![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
আমি প্রেম কি জানিনা
আমি প্রেম কি বুঝিনা
শুধু ধিকি ধিকি মন যায় পুড়ে
কে জানে হায় কোন আগুনে
মরিগো আমি এই ফাগুনে
রাত আসেত ঘুম আসেনা এই চোখে
ভাবনায় উথাল পাথাল করে দেয় আমায় কে
ছট ফট করি আমি পাইনা থৈ
এই কথা কারে যে কৈ
আমি নই কোন রোগী
তবু কি অসুখে ভুগি
কে বলে দেবে কি তার মানে
কে জানে হায় কোন আগুনে
মরিগো আমি এই ফাগুনে
একটি সে মুখের ছবি ভাসে কেন
সে ছাড়া আর কিছু অনুভবেতে নেই যেন
লোকে বলে আরে তোর হোল কি
তুইত আগের মত নেই দেখি
আমি কি করে বুঝাই বল
আমি কিসে যে বুঝাই
কেন সুখ আর নেই এই প্রানে
কে জানে হায় কোন আগুনে
মরিগো আমি এই ফাগুনে
আমি প্রেম কি জানিনা
আমি প্রেম কি বুঝিনা
শুধু ধিকি ধিকি মন যায় পুড়ে
কে জানে হায় কোন আগুনে
মরিগো আমি এই ফাগুনে
আজ সকালের প্রথম প্রহর থেকেই এই একটি গানই আমি অবিরত শুনে চলেছি কেন আমি জানিনা !!! গানটি “ আমার ঘর আমার বেহেশত” সিনেমার একটি গান। আর যে ছবি গুলো দিয়ে আজকের এই ছবি ব্লগ সাজিয়েছি সেগুলো আমার ক্যামেরায় তোলা নাফাখুম, বান্দরবন ভ্রমনের সময়কার।
উৎসর্গঃ হ্যাঁ বিমূর্ত প্রেম শুধু তোমাকেই
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু থেঙ্কু থেঙ্কু
২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৬
এরিস বলেছেন: ছবি বেশি সুন্দর হয়েছে।। আমিও জেতে চাই।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুরে আসুন ভাল লাগবে। বাংলাদেশে এমন সুন্দর জায়গা খুব কমই আছে।
৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০
এসএমফারুক৮৮ বলেছেন: Nice
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি
৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯
পাখা বলেছেন: পোস্টে +++
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ পাখা
৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫
রিমন রনবীর বলেছেন: বান্দরবান যাওয়ার ইচ্ছা বহুদিনের। কখন যে হঠাত একা চলে যাব বলতে পারছি না। তবে যাব ইনশাল্লাহ।
আপনার ছবি ভাল লাগল। + বাটনটা লোড হল না নয়ত একটা দিয়েই ফেলতাম। ভাল থাকবেন
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
একা যেয়ে ভাল লাগবেনা আর একা কুলাতেও পারবেন না।
তবে সময় করে ঘুরে আসুন মন ছুয়ে যাবে অদ্ভুত ভাল লাগায়।
৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬
আমিনুর রহমান বলেছেন:
আইচ্ছা আপনি তো অন্যান্য বিষয়ে তো ভালোই ব্লগিং করছিলেন। এখন আবার ছবি ব্লগও দিলেন আইচ্ছা আপনাগো লইগ্যা কি ছবি ব্লগ করা ও ছাইড়া দিমু
ছবি ভালা হইছে কষ্ট লাগছে তাও পিলাচু দিলাম
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ইতা কিতা কইলেন বাহে
কুতায় এই ছুট ভাইগর শিখাইবেন কেমনে ভালু ফটু তুলিতে হয় তানা কইরা উল্টা ফাপর দিলেন
যান আরু আরু বেশী বেশী ছবি ব্লগ দিয়া ব্লগের জায়গা সব দখল কইরা ফালামু দেখি আপনে কেমনে কি করেন
৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯
আজ আমি কোথাও যাবো না বলেছেন: বান্দরবন যাবার খুব শখ!
পোস্ট ভালো লেগেছে!
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
শখ পূরণ করে ফেলুন শখের তোলা ষোল আনা
৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪
সািহদা বলেছেন: বান্দরবন যাই নাই ছবি গুলো দেখে যেতে ইচ্ছা করছে।
ভালো লাগলো ।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ঘুরে আসুন সময় করে তবে খুব কষ্টের একটা ভ্রমন
১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬
সেলিম আনোয়ার বলেছেন: ১ম প্রিয়তে
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠা ঠা ঠা
১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৮
মৃন্ময় বলেছেন: vai zaoata anek kostkor amio gecilam mne hi 2009 a
dharun kicu romhorshok avighota cilo pore share korbo vabci..........
