![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
সন ১৯৫২ বাংলাদেশী জনতা তাদের প্রানের দাবী রাষ্ট্র ভাষা বাংলা চাই এই ইস্যুতে এক হয়ে আন্দোলন করল । তারপর বাংলা হল রাষ্ট্র ভাষা।
সন ১৯৭১ আবারো সেই বাংলাদেশী জনতা তাদের প্রান প্রিয় বাংলাদেশ এর স্বাধীনতার জন্য এক হয়ে যুদ্ধ করল এবং স্বাধীন হল পৃথিবীর মানচিত্রের বুকে।
সন ১৯৭৫ নেমে এল বাংলাদেশী জাতির উপর এক কলঙ্কিত কালো অধ্যায় । নিহত হন বঙ্গবন্ধু সপরিবারে । তারপর ১৯৮১ আরও একটি কলঙ্কিত অধ্যায়ের সফল সূচনা। নিহত হন জিয়াউর রহমান। জাতি হারায় মহান দুই নেতা।
রাজাকার পুনর্বাসিত হল এই বাংলাদেশের মাটিতে। তারপর শুরু হল একের পর এক রাজনৈতিক অস্থিরতা । ধীরে ধীরে দেশটা যেন দুইভাগে ভাগ হয়ে গেল। দেশের যে কোন ইস্যুতে এক দল আরেক দলের উপর শুরু করে দেয় কাঁদা ছোড়া ছুড়ি । সেই দুই ভাগের সাথে জড়িয়ে গেল যেন দেশের পুরো জনগোষ্ঠী। তাদেরও প্রায় একই অবস্থা। কেউ কিছু ভাল করলে তার পা টেনে ধরতে হবে। শুধু মাত্র বিরোধীতার জন্যই যেন শুধু বিরোধীতা করা হয়ে গেছে রীতি নীতি।
অতি সুক্ষভাবে একটি বিশেষ আন্তর্জাতিক গোষ্ঠী এই দেশের জনগণকে খুব সার্থকতার সাথেই দুই ভাগে ভাগ করে ফেলেছে। এই দুই ভাগের মূল উদ্দেশ্য আজ সময়ের পরিক্রমায় স্পষ্ট হয়ে উঠছে যে এই দেশ যেন উন্নতি করতে না পারে এবং একটি বিশেষ দেশের দ্বারস্থ হয়ে থাকে আজীবন সেটাই মূল লক্ষ। আর আমরা সেই অন্ধকার পথেই এগিয়ে চলে এসেছি আজ অনেক দূরে। যে কোন ইস্যুতেই দুই ভাগ হয়ে যাই।
দেশের অনেক গুরুত্তপূর্ণ ইস্যুতে আমরা মতের বিরোধী তা করি । কিন্তু একই চেতনায় আবদ্ধ হতে পারিনা। কারণ আমরা আজ যাই করি হোক সেটা রাজনীতি অথবা অধিকার আদায়ের দাবী সবই যেন চলছে পেট নীতির ভিত্তিতে। যে কোন ইস্যুতেই এমন নোংরা ভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করি সত্যি দুঃখ জনক।
একটা গল্প ছিল অনেকটা এইরকম যে এক বৃদ্ধ পিতা তার দশটি সন্তানকে ডেকে একে একে দশটি লাঠি একসাথে বেঁধে দিয়ে বলেন ভাঙ্গতে কিন্তু কেউ ভাঙ্গতে পারে নাই। তারপর সবাইকে একটি করে লাঠি হাতে তুলে দিলে সবাইতা খুব সহজেই ভেঙ্গে ফেলে। তখন সন্তানদের পিতা বলে যে তোমরাও ঠিক এই লাঠির মতন যতদিন এক আছো তোমাদের কেউ ভাঙ্গতে পারবেনা আর যদি আলাদা হয়ে যাও তবে তোমাদের পরিনতি হবে ওই লাঠির মতন তোমরা ভেঙ্গে যাবে।
আজ আমরা বাংলাদেশীরা যেন ঠিক এই গল্পের মতই আলাদা হয়ে গেছি যে কারনে আমাদের খুব সহজেই ভেঙ্গে ফেলতে পারছে কিছু স্বার্থান্বেষী মহল। তাই আজ নিজেদের স্বাধীনতা রক্ষার স্বার্থে আবার আমাদের এক হওয়ার সময় এসেছে। আসুন আমরা সবাই মিলে আজ এক্ষুনি রুখে দেই সমস্ত নব্য রাজাকার এবং বাংলার মাটিতে রয়ে যাওয়া কিছু একাত্তুরের ঘাতক রাজাকারদের।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
চাই সুস্থ ধারার রাজনীতি
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৫
উথালপাতাল বলেছেন:
ঠিক কথা বলেছেন। প্রথম ভালো লাগা দিলাম। সাথে আছি সবসময়।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই আসুন অন্তত জাতীয় ইস্যু গুলোতে আমরা সবাই এক হই
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৯
একজন আরমান বলেছেন:
জাতীয় স্বার্থে আমাদের এক হওয়া দরকার।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আসুন অন্তত জাতীয় ইস্যু গুলোতে আমরা সবাই এক হই
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭
রাফা বলেছেন: কারন এক হওয়ার পরিস্থিতিতে নেই আমরা।অন্ধ চাটুকারে পরিনত হোয়েছে একটা প্রজন্ম।দল এবং নেত্রী ভুল করলেও প্রতিবাদ করে না এই চাটুকারের দল।বিপরীত মেরুতে অবস্থান করে এক হবে কি করে ।যুদ্ধাপরাধীদের সমর্থন নিয়ে তাদের বিচার চাইবে কিভাবে।
ধন্যবাদ
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত রাফা ভাই
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
আমিনুর রহমান বলেছেন: কাদের এক হতে বললেন !!! আসমান থাইক্কা পড়লাম !!!!
