নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

CONFESSION – আত্মশুদ্ধি - আত্ম উপলব্ধি

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯









আজ ফেসবুকে দেখলাম আমাদের সহব্লগারগন যে যার দিক থেকে CONFESSION করছেন। খুবই চমৎকার একটি উদ্যোগ। কিন্তু ব্লগিং নিয়ে নিজ নিজ CONFESSION ফেসবুকের চেয়ে ব্লগেই করা মঙ্গলজনক। তাই আজ আমি কাণ্ডারী অথর্ব আপনাদের সাথে রয়েছি CONFESSION এর এই মহাপবিত্রময় কাজটি করার জন্য আমাদের সকলের প্রিয় ব্লগ যেখানে আমরা ব্লগিং করি সেই সামহোয়্যার ইন ব্লগে আমার এই পোস্টের মাধ্যমে। আসুন আজ সকলে মিলে যে যার CONFESSION টি করে যাই। তবে খেয়াল রাখতে হবে যেন এই CONFESSION কোনক্রমেই ব্যাক্তিগত আক্রমনের পর্যায়ে না হয়ে যায়।



আসুন জেনে নেই CONFESSION এর বাংলা আভিধানিক অর্থ এবং তার স্বরূপ সম্পর্কে। CONFESSION শব্দের বাংলা আভিধানিক অর্থ দাড়ায় আত্মশুদ্ধি – আত্ম উপলব্ধি। হে মহাপবিত্র সত্তা! সর্বশক্তির আধার! তুমিই আমাকে সৃষ্টি করেছো। আমাকে সত্য-মিথ্যার পার্থক্য বোঝার জ্ঞান দান করেছো। এখন আমাকে সত্যপথে চলার শক্তি দাও। মিথ্যা অন্যায় গীবত ঈর্ষা ক্ষোভ ঘৃণা লোভ আলস্য কৃপণতা অহম অপচয় ও আসক্তি থেকে মুক্ত রাখো। প্রতিদিন নিয়মিত মেডিটেশন, আত্মশক্তিকে বিকশিত এবং নিজেকে উপলব্ধি করার ক্ষমতা দাও। তুমি মহাপবিত্র! সর্বশক্তিমান! করুণানিধান! আমাকে কালজয়ী অনন্য মানুষে পরিণত কর।



আমি সবসময় হাসিমুখে অন্যদের সম্ভাষণ জানাবো। প্রত্যেককে তার প্রাপ্য সম্মানে সম্বোধন করবো। অন্যের সাফল্যে আমি আমার নিজের সাফল্যের মতোই আনন্দিত হবো।



আমার দেহ-মন থেকে ক্ষতিকর আবেগগুলো এক এক করে বেরিয়ে যাচ্ছে। আমার মন ও আত্মা সত্যের আলোয় দ্যুতিময় হয়ে উঠছে।



প্রতিদিন আমি আমার কাজের পর্যালোচনা করবো। নিজের বিবেকের কাছে আমি স্বচ্ছ ও পরিষ্কার থাকবো। সবসময় নিজের ভুলগুলো শুধরে নেবো। ফলে আমার কাজ সুন্দর থেকে সুন্দরতর হবে।



হে মহামহান! সর্বশক্তিমান! শঙ্কাহীন নির্ভীক! অমূলক ভয়-ভীতি, নেতিবাচক চিন্তা ও কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমাকে সবসময় মুক্ত রাখো। সাহসে বিশ্বাসে ইতিবাচক চিন্তায় ও কাজে আমাকে কর অনন্য। তুমি মহামহান! সর্বত্র বিরাজমান!











আমি এই মর্মে আমার মনের কথা ব্যাক্ত করছি যে,আমি আমার খুব প্রিয় একজন ব্লগার সামহোয়্যার ইন ব্লগের সমন্বয়কারিণী শ্রদ্ধেয় জানা আপুর ব্লগে নিয়মিত মন্তব্য করলেও আজ পর্যন্ত আপু আমার ব্লগে এসে কোন মন্তব্য করেননি। কিন্তু আমি উনার একটি মন্তব্য পাওয়ার আশায় চাতকের মত অপেক্ষা করে থাকি। একবার যদি আপু আমার ব্লগে এসে একটি মন্তব্য করে যেতেন তবে আমার ব্লগিং জীবন সার্থক হত। আমি এই কারনে আপুর উপর মনোকষ্ট নিয়ে সেই শুরু থেকে আজো ব্লগিং করে যাচ্ছি।



মন্তব্য ১৬৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

স্বপনবাজ বলেছেন: আহা ! আরেক টি সময় উপযোগী দুর্দান্ত পোষ্ট ! কনফেশান হালের ফ্যাশান !

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
না তোমাকে এখানে CONFESS করতে বলা হয়েছে অন্য কোন মন্তব্য গ্রহন যোগ্য হবে না।

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

ঘুড্ডির পাইলট বলেছেন: এখন ও এলু না তো !

