নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

"ধর্ষণ যখন সুনিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয় !"

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৬

সংবিধিবদ্ধ সতর্কীকরণ - এটা কোন ক্যাচাল মূলক পোস্ট নয় অযথা এখানে এসে ক্যাচাল করবেন না। ক্যাচাল ব্লগের পরিবেশ দূষণের জন্য মারাত্মকভাবে দায়ী এবং ক্ষতিকারক।



ব্লগার ব্লগার ডাক পারি, ব্লগার মোদের কার বাড়ি।



প্রসঙ্গ ক্যাচাল মূলক পোস্ট অথবা ক্যাচাল করার অভিসার।





সাম্প্রতিক একটি ক্যাচাল মূলক পোস্টের পরিসংখ্যান এবং তার ঘোষণা দিয়ে ব্লগ থেকে চলে যাওয়া অথবা পুনরায় ব্লগে ফিরে আশার অর্থ কি ?



প্রায়ই ব্লগারদের ব্লগে এসে চিল্লাচিল্লি করতে দেখা যায় যে তাঁদের নাকি ভার্চুয়াল রেপিস্টরা ভার্চুয়াল রেপ করেছে। :P এই কারণে নাকি তারা তাঁদের সব পোস্ট ড্রাফট করেছেন অথবা ব্লগ ছেড়ে চলে যাওয়ার মিছে অভিমান করে দেখা যায় হয় নিজ নিকে অথবা মাল্টি দিয়ে পুনরায় কিছুদিন পর ব্লগে ফিরে আসেন। এবং এইসব পোস্টে দেখা যায় প্রায় কয়েক হাজার হিট এবং কয়েকশ মন্তব্য পরে যা অনেক গুরুত্ত পূর্ণ পোস্টের বেহাল অবস্থার তুলনায় সেইরকম রম রমা অবস্থায় চলতে থাকে দিনের পর দিন। তবে এই যদি হয় অবস্থা তবে ক্যাচাল তখন আর ক্যাচাল থাকেনা সেটা হয়ে যায় অভিসার। :P এটা একধরনের হিট কামানোর নেশা ছাড়া আর কিবা বলা যেতে পারে। আবার দেখা যায় যে অনেক ভাল পোস্টে শুধুমাত্র নিজের গোঁড়ামি অথবা রাজনৈতিক দলীয় করন অথবা নিজের কুরুচিপূর্ণ সিন্ডিকেটবাজীর জন্য হলেও অনেক ক্ষেত্রে পোস্ট পড়ে বা না পড়েই পায়ে পারা দিয়ে ক্যাচাল করতে উঠে পরে লেগে যায় পাছে নিজের পরিচিতি যদি একটু বাড়ানো যায়।B-) বলি এত হিট দিয়ে কি করবেন, হিট বেঁচে কি মাঠা কিনে খাবেন নাকি ! ;) আবার অনেক কে দেখা যায় কোন রুপ যুক্তিতর্কে না গিয়ে সরাসরি গালিগালাজ করতে ব্যাস্ত হয়ে পরেন। X( সেটা যদিও সুরুচির পরিচয় বহন করেনা তথাপি বলতে হয় মস্তিস্কে জ্ঞানের অভাব হলেই সাধারনত এমনটা হয়ে থাকতে পারে। ;) অনেক ক্ষেত্রে দেখা যায় কোন এক বিশেষ দলের অনুসারি যদি তার দলের আলোচনা বা সমালোচনা মূলক কোন পোস্ট দেন তবে সেখানে অন্য দলের আদর্শের লোক এসে তার দলের নেতার গুণকীর্তন অথবা বিপক্ষ দলের নেতার অথবা দল নিয়ে কটূক্তি করা শুরু করে দেন। সেই সব পোস্টে যদি আপনার মতাদর্শের সাথে না মিলে তবে যুক্তি দিয়ে কি শুধু পোস্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা বা সমালোচনা করা যায় না তাতে অন্যের গুণকীর্তন করে যাওয়া একক ভাবে যেটা অনেক সময় দেখা যায় পোস্টের মুল বিষয়ের সাথে সামঞ্জস্য পূর্ণ হয় না একান্তই কাম্যনয় এমন ক্যাচাল করার অভিসার।/:)



কিছুদিন আগে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে নিয়ে একটি পোস্ট দিয়ে ছিলাম সেই পোস্টের পরিসংখ্যান দেখুন এই লিঙ্কে যেয়ে Click This Link



আর তার কয়েকদিন পরেই দিলাম শহীদ প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান কে নিয়ে একটি পোস্ট সেটার পরিসংখ্যান দেখুন এই লিঙ্কে যেয়ে Click This Link



এই দুটি পোস্টের তুলনা হল এই যে যারা বঙ্গবন্ধু কে ভালোবাসেন বলে দাবী করে জিয়ার পোস্টে এসে ক্যাচাল করলেন বঙ্গবন্ধুর পক্ষে যুক্তি দেখিয়ে তাঁদের কাউকে দেখলাম না বঙ্গবন্ধুর পোস্টে এসে কিছু মন্তব্য করে যেতে অথচ জিয়ার পোস্ট পেয়েই একদম সদলবলে ঝাঁপিয়ে পড়লেন। তবে কি ভেবে নেব এটা আপনাদের বঙ্গবন্ধু প্রীতি নয় শুধুমাত্র জিয়া বিদ্বেষ থেকেই এমনটা করেছেন। আজ বলতে খুব লজ্জা হয় যে ব্লগের পুরো পরিবেশটাই এমন নোংরা হয়ে উঠেছে আপনাদের এমন ধরনের কার্যকলাপে।



এখন আমার কথা হল- আপনাদের মতাদর্শের সাথে অন্য সহব্লগারদের মতাদর্শ নাও মিলতে পারে। আর এটাই স্বাভাবিক। এই জন্য যারা আপনাদের আদর্শে ভিন্নমত পোষণ করে তাদের কি আপনারা ভার্চুয়াল রেপিস্ট বলার অধিকার রাখেন?



