমি একজন ব্লগার। আমি সমাজের অংশ তাই সামাজিক দায়িত্ব পালন করার চেস্ট করেছি। আপনিও পরিচয় না দিয়ে একজন সামাজিক মানুষ হিসেবে আসা উচিত ছিল।


শুনুন, ভাল কাজের একাত্ত প্রকাশ করতে কোনো কারন লাগেনা, কিন্তু নিজে গা বাচিয়ে চলতে অজুহাতের দরকার লাগে।

আজকে আমি/আপনি যদি গা বাচিয়ে চলি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম কি করবে?? কাল তো আমার ছোট বোন/মেয়ে/ভাগ্নি ধর্ষিত হতে পারে??? বিষয়'টা মাথায় রাখবেন

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার সাথে সহমত

১৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

লোনলিফাইটার বলেছেন: মাকসুদ সুন্দর করে বলে গেছে আমি কিছু বাংগালির মৃত্যুদণ্ডের দাবী তুলতে চাই “ ।পোস্টে +++

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

উনি আবার এই কথা বইলা পইচাও গেছে তাই আমি আপনার সাথে একাত্ততা ঘোষণা করে বলি হায় বাঙ্গালির মুগ্ধ জননি জন্ম দিয়েছ কিন্তু মানুষ করনি ।

২০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

বোকা ডাকু বলেছেন: এ্যাপোলো আপু আপনার উপস্থিতি কাম্য ছিল। /:) আসেন নাই এখন জরিমানা দেন। B-)) B-)) পরবর্তী কর্মসূচিতে আমাদের সবাইকে গরম গরম ভাপা পিঠা খাওয়াইতে হইবেক। ;) ;)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

পরবর্তী কর্মসূচিতে আমাদের সবাইকে গরম গরম ভাপা পিঠা খাওয়াইতে হইবেক। শুধু এ্যাপোলো আপু কেন অন্য আপুরা কি করবে তাহলে ? ;)

২১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৪

একজন আরমান বলেছেন:
সবাই মনে হচ্ছে কীবোর্ড আর মনিটরের সামনে !
অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমি এখনও বরিশালে তেমন কোন সারা পাইনি !
কিন্তু নেবুলা ভাই যে হিসেব দিলেন তাতে বরিশালে অনেক ব্লগার আছেন !
অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি হিসেবে আগামীকাল বিকেলে একটি মিটিং ডেকেছি, এখন দেখি কতোটুকু সারা পাই।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইরে স্বপ্ন দেইখেন না অল্প কিছু মানুষ যদি আসে নিরাস না হইয়া যুদ্ধ চালায়া যান আমি সাথে আছি

২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

বোকা ডাকু বলেছেন: খালি এ্যাপোলো আপু বলার কারন হইলো উনি আসতে না পেরে দুঃখ প্রকাশ কইচ্চেন। আর কিচু না। :#> :#>

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি গিয়া দুঃখ প্রকাশ করছি :( :( :(

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫

মাক্স বলেছেন: যেতে পারিনি আমার এইখানে আয়োজনও করা সম্ভব হয়নি :(

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :(

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অতি নারীবাদীরা নিজেদেরকে শুধু নারীই মনে করে, মানুষ মনে করে না। এই কারনে তাদের কাছ থেকে দেশ এবং জাতি কিছুই আশা করে না। কেউ তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কারনে না যেতেই পারে। কিন্তু ব্লগাররা বাস্তবে কেমন হবে, কার সাথে কি আচরন করবে কিংবা অনাস্থা যদি থাকত তাহলে অন্য মেয়ে বা মেয়ে ব্লগাররা আমাদের সাথে সামনে থেকে কাজ করত না। আমি দুঃখিত যারা এমনটা বলে, এটা তাদের শুধুই বাজে অজুহাত। আমরা নারী অধিকারের জন্যই কাজ করছি। এখানে অন্য কিছুর আশংকা যারা করছেন এটা তাদের সম্পূর্ন অমূলক এবং ভিত্তিহীন ধারনা। এই সব কাপঝাপ কথা না বলাই ভালো।

যাই হোক, পোষ্টের কথার সাথে আমি মোটামুটি একমত। যারা সুনির্দিষ্ট কোন কারনে আসতে পারেন নি, তারা শুধুই ফলের আসায় ঘোরেন। কেউ পাড়বে আর সবার আগে তারা সেটা খাবে। বলাবাহুল্য আমরা এমন পাকা ফলের ক্রেতাদের প্রতিনিধিত্ব করি না। আমরা প্রতিনিধিত্ব করি তাদের, যারা যে কোন সমস্যায় কাঁধে কাঁধ মিলিয়ে অন্য সবার সাথে কাজ করার ইচ্ছা পোষন করেন।

ভাগ্যিস আমাদের মুক্তিযুদ্ধ এখন হয় নাই, তাহলে সবাই 'চলো যুদ্ধ করি' নামে একটা ফেসবুক পেজ খুলে সেখানে লাইক দিয়ে তাদের যুদ্ধে শরীক হতেন কিংবা বড়জোড় সেখানে মন্তব্য করে শহীদ হতেন। কিংবা অনেকেই হয়ত বলত, সহযোদ্ধারা কেমন, তাদের উপর আস্থা পাই না। তাই যুদ্ধ বাড়িতে বসেই হবে।


যাইহোক, যারা ইচ্ছা থাকা স্বত্তেও পারিবারিক বা ব্যক্তিগত কোন কারনে আসতে পারেন নি, আশা করি আগামীতে তারা আমাদের সাথে অংশগ্রহন করবেন। কারন এটা যতটা না আমাদের যুদ্ধ, ততটাই আপনাদের যুদ্ধ। আমরা সবাই অলিখিত একটি যুদ্ধে সামিল হয়েছি। মুক্তি কতখানি আনতে পারব জানি না। কিন্তু এখানে কিছু পেতে হবে আপনাদের সাহায্য ছাড়া কিছুতেই হবে না। আশা করি, আগামীবার অবশ্যই আসবেন।

সবাইকে শুভকামনা।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

এইভাবে কাল্পনিক ভাবেই যদি শুধু ভালোবাসা যায় তবে আজ থেকে আমি শুধু কাল্পনিক ভাবেই ভালবাসতে চাই ।

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০২

রাইসুল নয়ন বলেছেন: কাণ্ডারি ভাই, আমি কিন্তু সবার বিবেক ধর্ষণ করার একটা প্রস্তাব রাখছিলাম !!

