নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগার্স--------------------এক হও!!! গর্জে ওঠো আরেকবার !!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬









সামহ্যোয়ারইন ব্লগ জন্মলগ্ন থেকেই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, ইভ টিজিং এর বিরুদ্ধে স্বোচ্চার ছিল-সেকথা সামুর বিরুদ্ধবাদীরাও অকুন্ঠ চিত্তে স্বীকার করবেন।







সামহ্যোয়ারইন ব্লগের ব্লগারগন একুশের বই মেলা,কেন্দ্রীয় শহীদ মিনার,টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ ঢাকার প্রায় সকল পাবলিক ইউনিভার্সিটি এবং অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি, বসুন্ধরা সিটি, নিউমার্কেট, আন্তর্জাতিক বানিজ্যমেলাসহ বিভিন্ন লোকসমাগমে যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে গণস্বাক্ষরতা অভিযান চালিয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছিল এবং সেইসব গণ স্বাক্ষরতা অভিযানে সামহ্যোয়ারইন ব্লগ কর্তিপক্ষ তাদের সীমিত স্বামর্থেও যথা সম্ভব লজিষ্টিক সাপোর্ট দিয়েছিল এবং সামহ্যোয়ারইন সিইও নিজেও অনেক সময় উপস্থিত হয়ে নিজের সম্পৃক্ততা প্রমান করেছিলেন।







আজ শাহবাগের যে গণজাগরণএই আন্দোলনের সূচনা ও সামহোয়ারের কিছু ব্লগারের হাত ধরেই যা পরবর্তিতে গণজাগরণে রুপ নিয়েছে।







আমরা দেখেছি সামু এবং শাহবাগ নিয়ে নানা রকম প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। সাধারন ব্লগার হিসেবে আমরা সচেতন আছি এবং এই ধরনের কার্যকালাপের সাথে যারা জড়িত ব্লগে তাদের বিরুদ্ধে এবং মিথ্যা, বানোয়াট, উস্কানীমূলক ও উদ্যেশ্যপ্রনোদিত এই রিপোর্টের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।







কতিপয় স্বার্থান্বেষী মহল এই আন্দোলনকে বিতর্কিত ও দ্বিধাবিভক্ত করতে এধরনের অপপ্রচার চালাচ্ছে। সামুর সকল ব্লগারদের এব্যাপারে সতর্ক ও ঐক্য বদ্ধ থাকার অনুরোধ করছি।



কারা কারা এই জন আন্দোলনের বিপক্ষে শুরুতে ছিলো আর এখন লেজ গুটিয়ে যোগ দিয়ে বাহবা কুড়াতে চাচ্ছে -তা ব্লগাররা জানে। সামহোয়ারিন এক বিশেষ গোত্রের গাত্রদাহের কারন সবসময়ই । ব্লগাররা সেইসব দালালদের আগেও রুখে দিয়েছে,ভবিষ্যতেও রুখবে। টিভিতে মুখ দেখিয়ে নিজেকে যারা যোদ্ধা এখন বলছে,তারাই কিছুদিন আগেও এই সমাবেশের বিরুদ্ধে ফেসবুকে কি কি লিখেছে,তা আমরা দেখেছি।







পক্ষ নিলে রক্ষা নাই।

সব রাজাকারের ফাসি চাই।




সামহোয়্যারইন ব্লগের বিরুদ্ধে এমনই একটা অভিযোগ আনা হয়েছে-যা কোনো ভিত্তি নাই। সর্বপরি অভিযোগটা এমনই এক ব্যাক্তি এনেছেন যিনি একসময় এই সামহ্যোয়ারইন ব্লগে লিখেই “ব্লগার” নামে পরিচিতি পেয়েছিলেন। কিন্তু সামুর সিড়ি বেয়ে কিছুটা নাম যশ কামাই করার পরেই মানষিক অসুস্থ্য হয়ে অন্যতম অশ্লীল লেখক রুপে অসভ্য ও রেড এরিয়ার লোকদের প্রিয় ভাজন হয়েছিলেন। যখন অশ্লীল কুরুচীপূর্ণ মানষিকতার ঘটনা চাউড় হয়ে যায় তখন তিনি সামুর অত্যন্ত জনপ্রিয় এবং সর্বজন প্রিয় ব্যাক্তিত্বের বিরুদ্ধেও মিথ্যা বানোয়াট পর্ণ প্রচারণা শুরু করেছিলেন। কিন্তু সাধারন ও শিক্ষিত মানুষের কাছে অসভ্যতা গ্রহনযোগ্যতা পায়নি। উলটো গণ গদাম দিয়েছিল সব শ্রেনীর ব্লগারগন। সেই ধিকৃত এর কাছে সামুর ভাল কাজের মূল্যায়ন প্রত্যাশা কেউ করেনা সত্য কিন্তু একটা সাধারন সৌজন্যতা আশা করে সামুর বিরুদ্ধে নোংরা ও মিথ্যা প্রচারণা করবে-তাও অনেকেই আশা করেনি।