আর যদি তাই মনে করেন তবে আপনাদের অযথা চিল্লাচিল্লি সম্পর্কে বলতে হয় - আপনারা যদি কারো ক্রিটিক্স শুনতে না পারেন তবে আপনাদের ব্লগিং করাটা উচিৎ নয়। কারণ আপনাদের থেকে বড় বড় লেখকদের লেখাও সমালোচিত হয়।

মন্তব্য ৯৬ টি রেটিং +২০/-০

মন্তব্য (৯৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৭

বাংলার হাসান বলেছেন: আপনাদের অযথা চিল্লাচিল্লি সম্পর্কে বলতে হয় - আপনারা যদি কারো ক্রিটিক্স শুনতে না পারেন তবে আপনাদের ব্লগিং করাটা উচিৎ নয়। কারণ আপনাদের থেকে বড় বড় লেখকদের লেখাও সমালোচিত হয়। একমত

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০৮

বাংলার হাসান বলেছেন: ১ম ভাল লাগা

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:

ধন্যবাদ।

৩| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

ঘুড্ডির পাইলট বলেছেন: অল্প জানা লোকেরাই ক্যাচাল করে ! নিজের দেশের মহান নেতাদের নাম জড়িয়ে বাজে কথা বলছি ! আমরা কি নিজেদের অভিভাবক হীণ জাতীতে পরনিত করছি না ?

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


সহমত ভাই।

৪| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
"ধর্ষণ যখন সুনিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়"

উক্তিটি কুখ্যাত 'পাছামারা ওস্তাদ' - সাকা চোধুরী এর।

এই মহান ওস্তাদের উক্তি দিয়েই পোষ্ট শুরু করলেন?

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই এই উক্তি তাঁদের জন্যই যারা ক্যাচালবাজ আর এই কারনেই এমন একটি উক্তি দিয়ে পোস্ট শুরু করেছি। বুঝে নিতে হবে ভাই কিছু বিষয়।

৫| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৩

লেখোয়াড় বলেছেন:
সাম্প্রতিক একটি ক্যাচাল মূলক পোস্টের পরিসংখ্যান এবং তার ঘোষণা দিয়ে ব্লগ থেকে চলে যাওয়া অথবা পুনরায় ব্লগে ফিরে আশার অর্থ কি ?

এই ব্লগাররা কারা, নাম বলা যাবে কি??

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
নাম বলে দিলে আরেকবার ক্যাচাল লেগে যাবে। তাই নাম উল্লেখ করছিনা, তবে অতি সম্প্রতি ব্লগের পরিবেশ খুব ভয়াবহ আকার ধারন করেছে ।

৬| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১

মামুন রশিদ বলেছেন: মাঝে মাঝে প্রচন্ড বিরক্তি ধরে যায় । মনে হয় একদল প্রোফেশনাল ক্যাচালবাজের মাঝে শুধু শুধু ঘুরে বেরাচ্ছি । এদের কোন যুক্তি নেই, বোধ নেই, নেই ব্লগিংয়ের নূণ্যতম ইচ্ছা । জানে শুধু ক্যাচাল করতে আর ইতরশ্রেনীর ভাষার ব্যবহার । খুবই খুবই বিরক্তিকর ।

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই আমি বিরক্তির চরম পর্যায় থেকেই এই পোস্ট দিয়েছি আমি মুক্তি চাই এমন ক্যাচাল থেকে।

৭| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৮

ক্লোরোফিল বলেছেন: Click This Link

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

দেখেছি এই পোস্ট।

৮| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪০

পেন্সিল চোর বলেছেন: ++++++++++

২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:


হুম ধন্যবাদ

৯| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

আমিনুর রহমান বলেছেন: বঙ্গবন্ধু বা জিয়া এরা কোন ব্যাক্তি নয় এরা আদর্শের নাম। তাই যখন কোন গোষ্ঠী এদেরকে নিয়ে তর্ক-বিতর্ক করে তাহলে বলতে হবে এদের মাথায় গোবর ছাড়া কিছু নয়।

আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শের কে ভালোবাসি বলে। কেউ কি বলতে পারবেন বর্তমান আওয়ামী লীগে বঙ্গবন্ধুর কোন আদর্শ বেচে আছে?????

অন্যপক্ষ বিএনপি করি জিয়া'র আদর্শকে ভালোবাসি বলে। কেউ কি বলতে পারবেন বর্তমান বিএনপি তে জিয়ার কোন আদর্শ বেচে আছে?????

যারা এর উত্তর দিতে চান তাহলে নিজ নিজ মতাদর্শের পক্ষে উত্তর দিবেন, বিপক্ষের নয়।


যখন ক্যাচাল হয় অর্থাৎ গালিগালাজ হয় তখন দেখে খুব অবাক হই আমরা একবারও ভাবি না এই গালি দেয়া মানে আমার শিক্ষার, আমার বাবা-মা, আমার পরিবারকে অপমান করা।


আল্লাহ্‌ বলেনঃ
তোমরা দু’জন যাও ফিরাউনের কাছে, সে বিদ্রোহী হয়ে গেছে। আর তার সাথে কোমলভাবে কথা বলবে যাতে করে সে উপদেশ গ্রহণ করে কিংবা ভীত হয়ে যায়। (সূরা ত্বাহা : ৪৩-৪৪)

হে মুহাম্মদ. আমার বান্দাদের বলো তারা যেন মুখ হতে সে সব কথাই বের করে যা অতি উত্তম। আসলে শয়তানই মানুষের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে থাকে। প্রকৃত কথা হলো শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। (বনি ইসরাঈল : ৫৩)


গৌতম বুদ্ধের অষ্টমার্গের তৃতীয় সম্যক বা সত্য বাক্য

কোনো মানুষের সাথেই যেন মিথ্যা না বলা হয়। কাউকে গালিগালাজ বা খারাপ কথা বলা উচিত নয়। অন্য মানুষের সাথে যখন কথা বলবে, তা যেন হয় সত্য পবিত্র আর করুণাময় পূর্ণ।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০০

কান্ডারি অথর্ব বলেছেন:

আওয়ামী লীগ করি বঙ্গবন্ধুর আদর্শের কে ভালোবাসি বলে। কেউ কি বলতে পারবেন বর্তমান আওয়ামী লীগে বঙ্গবন্ধুর কোন আদর্শ বেচে আছে?????