কিছুই জানাইলেন না !!

একটা ইভেন্ট করেন না , সানি লিওন বা সাশা গ্রে রে খবর দেই, তাইলে ব্লগার পরিচয়ে না আসলেও সাধারন মানুষ হিসেবে আইবে অনেকেই, আর তহন আমরা ওগো বিবেক ধর্ষণ করমু ।।

খোঁড়া যুক্তি দিয়েন না কেউ ভাই, পায় ধরলাম !!
আহেন নাই তো কি হইচে,পরের বার দাওয়াত রইলো,
চা খাওামুনে, লাগে ইউনিভার্সিটি তে এক সপ্তা হাইড্ডা গেলাম !!


তবুও ধর্ষণের হাত থেকে মা, বোনেরা রক্ষা পাক ।।

আমারে ছাগল কইলেন, কন !!
একদিন আইবেন ভাই, সময় থাকবেনা, হয়তো সেদিন সব শেষ হবে !!

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সেইখানে কি মুন্নির বদনাম গানের নাচ দেখাইবা তাইলে আমি আয়োজন করতে পারি আমার আবার বিবেক বোধ সব ভোতা হয়ে গেছেরে ভাই ।

আমারে ছাগল কইলেন, কন !!
একদিন আইবেন ভাই, সময় থাকবেনা, হয়তো সেদিন সব শেষ হবে !!

সহমত

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

শামীম আরা সনি বলেছেন: আমি গা বাচিয়ে চলা মানুষ নই ।

স্টল নাউ আই এফার্ম মাই ফার্স্ট কমেন্ট।

তবে কথা দিলাম একদিন এসে পড়বো, এটা অবশ্যই আমাদের সামাজিক দায়বদ্ধতা ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সহমত

আপু আমি কিন্তু আপনার সাথেই আছি সবসময় কারন এটা অবশ্যই আমাদের সামাজিক দায়বদ্ধতা ।

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

বোকা ডাকু বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাই বলেছেন- "ভাগ্যিস আমাদের মুক্তিযুদ্ধ এখন হয় নাই, তাহলে সবাই 'চলো যুদ্ধ করি' নামে একটা ফেসবুক পেজ খুলে সেখানে লাইক দিয়ে তাদের যুদ্ধে শরীক হতেন কিংবা বড়জোড় সেখানে মন্তব্য করে শহীদ হতেন। কিংবা অনেকেই হয়ত বলত, সহযোদ্ধারা কেমন, তাদের উপর আস্থা পাই না। তাই যুদ্ধ বাড়িতে বসেই হবে। "

পুরোপুরি সহমত। আমার মনেহয় 'সবাই তো দুধ নিয়ে যাবেই আমি এক বাটি দুধ না নিলে কিছু হবেনা। রাজার পুকুর ভরবেই' এই অজুহাতেই অনেকে শীতের সন্ধ্যায় লেপের উষ্ণতার মায়া ত্যাগ করে আমাদের আলোর মিছিলে সামিল হতে পারেনাই। কিন্তু আজ এইসমস্ত খোঁড়া যুক্তিতে যারা পশ্চাদপদতায় নিমগ্ন মনে রাখবেন কাল আপনিই যখন গলাপানিতে খাবি খেতে থাকবেন তখন কাউকেই পাবেন না দু হাত বাড়িয়ে আপনাকে উদ্ধার করার মত। কারন তাদের সঙ্গ আপনি অনেক আগেই তুচ্ছতাচ্ছিল্য করে নিজেকে বঞ্চিতের কাতারে নিয়ে গেছেন। হায়রে হতভাগা নারী সমাজ! কখনই নিজের ভালোটা বুঝল না।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:
হায়রে হতভাগা নারী সমাজ! কখনই নিজের ভালোটা বুঝল না।

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

s r jony বলেছেন: কেউ আসুক বা না আসুক, আমাদের ভবিষ্যত প্রচন্মের জন্য আমাদের "লড়াই" চলছে চলবে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ENOUGH IS ENOUGH RESPECT WOMEN

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৩

s r jony বলেছেন: ভুলে ১ম ছবিটা আপলোড হইছে

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্যাপার না ওইটা হইল যুদ্ধের প্রস্তুতি স্বরূপ ফটু ;) ;) ;)

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

আমিনুর রহমান বলেছেন: @শামিমা আরা সনি, না আসলে বা না দেখলে আপনি আস্থা পাবেন কিভাবে? কি-বোর্ড দিয়ে আমরা যাই করি না কে তার পিছনে কিন্তু আমরা মানুষ


চমৎকার পোষ্ট +++

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

জাগো বাহে কোনটে সবাই


৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @কান্ডারী ভাইঃ আপনার কমেন্টের অর্থ মাথার উপর দিয়া যায় ভাই। এন্টেনার ছবি দিয়েন না। এন্টেনায় কাজ হবে না। স্যাটেলাইট লাগবে।

যাই হোক। :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

পোষ্ট কি মাথার উপর দিয়া গেছে নাকি আগে হেইটা কন ? আর কমেন্টের রিপ্লাই নিয়া যদি কিছু বলেন তবে অনুপ্রেরনা বোঝেন মাঝে মাঝে অনুপ্রানিত করতে হয় নাইলে ঠিক জমে না ।

৩২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩১

রাইসুল নয়ন বলেছেন: তবে কথা দিলাম একদিন এসে পড়বো, এটা অবশ্যই আমাদের সামাজিক দায়বদ্ধতা ।

ভালই বললেন।।
সহমত।।

ততদিনে হয়তো আরও কোনও কিশোরী তার সব হারাবে, আর তখন আমরা ল্যাপটপ নিয়ে কীবোর্ডে ঝড় তুলমু, ধর্ষকের দুই গালে চুমা মারো তালে তালে

আমরা যে কবে বুঝমু !!!

হাম্বার ইম হইবে ।।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আবার জিগায় !!!!!!!!!!