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
দয়া করে CONFESS করুন অন্য কোন মন্তব্য গ্রহন যোগ্য হবেনা

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

আমিনুর রহমান বলেছেন:
চমৎকার পোষ্ট +++



আমি খুব অপছন্দ করি স্ক্রিন শর্ট দেয়াটাকে। আমার নীতির বিরুদ্ধে আমি নিজেই একটা স্ক্রিনশর্ট দিয়ে একজন ব্লগারকে অপদস্থ করেছিলাম। তার জন্য তার কাছে ক্ষমা প্রার্থী ।



শ্রধ্যেও = শ্রদ্ধেয়

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:


শ্রধ্যেও = শ্রদ্ধেয়

আমি CONFESS করলাম।

আপনি সাদা মনের মানুষ । আশা করি যার কাছে ক্ষমা প্রার্থী তিনি আপনাকে বুঝবেন।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

স্বপনবাজ বলেছেন: দুর্দান্ত লেখক , একাধারে কবি , গল্পকার , ইতিহাসবিদ !
সাথে ছুপা লুল ! =p~
করলাম !

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
নিজের CONFESS করলেন নাকি ;)

তবে যে মানুষ কিন্তু লুল নয় তার জৈবিকতা নিয়ে প্রশ্ন আসতে পারে। মানুষ মাত্রই লুল হবে এটাই স্বাভাবিক। পৃথিবীর সকল প্রাণীদের মাঝে এই লুলামি বিদ্যমান। তবে সেটা যেন সমাজের ক্ষতির কারন না হয় কেবল মাত্র সংযত থেকে নিজের গণ্ডীর মধ্যে সীমাবদ্ধ থেকেই করা মঙ্গল জনক। কিছুতেই অশ্লীলতা লুলামির পর্যায়ে পরবেনা খেয়াল রাখতে হবে। লুলামি করুন তবে সেটা নৈতিকতা বিসর্জন দিয়ে নয়। এই আমি যেমন আমার স্ত্রীর সাথে চরম লুলামি করি।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৫

বিবাগী বাউল বলেছেন: এখন ও এলু না তো !

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
দয়া করে নিজের CONFESSION করুন আজ আত্মার শুদ্ধি হয়ে যাক।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

আমিনুর রহমান বলেছেন:

অভি এইডা নিজের কনফেশন করলা :P

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অভি কে আচ্ছা তাহলে ওর নাম যে অভি আমি এইটা আগেই জানতাম ;)

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

স্বপনবাজ বলেছেন: না না ! কান্ডারী ভাইরে ! সামুর প্রখ্যাত ইতিহাসবিদ !

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
তোমার মঙ্গল হোক। আমিন।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

দায়িত্ববান নাগরিক বলেছেন: আমি একটা পেয়েছিলাম মনে হয়, মনে নাই। উনি কমেন্ট করলে ভয় লাগে, কমেন্ট না পাওয়াই ভালো। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাইয়া কি CONFESS করলেন নাকি আমাকে ভয় দেখালেন B:-) B:-) B:-)

৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

s r jony বলেছেন: কিছুটা মেজাজ গরম নিয়েই চাহিদার আনুপাতিক হার, চাহিদার যোগান, সময়ের বাস্তবতা ও মানবতার দায়িত্ব বোধ নিয়ে আমার একটা পোস্ট ছিল। সেখানে না বুঝে কিছু নির্বোধ প্যাক প্যাক করে এবং আমি পোস্ট ড্রাফটে নিতে বাধ্য হই।

আমার ঐ পোস্টের জন্যে কিছু মানুষ হয়ত কস্ট পেয়েছেন। তাই আজ আমি এই কমেন্টের মাধ্যমে সরি বলছি।

কারো সাথে আমার ব্যাক্তিগত মাখামাখি নাই তাই কারো সাথেই আমার ব্যাক্তিগত শুত্রুতাও নাই।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি সবসময় হাসিমুখে অন্যদের সম্ভাষণ জানাবো। প্রত্যেককে তার প্রাপ্য সম্মানে সম্বোধন করবো। অন্যের সাফল্যে আমি আমার নিজের সাফল্যের মতোই আনন্দিত হবো।

আমার দেহ-মন থেকে ক্ষতিকর আবেগগুলো এক এক করে বেরিয়ে যাচ্ছে। আমার মন ও আত্মা সত্যের আলোয় দ্যুতিময় হয়ে উঠছে।

এই প্রার্থনা করতে থাকুন। নিশ্চয় তারও সেই বোধদ্বয় হবে সেও আপনার মতই এই প্রার্থনা করে আত্মশুদ্ধি করে নেবে।

১০| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

অপু তানভীর বলেছেন: কনফেস করতেছিঃ
ব্লগে আমি সবাইকেই মোটামুটি পছন্দ করি ! কমান্ট না করলেও চেষ্টা করি সবার লেখাই পড়ার ।
কিন্তু একজন মেয়ে ব্লগার খুবই অপছন্দ করি । বেসম্ভব অপছন্দ করি ! /:) /:) X(( X(

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার অপছন্দটি একদিন ভালোলাগায় পূর্ণ হয়ে উঠুক সে যেন তার বিরক্তিকর ব্যাপার গুলো হতে মুক্ত হতে পারে। আমিন।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫১

মাহমুদা সোনিয়া বলেছেন: মনবাঞ্ছনা পূর্ণ হোক। :) :)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিন ! আমিন !!