অন্যপক্ষ বিএনপি করি জিয়া'র আদর্শকে ভালোবাসি বলে। কেউ কি বলতে পারবেন বর্তমান বিএনপি তে জিয়ার কোন আদর্শ বেচে আছে?????

যারা এর উত্তর দিতে চান তাহলে নিজ নিজ মতাদর্শের পক্ষে উত্তর দিবেন, বিপক্ষের নয়।

১০| ২৮ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৫৩

s r jony বলেছেন:
বাহ!!
ভালা বুদ্ধি দিলেন তো, পোস্টে হিট পাইতে হইলে ক্যাচাল লাগাইতে হইব। :-B :-B
এখন থেকে "ফানি পোস্ট" বাদ, সিরিয়াস "ক্যাচাল পোস্ট" দিমু, আর আমি অনেক অনেক হীট পামু।



বাই দ্যা বাই, প্রতি হিটে কত পয়সা পাওয়া যায়, সেই হিসেব'টা দিলে আরো খুশি হইতাম ;) ;)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

বর্তমান বাজারে মাঠার দর হিসাবে পয়সা পাইবেন। ;)

১১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:২৩

আমি তুমি আমরা বলেছেন: আবার কে ব্লগ ছাড়ার ঘোষনা দিল?

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:
যাদের উদ্ভ্রান্ত হয়ে বিচরন করতে ভাল লাগে তাদেরই কেউ হবে হয়ত।

১২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫২

আমিনুর রহমান বলেছেন:

৩১৪ বার পঠিত, 8টা ভালো লাগা, ২২ মন্তব্য !!!!!!! বুঝলাম না ক্যাচাল লাগে না দেহি ;)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

তাইত ক্যাচাল বাজেরা সব কই গেল ? মনে হয় সরম পাইছে উদ্ভ্রান্ত হইয়া গেছে সবাই। ;) ;) ;)

১৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৯

একজন আরমান বলেছেন:
উপরের শিরোনাম আর প্রথম প্যারার কিছু লাইন আমার গত কালের ফেবু স্ট্যাটাস থেকে চুরি করার তেব্র পিতিবাদ জানাচ্ছি।

হিট বেঁচে কি মাঠা কিনে খাবেন নাকি !
না ভাই বেচতে পারলে আমি মাঠা খাইতাম না, বেনসন আর চা খাইতাম। :P :P ;)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১০

কান্ডারি অথর্ব বলেছেন:

আরে ভাই তোমার আমার মনের কথা দেখি সম্পূর্ণ মিলে গেল । এইত আমরা ভাই ভাই ।

না ভাই হিট বেঁচে মাঠা খাওয়ার মজাই আলাদা। :P

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

একজন আরমান বলেছেন:
এই যে প্রমাণঃ

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২

কান্ডারি অথর্ব বলেছেন:
সেই ব্লগারের নাম জানতে চাই যে তোমার মনে এমন দুঃখ দিছে ;)

১৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৭

আহলান বলেছেন: কালবৈশাখিকে বলছি, হেডিং এর উক্তিটি সাকার নয়। উক্তিাট একজন মার্কিন নারী সাংবাদিকের। তার উক্ত বইটি আমি পড়েছি। দবে এই মুহূর্তে নামটা স্মরণ আসছে না। ধর্ষণ যেখানে অনিবার্য, তখন তা উপভোগ করাই উচিৎ .....

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


নামটি পরে মনে পড়লে জানিয়ে যাবার অনুরোধ রইল ভাই।

১৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

রুদ্র মানব বলেছেন: বুঝলাম ব্লগীয় ক্যাচাল এর কথা বললেন ,
কিন্তু ব্লগে যারা অপেন সিন্ডিকেটের নামি গালিবাজির চূড়ান্ত নমুনা দেখায়া দিল তাদের সম্পর্কে একটা কথা বলা উচিৎ ছিল।

আপনার জিয়াউর রহমান নিয়ে অই পোস্টে ভেজাল হবে জানতাম। অখানে বঙ্গবন্ধুর বিরোদ্ধে একটা কথায়ও আপনার সমর্থন দেখলাম। এই ক্যচাল পোস্টের সময় লেখকেরও একটু সাবধান হওয়া উচিত্‍।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমার প্রথম স্ক্রিন শর্ট দেখছেন পারলে চিন্তা করে দেখেন ওটা কোন পোস্টের। আর আমি এই পোস্টে তাহলে কি বললাম আমার এই পোস্টে স্পষ্ট আমি বলেছি সিন্ডিকেটের নামি গালিবাজির কথা। দয়া করে পড়ে দেখুন আরেকবার।

জিয়াকে নিয়ে লেখা পোস্ট ক্যাচাল পোস্ট এটা কেমন কথা বললেন ভাই ? আমি হতাশ !!!