মুখে মুখে মুক্তি যুদ্ধের মুখরোচক বুলি আউরিয়ে প্রতিবাদ কারিদের নামে মিথ্যা খবর ছড়ানো হচ্ছে ! সামু ব্লগের সুপরিচিত ব্লগার জানা আপাকে নিয়েও গতকাল রাতে একটা ভুইফোর ব্লগ সাইটে মিথ্যা খবর রটানো হয়েছে।



ঠিক যখন সামু ব্লগের ব্লগাররা শাহবাগে সুন্দর একটি প্রতিবাদ কর্মসুচি চালিয়ে যাচ্ছিলো ঠিক তখন এই সব মিথ্যা খবর ছড়িয়ে প্রতিবাদ কর্মসুচি বন্ধ করার পায়তারা চলছে , এটা কাদের পক্ষে হচ্ছে ?



অবশ্যই এটা রাজাকারদের বিচার হতে বাচানোর একটা কৌশল ! এই সব সাইট গুলোকে চিনে রাখতে হবে এরা রাজাকারদের দালাল ।







এই যে শাহবাগে প্রজন্ম চত্বরে এতবড় আন্দোলন, এটাসরাসরি সম্প্রচার হচ্ছে, অনেকে সেখানে উপস্থিতও। তারপরও ছাগু পেইজগুলায় এটা নিয়ে কি লেখা হচ্ছে? কি লেখা হচ্ছে সোনার বাংলা ব্লগ, সামহোয়ার ইন ব্লগ, আমার দেশ ,নয়া দিগন্তে? নিজের চোখেই কি তোমরা দেখতেছো না তাদের স্বরূপ। যুগ যুগ ধরে তারা যে মিথ্যাচার চালিয়ে আসতেছে তার হাতেনাতে প্রমাণ কি পাইতেছো না?







মুখে মুখে মুক্তি যুদ্ধের কথা বলে , গোপনে রাজাকারদের বিচার নস্যাৎ করার ঘৃনিত চেষ্টার বিচার ব্লগার রা করবে । আমরা সামু ব্লগের ব্লগার এই ব্লগ আমাদের , সামু ব্লগ নিয়ে কোন রকম মিথ্যা খবর ছড়ানোর দাত ভাঙা জবাব দেওয়া হবে ।



বাংলা ভাষার প্রথম এবং বৃহত্তম ব্লগ সাইটটি সর্ম্পকে এই ধরণের অপপ্রচার গণজাগরণের এই ঐতিহাসিক মুহুর্তে ঐক্যবদ্ধ আন্দোলনকারীদের মধ্যে বিভাজন সৃষ্টির পথ তৈরি করার সম্ভাবনাকে উষ্কে দেয় মাত্র।



আমার কথা হল ফেসবুকেও অসংখ্য আই ডি , পেইজ ও গ্রুপ আছে যারা প্রকাশ্যে যুদ্ধাপরাধীদের মুক্তি চায় , রাজাকারদের মুক্তি চায় , অনেক ভুয়া , মিথ্যা এবং উশকানিমুল পোস্ট দেয় । যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য তারা উঠে পরে লেগেছে এবং সবসময়ই একটিভ । তাহলে কি সেই দোষ ফেসবুকের ? ফেসবুককে বলে দেখেন তো সেই একটা আইডি কিংবা পেইজ অথবা গ্রুপ ডি একটিভ করতে পারেন কি না ? সেখানে সামু সবসময়ই এই ধরনের পোস্ট ও আই ডি মুছে দিচ্ছে কিংবা ব্যান করছে । সামু সবসময়ই এই বিষয়ে সচেতন আছে , সামুর ম ডা রেশন প্যানেলও সচেতন আছে , সচেতন আছি আমরা ব্লগাররা । আজিব banglanews24.com ! নিজেদের স্বার্থে সামুর পিছনে লেগেছে । আমরা সবসময় কেন একজন আর একজনকে নিজেদের স্বার্থের জন্য নিচে টেনে নামাতে চাই !!!!