১২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি কনফেশন করিতেছি এখন থেকে কান্ডারী ভাই পোষ্ট দিলে আমি লোক ভাড়া করিয়া আনিব না। কেননা এত বড় বড় পোষ্ট পড়ার ধৈর্য থাকে না। আমি কথা দিচ্ছি এখন হইতে সকল পোষ্ট আমি নিজ চোখে দেখিয়া পড়িব। পড়িয়া মন্তব্যও করিব। হে ব্লগ মাতা, আমার এই দোয়া কবুল কর! আমিন!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ !:#P !:#P !:#P !:#P :P :P :P :P :P :P

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাই বদ দোয়া দিলেন আপনাকে মাইনাচ দিলাম। :P :P :P

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

একজন আরমান বলেছেন:
আমি কনফেস করিতেছি যে আমি কিঞ্চিত লুল হইলেও একজন অতিব ভালা পুলা। তবে অন্য কোন চুশিল সমাজ আমারে কিছু কওয়ার আগে একটু খেয়াল করিবেন যে আমার বাড়ি কই। আমার বাড়ি বরিশাল। তাই একটু খেয়াল কইরা। ;)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
বরিশালের পুলারা যে লুল হয় সেটা জেনে আমারও মনে হচ্ছে বরিশাল থেকে ঘুরে আসি। বরিশালের সকলকে এবং সাথে তোমাকে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাচ্ছি।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কি বলব, কাকে নিয়ে বলব, খাড়ান আগে ভাইবা লই

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাবুন ভেবে CONFESS করাই উত্তম না হলে হিতে বিপরীত হয়ে যেতে পারে :#)

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

শিশু বিড়াল বলেছেন: আমি কনফেসন পেজ এর উপর কিন্চৎ বিরক্ত কারন ওখানে মুলত প্রেমবিষয়ক আলাপ আলোচনা হচ্ছে। আর কিছু মানুষ অন্যদের নিয়ে কুৎসা গাচ্ছে। বলেন তো ভাইয়া এটা কি ঠিক??

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২০

কান্ডারি অথর্ব বলেছেন:
মোটেও ঠিক নয় অন্যের কুৎসা গাওয়া মোটেও ঠিক নয়। তবে এখানে আপনি আপনার টা করে যেতে পারেন উন্মুক্ত করে রেখেছি আজ এই ব্লগ শুধু
CONFESS করব বোলে।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

শিপন মোল্লা বলেছেন: দুর্দান্ত পোষ্ট । কিন্ত খুব বেস্ত আছি সাথে থাকতে পারছিনা রাতে এসে আপনাদের সঙ্গী হবো আর কপ কপ করবো। এখন যাই। সকলকে শুভেচ্ছা।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
রাত হতে আর কত দেরী হে আবুশিথি ভাই।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১১

নোবিতা রিফু বলেছেন: আমার কনফেশনঃ

আমি নিজের মাল্টি দিয়া নিজের পোস্টে পিলাচ দিতাম... :!> :#>

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:

অত্যন্ত সুন্দর এবং একটি আধুনিক উপায় বের করার জন্য সমগ্র ব্লগ জাতি আজ আপনার কাছে চির কৃতজ্ঞ

১৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

টিভি পাগলা বলেছেন: এতো তেল দিয়ে লাভ টা কি?

নিজের চরকায় তেল দেন।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:

বাজারে ঘি এর দাম অনেক গরীব মানুষ তাই তেল দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আপনার প্রয়োজন হলে একটু তেল ধার নিয়ে যেতে পারেন। আর নিজের আত্মশুদ্ধির জন্য চেষ্টা করুন। আল্লাহ আপনার মঙ্গল করুন আমিন।

১৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪

ঘুড্ডির পাইলট বলেছেন: আমার কনফেশন :

আপ্নের পোষ্ট অনেক বড় হয় বইলা অনেক বিরক্ত লাগে ! তখন অদ্দেক পইড়া কমেন্ট দিয়া দি ।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত ভেবেছিলাম আপনি একদম না পড়েই মন্তব্য দিয়ে দেন। কষ্ট করে যে অর্ধেক পড়েন তাতেত আমার ধন্য হতেই হয় আজ। ;)

২০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

আমিনুর রহমান বলেছেন:

আমি আরেক খানা কনফেশন করে যাই

আমার খুব প্রিয় ২ জন ব্লগার একজন অনেক পুরাতন ব্লগার ও অন্যজন নতুন ব্লগার তারা আমার পোষ্টে কমেন্টস করেনি কোনদিন কিন্তু খুব আশায় থাকি তারা যদি একবার এসে কমেন্টস করে যেত। এইবার যদি তারা না আসে তাইলে তাগো ২ জনের খবর আছে কইলাম, পরেরবার নিজেতো কমেন্টস দিমুই সাথে সহ-নিক (মাল্টি) দিয়াও দিমু, কইয়া গেলাম এই পোষ্টে :P



১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এই পোষ্ট অতি শীঘ্রই ইষ্টিকি করা হোক। পোষ্ট ইষ্টিকি হোলে ভালই লাগে।
তাহলে সকলের CONFESSION সকলের দৃষ্টি গোচর হবে। অত্যন্ত জরুরী একটি পোষ্ট। পোষ্ট অবশ্যই ইষ্টিকি হবার দাবী রাখে