আর শুনুন সত্য প্রকাশে নির্ভীক থাকতে চাই। আর সাথে এও বিশ্বাস করি আমি সামু ব্লগ ভালোবাসি তাই বলি

ক্যাচাল ব্লগের পরিবেশ দূষণের জন্য মারাত্মকভাবে দায়ী এবং ক্ষতিকারক।

১৭| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

একজন আরমান বলেছেন:
নাহ মাঠা না আমি চা আর বেঞ্চুই খেতে চাই।

আর সে আমারে না আপনাদের সবাইকেই ট্যাগ দিছে। :P

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


বিস্তারিত জানতে চাই আজ সব কিছুর মিটমাট হয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে।

১৮| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্যায় এর প্রতিবাদ করতে পোস্ট দেওয়া, হ্যাঁ প্রশ্ন করতেই পারেন রেজাল্ট কতটুকু।

আমি ক্যাচাল এর উদ্দেশ্যে পোস্ট দেই নাই, আর হিট বেচেও সংসার চলেনা ভাই। আপনারও না।

আর ফিরে আসার কারনও অন্যায়কে জিততে না দেবার ইচ্ছা এবং আমার সেই বিদায়ী পোস্টতি সামুর নিজের সরিয়ে নেওয়া সহ যেই কারনে আমি চলে যেতে চাইছিলাম তার একটা সুরাহা হওয়া।

ফিরে আশায় ভূমিকা রয়েছে এমন কিছু ব্লগার এর যারা ছোটভাইয়ের মতো স্নেহ করেন এবং আমাকে রিকুয়েস্ট পর্যন্ত করেছেন।

যা হোক সেসব কথা মনে হয় পোস্ট এর সাথে যায় না। আর সেই অর্থে ফিরে এসেছি কি না জানিনা, তবে আপনার মাল্টির অভিযোগটিতে একটু কষ্ট পেলাম বৈকি, আপনি জানেনই আমি আপনাকে কতটুকু স্রদ্ধার চোখে দেখি, দুর্ভাগ্য অতোটা স্নেহের চোখে হয়ত আপনি দেখতে পারেন নাই।

কিছু করার নাই ভাই। এই পোস্টে একটা পিলাচ বাড়িয়ে রেখে গেলাম। (মৌলিক কোন পোস্ট দেওয়াই বন্ধ করে দিছি তাই, দেখি সরে যাওয়া যায় কি না অন্য কোথাও।) :) :) :)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি আপনাকে নিজের ভাইয়ের মত শ্রদ্ধা করি আর এই পোস্টে আপনাকে মাল্টি বাজ কোথায় বললাম রে ভাই।

দিলাম আমার পোস্টের লিঙ্ক যেখানে ক্যাচাল লেগেছে সেই দুঃখ থেকে আর আপনি বলছেন আমি আপনাকে স্নেহের চোখে দেখি না এটা কেমন হয়ে গেল না। আপনি কি আমার পোস্টে এসে ক্যাচাল করেছেন নাকি।
আর আমি ব্লগের ক্যাচাল নিয়ে সামগ্রিক চিত্র তুলে ধরেছি । শুধু একটি স্ক্রিন শর্ট দরকার ছিল তাই সেই পোস্টের স্ক্রিন শর্ট ব্যবহার করেছি কিন্তু কোথাও আপনার কথাত বলিনি। এই পোস্টে আপনি আপনাকে কিভাবে খুঁজে পেলেন আমি অবাক হচ্ছি। যাক নিজেকে এভাবে প্রকাশ না করলেও পারতেন যেখানে আমি আপনাকে গোপন রেখেছি। ধন্যবাদ ভাই আমি সবসময় আপনাকে ভালোবাসি এবং আপনার মঙ্গল কামনা করি আফসোস আপনি বুঝলেন না।

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: ক্যাচাল ভালা পাই। ক্যাচাল দেখলেই গ্যালারীতে বইসা যাই :D

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-)

২০| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৫

সোনালী ডানার চিল বলেছেন:

B:-) B:-) B:-)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:
অবাক হলেন দুঃখ গুলো শুধু শেয়ার করলাম। :( :( :(

২১| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার যা মনে হয়। আসলে ক্যচালের মূলনাশ দেখা উচিত না কি সাময়িক ক্যচাল দেখা উচিত তা সেভাবে বুঝিনি।

যাই হোক ভাই, উদভ্রান্ত দিকভ্রান্ত যাই বলেন, ক্ষমা চাইবো! আপনাদের মতো অনেকের বিরক্তির কারনেই চলে যাবার ইচ্ছা হয়েছিল কি না। :) =p~

আসি ভাই, ভাল থাকবেন। :)

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:


ক্যাচালের মূলনাশ দেখতে হলে ক্যাচালে জড়িয়ে পরতে হবে সেটা কিন্তু ভাল দিক নয়। একটি পোস্ট হতে পারে গবেষণা মূলক কিংবা পরামর্শ মূলক কিন্তু ক্যাচাল লেগে যাওয়ার মত পোস্ট সেটা হওয়া উচিত নয় যেমন আমার এই পোস্টে আমি উপরে বোল্ড করে লিখে দিয়েছি

সংবিধিবদ্ধ সতর্কীকরণ - এটা কোন ক্যাচাল মূলক পোস্ট নয় অযথা এখানে এসে ক্যাচাল করবেন না। ক্যাচাল ব্লগের পরিবেশ দূষণের জন্য মারাত্মকভাবে দায়ী এবং ক্ষতিকারক।

২২| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৮

রুদ্র মানব বলেছেন: আপনি আমার মন্তব্যকেই অন্যরূপে ব্যাখ্যা দিতে চাইছেন। আপনার অই পোস্টে আমি ভেজাল করছি নাকি কান্ডারী ভাই !!!