আমি এদের বিশ্বাস করি না। যদিও এক হয় তা হলে ক্ষমতার লোভে হবে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যারা সরকার পক্ষের দল করেন তাদের চাটুকারেরা যেমন কোন ত্রুটি মানতে নারাজ তেমনি যারা বিরোধী দল তারাও শুধু মাত্র বিরোধীতা করার জন্যই বিরোধীতা করে । কিন্তু কোন কিছুতেই এক মত হতে পারেনা। কিন্তু যদি সত্যি কারের দেশ প্রেমিক হয়ে থাকে তবে দেশের স্বার্থগুলোতে এক হতে হবে এর কোন অন্য উপায় নাই ।
আপনি বলেছেন যে যদিও এক হয় তা হলে ক্ষমতার লোভে হবে। আমিও একমত কিন্তু এই অবস্থার যদি উন্নতি না হয় তাহলে একসময় বাংলাদেশটাকে অন্যরা এসে আবার গিলে খাবে। কারণ জানেনত স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন ।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫
আমি বাঁধনহারা বলেছেন:
স্বাধীন বাংলা আমাদের সবার অহংকার
দেশ কে বাঁচাতে সবার এক হওয়া দরকার।
সব রাজাকারের ফাঁসি চাই....
স্বাধীন বাংলায় রাজাকারের ঠাঁই নাই।
বিচার নিয়ে চলছে প্রহসনের নাটক
আমরা আজ হয়েছি তার নীরব দর্শক।
জেগে উঠো মুজিব,ভাসানীর বীর সন্তান
রাজাকারের বিচারের দাবিতে দাও শ্লোগান।
ধন্যবাদ ভাই।
খুব ভালো লাগল।
+++++++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
স্বাধীন বাংলা আমাদের সবার অহংকার
দেশ কে বাঁচাতে সবার এক হওয়া দরকার।
সব রাজাকারের ফাঁসি চাই....
স্বাধীন বাংলায় রাজাকারের ঠাঁই নাই।
বিচার নিয়ে চলছে প্রহসনের নাটক
আমরা আজ হয়েছি তার নীরব দর্শক।
জেগে উঠো মুজিব,ভাসানীর বীর সন্তান
রাজাকারের বিচারের দাবিতে দাও শ্লোগান।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩
একজন আরমান বলেছেন:
জাতীয় ইস্যুতে এক আছি, থাকবো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি শুধু এতটুকু বুঝি নানান জনের নানান মত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু অন্তত জাতীয় ইস্যু গুলোতে যদি আমরা মতের মিল না করতে পারি তবে একদিন পাশের কোন দেশ থেকে আমাদের বাংলাদেশটাকে কেউ এসে গিলে খাবে। এমন দিন যেন না আসে।
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭
অনীনদিতা বলেছেন: নিজেদের স্বাধীনতা রক্ষার স্বার্থে আবার আমাদের এক হওয়ার সময় এসেছে..