;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) :!> :!> :!> :!> :#> :#> :#>

২১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমি আরো কনফেশন করিতেছি যে, এখন হইতে আপনার বৃহৎ পোষ্ট গুলো পড়ার আগে, পেট খালি করিয়া আসিব। কেননা, পোষ্ট পড়িয়া, আমার পেট ফাটিয়া যাইবার দশা হয়। ছোট পেটে আর কত জায়গা নিবে! আপনার পোষ্ট পড়ি আর আমার পেট বাড়ে। =p~ =p~ =p~ =p~ :P :P :P

আর এখন হইতে সুন্দর আবেগী কমেন্ট করিতে গেলে আমি আপনার ছবিকে সালাম করিয়া যাইব। পাশাপাশি নিজের ছুপালুলবোধকে জাগ্রত করিতে নিয়মিত আপনার সংগগ্রহন করিব। =p~ =p~ =p~ :#> :#> :#> :#> B-) B-) B-) :P :P :P :P

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি CONFESS করছি যে, আমি আপনাকে একজন মোডু ভাবিয়া আপনার অখাদ্য টাইপ লেখাগুলোতে একেবারে না পারতে মন্তব্য করে আসি পাছে আবার আপনি যদি আমাকে ব্যান করে দেন মন্তব্য না করার জন্য।

;) ;) ;) ;) ;) ;) ;)

আপনি চেষ্টা করলে ভাল লিখতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।

:P :P :P

২২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

একজন আরমান বলেছেন:
আপনার মতো বড় ভাইয়েরা পাশে থাকলে কাউরে আরমানের বেল দেবার টাইম নাই। :)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আরমান এইসব বেল, আপেল, কাঁঠালের কথা এখানে গ্রহন যোগ্য নয়। তুমি চমচম, রসগোল্লা কিংবা মিষ্টি দইয়ের কথা বলতে পার। :)

২৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৩

নিয়েল হিমু বলেছেন: আপনার পোষ্ট ভাল লাগে বেশির ভাগ সময় । তবে কিছু কিছু কমেন্ট ভাল লাগে না /:)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
যদি ভালনা লাগেত দিও না মন্তব্য। তোমার কিছু কিছু মন্তব্য যে খুব সুন্দর হয় তাও নয় কিন্তু। নিজের ভেতর যে দোষ রয়েছে সেই দোষ অন্যকে ধরিয়ে দেয়ার মাঝে কোন বীরত্ব নেই।

যদি ভালনা লাগেত দিও না মন !!!

২৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :-P :-P :-P

২৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

ঘুড্ডির পাইলট বলেছেন: আমিত ভেবেছিলাম আপনি একদম না পড়েই মন্তব্য দিয়ে দেন। কষ্ট করে যে অর্ধেক পড়েন তাতেত আমার ধন্য হতেই হয় আজ।

ভাবনায় গলদ :( আমি নাপইড়া কমেন্ট দেই না !

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমিত নিজের মতই মনে করি আমার সকল সহ ব্লগারগনদের এত এত পোষ্ট এত এত মন্তব্য কেমনে কি আমার মাথায় ধরে না। এত পোষ্ট পড়ে কখন আর আমার পোষ্ট মাসাআল্লাহ যে পরিমান দীর্ঘ হয় পড়ার ধৈর্য থাকে নাকি আবার ;) ;) ;) B-) B-) B-) :P :P :P

২৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০২

তারছেড়া লিমন বলেছেন: এতক্ষনে বুঝিপারিলাম CONFESSION এর মানে ডা কি........ধন্যবাদ ভ্রাতা।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
অতএব আপনার CONFESSION করে ফেলুন কোন প্রকার দ্বিধা ছাড়াই।

২৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ফেসবুক পেজটার নামে দুইটা কথা বলতে চাইছিলাম। কিন্তু পরে ভাবলাম কিছু বললেই হয়তো কনফেশনের নামে হয়তো আমার নামেও উলটা পালটা অপমান বা টিজ করে কিছু পোষ্ট দিবে। তাই বললাম না।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

কান্ডারি অথর্ব বলেছেন:
:( :( :(

ভাইয়া এখানে আপনার টা জানিয়ে যেতে পারেন যদি আপত্তি না থাকে

২৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২

ঘুড্ডির পাইলট বলেছেন: আপ্নের কনফেশন পোষ্ট দেইখা একটা জোক্স মনে পরলো !

গির্জায় এক দল ছেলে গেছে কনফেশন করতে , তারা একটা মুরগি চুড়ি কইরা খায়া ফালাইছে ! (তারা নিয়মিত এই কাজ করে)

(গির্জায় কনফেশন করার সময় ফাদার পর্দার আড়ালে থাকেন)

কনফেশন শেষ হইলে , ফাদার বাইরে বাইর হয়া তাদের কাছে মুরগির দাম চাইতাছে =p~ =p~ =p~



মুরগিটা অই ফাদারের ছিলো !