যেসব ব্লগের পাতা গুলো পোস্টশূণ্যতায় খা খা করতেছে এবং যেসব ছেলিব্রেটি সামুতে আর জায়গা পায়না অন্ধদলবাজীর কারনে, তাদের বিষোদগারটি বুঝতে কষ্ট হয়না যে, তারা আসলে কি চায়।



সামু তার আদর্শ ও নীতিমালার কারণে সব সময়ই এক নম্বরে আছে এবং থাকবে। গোয়েন্দা নজরদারির ভয় দেখানোর প্রয়োজন তারাই অনুভব করে যারা মুখোমুখি হতে ভয় পায়, যুক্তিকে মানতে পারেনা এবং আপাদমস্তক মতলবী। সামুর ব্লগাররাই যথেষ্ঠ দেশবিরোধী চক্রকে প্রতিহত করতে। শাহবাগ স্কোয়ারের আজকের যে বাধঁভাঙ্গা জোয়ার-সেখানে সামুর অবদান বাংলা ভাষাভাষিরা সব সময় মনে রাখবে। সামহোয়্যারকে নিয়ে ষড়যন্ত্রকারী সুবিধাবাদী হলুদ সাংবাদিকতাকে ধিক্কার জানাই।।





বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই

তেমনি সামহোয়্যারইন-এ

যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।


মন্তব্য ৮৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

হারকিউলিস রিটার্নড বলেছেন: সহমত। প্লাস।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

অনীনদিতা বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫

মৃন্ময় বলেছেন: অনীনদিতা বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই......

kono cagur tai nai..........

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ রক্ত বিন্দু পর্যন্ত
রাজাকারদের ফাঁসির জন্য লড়ে যাব

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

স্বপনবাজ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ রক্ত বিন্দু পর্যন্ত
রাজাকারদের ফাঁসির জন্য লড়ে যাব

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৮

আব্দুর রহ্‌মান বলেছেন: মৃন্ময় বলেছেন: অনীনদিতা বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই......

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ রক্ত বিন্দু পর্যন্ত
রাজাকারদের ফাঁসির জন্য লড়ে যাব

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

s r jony বলেছেন:
স্টিকি করা হউক

স্টিকি করা হউক


স্টিকি করা হউক

স্টিকি করা হউক

স্টিকি করা হউক

স্টিকি করা হউক

স্টিকি করা হউক

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ রক্ত বিন্দু পর্যন্ত
রাজাকারদের ফাঁসির জন্য লড়ে যাব

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

খুব সাধারন একজন বলেছেন: পেলাচ পেলাচ পেলাচ হবে,
ভালু পোস্ট পেলাচ হবে।

একটাই দাবী
রাজাকারের ফাঁসি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
পক্ষ নিলে রক্ষা নাই
রাজাকারদের ফাঁসি চাই

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫

সাদা মনের মানুষ বলেছেন:

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
পক্ষ নিলে রক্ষা নাই
রাজাকারদের ফাঁসি চাই

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

ইসতিয়াক1900 বলেছেন: বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
একটাই দাবী
রাজাকারদের ফাঁসি

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

নি্লীমা বলেছেন: আজ জেগেছে... এই জনতা .........এই জনতা ...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

খুব সাধারন একজন বলেছেন: স্টিকি হলে ভালই হয়

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪

িশশু দর্পন বলেছেন: বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩১

শিপু ভাই বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।


চাগুদের চামড়া - তুলে নিব আমরা!!!


যেখানেই ছাগু- সেখানেই গদাম!!!


জয় বাংলা!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ছাগুদের চামড়া তুলে নেব আমরা

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৪

একজন আরমান বলেছেন:



এইটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

জয় বাংলা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
পক্ষ নিলে রক্ষা নাই
রাজাকারদের ফাঁসি চাই

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

উথালপাতাল বলেছেন:


সহমত। প্লাস।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
এইটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

জয় বাংলা।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

একজনা বলেছেন: বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
পক্ষ নিলে রক্ষা নাই
রাজাকারদের ফাঁসি চাই

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

ছাগু/ছাগুর নাতি মুক্ত ব্লগ চাই

সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
এইটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

জয় বাংলা।

১৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

এইটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

জয় বাংলা।

পক্ষ নিলে রক্ষা নাই
রাজাকারদের ফাঁসি চাই

২০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৭

নিয়েল ( হিমু ) বলেছেন: +++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ নিয়েল ভাই

২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

আজিজ বাংলাদেশী বলেছেন:

সামু আমার একটি লেখা মুছে দিয়েছে।
Click This Link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
B:-) B:-) B:-)

২২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

ইন্তাজ ভাই বলেছেন: বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
এইটাই দাবী,
রাজাকারের ফাঁসি।