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত আপু
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
শের শায়রী বলেছেন: ব্রো আপনি যে কয়টা ইস্যু বললেন সে কয়টায় কিন্ত আমার এক হয়ে গেছিলাম। বাঙ্গালীর অস্তিত্বের ওপর যখন আঘাত আসে আমরা কিন্তু ঝড় হয়ে দেখা দেই, কাউকে ডাকতে হবে না। দেখুন না শাহবাগে কি কেউ আমাদের ডেকেছিল?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দেশের অনেক গুরুত্তপূর্ণ ইস্যুতে আমরা মতের বিরোধী তা করি । কিন্তু একই চেতনায় আবদ্ধ হতে পারিনা। কারণ আমরা আজ যাই করি হোক সেটা রাজনীতি অথবা অধিকার আদায়ের দাবী সবই যেন চলছে পেট নীতির ভিত্তিতে। যে কোন ইস্যুতেই এমন নোংরা ভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করি সত্যি দুঃখ জনক।
ভাই আমি আমার পোষ্টে এই কথা গুলো বলেছি খুবই কষ্ট থেকে কিছু রাজনৈতিক কাজ দেখে হতাশ হয়ে।
১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
একজন আরমান বলেছেন:
সেটাই।
আমার দেশ আমি রক্ষা করবো।
আমার ভাইয়ের কাধে কাধ মিলিয়ে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু এসব নিয়ে নোংরা রাজনীতি কোন ভাবেই কাম্য নয়।
১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
যুবায়ের বলেছেন: অসাধারন লিখেছেন ভাই
একেবারে মনের কথাগুলি
তুলে ধরেছেন।
পোষ্টে ভালোলাগা++++
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আজকের তরুন সমাজ আগামী দিনের অহংকার ।
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
বোকামন বলেছেন: এই বিভেদ একটি রাষ্ট্রের জন্য যে কতোটা ক্ষতিকর তা আমারা এখন অনুভব করতে পারছি না । আজ থেকে ৫০ বছর পরে আমরা ঠিকই হাড়ে হাড়ে টের পাবো........
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
জাতীয় স্বার্থে আমাদের এক হওয়া দরকার।
১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
ঘুড্ডির পাইলট বলেছেন:
রাজাকারের ফাশি চাই
যুদ্ধাপরাধী বিচারের প্রশ্নে কোন আপোষ নাই ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
আমি মুখতার বলেছেন: ভাই, কালকে মা-বাপ-ভাই এর সাথে একটা বিষয় নিয়ে কথা বললাম। ভাই বলতেসিল, আম্লিগের মধ্যেও তো অনেক রাজাকার আছে। তাদের বিচার কেন এখন হচ্ছে না?
আমি বলসিলাম, বি. এন. পি আসলে ওদের বিচার করবে। ওদের ও তো ক্ষোভ আছে, নাকি!
তখন সে বলল, কিন্তু এখন হচ্ছে না কেন? তার উপর ছাত্রলীগ আর দল জেভাবে মানুষ মারছে, নেতাকর্মিরা জেভাবে মানুষের উপর নির্যাতন করছে বা করেছিল, তার বিচার কবে হবে? ওদের দুর্নীতির বিচার কবে হবে? ৪০ বছর পর?আ.লিগ আর বি. এন. পি এর ও বিচার হতে হবে।
আমি একটা যুক্তি দেখালাম, ৭১ এ ভুট্টো গোঁয়ার্তুমি না করলে যুদ্ধ লাগত না। অর শাস্তি সে পাইসে। বঙ্গবন্ধু শেষে কিছু খারাপ কাজ করসে, আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুক, তার শাস্তি আমার মনে হয় সে দুনিয়াতেই পেয়েছে। জিয়াও তার শাস্তি পেয়েছে। এখন সময় এসেছে এই জামাতিদের শাস্তি পাবার। ইতিহাস কাউকে ছারে না। ওদের কেও ছারবে না। তেমনি হাসিনা-খালেদাকেও ছারবে না।
আশা করি বাঙ্গালীরা সব সময় এক থাকবে। নতুন প্রজন্ম জেগে উঠবে।
কমেন্টটা মনে হয় অফ টপিক হয়ে গেছে।তাও বললাম।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
জাতীয় স্বার্থে আমাদের এক হওয়া দরকার।
১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: জাতীয় স্বর্থেই আমাদের এক হতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া বাসীদের বলছি।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
পেন্সিল চোর বলেছেন: রাজাকারের গলায় ফাঁসির দড়ি দেখতে চাই
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
মামুন রশিদ বলেছেন: পেরেছি । পেরেছি । আমরা এক হতে পেরেছি । আমাদের তরুনেরাই আমাদের এক বিন্দুতে মিলিয়ে দিয়েছে । এখন একটাই দাবী আমাদের, রাজাকারের ফাঁসী চাই/ বাংলায় রাজাকারের ঠাঁই নাই ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এক দফা এক দাবী
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
রাইসুল নয়ন বলেছেন: দেশের স্বার্থে জাতির স্বার্থে এক হবার এখনই সময়,
আমাদের একাত্মতা পারে সুদিনের সূর্য ওঠাতে ।
আজ সময় এসেছে হিসেব নেবার,
আমরা জেগেছি, মুখের থু থু যথেষ্ট তোদের দেশ ছাড়া করার জন্য
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আজ সময় এসেছে হিসেব নেবার,
আমরা জেগেছি, মুখের থু থু যথেষ্ট তোদের দেশ ছাড়া করার জন্য
থু থু থু থু থু ত্থু থু থু
১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
একজন আরমান বলেছেন:
লেখক বলেছেন:
কিন্তু এসব নিয়ে নোংরা রাজনীতি কোন ভাবেই কাম্য নয়।
সহমত।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
এক দফা এক দাবী
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৭
বোকা ডাকু বলেছেন: "আজ নিজেদের স্বাধীনতা রক্ষার স্বার্থে আবার আমাদের এক হওয়ার সময় এসেছে।"
সহমত।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
এক দফা এক দাবী
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
২১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৪
এহসান সাবির বলেছেন: ভাইয়া আমি কোনো দলগত স্বার্থ নিয়ে শাহাবাগ যাইনি, গিয়েছিলাম একটা দাবী নিয়ে...