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

এই খানেও কি ভাইজান এমন হইবার কুন সম্ভাবিলিটি আছে নি :D :D :D

২৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮

একজন আরমান বলেছেন:
আইচ্ছা
এই নেন গৌরনদীর দধি ! :P

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:
আমার ডাইয়াপেটিশ রোগ আছে তুমি জান না :P

৩০| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪১

একজন আরমান বলেছেন:
ইয়া আল্লাহ মাবুদ এই কি শুনি? :-/ :-/ :-/
তাইলে আমার বিয়ার সময় আপনে দধি খাইবেন ক্যামনে ? /:) /:) /:)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:
মিয়া তুমার বিয়ার সময় দধি কেন খামু তুমি না কইলা তুমি তুমার বিয়া খাওয়াইবা B:-) B:-) B:-)

৩১| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪২

আমি তুমি আমরা বলেছেন: কনফেস করতেছি সামুতে আসা বেশিরভাগ কবিতার পোস্ট আমি পড়ি না। না পড়েই প্লাস দেই। আর কমেন্ট করার সময় কবিতার শেষের কয়েক লাইন কমেন্টে পেস্ট করে নিচে লিখে দেই +++ :P :P :P

এই পুস্টেও কিন্তু আমি পিলাচ দিছি ;)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
এভাবেই আপনি এই ব্লগের সকল কবিদের যেভাবে কবি প্রতিভা উজ্জ্বল হতে উজ্জ্বলতর করে তোলার জন্য যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তার কিছু দোয়া আপনি অবশ্যই পাওয়ার হক রাখেন। আপনি যেন এভাবেই সকল কবিদের অনুপ্রেরনা দিয়ে যেতে পারেন আপনার জন্য সেই মঙ্গল কামনা করি। তবে ভাই কিছু কিছু কবিতা একটু মাঝে মাঝে পড়ে দেখবেন যদি কেউ প্রশ্ন করে তখন কিন্তু ফেল করবেন পরীক্ষায়।

৩২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপাততঃ একটা বলে যাই,

যেচে পড়ে অন্যকে জ্ঞান দেয়া বা উপদেশ দেয়ার ব্যাপারটি ব্যাক্তিগতভাবে চরম অপছন্দ করলেও প্রায়ই দেখা যায় এই কাজটি আমি নিজেই করছি :(

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:
জ্ঞান বা উপদেশ দেয়া তারই সাজে যার জ্ঞান আছে। যদি ভাল উপদেশ দিয়ে কারো ভাল করা যায় তবে উপদেশ দিতে ক্ষতি নেই।

৩৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২৫

প্রিন্স হেক্টর বলেছেন: ১) আমি নির্বাচিত পাতা পড়ি না

২) ষ্টিকি পোষ্ট পড়ি না

৩) বড় পোষ্ট ভালো লাগে না

৪) সুন্দরী নারী ব্লগারদের পোষ্টে কমেন্ট দেই না, আনইজি লাগে।

৫) যেই পোষ্ট পড়ি না, সেখানে কমেন্ট দিই না

৬) কবিতা পড়ি না, ভালো লাগে না

৭) ইদানিং অন্যের পোষ্ট পড়লেও তেমন কমেন্ট দিই না

৮) নারী ব্লগারদের ভয় পাই

৯) একজন ফেমাস নারী ব্লগারের লেখা একটু্ও ভালো লাগে না, তাই তার পোষ্টে কখনো যাই না, এভয়েড করি

১০) আমি কখনো কপি-পেষ্ট করিনা। করলে সেটা পোষ্টের একদম প্রথমে উল্লেখ করে দেই। এ পর্যন্ত মনে হয় একটা কপিপেষ্ট করেছি। একটা পত্রিকা থেকে।

১১) যেসব ব্লগার বেশি ভাব নেয়, তাদের ভাল লাগে না।

১২) মাঝে কয়েকদিন নোবিতা রিফুর উপর রাগ হয়েছিলাম, এখন রাগ একটু কমেছে

১৩) আমার অনুসরন লিষ্টের পাচজনের ভেতর একমাত্র পুরুষ ব্লগার আপনি।


ব্যাক্তিগত কনফেশানঃ

১৪) একটা মেয়েকে অনেক ভালো লাগে, পেরুভিয়ান মেয়ে, এখন 'এনজে' তে। আই থিংক আই লাভ হার। কিন্তু মেয়েটা লেসবি**।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার অতি শীঘ্রই একজন ভাল চিকিৎসক দেখানোর প্রয়োজন রয়েছে। উন্নত চিকিৎসা গড়ে তুলতে পারে একটি সুন্দর ও সুস্থ জীবন।

৩৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৪

এম হুসাইন বলেছেন: এইখানেও কনফেস......... !


আমার বলার কিছু ছিল না............... ( আর বলতে গেলে শেষ হবে না)। তাই কিছু না বলাই ভালো............ :#> B-)

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:
যতনে যতনে গড়িয়া উঠে যেই মন তার আবার শুদ্ধির কি প্রয়োজন।

৩৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫

সোহাগ সকাল বলেছেন: স্বপনবাজ কইলো, ছুপা লুল! :D

হাহাপগে!