যে পোস্টে ক্যাচালের আশংকা থাকে , সে ক্ষেত্রে লেখকের কিছুটা দায়িত্ব বর্তায় ক্যাচাল সামলানোআশা করি এই মন্তব্য টা উল্টো বুঝবেন না।

জিয়াউর রহমান এর অবদান ও বঙ্গবন্ধুর অবদান নিজ নিজ অবস্থান থেকে ভিন্ন। তাদের মধ্যে তুলনা করার কিছু নাই।

আপনার পোস্টে +++ দিলাম , ব্লগীয় ক্যাচাল বন্ধ দেখতে চাই। সাথে গালিবাজ সিন্ডিকেটদেরকেও পতন দেখতে চাই।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


রুদ্র মানব ভাই এইযে আমাকে ভুল বুঝতেছেন আমি মোটেও ক্যাচাল পছন্দ করি না এবং ক্যাচাল করতে পারিনা। আমাকে সত্যি করে বলেন দেখি কখনো ব্লগে দেখেছেন কারো সাথে কোনরূপ ক্যাচাল করেছি ?
আর ক্যাচাল সামলানোর কৌশল হয়ত তাই জানা নাই কিংবা ক্যাচাল করতে পারিনা।

আর জিয়ার উপরে পোস্ট দিলে যে ক্যাচাল হতে পারে বা ক্যাচালের আশংকা থাকে সেটা বুঝিনি বুঝলে পোস্ট হয়ত দিতাম না।

আর যদি এই পোস্টের কথা বলেন তবে এটা আমার দুঃখ প্রকাশ এবং ক্যাচালের বিরুদ্ধে একটি অবস্থান মূলক পোস্ট।

আপনার সাথে সহমত জানিয়ে বলতে চাই

জিয়াউর রহমান এর অবদান ও বঙ্গবন্ধুর অবদান নিজ নিজ অবস্থান থেকে ভিন্ন। তাদের মধ্যে তুলনা করার কিছু নাই।

ব্লগীয় ক্যাচাল বন্ধ দেখতে চাই। সাথে গালিবাজ সিন্ডিকেটদেরকেও পতন দেখতে চাই।

২৩| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৪

প্রত্যাবর্তন@ বলেছেন: ক্যাচাল মুক্ত সামু চাই

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি যদিও সামুর কেউ নই খুব সাধারন একজন অখ্যাত ব্লগার তবু এই অল্প কিছুদিনে সামুকে এত ভালবেসেছি যে এর পরিবেশ নষ্ট হতে দেখলে খুব খারাপ লাগে ।

আমি জানা আপুর দৃষ্টি আকর্ষণ করছি এইসব ক্যাচালের বিরুদ্ধে।

সামুকে ভালোবাসি, ক্যাচাল মুক্ত সামু চাই আর আমরা সব ব্লগার যেন আরও দ্বায়িত্তশীলতার পরিচয় দেই সেটাই একান্ত কাম্য।

২৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

shfikul বলেছেন: সহমত।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:


সামুকে ভালোবাসি, ক্যাচাল মুক্ত সামু চাই আর আমরা সব ব্লগার যেন আরও দ্বায়িত্তশীলতার পরিচয় দেই সেটাই একান্ত কাম্য।

২৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

রুদ্র মানব বলেছেন: আমাকে সত্যি করে বলেন দেখি কখনো ব্লগে দেখেছেন কারো সাথে কোনরূপ ক্যাচাল করেছি ?

আপনাকে উদ্দেশ্য করে কিছু বলিনি কান্ডারী ভাই B-) । জিয়াউর রহমানে পোস্ট মানেই ক্যাচাল নয় , কিন্তু আপনে যে বিশাল পোস্ট দিছিলেন তাতে অনেক জায়গায় অনেকের দ্বিমত আছে । পোস্টে সবাই সুস্থ ভাবে দ্বিমত আলোচনা না করতে পেরেই ক্যাচাল সৃষ্টি করেছে । দোষটা তাদেরই ।

২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি পোস্ট দিয়েছি জিয়াকে নিয়ে সেখানে কারো দ্বিমত থাকলে জিয়াকে নিয়েই আমার সাথে দ্বিমত করবে এবং যুক্তি খণ্ডাবে কিন্তু সেখানে জিয়াকে খারাপ বলে বঙ্গবন্ধুকে আবার টেনে আনার প্রয়োজন ছিল কি বলবেন ?

আসলে বর্তমানে পুরো ব্লগে যারা ক্যাচাল করে তাঁদের স্বভাব এমনই তাই এই পোস্ট দিয়ে সেটাই বুঝিয়ে দিতে চেয়েছি। এবার বলেন যদি আমার দোষ হয় তবে ক্ষমা চাই। এই যেমন ধরুন এখানে আপনার সাথে যেভাবে আলোচনা হচ্ছে এটা কি ব্লগের সমালোচনার ধারা হতে পারেনা।

ভাই অন্তত আপনি আমাকে ভুল বুঝবেন না এই পোস্টের জন্য আশা করি। যদি আপনিও আমাকে ভুল বোঝেন তবে কোথায় যাব বলেন ?

২৬| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

রুদ্র মানব বলেছেন: জিয়াকে খারাপ প্রমাণ বা বঙ্গবন্ধুকে খারাপ প্রমাণের চেষ্টাটা অই পোস্টে ক্যাচলের জন্যেই অনেকে টেনে এনেছে । বিষয় টা পরিষ্কার ।


আপনাকে ভুল বুঝবো কেন কান্ডারী ভাই । আপনার নিয়মিত পোস্ট পাঠক আমি । আপনি সরি বা ক্ষমা চাইবেন কেন ??? আপনাকে ভুল বোঝার কুনু কারণ নেই । যা বলার আমি বলেছি পরিষ্কার ভাবেই । এতে আপনাকে ভুল বোঝার কুনু কারন নাই ।

ব্লগীয় ক্যচালবাজদের স্বভাব এখন সব পোস্টে সুস্থভাবে আলোচনার পরিবেশ নষ্ট করা । আপনি আপনার অবস্থানে থাকুন । আমরা পাশে থাকবো সবসময় ।