ততদিনে হয়তো আরও কোনও কিশোরী তার সব হারাবে, আর তখন আমরা ল্যাপটপ নিয়ে কীবোর্ডে ঝড় তুলমু, ধর্ষকের দুই গালে চুমা মারো তালে তালে

পুরাই ডিজুস

৩৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

আমিনুর রহমান বলেছেন: সিলেটে ধর্ষণ সহ সকল ধরণের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আলোর মিছিল সম্পন্ন

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:
জাগো বাহে কোনটে সবাই

৩৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

সীমান্ত উন্মাদ বলেছেন: তাই অনেকটা আফসোস করেই বলি আমি কিন্তু ধর্ষকের পক্ষে কারন আজ আমি রাজপথে ধর্ষকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে যাইনি অথচ এতদিন শুধু কিবোর্ড ফাটিয়েই বাহ ! বাহ !! বাহ !!! কুড়িয়েছি। আরে ভার্চুয়ালই কি আর ধর্ষণ হয় ধর্ষণ হয় মাঠে – ঘাটে – রাজপথে । তাই একে রুখে দিতে ভার্চুয়ালই সচেতনতা তৈরি করার পাশাপাশি রাজপথেও নামতে হবে। নতুবা ধর্ষণ একের পর এক হতেই থাকবে আর আমরা শুধু কিবোর্ড ফাটিয়ে আঙ্গুলই চুষে যাব কারন আমরা যে সুশীল সমাজভুক্ত আঙ্গুল চোষা সুশীল । আর তোমরা ধর্ষণ হতে চাইলে ধর্ষিত হও তাতে আমার কিছু যায় আসেনা !




তাই অনেকটা আক্ষেপ করেই বলি, “ আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবী তুলতে চাই “

ভাই সেলুট আপনারে । আমিও আমার নিজের মৃত্যুদণ্ডের দাবী তুলতে চাই “ সব নারীবাদি আর সুশিলরা কিবোর্ড আর এসি রুমে বসে চিল্লাচিল্লি করে কিন্তু কামের বেলায় ঠনঠন । সামনে আই্তে শরম লাগে, ওহোরে কি লইজ্জা ।

কেউ কেউ আবার দেহি কমেন্টে হৃদ-স্পন্দনে কইছে কা হেরলাইগ্গা কত আলমত খারা করে, তারি আইজ কোতায় মাছি মারে । তবে ভাই টেনশন লইয়েন না এখনতো হেগো কেউ বা কারো বিপদ হয় নাই, তাই টের পাইতেছে আছেনা আল্লাহ না করুক যহন হইবো তহন ঠিকই টের পাইবো, তহন যদই তারা আইয়া চিল্লায় গদাম দিমু, রেডি কইরা রাখছি ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


কেউ কেউ আবার দেহি কমেন্টে হৃদ-স্পন্দনে কইছে কা হেরলাইগ্গা কত আলমত খারা করে, তারি আইজ কোতায় মাছি মারে ।


এইডা আবার কিমুন কেডায় এত মাছি মারে খালি নামডা একবার কন উনারে একটা মাছি মারার কয়েল কিন্ন্যা দিমুনে ।

৩৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

রাইসুল নয়ন বলেছেন: @ সনি -

আপনি সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝাতে চান !
আমাকে একটু বুঝিয়ে বলুন দয়া করে,
ব্যাপারটা মাতার উপরে দিয়া যায় আহে !
ধরতে পারছি না ।।

পারলে সম্মানিত ব্লগার বড় ভাইরা আমাকে একটু বুঝিয়ে দেন।।

অপেক্ষা করছি ।।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


সামাজিক দায়বদ্ধতা হল এমন একটা আরামের জিনিষ যা ঘরের ভেতর লুঙ্গি পড়ে লেপের ভেতর ঘুমিয়ে থাকার মত অনেকটা , কখন যে লুঙ্গি খুলে হারিয়ে যাবে আপনি ঘুমের মধ্যে নিজেও টের পাবেন না ।

৩৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫১

সীমান্ত উন্মাদ বলেছেন: আরে ভাই কইয়েন না, কত বুঝরুকি আছে । মাথা নষ্ট, দুই দিনের বৈরাগী হইয়া ডুগডুগি বাজাইতে চায় আর কি। আর কামের বেলায় ঘন্টা ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আহেন একটা গান গাই

ব্লগার আমরা ব্লগার
তোমাদেরই কিবোর্ড ফাটিয়ে দেখাব
কিবোর্ড ফাটিয়ে আমি
সেরা ব্লগার হব ।

৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

রাইসুল সাগর বলেছেন: কিবোর্ড ফাটাইবো
হইবো সেরা,
চুচিল হইলে
খাইবো পেরা ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

টু রু ধূম টু রু ধূম ( এইডা কইলাম মিউসিক দিলাম )

ব্লগার আমরা ব্লগার
ব্লগার আমরা ব্লগার
তোমাদেরই কিবোর্ড ফাটিয়ে দেখাব
কিবোর্ড ফাটিয়ে আমি
সেরা ব্লগার হব ।
কিবোর্ড ফাটাইবো
হইবো সেরা,
চুচিল হইলে
খাইবো পেরা ।


টেন টেন ত্যানা ত্যানা ট্যাং ( ইহাও কইলাম একটা মিউসিক দিলাম আর কি )

৩৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

আশিক মাসুম বলেছেন: সীমান্ত উন্মাদ বলেছেন: আরে ভাই কইয়েন না, কত বুঝরুকি আছে । মাথা নষ্ট, দুই দিনের বৈরাগী হইয়া ডুগডুগি বাজাইতে চায় আর কি। আর কামের বেলায় ঘন্টা ।


কিছু বলতে চাচ্ছিনা , আসলে বলতে গেলেই দেখা যাবে বেশী বলা হয়ে যাবে। তার পরেও একটা কথা বলতে চাই, অনেকতো দেখলাম লম্ফ জম্ফ। কইরে ভাই আপ্নেরা ??? আপ্নেগ পিলিজ লাগে, যদি সাহস থাকে তাহলে আইসা এই পোস্টে কমেন্ট করেন, নতুবা কোন নারী বাদী পোস্ট দিয়েন্না, ধর্ষণ নিয়া আর একটা কথা কইলে বেজ্জত হইয়া ব্লগ ছাড়বেন । (Mind it X( X( )