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :( :( :( :( :( :( :( :(

৩৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৮

এম হুসাইন বলেছেন: :#> :) =p~

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:
:-B B-) :)

৩৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৬

নিমচাঁদ বলেছেন: ০১) মাল্টি একটা খোলার চেষ্টা করছিলাম , কিন্তু কেন জানি হয় নাই ।একটা মাল্টি নিকের খুব দরকার ছিলো । /:)

০২) খেয়াল করে দেখেছি পুতুল , ভালবাসা , লুতুপুতু এই সব টাইপের কবিতা কিনবা কি সব ছাইপাশ লিখে দুই জন ব্লগার খুব বিখ্যাত হয়েছেন ।ইনাদের ব্লগ দেখলেই আমি ১০০ হাত দূরে থাকি ।আজ পর্যন্ত কোন কমেন্ট ও তাই করা হয় নাই । আরো বেশী খেয়াল করে দেখলাম , ইনারা দুই জন ই নারী ব্লগার (এইখানে কোন জেন্ডার ডিস্ক্রিমিনেশন নাই )।প্রচুর ব্লগার দেখি , আফা,আফুনি , আপ্পি , আপ্পু বইলা মুখে ফেনা তুইলা যে কবিতাটির প্রশংসা করে, অইটা মনে হয় শুধু ব্লগের মুল্যবান স্পেস ই শুধু খায় । :-0
০৩) প্রচুর পোষ্ট পড়ি , অনেক ভালো ভালো পোষ্ট ও পড়ি কিন্তু লগ ইন করে কোন মন্তব্য দিয়ে তাদের উতসাহিত করি না - (এইটার জন্য আমারে জুতার দুইটা বাড়ি দেওয়া যাইতে পারে।) B-))
০৪)সামুতে দুই চার জন এতো ভালো কবিতা লিখেন , তাদের পোষ্টে আমার নিয়মিত পদচারণা - হাতে নোবেল থাকলে দিয়া দিতে পারতাম অনায়াশে । !:#P
০৫)ব্লগের মডুদের কিছু কাজ কারবার দেইখা মাঝে মধ্যে দুই একটা কান মলা দিতে ইচ্ছে করে । B-))

ডিস্ক্লেইমারঃ
--------------
কনফেশন কিন্তু একান্ত মনের কথা , এইটার জন্য আমার অবচেতন মন দায়ী । কোনোভাবেই এই কনফেশনের জন্য ব্যক্তি নিমচাঁদ কে দায়ী করা চলবে না।

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


১। মাল্টি বাজী ভাল না তবে সহনিক রাখতে পারেন এতে একজন মানুষের ভেতরকার আরেকটি স্বত্বার বিকাশ ঘটবে।

২। সঠিক বিচার বিশ্লেষণের প্রচুর অভাব রয়েছে আমাদের সচেতন হতে হবে।

৩। আপনি আমাদের মাঝে থেকে আমাদের অনুপ্রেরনা হয়ে সদা জাগ্রত থাকবেন এই কামনা করি।

৪। সহমত

৫। আল্লাহ আপনার মঙ্গল করুক আমিন

আমি আজ হতে আপনার অনুসারি হলাম আরও আগে কেন আপনাকে অনুসরন করলাম না আফসোস।

৩৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৬

জানা বলেছেন:

কনফেশনে সম্পূর্নভাবে তোমার/তোমাদের সাথে যুক্ত হলাম ভাই।




কান্ডারী অথর্ব বলেছেন :আমি এই কারনে আপুর উপর মনোকষ্ট নিয়ে সেই শুরু থেকে আজো ব্লগিং করে যাচ্ছি।


ভাগ্যিস আমি তোমার পোস্টে আজ পর্যন্ত কোন মন্তব্য করিনি :)। নয়তো তোমার মনোকষ্ট থাকতো না আর এমন চমৎকার ব্লগিংও চালিয়ে যেতে না। :) । আজ থেকে আবার লেখালিখি বন্ধ করে দিওনা যেন :)

আমি কিন্তু তোমার লেখা পড়ি। ভাল লেখো তুমি। হাজারো ঝামেলায় মন্তব্য করার সুযোগ হয়না। কারণ একেতো আমার হাতের লেখা খুব খারাপ তার উপর 'এক কথায় অসাধারণ', 'সোজা প্রিয়তে', 'সরাসরি শোকেসে' এই ধরণের মন্তব্য লিখেও যে দায় সারবো তাও হবার উপায় নেই। তোমরা যেভাবে শতশত মডু নিয়োগ দিয়ে রেখেছো, কখন যে আমাকে চিরতরে ব্যন করে দেয়!! ভয়ে আমার হাত পা....!

এখন জানলাম কাল্পনিক_ভালোবাসা ও একজন মডু । মনে পড়ে গেলো ১৯শে ডিসেম্বর ব্লগ দিবসে দেখা হোমরা চোমরা সেই 'একচোখা' মডুর চেহারা। এই সেই মডু যে সত্যি সত্যিই একচোখে দেখে। আবারও ভয়ে আমার হাত পা.......!