২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই খুব মনটা খুব ভাল হয়ে গেল আপনার কথায়। আসলে কেউ ক্যাচাল করলে মনটা খুব খারাপ হয়ে যায়।

আমিও আপনার লেখার খুব ভক্ত একজন নিয়মিত পাঠক। কিন্তু আমার পোস্টে ক্যাচাল লাগতে পারে সেটা ভাবতে পারিনি বলেই এই পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করলাম এ ছাড়া আর কিছুই নয়।

আপনারা যেমন আমার পাশে আছেন আমি আপনাদের জন্য যদি এর চেয়ে বেশী কিছু করতে পারি তবে খুব শান্তি পাব।

২৭| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

নেক্সাস বলেছেন: এই দুটি পোস্টের তুলনা হল এই যে যারা বঙ্গবন্ধু কে ভালোবাসেন বলে দাবী করে জিয়ার পোস্টে এসে ক্যাচাল করলেন বঙ্গবন্ধুর পক্ষে যুক্তি দেখিয়ে তাঁদের কাউকে দেখলাম না বঙ্গবন্ধুর পোস্টে এসে কিছু মন্তব্য করে যেতে অথচ জিয়ার পোস্ট পেয়েই একদম সদলবলে ঝাঁপিয়ে পড়লেন। তবে কি ভেবে নেব এটা আপনাদের বঙ্গবন্ধু প্রীতি নয় শুধুমাত্র জিয়া বিদ্বেষ থেকেই এমনটা করেছেন। আজ বলতে খুব লজ্জা হয় যে ব্লগের পুরো পরিবেশটাই এমন নোংরা হয়ে উঠেছে আপনাদের এমন ধরনের কার্যকলাপে।


আমি বুঝইনা জিয়া কে নিয়া লিখা পোষ্টে বঙ্গবন্ধু বা বঙ্গবন্ধু কে নিয়ে লিখা পোষ্টে জিয়া কে কেন টেনে নিয়ে আসে এরা।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
আমাদের পরের প্রজন্ম যেন আমাদের কবরের উপর ছ্যাপ দিয়ে যেতে না পারে অথবা এমন বিভেদ এমন স্বাধীনতা নিয়ে টানাটানি করতে না পারে সেই জন্য কি আমাদের কিছু করে যাওয়া উচিৎ নয় ?

২৮| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বাবুরাম সাপুড়ে বলেছেন: বারির কাচে বোম ফুটছে হালায় ! পোলায় বয় পাইচে X(( পোলার মায়ও ভি বয় পাইছে X( পোলার যদি কিচু হয়, হালায় অরে দিয়া পোলা ভি পয়দা কইরা লমু :P :P :P

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-) B:-) B:-)

২৯| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

ফারজানা শিরিন বলেছেন: মিয়া ভাই ভালা হইলো আপনি এই বিষয়ে লিখছেন ।
আমার কাজ বাঁচায় দিছেন ! ঃপ

সকালে অনেক ব্লগারদের লেখা পড়ে বিরক্ত হচ্ছিলাম । বিকালে বিরক্তি উবে গেলো ।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:

চলুন ক্যাচাল মুক্ত ব্লগের পরিবেশ গড়ে তুলি।

৩০| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৭

বাংলাদেশী দালাল বলেছেন: কখন দিলেন পোষ্ট খেয়াল করিনাই।

আমি কিন্তু কেচাল করার ট্রেনিং নিতাছি। ব্লগে আসছি শিখতে সব শিখমু। B-)

যখন যেখানে যেমন ।নিতি।


হোম ওয়ার্ক ও চলতেছে।


২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:

এখন কোন শ্রেণীতে পড়ছেন ভাই। নন-ম্যাট্রিক পাস দিবেন কবে ?

৩১| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন? পোস্টে ++++১২ তম

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

সরকার কি ভোটের বিধান চালু করেছে নাকি সেলিম ভাই !!!

৩২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

শায়েরী বলেছেন: ে ব্লগের
পুরো পরিবেশটাই এমন
নোংরা হয়ে উঠেছে আপনাদের
এমন ধরনের কার্যকলাপে।

Sohomot

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:

থেঙ্কু মানে হল ধন্যবাদ দিলাম।

৩৩| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: পোস্ট পড়লাম। আমি জিয়ার পোস্টে মন্তব্য করেছিলাম। বঙ্গবন্ধুর পোস্টে মন্তব্য করেছি কিনা মনেনেই। তবে একি বিষয় ক্লিয়ার করতে চাই আপনি যেভবে বলেছেন :
এই দুটি পোস্টের তুলনা হল এই যে যারা বঙ্গবন্ধু কে ভালোবাসেন বলে দাবী করে জিয়ার পোস্টে এসে ক্যাচাল করলেন বঙ্গবন্ধুর পক্ষে যুক্তি দেখিয়ে তাঁদের কাউকে দেখলাম না বঙ্গবন্ধুর পোস্টে এসে কিছু মন্তব্য করে যেতে অথচ জিয়ার পোস্ট পেয়েই একদম সদলবলে ঝাঁপিয়ে পড়লেন। তবে কি ভেবে নেব এটা আপনাদের বঙ্গবন্ধু প্রীতি নয় শুধুমাত্র জিয়া বিদ্বেষ থেকেই এমনটা করেছেন। আজ বলতে খুব লজ্জা হয় যে ব্লগের পুরো পরিবেশটাই এমন নোংরা হয়ে উঠেছে আপনাদের এমন ধরনের কার্যকলাপে।

এখানে আমার অবস্থান আমিক্লিয়ার করবো যেহেতু আপনি ওটাকে ক্যাচাল পোস্ট দাবি করছেন আর আমিও বড় একটি মন্তব্য করেছি।