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিও কইলাম Mind it


৩৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

একজন নিশাচর বলেছেন: আমিও ধর্ষক দের পক্ষে।

গলাবাজ বহুত দেখছি এই সামুতে। অমুক করবে তমুক করবে। অমুক কেন হইল। তমুক এর বিচার চাই। [su]

আর যখনই অ্যাকশন এ আশা উচিত তখন একজনেরও খবর নাই।

আর এদেরকেই আমরা সহযোদ্ধা মনে করে পথ চলি।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনিও যে ধর্ষকের পক্ষে ইহা জানিয়া আমার দিল খুস হইয়া গেল

নারী বাদী পোস্ট দিয়েন্না, ধর্ষণ নিয়া আর একটা কথা কইলে বেজ্জত হইয়া ব্লগ ছাড়বেন ।

৪০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২০

একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:


সামাজিক দায়বদ্ধতা হল এমন একটা আরামের জিনিষ যা ঘরের ভেতর লুঙ্গি পড়ে লেপের ভেতর ঘুমিয়ে থাকার মত অনেকটা , কখন যে লুঙ্গি খুলে হারিয়ে যাবে আপনি ঘুমের মধ্যে নিজেও টের পাবেন না ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনাদের জাগো বাহে কোনটে সবাইর জন্য যদি আমারে কিছু করতে হয় বইলেন সাথে আছি

৪১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

রাইসুল নয়ন বলেছেন: যারা আসেন নাই আবার তেনা ছেরা যুক্তি দেন,আপ্নাকেই বলছি


আপনার বিবেকের লিঙ্ক টা একটু দেন (!)

ভালো থাকুন প্রতি মাইক্রো সেকেন্ড, কারন আপনিও তো ব্লগার ।।

মাঠে আসেন, আসেন আর একবার যুদ্ধ করি, আবার স্বাধীনতা রি নিউ করার সময় এসেছে !!

আপনার মূল্যবান সিদ্ধান্ত দিন ।।

কোনও তর্ক নয় !!

ব্লগে হন আপনি টুনির জামাই :) প্রতিবাদে এসে বলেন আপনার আসল নাম,
সমস্যা কোথায়?
আমাদের হাতে অবশ্য ফাও সময় থাকেনা যে আপনার লগে গেজামু !!

ধানাই ফানাই ছাড়েন, এই গুলার লইগা http://www.facebook.com
এই লিঙ্ক এ ক্লিক করেন আর একটা পেজ খোলেন !!

এইডা ছ্যাঁচড়ামি করার জায়গা না ।।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত

৪২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১

বাবুরাম সাপুড়ে বলেছেন: ভাই, আগে স্যালুট আপনাকে। মন থেকেই শক্তি আনতে চেষ্টা করি আপনার মত করে অপ্রিয় সত্যি কথাগুলো বলার। এই একটা কারনে শুশীলদের ঘৃনা হয়। সালারবাচ্চারা কাজের থেকে কথা বলে বেশী। থু....

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আগে আপনারে একটা স্যালুট জানাই ।

৪৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৬

রাইসুল সাগর বলেছেন: মিউজিক চলবে ।

ধিতাং ধিতাং বলে আজ
নারীবাদিরা কিবোর্ড ডলে আর
কার চুইচলামি উচ্ছলে
ব্লগ ভরে যায় মশায় ।

ফাটাফাটি,চুচিল, মশা মাছি মুক্ত ব্লগ চাই । টেনটেনা টেন ঢেন ঢেনা টেন ।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

মশা হইবেনা মাছি হইবেক কোনটা ?

৪৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

শিপন মোল্লা বলেছেন: কমেন্টে ঝাঝা কাল্পনিক_ভালোবাসা স্যালুট আপনাকে।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

স্যালুট জানাই ।

৪৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০

রাইসুল সাগর বলেছেন: এদানিং মশা মাছি উড়ে ডানে আর বায়,
সুযোগ পাইলেই কামড়ায় শুধু পায়।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম বুঝলাম একটা মুড়ির টিন থুক্কু মরটিন লাইগবে এইসব মশা আর মাছি মারার জইন্য ।

৪৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০

এ্যাপোলো৯০ বলেছেন: বোকা ডাকু, আপ্নি বোধহয় আমাকে চিনেন না। আমি সব কিছুতেই এটেন্ড করার চেষ্টা করি। আজকে আমার ২ টা ফ্রেন্ডের বোনের বিয়ের প্রোগ্রাম ছিলো। এছাড়া আরো কিছু কাজ ছিলো বাট কোনো টাই এটেন্ড করতে পারিনি।
আমি এখানে কৈফিয়ত দিতে আসিনি। এটেন্ড করার অনেক বেশি ইচ্ছা ছিলো কিন্তু আসতে পারিনাই বলে নিজের কাছেই অনেক খারাপ লেগেছে, তাই সরি বলতে এসেছি।


ভাপা পিঠা খাবার দাওয়াত রইলো............ আমার বাসায়

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

একটা কান্দন সহ হাসনের সুখি দুঃখী মিলাইয়া একটা ইমো হইবেক। আর তোমার সরি আমি মানিয়া লইলাম । ভালো থাইক পরের বার আইস কিন্তু ।

৪৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

রাইসুল নয়ন বলেছেন: দয়া করে কঠোর প্রতিবাদের মঞ্চ থেকে ঘুরে আসুন :)

আশা করি উক্ত স্তান ভ্রমন পূর্বক আপনারা যারা আমার মতো সহজ সরল তাদের বোঝার বাকি থাকবেনা সামুর প্রতিবাদ কতো তীব্র :(

Click This Link

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

আরে পোলাত নয় যেন একটা আগুনেরই গোলা ।

৪৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

রাইসুল সাগর বলেছেন: @এ্যাপোলো৯০

আমার দাওয়াত কই ? ডাকু ভাইয়ের মত আমিও কি কোয়া শুরু করমু নি তাইলে দাওয়াত দিবেন ,

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
:) :) :)