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
লেখায় ভালো লাগা রইলো।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
এক দফা এক দাবী
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
২২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
স্বপনবাজ বলেছেন:
বাংলাদেশের মানুষ ধীরস্থির, ধৈর্য্যশীল। যে কোন সংকটে তারা অগ্রপশ্চাৎ বিবেচনা না করে ঝাপিয়ে পড়ে না। এই প্রবণতাকে দেশের শাসকগোষ্ঠী ভুল সংকেত ধরে নিয়ে তাদের রাজনৈতিক মতলববাজি চাপিয়ে দিতে চায়। কিন্তু তখনই জনগন গাঁঝাড়া দিয়ে ওঠে। আব্দুল কাদের মোল্লার ফাঁসীর দাবীতে যে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে তাই এর এক জ্বলন্ত প্রমাণ। “কসাই কাদের”-এর ঘৃণ্য অতীত ও পাপের শাস্তি হতে পারে... মৃত্যুদন্ডই। তাই আমাদের উচিত সরকারের কাছে কোটি মানুষের রাগী ও জোরালো কন্ঠে তার মৃত্যুদন্ডের আদেশ চাওয়া। প্রতি প্রজন্মেরই একটি গনআন্দোলন থাকে যা তার মানস গঠনে শক্তিশালী ভূমিকা রাখে। তোমাদের সুযোগ এসেছে তোমাদের সময়ে এই আন্দোলনে শরীক হবার। আমরাও আছি তোমাদের সাথে আমাদের পূর্বআন্দোলন গুলোর অভিজ্ঞতা ও শিক্ষা নিয়ে। তোমাদের উদাত্ত কন্ঠে আহ্বান জানাই এ আন্দোলনে শরীক হতে।
মামুন-আল-রশীদ
সিনিয়র লেকচারার এন্ড কোঅর্ডিনেটর
সিএসই, স্টেট ইউনির্ভাসিটি অব্ বাংলাদেশ
(বি: দ্র: মামুন স্যারের লেখাটা স্যারের অনুমতি সাপেক্ষে আমার ACC থেকে পোষ্ট করা হল মাত্র)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত
২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
এক দফা এক দাবী
ফাঁসি চাই ফাঁসি চাই
রাজাকারের ফাঁসি চাই
২৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সঠিক বলেছেন। +++++++++
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী
রাজাকারের ফাঁসি
২৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ব্জ্র নিনাদে গুড় রন সজ্জায়
এক হও বীর বাঙ্গালী
রাস্ট ভাষা ও স্বাধীনতার চেতনায়
দূর হোক অপশক্তি ঘৃণ্য রাজাকার
স্বাধীনতা কেঁদে ফিরে
বাংলায় বারবার
আর নয় অন্যায় , খুন যখম নির্যাতন
পদধলে সফল হোক জনতার জাগরণ ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী
রাজাকারের ফাঁসি
২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩
শিপু ভাই বলেছেন:
+++++++++++
এইতো এক হয়েছি!!!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী
রাজাকারের ফাঁসি
২৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ইখতামিন বলেছেন: দশম ভালো লাগা.
এক আছি।থাকবো
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী
রাজাকারের ফাঁসি
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪
রাফসান রাফী বলেছেন: বিকজ অফ দিস পলিটিকাল হিপক্রেসি!!!
Click This Link