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমারও কিছু তেমনি ঘটনা ঘটেছিল পরে দুজনে মিলে একসাথে আড্ডা দিয়ে শেয়ার করব।
১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৩
সিয়ন খান বলেছেন: সুন্দর হইছে
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু ভাইয়া
১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৪
বর্ণান্ধ বলেছেন: প্রিয় বাংলাদেশ। প্রিয় জন্মভূমি। ধন্যবাদ আপনাকে শেয়ারের জন্য।
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
দেশ প্রেম চিত্তে থাকুক সদা জাগ্রত।
১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮
shfikul বলেছেন: ++++++++++++++
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ও শুভেচ্ছা
১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৯
দায়িত্ববান নাগরিক বলেছেন: খুব সুন্দর!
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ দায়িত্ববান নাগরিক
কেমন আছেন ?
১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
লাবনী আক্তার বলেছেন: ছবিগুলো সুন্দর ।
আর গানের কথায় প্রথমে আমি মনে করেছিলাম আপনি কবিতা লিখেছেন। একটু পড়ার পর খটকা লাগল। কেমন যেন গান গান মনে হল। তারপর মনে পড়ল ।
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
একটি সে মুখের ছবি ভাসে কেন
সে ছাড়া আর কিছু অনুভবেতে নেই যেন
লোকে বলে আরে তোর হোল কি
তুইত আগের মত নেই দেখি
আমি কি করে বুঝাই বল
আমি কিসে যে বুঝাই
কেন সুখ আর নেই এই প্রানে
১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
মেহেরুন বলেছেন: ছবিগুলো খুব ভালো লাগলো। বান্দরবন যাবার ইচ্ছা আছে। দেখি কবে যাই
কেমন আছেন ভাইয়া???
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
গানটি শুনে বোঝার চেষ্টা করছি কেমন আছি।
ঘুরে আসুন মন ছুয়ে যাবে।
১৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১
*কুনোব্যাঙ* বলেছেন: এই গরমে এইটা কি পোষ্ট দেখলাম। এখন খালি মনে হইতেছে এইখানে গিয়া ঘন্টা খানেক ডুব সাঁতার কাটতে না পারলে শান্তি পামুনা
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
চলেন যাই যেয়ে মন ভরে ডুব সাতার দিয়ে আসি।
১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
*কুনোব্যাঙ* বলেছেন: ভাই, ট্রিপ পার্টনার পাইলে আমারে কেউ রুখতে পারবেনা মনেহয়
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশ কয়েকজন হলে ট্রিপ দারুন জমবে
২০| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫২
আদম_ বলেছেন: মেরে ফেল আমাকে মেরে ফেল!!
১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মাইরালা আম্রে মাইরালা হইবেক
২১| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
বটবৃক্ষ~ বলেছেন: লেখক বলেছেন:
মাইরালা আম্রে মাইরালা!!হাহাহাহ
উফফফ একারনে ছেলেদের খুব হিংসে হয় মাঝে মাঝে ! চাইলেই যেখানে যখন খুশি দৌড়াতে পারে!
মনে হচ্ছেনা বাংলাদেশের কোন প্লেইস..সত্যি! খুব দারুন হয়েছে....
+++++
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
মেয়েদের নিষেধ করল আবার কে ??
আমাদের এই দেশটা সত্যি খুব সুন্দর সত্যি বেহেশত শুধু ঘুরে বেড়িয়ে দেখার বাকি।
২২| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: দীর্ঘশ্বাস! এইসব ফালতু, কুৎসিত ছবি দিয়ে ভরদুপুরে মনে উচাটন জাগাইবার জন্য কইষ্যা মাইনাচ!
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
তবে এই মাইনাচি থাকুক জমা হৃদয়ের সিন্দুকে।
আমি ভালোবাসি বড় নিন্দুকে।
২৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৮
বটবৃক্ষ~ বলেছেন: ছবিগুলায় নম্বর দিলে কমেন্ট করতে সুবিধে হত! ৪নং টায় কিসের যেন পিঠ ভেসে উঠছে!! জলহস্তি নাকি!!