৪৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮

একজন আরমান বলেছেন:
@ লেখকঃ
লাগলে অবশ্যই জানাবো। শুনেই খুব ভালো লাগছে যে আপনারা পাশে আছেন। আজ একটা মিটিং ডাকলাম। দেখি কি রকম রেস্পন্স পাই।

রাইসুল নয়নঃ
ভাই বরিশালে আপনার কোন পরিচিত ছত/বড় ভাই থাকলে আজ বিকেলে আমার সাথে পারলে যোগাযোগ করতে বইলেন বিএম কলেজ চত্বরে। মিটিং ডাকছি একখান।

@ অ্যাপেলো৯০
মাথা ঠাণ্ডা রাখো।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

মাথা ঠাণ্ডা রাখো।

৫০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

রাইসুল নয়ন বলেছেন: @আরমান- ওরা আপনাকে কল দিবে,আপনার কন্টাক্ট নো আমি ওগো দিয়া দিছি ।।

চিন্তা কইরেন না, পাশে আছি ।।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

@ রাইসুল নয়ন ভাই তোমার যতটুকু সম্ভব তুমি একজন আরমান ভাইরে সাহায্য কর । তোমার জন্য রইল আমার অনেক শুভ কামনা ।

৫১| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

বোকা ডাকু বলেছেন: এ্যাপোলো আপুকে বলছি- শুধু আমি না আপু, ব্লগের সবাই জানে আপনার স্বতর্সফুর্ত অংশগ্রহণের কথা। সেসব তো নতুন করে বলার কিছু নেই। ব্লগ ডে তেও আপনার উপস্থিতি সবার মাঝেই অনুপ্রেরনা যুগিয়েছে। অতএব আপনার স্বদিচ্ছা নিয়ে তো কোনও কিছু বলি নাই। :-& :-&
আমি শুধু এই উছিলায় আপনার কাছ থেকে ভাপা পিঠা খাইতে চাইছিলাম। :( :(
আচ্ছা থাক লাগবে না। :(( :((

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

না ইহা হইবে না আমরা ভাপা পিঠা খাইতে চাই

৫২| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

রাইসুল নয়ন বলেছেন: আমি আছি , থাকবো,!!
আমার বন্ধুরা খুব বড় কোনও দুর্ঘটনা না হলে অবশ্যই থাকবে, আমার বিশ্বাস ।।

শুভকামনা সবার জন্য ।।

আপনাদের সবার সাথে মিশতে পেরে আমি কৃতজ্ঞ ।।

ভালো থাকুন সবাই, কারনে-অকারনে :)

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :) :)

৫৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

বোকা ডাকু বলেছেন: কিন্তু আপু তো মারাত্মক রেগে গেছে! :-& :-& :-&

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
:-& :-& :-&

৫৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২১

শিপন মোল্লা বলেছেন: চলুক, আমি যাই ঘুমাইগা। সবাইকে শুভ রাএি।

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

ঠিক আছে ব্রাদার বেঁচে থাকলে আবার কালকে দেখা হবে

৫৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

একজন আরমান বলেছেন:
ধন্যবাদ নয়ন ভাই।
আর যদি কাউকে নাও পাই তবেও সমস্যা নাই।

কারণ গুরুজির গানটি আমি বিশ্বাস করি-
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে একলা চলো রে...

একাই লড়ে যাবো প্রয়োজনে।:)

এখন যাই ঘুম পাচ্ছে খুব। আর তার সাথে মশাদের চুম্বন আর সহ্য হচ্ছে না।
আর মনটাও আজ খুব খারাপ।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবে একলা চলো রে...

৫৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

রাইসুল নয়ন বলেছেন: সবাইকে সচেতন হবার বিনীত অনুরোধ পূর্বক আমি বিদায় নিচ্ছি , বেঁচে থাকলে ইনশাআল্লাহ্‌ ঘুম ভাঙ্গার পর আবার আসবো ।।

ভালো থাকুন,আর যারা আজ আসেন নি তাদের জন্য ও শুভকামনা রইলো কারন আপনারা আসলে আলো আঁধারের পার্থক্য হয়তো বুঝতাম না, আবার আপনারা আসলে আমাদের পিছনে হয়তো নতুন কোনও অন্ধকার লাগতো !!!

আপনারা দূর থেকে যে আমাদের সহমত জানিয়েছেন তাতেই কৃতজ্ঞ ।
সাবধানে থাকুন সবাই, সবারই তো মা, বোন আছে,।।
ওরা আছে আসে পাশে সুযোগ পেলেই আক্রমন করবে,।
হয় প্রতিবাদ করেন নইলে ধর্ষকদের সমর্থন দেন ।।
একটা কিছু করেন, মুখোস খুলে সামনে আসেন !!

হিজড়া আচরণের কোনও মানে হয়না ।।
যে কোনও এক পক্ষে থাকেন ।।

আমার ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত ভাই

৫৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১২

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++

ভাই , আমিনুর ভাইয়ের সাথে সেদিন কথা বলে বলেছিলাম , যে কি রকম খারাপ লাগছে , আপনাদের সাথে না থাকতে পেরে । অনেকটা হাত পা বাঁধা মনে হচ্ছিল নিজেকে । দেশে থাকলে অবশ্যই সাথে থাকতাম । অবশ্যই । আপনাদেরকে স্যালুট আপনারা এতো বাঁধা বিপত্তির মধ্যেও যে আয়োজন করেছেন তার জন্য । কেউ না আসুক , তাই বলে আমরা থেমে গেলে তো চলবে না ভাই । আর যেসব চুশিল আর হেভিওয়েটদের কথা বললেন , তাদের ব্লগের ধারে কাছেও যাই না এখন । শুঁয়োপোকা ঘৃণা করি । আর দেখেন সামুতে এখনও ব্লগীয় ধর্ষকরা পোস্ট দিয়ে যাচ্ছে । অনেকে রিপোর্ট করার পরও সেই পোস্ট এখনও আছে !!!!!! আর কিছু বলার খুঁজে পাচ্ছি না । Click This Link