জয় বাংলা।

পক্ষ নিলে রক্ষা নাই
রাজাকারদের ফাঁসি চাই

২৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২২

সত্যবাদী বোকা বলেছেন: রাজাকারীয় নামতা... এক এককে এক— রাজাকারের বাচ্চাগুলার কাঁপছে হাঁটু,দ্যাখ!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

দেখলাম

২৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

অনীনদিতা বলেছেন: আপনাদের ছবি গুলো খুব সুন্দর হয়েছে ভাইয়া:)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
:) :) :) ;)

২৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

সাদনান সারওয়াত বলেছেন: খালি একটা পারমিশন দেন
সবগুলারে হ্যাক কইরা আলাই

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

জ্বালোরে জ্বালো আগুন জ্বালো
জ্বলছে আগুন বুকের ভেতর

২৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

শের শায়রী বলেছেন: আমার একটা ব্যাপার খুব ভাল লাগছে সস্তা নাম কামানোর ধান্ধা সামু ব্লগার দের দেখিনি

"লাখো শহীদ ডাক পাঠালো,সব সাথীদের খবর দে, সারা বাংলা ঘেরাও করে, রাজাকারের কবর দে "

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ঐযে একটা কথা আছেনা সস্তার তিন অবস্থা সেই রকম আর কি ।

যাই হোক আমিও সামুতে এমন ধরনের নাম কামানোর ধান্দায় থাকতে খুব একটা দেখিনাই। এই সামুতে অনেক ব্লগার পেয়েছি ব্যাক্তিগত ভাবে চিনি যারা সত্যি খুব ভাল মনের মানুষ।

স্যালুট সেই সব ব্লগার ভাইদের এবং স্যালুট সামুকে।

২৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
দড়ি লাগলে দড়ি নে
রাজাকারদের ফাঁসি দে

২৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এই সময়ে এই রকম একটি পোস্টের প্রয়োজন বোধ করছিলাম ।
আমার মত নতুন ব্লগারদের কাজে আসবে ...
++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
সামুর সাথে ছিলাম, আছি এবং থাকব। আর রাজাকারদের ফাঁসি না হওয়া পর্যন্ত শেষ রক্ত বিন্দু হলেও দিয়ে দিব।

২৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: কারা কারা এই জন আন্দোলনের বিপক্ষে শুরুতে ছিলো আর এখন লেজ গুটিয়ে যোগ দিয়ে বাহবা কুড়াতে চাচ্ছে -তা ব্লগাররা জানে। সামহোয়ারিন এক বিশেষ গোত্রের গাত্রদাহের কারন সবসময়ই । ব্লগাররা সেইসব দালালদের আগেও রুখে দিয়েছে,ভবিষ্যতেও রুখবে। টিভিতে মুখ দেখিয়ে নিজেকে যারা যোদ্ধা এখন বলছে,তারাই কিছুদিন আগেও এই সমাবেশের বিরুদ্ধে ফেসবুকে কি কি লিখেছে,তা আমরা দেখেছি।

সহমত! বাংলায় রাজাকারের ঠাই নাই। যে কোন মূল্যে সকল রাজাকারের ফাঁসি চাই। এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই যাতে ভবিষ্যতে এদেশের কোন নাগরিক দেশের সাথে গাদ্দারী করার মত দুঃসাহস আর কোনদিন না করে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলায় রাজাকারের ঠাই নাই। যে কোন মূল্যে সকল রাজাকারের ফাঁসি চাই। এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই যাতে ভবিষ্যতে এদেশের কোন নাগরিক দেশের সাথে গাদ্দারী করার মত দুঃসাহস আর কোনদিন না করে।

সহমত

৩০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: আমরা যারা প্রকৃত পক্ষেই যুদ্ধাপরাধীদের চরম শাস্তি চাই-তারা কেউই চেহারা দেখিয়ে কিম্বা পোস্ট দিয়ে নিজেদের জাহির করতে চাইনা।

বাংলায় রাজাকারের ঠাই নাই। যে কোন মূল্যে সকল রাজাকারের ফাঁসি চাই। এমন দৃষ্টান্ত স্থাপন করতে চাই যাতে ভবিষ্যতে এদেশের কোন নাগরিক দেশের সাথে গাদ্দারী করার মত দুঃসাহস আর কোনদিন না করে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই এই পোষ্ট দিয়েছি কারন কিছু অপপ্রচার চলছে আমাদের এই প্রিয় সামু ব্লগের বিরুদ্ধে শুধুমাত্র তাদের অপপ্রচারের একটা দাত ভাঙা জবাব দিতে চেয়েছি।

বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

৩১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।


সেটাই কাম্য। আমরা সেটাই চাই!!
সামুর সাথে আছি , ছিলাম, থাকবো।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রিয় সামুর সাথে আছি , ছিলাম, থাকবো।