লাস্টের দিকে মেঘ দেখা যাচ্ছে যে ঐটা অসাম...!স্বর্গীয় লাগছে....।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সেটা অবশ্য ঠিক বলেছেন । ঠিক আছে পরে কখনো ছবি ব্লগ দিলে দেয়া যাবে নাম্বার হিসেবে।
ওটা একটি বড় পাথর । এখান দিয়ে আসলে নৌকা টেনে নিয়ে যেতে হয় আর যাত্রীদের নেমে যেতে হয় পানিতে কারন প্রায় অনেকটা পথই এমন।
হুম সত্যি স্বর্গীয়
২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১১
মৃন্ময় বলেছেন: ভাই নেক্সটে কি যাওয়ার কোন প্লানিং আছে?আমারে কইয়েন আমি দেশে চইল্যা আমু......
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি দেশে চইল্যা আইলে আপনে আমারে খবর দিয়েন আমি জামুনে আপনার লগে কুন অসুবিধা নাইক্যা।
২৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯
বিষন্ন একা বলেছেন: +++
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। হাতে ওটা কি চা না চায়ের দামে শরবত।
২৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২২
প্রত্যাবর্তন@ বলেছেন: তাইলে আপনি বুঝেন্টা কি ? ( স্লো নেটের কারণে ইমু দিতাম পারতেছি না )
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সেটাইত বুঝিনা। ভাই একটু বুঝিয়ে দিবেন।
২৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯
ঘুড্ডির পাইলট বলেছেন: বিয়া কইরা বাচ্চার বাপ হয়া গেছে আর কইতাছেন !
আমি প্রেম কি জানিনা
আমি প্রেম কি বুঝিনা
ফডু গুলান ভালা হইছে ।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই ইহা একটি বিমূর্ত প্রেমের প্রতি ভালোবাসা জানানো মূলক পোস্ট।
থেঙ্কু
২৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৩
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: অসাধারণ
+++++
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাইয়া।
২৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
ঢাকাবাসী বলেছেন: চমৎকার পোষ্ট, ছবিগুলো খুব ভাল লাগল।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ
৩০| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
বহুরুপি জীবন বলেছেন: ছবি গুল দেখার পর অনেক কষ্ট করেও মুখ দিয়ে ওয়াও কথাটা থামাতে পারলাম না।
ওয়াও !!!!
+++
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
ওয়াও ধন্যবাদ
৩১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১১
মৃন্ময় বলেছেন: thank you dada.
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ম্যানশন নট
৩২| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৮
শ্রাবণ জল বলেছেন: প্রেম কি সেটা বোঝার দরকার নাই। ছবি গুলো সুন্দর।
পিছন থেকে মেয়েদের খোঁপার ছবি তুলেন, ভাল না। ভাল না।
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কিন্তু আমার প্রেমের পেছনে লাগছে বৈরাগী
খোঁপা বা গাঁজরা যেটাই বলেন আমি বলি শুধুই একটু দীর্ঘশ্বাস
৩৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩
অপর্ণা মম্ময় বলেছেন: মাইরালা মাইরালা গানের সাথে বান্দরবনের ছবি ! আসলে বুঝতেই পারি নাই ব্যাপারটা কি !
ছবি পোস্ট এর সাথে গান ম্যাচ করে না । তবে ছবি গুলো সুন্দর হয়েছে ।
শুভ কামনা রইল
১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ব্যাপারটা আর কিছুই নয় একটি বিমূর্ত প্রেমের সন্ধানে মন আনচান করে।
আসলে গানটি ম্যাচ করার জন্য দেই নাই । সবই মনের খেলা যে যেভাবে বুঝে নিতে পারে।
আর ঐযে বললাম একটি বিমূর্ত প্রেম কবি এখানেই নীরব তবে ঘটনার ঘনঘটায় সব কিছুই ম্যাচ করে।
৩৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৪
বাংলাদেশী দালাল বলেছেন: জানাইলেন না।
কবে গেলেন?
আমার একটা বন্ধু আছে আমরা ওকে চিকা বলি।
দুনিয়ার যত অকাম-কুকাম আছে করবে।
তার পর চিকার মত গর্তে ঢুকে কাম যা করার করে ফেলবে।
এত্ত কিছু কেমনে করেন?
১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
কেমনে জানামু আপনে কই আর আমি কই
আপনের এমন চিকা বন্ধুরে নিশ্চয় আপনি বেশী ভালবাসেন
ভাই আমার মতন বেকার মানুষের আর কাম কি বলেন !!!