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
অপূর্ন ভাই আমিনুর ভাইয়ের কাছে আপনার কথা আগেই শুনেছি এবং আমি আপনার কথা সবসময় বলি সবার কাছে যে আমাদের একজন ভাই আছেন আমাদের সাথে সবসময় । সত্যি ভাই আপনার দেশের প্রতি প্রেম দেখে আপনাকে খুব সামনে থেকে স্যালুট করতে ইচ্ছা করে । যদিও মনে মনে বহুবার আপনাকে স্যালুট জানিয়েছি। এভাবে আপনার সাথে যেন সবসময় থাকতে পারি সেই কামনা করি ।


শুঁয়োপোকা ঘৃণা করি ।

৫৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৩

শের শায়রী বলেছেন: এই ভাবে ঘা মেরে সবাই কে জাগান। চমৎকার

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবী তুলতে চাই

৫৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর লেখা। দেশের বাইরে আছি। কাজের মাঝে সময় বের করে ভার্চুয়ালি যতদূর পারি সাথে থাকার চেষ্টা করি। সবার প্রশংসনীয় উদ্যোগের জন্য শুভকামনা।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

এভাবে সাথে থাকবেন সবসময় এই কামনা করি ভাই অনেক ধন্যবাদ ।

৬০| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

কালা মনের ধলা মানুষ বলেছেন: একান্ত ভাবেই সহমত।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবে সাথে থাকবেন সবসময় এই কামনা করি ভাই অনেক ধন্যবাদ ।

৬১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

শিপু ভাই বলেছেন:
আর ছেপ দেই, তথাকথিত নারীবাদিদের মুখে..যারা নারী অবমাননার কথা বলতে বলতে কি বোর্ড ভাইঙ্গা ফালায়!!!. থু ! থু !! থু !!!

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আর ছেপ দেই, তথাকথিত নারীবাদিদের মুখে..যারা নারী অবমাননার কথা বলতে বলতে কি বোর্ড ভাইঙ্গা ফালায়!!!. থু ! থু !! থু !!!

স্যালুট আপনাকে শিপু ভাই ।

৬২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

ফারাহ দিবা জামান বলেছেন: তাই অনেকটা আক্ষেপ করেই বলি, “ আমি আমার নিজের মৃত্যুদণ্ডের দাবী তুলতে চাই “
=====================
এ রকম আক্ষেপ করেই দিন কেটে যায়।
পত্রিকা আর পড়তে ইচ্ছা করে না।
নিজের সীমিত বুদ্ধি দিয়ে যেটা বুঝি,
প্রয়োজন কঠোর আইন,
কঠোর আইন খুব জরুরি একটা বিষয়।
এক্ষেত্রে আইনের দীর্ঘসূত্রিতা অপ্রয়োজনীয়।
আর সর্বস্তরের জনসচেতনতা।
তাহলে হয়ত এ ধরনের খারাপ কাজগুলো কমে যাবে।
দেখি,
অনেক কিছুই দেখি,
কি বোর্ডের আড়ালে মানুষের চেহারাও দেখি।
নিজের চেহারাটাই তো ব্যর্থতার দায়ভারে মোড়া।
অন্যকে কি বলি।
আন্দোলন বেগবান হোক,
ফুঁসে উঠুক সাধারণ প্রাণ সব,
এই হায়েনাদের বিরুদ্ধে।
ধর্ষণ------
এ শব্দটা চিরতরে আমাদের দেশ থেকে উঠে যাক।
এই কামনা করি।

এমন দিন আসবে কি?

জানি না।

তবে তোমরা যুদ্ধটা করে যাও,
সৎ সাহস
আর
সততাকে সাথে রেখো।
ভালো থেকো তোমরা।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

এ রকম আক্ষেপ করেই দিন কেটে যায়।
পত্রিকা আর পড়তে ইচ্ছা করে না।
নিজের সীমিত বুদ্ধি দিয়ে যেটা বুঝি,
প্রয়োজন কঠোর আইন,
কঠোর আইন খুব জরুরি একটা বিষয়।
এক্ষেত্রে আইনের দীর্ঘসূত্রিতা অপ্রয়োজনীয়।
আর সর্বস্তরের জনসচেতনতা।
তাহলে হয়ত এ ধরনের খারাপ কাজগুলো কমে যাবে।
দেখি,
অনেক কিছুই দেখি,
কি বোর্ডের আড়ালে মানুষের চেহারাও দেখি।
নিজের চেহারাটাই তো ব্যর্থতার দায়ভারে মোড়া।
অন্যকে কি বলি।
আন্দোলন বেগবান হোক,
ফুঁসে উঠুক সাধারণ প্রাণ সব,
এই হায়েনাদের বিরুদ্ধে।
ধর্ষণ------
এ শব্দটা চিরতরে আমাদের দেশ থেকে উঠে যাক।
এই কামনা করি।

এমন দিন আসবে কি?


আমরা যদি এভাবেই সদা জাগ্রত থাকতে পারি তবে আপু দেখে নিয়েন এমন দিন আর খুব বেশী দূরে নাই। তবে সবাইকেই রাজপথে নামতে হবে নাহলে আলোকিত দিনগুলো শুধু স্বপ্নে আর ব্লগের পাতায় পাতায় থেকে যাবে বাস্তবে এর কিছুই পুরন হবে না ।

৬৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: পাশে আছি.........থাকবো ইনশাআল্লাহ।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ইনশাআল্লাহ

৬৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ

৬৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ:
প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ

৬৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

মুনতা বলেছেন: দারুণ লিখছেন। আপনাদের পাশে থাকতে পেরে ভাল লাগছে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

যতদিন বেঁচে থাকব একসাথে এই যুদ্ধ চলবে ।

৬৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কিছু সময়ের জন্য হলেও তো মাঠে ছিলাম। আপনাদের পাশে ছিলাম কান্ডারি ভালো থাকবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাকে পাশে পেয়ে আমি গর্বিত এবং স্যালুট জানাই আপনাকে ভাই ।

৬৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

ফারজানা শিরিন বলেছেন: ছিলাম না ! :(

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :(

৬৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

মেহেরুন বলেছেন: ভালো লাগা রইলো। চমৎকার লিখেছেন ++++++

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি কোন প্লাস চাইনা চাই সবার সহযোগিতা