আমি বলেছিলাম:
৪৮. ২৬ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: মেজর জিয়াকে শ্রদ্ধা জানাই। তিনি একজন মুক্তিযোদ্ধা। তার অবদান বাংলাদেশের গৌরবময় ইতিহাসের অংশ।
কান্ডারি ভাই ত্যসমমৃদ্ধ একটি পোস্টের জন্যে ধন্যবাদ।

তবে,
১৯৮০ সালের সেপ্টেম্বরে এরকম একটি কর্মশালা উদ্বোধনকালে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন,

“কোন রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। একটা অবদান থাকতে পারে। কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনওই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটা বিফল হয়েছে। কারণ ধর্ম ধর্মই। আমাদের অনেকে আছে যারা আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন। রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন, আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছে। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ”


তার এই কথা তিনি পরবর্তীতে রক্ষা করতে পারেন নাই।
১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার আরো ৩৮ জনের সাথে গোলাম আযমের নাগরিকত্ত ও বাতিল করে। বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমানের আনুকূল্যে ১৯৭৮ সালে গোলাম আযম পাকিস্তানি সার্টিফিকেট নিয়ে দেশে ফিরে আসে।মায়ের অসুস্থতার কথা বলে আসে কিন্তু কোন ভিসা ছাড়াই বাংলাদেশে বাস করতে থাকে যে দেশকে স্বীকিৃতি না দিতে সে সৌদি রাজার কাছে সাতবার আবেদন করেছিল। ১৯৯৪ সালে বিএনপি সরকারের সময় আদালতের রায়ে সে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করে।

এই পদক্ষেপ বাংলদেশে জামাতে ইসলামির মতো ধর্ম
ভিত্তিক দলকে পশ্রয় দিয়েছে।

তাঁর বিতর্কিতও ভুমিকা আছে।

তবে সব ছাপিয়ে তিনি বাংলাদশের ইতিহাসের অংশ। তকে শ্রদ্ধা জানাই।

২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৩
লেখক বলেছেন:

ভুল ত্রুটি ছাড়া আমরা কেউ না তবে রাজাকাররা যা করেছে সেটা ভুল নয় সেটা মহাপাপ।


স্বাধীনতার শুভেচ্ছা জানবেন।


আপনার পোস্টপিতে অন্যরা কি মন্তব্য করেছি আমি দেখিনি। তবে আমার অবস্থান ক্লিয়র করলাম।
পোস্টে প্লাস। সবশেষে ক্যাচাল মুক্ত সামু চাই।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি ওটাকে ক্যাচাল পোষ্ট দাবী করি নি কিন্তু সেটাকে ক্যাচালে যারা রুপদান করল শুধু সেই কথাই বলেছি।

আপনি আমার জবাবটিও তুলে ধরেছেন সেখানে আমিও কিন্তু আমার অবস্থান পরিষ্কার করেছি।

আর আমার ও আপনার মতের মিল রয়েছে বোলেই কিন্তু এই পোস্টে আপনি এসে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে গেলেন।

সবশেষে ক্যাচাল মুক্ত সামু চাই বললেই শুধু হবে না আমাদেরকেই এই ক্যাচাল মুক্ততা গড়তে হবে।

৩৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩০

শিপু ভাই বলেছেন:
ভাই, এসব অরন্যে রোদন। আগেও এমন হয়েছে, এখনো হচ্ছে, আশা করি সামনেও হবে!!! আর এই পোস্টের মত পোস্টও আমরা নিয়মিত পাই। কিন্তু সব তথৈবচ!!!

নিজেকে ভাল হতে হবে- এই পন থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়!!!


+++++++++++++++++++++

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া এইযে বললেন নিজেকে ভাল হতে হবে- এই পন থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়!!! আমিও সহমত। বিশ্বাস করেন মনটা এতই খারাপ হয়েছিল তাই এই পোষ্ট দিয়ে ফেললাম। তবে সচেতন হতে হলে সচেতনতা গড়ে তুলতে হবে।

যেমন ধরেন জাটকা মাছ ধরা নিষেধ কিন্তু এই সচেতনতা গড়তে কিন্তু মিডিয়াতে বিজ্ঞাপন দেয়া বন্ধ থাকেনা যদিও জাটকা মাছ ধরা বন্ধ না হলেও কমে আসে অনেক।

প্লাসের জন্য ধন্যবাদ।

৩৫| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: ক্যাচাল মুক্ত সামু ভালোবাসি ।। :)

পোস্ট এ ++++ ভাইয়া

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

সামুকে ভালোবাসি কারন সামুতে আমার জন্ম।

৩৬| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:১২

আশিক মাসুম বলেছেন: অনেক সময় নিয়ে পোষ্ট পর্যবেক্ষণে রেখে দেখলাম। সবার কথা শুনলাম বুঝারো চেষ্টা করলাম। ক্যাচাল কম বেশী আমরা সবাই জানি। দয়া করে পগল কে না ক্ষেপালে খুশি হই। আই মিন কার কত টুকু ক্ষমতা আছে খেয়াল কইরা। @ কাণ্ডারি ভাই আরেক টা পোষ্ট দেন , দিয়ে তথা কথিত ক্যাচাল বাজদের খবর দেন দেখি কত দূর যায়। আর ওদের বলে দিয়েন হাতি মরে শুয়ে পরলেও উচ্চতা ছাগলের চে বেশী থাকে।

আরেকটা কথা ভার্চুয়াল ধর্ষণ ভাল জিনিশ, কেও যদি ইচ্ছে করে মজা পাইতে চায় তাহা হইলে বেচারা আম পাবলিক করবে কি :P :P =p~ =p~ =p~