৩২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

মৃতু্চিন্তা বলেছেন: সহমত। প্লাস।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:

বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

৩৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫

শান্তা273 বলেছেন: বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

জয় বাংলা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:

আরে জ্বালোরে জ্বালো আগুন জ্বালো

দড়ি লাগলে দড়ি নে

রাজাকারদের ফাঁসি দে

৩৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

বিপদেআছি বলেছেন: বাংলার মাটিতে রাজাকারদের ঠাঁই নাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

সারা বাংলায় খবর দে
রাজাকারদের ফাঁসি দে

৩৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

হারানো ওয়াছিম বলেছেন: তুমি কে বা আমি কে
বাঙ্গালি বাঙ্গালি।
রাজাকার কে বা শিবির কে
ফাকিস্তানি ফাকিস্তানি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

সারা বাংলায় খবর দে
রাজাকারদের ফাঁসি দে

৩৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

মাগুর বলেছেন: এ কয়দিনে ফেইসবুকে আর ব্লগে মনের আনন্দে ছাগুদের গদাম দিয়েই যাচ্ছি। তবে মডুদের চোখ এড়িয়ে ছাগুরা এখনো যে বিভ্রান্তিমূলক পোস্ট করতে পারছে এটা দেখে কিছুটা বিরক্ত! X((

গত কালও এই সময় শাহবাগে ছিলাম। আজ জ্বরের জন্য যেতে পারিনি :( তবে কাল ইনশাল্লাহ আবার যাবো B-))

ছাগু মুক্ত ব্লগ চাই, কোন ছাগুর রক্ষা নাই।

ছাগু, কাঠাল পাতাখোর, ছুপা ছাগু, আসন্ন ছাগু, কনফিউজড ছাগু, ছাগুপ্রেমী এবং ছাগীয়তাবাদীদের দেখা মাত্র গদাম দিন। ;) এরা তো আমাদের মাতৃভূমির জন্মই চায়নি! তাই এদেশে থাকার কোন অধিকার এদের নাই! X(( X(( X(( X((

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ছাগু, কাঠাল পাতাখোর, ছুপা ছাগু, আসন্ন ছাগু, কনফিউজড ছাগু, ছাগুপ্রেমী


কঠিন বলেছেন ভাই

এরা তো আমাদের মাতৃভূমির জন্মই চায়নি! তাই এদেশে থাকার কোন অধিকার এদের নাই!

৩৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১০

সেলিম আনোয়ার বলেছেন: kandari kemon achhen?

rajakar mukto samu chai

sob rajakarer fashi chai

juddhaporadhir chamra

kutta dia kamra

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

যতদিন রাজাকার মুক্ত দেশ না পাব ততদিন আর ভাল থাকতে পারবনা।

৩৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

এহসান সাবির বলেছেন: একটাই দাবি রাজাকারদের ফাঁসি চাই ।

(ভালো লাগা রইলো)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

৩৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

সাকিন উল আলম ইভান বলেছেন: ভাই মিস করতাসি আপনাগোরে সিলেটে আইসাই তো অসুখে পড়লাম ,তাও অনলাইন ছাড়িনাই :( :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়

চালিয়ে যান সাথে পাবেন সবসময়।

বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

৪০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: + চমৎকার পোস্ট।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

৪১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

বাংলার হাসান বলেছেন: সামুর ব্লগার্স--------------------এক হও!!! গর্জে ওঠো আরেকবার !!

সময় এসেছে শহীদের রক্তের দাম শোধ করার। পিছু হটলে ইতিহাসের পাতায় থাকতে হবে কাপুরুষের উপাদী নিয়ে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


বাংলায় যেমন রাজাকারের ঠাই নাই
তেমনি সামহোয়্যারইন-এ
যুদ্ধাপরাধীদের দোসর জামাত-শিবির গোষ্ঠির ঠাঁই নাই।।

৪২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪

কালা মনের ধলা মানুষ বলেছেন: কঠিন লিখসেন।

সহমত । প্লাস।

আর যে কোন ভালো কাজে বাধা আসবেই। নিন্দুক দের কাজই তো না জেনে নিন্দা করা।

ব্লগার রা এসবের তোয়াক্কা করলে তো !!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই তোয়াক্কা করি না কিন্তু প্রতীবাদ করি আসুন সবাই মিলে ।

৪৩| ০২ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

সম্রাট০০৭ বলেছেন: সামুর সঙ্গে আছি...থাকব...।
রাজাকারের ফাঁসি হবেই। দুনিয়ার ব্লগার এক হও...

০২ রা মার্চ, ২০১৩ রাত ১০:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.