৭০| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১

যুবায়ের বলেছেন: তাই বলি, কোথায় আজ আমার নারীবাদী পক্ষ ?
কোথায় আজ আমার তসলিমা নাসরিন ?
কোথায় আজ আমার দুই দেশ নেত্রী ?
সহমত

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আসুন আমরা সবাই মিলে সামাজিক ভাবে সচেতনতা গড়ে তুলি

৭১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

যুবায়ের বলেছেন: ইভটিজিং থেকে এখন ধর্ষণ!!!!! সামাজিক অবক্ষয়ের ভয়ানক চিত্র!!
সামাজিকভাবে জনসচেতনতাই পারে এহেন ন্যক্ক্যারজনক ঘটনার রাশ টেনে ধরতে তাই ইভটিজার,ধর্ষকদের আইনের হাতে সোপর্দ করে সমাজকে কলন্কমুক্ত করা প্রত্যক নাগরিকের কর্তব্য।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

আসুন আমরা সবাই মিলে সামাজিক ভাবে সচেতনতা গড়ে তুলি

৭২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬

মামুন রশিদ বলেছেন: গল্পটা যাদের উদ্দেশ্য লেখা, আশাকরি তাদের একটু হলেও হুশ হবে ।

১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সহমত

৭৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: রিয় দেশ বাসী ও বন্ধুগন
দৃষ্টি চাই
ধর্ষণের প্রতিবাদে এবং যুগ্য শাস্তি নিশ্চিত করতে
সবাই আলোর মিছিলে যোগ দিন , স্থানীয় ভাবে উদ্দ্যুগি হন । ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা । কারন আইনের ফাক গলে
পয়সা অয়ালা অপরাধি বেরিয়ে সমাজে আরেকটা কঠিন অপরাধ
করার সুযোগ পায় ।
সমাজ আজ কুলুসিত অন্যায়ের ভারে
হে মানব ওরা দানব হায়েনা
লুটে নিল মা বোনের ইজ্জত
ধিক পশু আত্মা হিংস্র মনা
দাও ওদের সমাজ থেকে নিশ্চিন্ন করে
প্রচারে
বাংলাদেশ প্রতিবাদি আলোর মিছিল কর্তৃপক্ষ

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু ধর্ষণের দর্শন নয় চাই সামগ্রিক ভাবে একটা সুস্থ ,সুন্দর, উন্নত, রাজনৈতিক স্থিতিশীল বাংলাদেশ । যারা রাস্তায় নির্বিচারে দাড়িয়ে কুপিয়ে মানুষ হত্যা করে, যারা ঘুষ এবং দুর্নীতির বেড়াজালে এই বাংলাদেশটাকে লুটে পুটে খাচ্ছে তাদের সবার বিরুদ্ধে আজ পুরো জাতি আবার সেই ১৯৭১ এর মত আরও একবার গর্জে উঠুক এটাই কাম্য । হ্যা এই কথা অবশ্যই স্বীকার করতে হবে যে যারা এই সচেতনতার পেছনে ভার্চুয়ালই কাজ করে যাচ্ছেন তাদের অবদান কে আমি ব্যাক্তিগত ভাবে সন্মান করি এবং স্যালুট জানাই কিন্তু যখন রাজপথে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য লোকবল খুব কম পাই তখন খুব মন খারাপ হয় । তবে আমি বিশ্বাস করি পরিবর্তন আসছে একদিন আমরা একটি সুন্দর সোনালী বাংলাদেশ পাব ।

তবে এই নিয়ে কোন রকম দ্বিমত থাকা কারোরই কাম্য নয় । কিংবা রাগ অভিমান নয় আসুন সবাই আবার একসাথে মিলিত হয়ে সকল বাধা , অভিমান ভুলে এঁকে অপরের কাধে কাধ আর হাতে হাত রেখে একটা নতুন দিনের বাংলাদেশ গড়ে তুলি। কারন একটা বড় রকমের কিছু করতহলে সকলের সাহায্য দরকার আছে কারন একতাই বল।

৭৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: দেশ বাসী ও বন্ধুগন
দৃষ্টি চাই
ধর্ষণের প্রতিবাদে এবং যুগ্য শাস্তি নিশ্চিত করতে
সবাই আলোর মিছিলে যোগ দিন , স্থানীয় ভাবে উদ্দ্যুগি হন । ভাংগা চুরা অনিয়ম তান্ত্রিক আইন দিয়ে এসব বর্বরতা রোদ করা সম্ভব
নয় । উচিৎ শিখল ভাংগার আইন , একসাথে অনেক মানুষ জরু হয়ে
সরাসরি অপরাধির শাস্তি নিশ্চিত করা । কারন আইনের ফাক গলে
পয়সা অয়ালা অপরাধি বেরিয়ে সমাজে আরেকটা কঠিন অপরাধ
করার সুযোগ পায় ।
সমাজ আজ কুলুসিত অন্যায়ের ভারে
হে মানব ওরা দানব হায়েনা
লুটে নিল মা বোনের ইজ্জত
ধিক পশু আত্মা হিংস্র মনা
দাও ওদের সমাজ থেকে নিশ্চিন্ন করে
প্রচারে
বাংলাদেশ প্রতিবাদি আলোর মিছিল কর্তৃপক্ষ

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

একটা পরিবর্তন তখনই সম্ভব যখন আমরা পরস্পর একে অপরকে সন্মান করতে শিখব , সকল প্রকার দ্বিমত ভুলে গিয়ে অন্তত জাতীয় ইস্যু গুলুতে সকল প্রকার শত্রুতা ভুলে গিয়ে একমতে পৌছতে পারব । এবং অবশ্যই এর কোন বিকল্প নাই । আমিও অন্য সবার মতই চেষ্টা করি আবেগ আর বাস্তবতার সাথে সংমিশ্রণ ঘটাতে । তাই বলি আমিও বিশ্বাস করি, পরিবর্তন আসবে একদিন। আর সেই দিন খুব দ্রুতই।

৭৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

অনীনদিতা বলেছেন: :P:P:P
লেখা গুলোকেও রেস্ট করতে বললাম।

১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

৭৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

আমিনুর রহমান বলেছেন: অনীনদিতা বলেছেন: :P:P:P
লেখা গুলোকেও রেস্ট করতে বললাম।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই কেমন আছেন ?