৩৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৬
মনিরা সুলতানা বলেছেন: আপনার দেশ প্রেম বালা পাইছি ...।
দেখিস একদিন আমিও
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু ভেরি মাচ
বাট আমাকে কি দেখাবি
৩৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪
এহসান সাবির বলেছেন: ২০১১ আমি গিয়েছিলাম.. দারুন জায়গা।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি দারুন জায়গা।
৩৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৬
আশিক মাসুম বলেছেন: খুব সুন্দর।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাইয়া।
৩৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১
মনিরা সুলতানা বলেছেন: কি আর দেখামু , নিজে বান্দরবন ঘুরে ছবি তুলে এনে দেখাব
ঠিক এইরাম একটা পোস্ট দিমু ......।।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি যেতে চান তবে আমাকে খবর দিয়েন ফ্রিতে আপনার ও আপনার পরিবারের গাইড হিসেবে ঘুরিয়ে দেখাব পুরো বান্দরবন।
৩৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
না পারভীন বলেছেন: সেইরাম ছবি হইছে , গান টাও কমন পড়ছে । পোস্টে প্লাস ।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু কেমন আছেন ? বিশেষ কৃতজ্ঞতা জানবেন।
৪০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কোপারে!!! ভালোবাসার উথাল পাথাল কোপাকোপি! লগে ছবি ফ্রি!!!
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আবার জিগস
৪১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬
স্বপনবাজ বলেছেন: ++++++++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
৪২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮
একজন আরমান বলেছেন:
উৎসর্গঃ হ্যাঁ বিমূর্ত প্রেম শুধু তোমাকেই
এতো বছর পরে আইসও যদি বলেন যে প্রেমরে বুঝেন নাই। তাইলে ক্যামনে কি?
কবিতা সম্পর্কে কিছু বলতে হবে?
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বুঝলে কি আর ভাই এই কথা লিখি ? সত্যি প্রেম বোঝা বড়ই কঠিন !!
কোন কবিতা ভাই ? ওইটা বাংলা সিনেমার একটি গান ভাল করে পড়ে দেখ।
৪৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৬
বাংলার হাসান বলেছেন: অসাধারন।
১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
থেঙ্কু ভাই
৪৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৫
সোনালী ডানার চিল বলেছেন:
অসাধারণ কিছু ছবির পাশে গানটাকে ঠিক মানতে পারছি না।
ছবিপোষ্টে ++++++++++++++++++++
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এটাই এই পোস্টের টুইস্ট বিমূর্ত প্রেম !!!
৪৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মুনসী১৬১২ বলেছেন: সুন্দর ছবি
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক শুভ কামনা
৪৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
তারছেড়া লিমন বলেছেন: মন ভাল করা সব ছবি +++++++++++++++++
১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। ঘুরে আসুন মন আরও ভাল হয়ে যাবে।
৪৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪১
জাকারিয়া মুবিন বলেছেন:
কয়েকদিন ব্লগে অনুপস্থিত ছিলাম। দেরিতে কমেন্টের জন্য স্যরি।
চমৎকার সব ছবি।
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
দেড়িতে কমেন্ট করলে কি স্যরি চাইতে হয় নাকি ভাই।
দেরিতে ধন্যবাদ দেয়ার জন্য দুঃখিত
৪৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
মামুন রশিদ বলেছেন: অসম্ভব সুন্দর ছবি পাতায় ভালোলাগা+++++++
১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আপনার মন্তব্য অনুপ্রানিত করে
৪৯| ১২ ই মে, ২০১৩ রাত ১:৩০
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর সব ছবি।ওয়াও ++++++++++++ ভাইয়া
১২ ই মে, ২০১৩ রাত ২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ
৫০| ১২ ই মে, ২০১৩ রাত ১:৩১
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর সব ছবি।ওয়াও ++++++++++++ ভাইয়া
১২ ই মে, ২০১৩ রাত ২:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ
৫১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
গৃহ বন্দিনী বলেছেন: ছবি গুলো দেখে বিশাল একটা দীর্ঘশ্বাস ফেললাম । এই জীবনে মনে হয় এমন অ্যাডভেঞ্চারের স্বপ্ন পূরণ হইব নাহ ।
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হইব অবশ্যই হইব একদিন বের হয়ে পরুন। আপনার দীর্ঘশ্বাস যেন শ্বাসে পরিনত হয় দুয়া কইরা দিলাম। আর পোস্ট ভ্রমণে কৃতজ্ঞতা নিয়া জান।
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২৩
এম হুসাইন বলেছেন: পুত্তুম পিলাচ দিলাম ভাইজান।
বান্দরবন গিয়েছিলেন?
সবকটি ছবি ভালোলাগলো, অনেক।
শুভেচ্ছা জানবেন।
ভালো থাকুন।