অবাক লাগে বেকুবের দলেরা বুঝুক আর না বুঝুক কাউন্টার দিতে আইসা হাজির হয়ে যায়।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি আর কি বলব সব তুমিত বলে দিলে। আমি শুধু সহমত জানাই।

৩৭| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২১

ফালতু বালক বলেছেন: এমন পোস্টের দরকার ছিলো
পোস্টে +++++

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:


আসুন ক্যাচাল মুক্ত সামু গড়ে তুলি।

৩৮| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৮

কালো স্বপ্ন বলেছেন: ভালো লাগল পোষ্ট পড়ে।ক্যাচাল মুক্ত সামু চাই নামে আমিও একটি পোষ্ট দিয়েছিলাম।
আসলেই আর ক্যাচাল ভালো লাগে না।আমি আগের সামুরে ফেরত চাই।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:

আসুন ক্যাচাল মুক্ত সামু গড়ে তুলি।

৩৯| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৪০

উৎস১৯৮৯ বলেছেন: আপনাকে প্লাস।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ

৪০| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কিছু কিছু ব্লগার ইচ্ছে করেই নিজেরা ক্যাচাল সৃষ্টি করেও আবার ক্যাচালের বিরুদ্ধে পোস্ট দেয় । কিছু ব্লগার নিজেরা গালি দিয়েও আবার দিনশেষে গালির বিরুদ্ধে পোস্ট দেয় ।

এদেরকে চিনে রাখুন,এরাই সেই সব হিট সিকার । যারা ক্যাচাল ছাড়া অন্যের কোন ভালো পোস্টে খুব কম কমেন্ট করে , অথচ সব ক্যাচাল পোস্টে এরা কমেন্ট করবে তো করবেই ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:
আসুন ক্যাচাল মুক্ত একটি সুন্দর ব্লগ গড়ে তুলি

৪১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০২

আমিনুর রহমান বলেছেন: ভাই এই পোষ্টে ক্যাচাল করতে মুঞ্চায় কিন্তু সময় পাইতে আছি না :P

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:২৯

কান্ডারি অথর্ব বলেছেন:

!!!!!!!!!!!!!

৪২| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

রাইসুল নয়ন বলেছেন: আগাছা সব জায়গায়ই থাকে,
সামু তেও আছে।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
ইহা কেমন কথা রে ভাই

৪৩| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: প্রথমেই পোস্টে প্লাস+

শিপু ভাই বলেছেন:
নিজেকে ভাল হতে হবে- এই পন থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়!!!


সহমত

আমারও মনে হয় নিজেকে আরেকটু সংশোধন করার দরকার আছে। প্রয়োজনে তাই করবো।

ক্যাচালমুক্ত সামু চাই। একটাই কথা।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত

৪৪| ২৯ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

মেঘের দেশে স্বপ্নডানা বলেছেন: ক্যাচাল ভাল্লাগে না।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত

৪৫| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬

জাকারিয়া মুবিন বলেছেন: ক‍্যাচালবাজদের ঘৃণা করি।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ২:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত

৪৬| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: কান্ডারী রাত পোহাবার কত দেরী কোথায় আপনি?

৩১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আপাতত অনশন করছি জানিনা বাকিটা।

৪৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৭

কালা মনের ধলা মানুষ বলেছেন: বিদ্বেষ আর আদর্শগত মিল থেকে সমর্থন - এই দুইয়ের পার্থক্য না বুঝেই আমরা চিল্লাফাল্লা করি।

সুন্দর পোস্ট।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত ও ধন্যবাদ ভাই।

৪৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: পোষ্টে যে একটা মার প্যাচ তা অনেক কঠিন এবং অনেক জ্ঞানের পরিচয় পাওয়া যায়।

দুটো পোষ্টের পরিসংখ্যান দেখে আশ্চর্য হবার মতনই। যারা ক্যাচাল করেছে সেই পোষ্টে তারা ক্যাচাল কেন করেছে?

দুই তিন দিক বিবেচনা করে যেতে পারে,

আপনি কেবলি বঙ্গবন্ধুকে নিয়েই পোষ্ট দিবেন অন্য কাউকে নিয়ে নয়।

আপনার প্রিয়তে কেবলই বঙ্গবন্ধুই থাকবে অন্য কেউ নয়।

কিন্তু আপনি নির্ভেজাল সম্মান জানাতে গিয়ে দল মতের উর্দ্ধে গিয়ে দুজন স্বর্নক্ষরে লিখে রাখার মতন বাঙ্গালীর মহান নেতাকে নিয়ে পোষ্ট দিলেন তখনি ভেজাল । কেন জিয়াকে নিয়ে পোষ্ট দিতে গেলেন??

অথচ, বঙ্গবন্ধুকে নিয়ে পোষ্টে ক্যাচাল করা সেই বিখ্যাত, মহা ব্লগাররা কিন্তু বঙ্গবন্ধুকে সম্মান জানাতে গিয়ে আগের পোষ্টে (বঙ্গবন্ধুকে নিয়ে পোষ্ট) তাদের ছায়াও পড়েনি। আপনি একজনকে সম্মান জানাতে যাবেন্না কিন্তু তাঁর সৈনিক, তাঁর আদশের গান গাইবেন, আবার অন্য কেউ দুজনকেই সম্মান জানাতে চাইলেও সেখানে মিছে আদর্শের গান গাওয়া কুকুর গুলো ঘেউ ঘেউ করবে, তখনি বুঝতে হবে আসলেই সেগুলো কুকুরে জাত।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:
স্যাটায়ার পোস্ট তাই লেখায় কিছুটা প্রতিবাদের ছাপ রয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করবনা তবে আমাকে আপনি বুঝতে পেরেছেন জেনে ভাল লাগছে খুব।

আমি যা বোঝাতে চেয়েছি আপনি তার সুন্দর একটি ব্যাখ্যা দার করিয়েছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.