৭৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪

তারান্নুম বলেছেন: তাই অনেকটা আফসোস করেই বলি আমি কিন্তু ধর্ষকের পক্ষে কারন আজ আমি রাজপথে ধর্ষকের বিরুদ্ধে গণসচেতনতা তৈরি করতে যাইনি অথচ এতদিন শুধু কিবোর্ড ফাটিয়েই বাহ ! বাহ !! বাহ !!! কুড়িয়েছি।..

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল আপনাকে দেখে আমার ব্লগে । ভালো থাকবেন নিরন্তর জীবনের প্রতিটি চলার পদক্ষেপে ।

৭৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

তামিম ইবনে আমান বলেছেন: বুঝলাম সবই

১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
তামিম ভাই অনেক দিন পর আপনাকে পেয়ে অনেক অনেক ভাল লাগছে।

৭৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

~চিলেকোঠার সেপাই~ বলেছেন: :(( :(( :(( ;) ;) ;) B-) B-) B-)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

জীবন একদিন ফুরিয়ে যাবে , আমি শুধু মনে করি এই ফুরিয়ে যাবার আগে আমার কিছু এই বাংলাদেশের জন্য করে যেতে হবে , নতুবা মরেও শান্তি পাবনা , পাবেনা আমার পরিবার । ধন্যবাদ ভাই ।

৮০| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

মুহাম্মদ আসাদুল্লাহ্ বলেছেন: কী বোর্ড দিয়ে ধর্ষকের সমর্থন করলে কী লাভ?

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে দেখুন ভাইয়া ভার্চুয়াল জগতে আমরা লেখালেখির মাধ্যমে সচেতন হব এবং রাজপথে তার প্রতিফলন হবে । দুটো মাধ্যম একে অপরের সাথে প্রচণ্ড রকম ভাবে জড়িয়ে আছে, কোনটাকে বাদ দিয়েই কোনটা নয়। দুটো মাধ্যমি সমান ভাবে গুরুত্তপূর্ণ।

৮১| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

~চিলেকোঠার সেপাই~ বলেছেন: ভালো কিছু করবি খুব ভালো কতা, ব্লগের মাইগাগো লগে পুটকি ঘোষাঘোষির এত শখ কেন?

পুটকি খুব জলে?
জললে এখন থেকে মলম লাগাবি।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আসলে দেখুন ভাইয়া ভার্চুয়াল জগতে আমরা লেখালেখির মাধ্যমে সচেতন হব এবং রাজপথে তার প্রতিফলন হবে । দুটো মাধ্যম একে অপরের সাথে প্রচণ্ড রকম ভাবে জড়িয়ে আছে, কোনটাকে বাদ দিয়েই কোনটা নয়। দুটো মাধ্যমি সমান ভাবে গুরুত্তপূর্ণ। জীবন একদিন ফুরিয়ে যাবে , আমি শুধু মনে করি এই ফুরিয়ে যাবার আগে আমার কিছু এই বাংলাদেশের জন্য করে যেতে হবে , নতুবা মরেও শান্তি পাবনা , পাবেনা আমার পরিবার । ধন্যবাদ ভাই ।

৮২| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

ঘুড্ডির পাইলট বলেছেন: @ ~চিলেকোঠার সেপাই~

ভালো কাজের সমালোচনা হতে পারে , আলোচনা হতে পারে কিন্তু বাজে কথা বা ভাষা ব্যাবহার হতে পারে না । ঐ কর্মসুচী সকলের ভালোর জন্য হয়েছে সেটা নিয়ে চুলকানি কেনো ?

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই ।

৮৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২৬

~চিলেকোঠার সেপাই~ বলেছেন: ঘুড্ডি বলছিনা, আমার চেয়ে জুনিয়র তুমি চুপ থাকো? তোমাকে কে বেশী বুঝতে বলছে?

বেশী বুঝলে বরিশালের নদীর মধ্যে ফেলে দেবো :-0

রম্য লেখায় মন দাও, আমি তোমাকে কিছু বলতে চাইনা।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই ঘুড্ডির পাইলট ভাইকে কিছু না বলে আমাকে কিছু বলতে চাইলে বলেন তবে গালাগালি করবেন না। সেটা ভালো দেখায় না।

৮৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৯

নিয়েল ( হিমু ) বলেছেন: O.M.G !! আরে এই পোষ্ট এত দিন কৈ আছিল ? X( X(

আপনারা মেয়েদের প্রতি অন্যায়ের বিচার চাইছেন রাজপথে তাইতো ?? অথছ এই পোষ্টে ব্যাক্তি আক্রমন করছেন আরেকটা মেয়েকে ?? ছি ছি ছি !!
তাই অনেকটা আক্ষেপ করেই আমি আমার নির্বাসনের দাবি তুলতে চাই এদের সাথে সুসম্পর্ক ছিল বলে এত দিন । হুয়াক থু

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
হিমু ভাই ঠিক বুঝলাম না, এই পোস্টে কাকে ব্যাক্তি আক্রমন করা হয়েছে ?

৮৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

আমিনুর রহমান বলেছেন: @ নিয়েল (হিমূ) আমি বুঝলাম না কোথায় একটা মেয়েকে ব্যাক্তি করা হয়েছে? আমি আসা করবো কোথায় করা হয়েছে তা একটু বুঝিয়ে দিলে ভালো হতো।
সম্পর্ক এত সস্তা জানতাম না। ভালো থেকো নিরন্তর।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।

৮৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮

নিয়েল ( হিমু ) বলেছেন: আমিনুর ভাই @ আপ্নার সাথে কথা বলার পর আমি একটা পোষ্ট পাই যেটাতে আপনাকে ব্যাক্তি আক্রমন করা হয় । আমি সেখানে আপনার পক্ষে কথা বলছিলাম, তাই সারা রাত সেখানেই ছিলাম । এই মাত্র এখানে আপনার কমেন্ট দেখলাম । সকালে আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:
হিমু ভাই যদি সম্ভব হয় তবে আমার সাথেও একটু কথা বলবেন আশা করি। ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.