:) :D B-) ;) :P =p~



১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনি মন্তব্য করেছেন !!! সত্যি কথা বলতে আমার ব্লগিং জীবন আজ সার্থক হয়ে গেলো। আমি এত এত এত খুসি হয়েছি আপনাকে ভাষায় বোলে বোঝাতে পারবনা। !:#P !:#P !:#P !:#P !:#P !:#P !:#P

আপু কিযে বলেন আমার আজ হতে ব্লগিং এর প্রতি আগ্রহ এবং শ্রম এবং অবশ্যই দায়িত্বশীলতা আরও বহুগুন বেড়ে গেলো।

আপনার শত ব্যাস্ততার মাঝেও যে আমার মতন একজন অখাদ্য টাইপ ব্লগারের ব্লগে এসে আজ মন্তব্য করে গেলেন সেই জন্য আপনি আমার মানসপটে বেঁচে রইবেন জীবনের অন্তিম সময় পর্যন্ত।

সুস্থ থাকুন ভালো থাকুন জীবনের পথ চলা গুলো হোক প্রশান্তিময় দুঃখ যাতনা গুলো যেন আপনার কাছেও না আসতে পারে সেই শুভ কামনা করি আল্লাহর কাছে দুই হাত তুলে।

তবে আপনি ইদানীং যে হারে নানা ক্যাচালে জড়িয়ে যাচ্ছেন তাতে করে সত্যি শঙ্কা জাগে মডুরা সবাই মিলে না আবার আপনাকে ব্যান করে দেয়। একটু সচেতন থাকুন আর মনে রাখবেন কারো কারো দোয়া আপনার সাথে সবসময় এর জন্য বাই ডিফল্ট রয়েছে সেটা আপনি টেরও পাবেন না। তাই মডুদের বলছি সাবধান হয়ে যেতে।


আপু আর বলবেন না আমি এই কাল্পনিক_ভালোবাসা মডুর যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছি আমাকে যে কতবার ব্যান করে দেয়ার হুমকি দিল আমি কেন উনার যতসব অখাদ্য লেখাতে লাইক দেইনা , প্রিয়তে নেই না.......! ভয়ে আমারও হাত পা .......! ;) ;) ;)



৩৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৫

নিমচাঁদ বলেছেন: এই সেরেচে ,
ৎব্লগের মডু দের কান মলা দিতে না দিতেই মিসেস জানা আইসা হাজির। /:)

মিসেস জানা , কোন ডিসিশন নেয়ার আগে ডিসক্লেইমারটা পরে দেখার করুণ অনুরোধ রইলো। :-&

১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপু নিজেই মডুদের ভয়ে অস্থির কখন আপুকে ব্যান করে দেয় :(

আসুন আগে আপুর ভয় দূর করি

আর কান মলা দেয়া ভালু না

৪০| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: সামুতে দুইটা গাধা আছে তাদের পোষ্ট সিরাম হৈলেও আমি পড়িনা।


কবিতা ভাল লাগে পড়তে, রম্য সেরাম লাগে, গল্প যদি শুরুরটা ভাল লাগে তাইলে পড়ি,

জানাপার কোবতে ভালা লাগেনা :( ;) =p~

ছন্দহীন কবিতা দুচক্ষের বিষ, ছন্দহীন কবিতা আবালের মতন লাগে।

আকাশ বাতাস চন্দ্র সুর্য তারা ভরা কবিতা গল্প কিছু কিছু আসে, যার আগা মাথা কিছুই বুঝিনা, লেখক ভাব মারে সিরাম কিছু লিইক্কা ফেলছি। তাগোরে চড়াইতে মঞ্চায় =p~


গল্প যদি ছোটাকারে সুন্দর হয় সেটাই ভাল লাগে, খালি আজে বাজে কি সব দিয়ে ভরিয়ে দীর্ঘ রচনা করলেই গল্প হয়না, সেইটা গল্পকাররা বুঝেইনা, আর ওইটাও বুঝেনা যে কমেন্টকারীরা না পইড়াই কমেন্ট দিতাসে, আর +++ কৈরা ভালু লাগা দিতেছে । তাই সাবধান।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
গাধারা তবে মানুষ হোক এই তব প্রার্থনা।

বুঝেছি লেখালিখি ছেড়ে দেয়াই মঙ্গলজনক :(

জানা আপুর ছবি ব্লগগুলো কিন্তু দুর্দান্ত ;) ;) ;)

মনে হল যেন গালে খুব ব্যাথা পেলাম এভাবে মারামারি ঠিক না :(
তাঁদের কে সঠিক পথ দেখাতে পারেন ।

আমাদের সকলের তাই সাবধান হয়ে আরও বেশী দায়িত্বশীল হতে হবে।

৪১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৪

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আরেক্টা কথা, যদি জানাপার বাসার ঠিকানা পাইতাম, তাইলে পানির নল বন্ধ কৈরা দিয়া কৈতাম আগে মডু পাল্টান, নৈলে পানি দিমুনা। যদি কয় বাসার পানির লগে মডুর কিয়ের সম্পর্ক? তাইলে কৈ, সামুতে চিল্লাইতে চিল্লাইতেতো গলা শুকাইয়া গ্যাছে, জেনারেলও হৈছি। অহন এইটাই উপায়। ;) =p~

বাসার ঠিকানাডা যদি কালেক্ট কর্তে পারেন পোষ্ট দাতা :(

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:

যতদূর জানি আপু আমার বাসায় ভাড়া থাকেন। কয়েক মাসের ভাড়া বাকি। এত ঝামেলার মাঝে উনাকে এভাবে পানি কষ্ট দেয়াটা আমার মনে হয় মানব অধিকার লঙ্ঘন বিষয়ক কিছু একটা হয়ে যাবে তার চেয়ে উনাকে সামুতে একটা চাকরি দেন যেন বেতন পেয়ে আমার বাসার ভাড়া আগে মেটাতে পারে।

আর আমার বাসায় চলে আসতে পারেন ঠিকানা আপনার পাশের বাড়িটিই আমার।

B-) ;) B-) ;) =p~ =p~

৪২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২

নিয়েল হিমু বলেছেন: দারুন পোষ্ট এবং দারুন জবাব দিয়েছো কান্ডারী
ভাল লেগেছে খুব তোমার পোষ্ট । দিনে দিনে তোমার ভক্ত হয়ে যাচ্ছি । ভাল থেকো ।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আমার বয়সের হিসাবটা হয়ত তোমার জানা নেই । সেটা তোমার অজ্ঞতা। তাই এর পরের বার আমার জন্মদিনে তোমার নিমন্ত্রন থাকবে এবং আমার বয়সের সংখ্যা অনুসারে তুমি মোমবাতি কিনে আনবে এটাই তোমার কাছ হতে আমার প্রাপ্য। এই শেষ জীবনে তোমাকে এক টুকরো শুকনো মাটি ছাড়া আমার যে আর কোন সম্পদ বাকি নেই দেয়ার।

ভাল থেক তোমার মঙ্গল হোক । তোমার বোধ গুলো আরও বিশাল হয়ে মেলুক পাখা।

৪৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

লাবনী আক্তার বলেছেন:

পোস্টে অনেক ভাললাগাত আছেই সেইসাথে এই কথাগুলো অনেক বেশি ভাল লাগছে। :P :P :P

আপুর ব্লগে নিয়মিত মন্তব্য করলেও আজ পর্যন্ত আপু আমার ব্লগে এসে কোন মন্তব্য করেননি। কিন্তু আমি উনার একটি মন্তব্য পাওয়ার আশায় চাতকের মত অপেক্ষা করে থাকি। একবার যদি আপু আমার ব্লগে এসে একটি মন্তব্য করে যেতেন তবে আমার ব্লগিং জীবন সার্থক হত। আমি এই কারনে আপুর উপর মনোকষ্ট নিয়ে সেই শুরু থেকে আজো ব্লগিং করে যাচ্ছি।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:
আজ আমি খুব খুসি আজ আমার ঈদ আপু আমার ব্লগে এসেছেন মন্তব্য করে গেছেন

৪৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

লাবনী আক্তার বলেছেন:

পোস্টে অনেক ভাললাগাত আছেই সেইসাথে এই কথাগুলো অনেক বেশি ভাল লাগছে। :P :P :P

আপুর ব্লগে নিয়মিত মন্তব্য করলেও আজ পর্যন্ত আপু আমার ব্লগে এসে কোন মন্তব্য করেননি। কিন্তু আমি উনার একটি মন্তব্য পাওয়ার আশায় চাতকের মত অপেক্ষা করে থাকি। একবার যদি আপু আমার ব্লগে এসে একটি মন্তব্য করে যেতেন তবে আমার ব্লগিং জীবন সার্থক হত। আমি এই কারনে আপুর উপর মনোকষ্ট নিয়ে সেই শুরু থেকে আজো ব্লগিং করে যাচ্ছি।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:
আজ আমি খুব খুসি আজ আমার ঈদ আপু আমার ব্লগে এসেছেন মন্তব্য করে গেছেন

৪৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৯

লাবনী আক্তার বলেছেন: আর একটা কথা নিয়েল ভাইয়ের মত আমিও বলতে চাই দিনে দিনে আপনার লেখা অসাধারন হয়ে উঠছে। আমিত নিয়মিত ভক্ত আপনার লেখার।

আর হ্যাঁ নেট এর কারনে একি মন্তব্য ২বার গিয়েছে দয়া করে ডিলিট করে দিয়েন একটা মন্তব্য।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

কান্ডারি অথর্ব বলেছেন:
নিয়েল ভাইয়াকে দেয়া উত্তর টি কষ্ট করে দেখে নেবেন।

না মন্তব্য ডিলিট করছিনা এটাও একটি CONFESSION

৪৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: আয় হায় সব্বনাশ করছেন কি ...
খারান আগে হাইসসা লই ...... ;)
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
হাসি ভাল হাসা হৃদপিণ্ডের জন্য খুবই কার্যকরী ।

এবার যদি আপনার কৃপা হয় তবে কি নিজের মনের কথা টুকু জানিয়ে যাবেন । আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়ী ।

৪৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

একজন আরমান বলেছেন:
জানা আপু সবার পোস্টে যায়। খালি আমার পোস্টেই এই পর্যন্ত দেখলাম। আমার ব্লগিং জীবন নিরর্থক ! :(

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৯

কান্ডারি অথর্ব বলেছেন:
হায়রে এতটা অকৃতজ্ঞ হওয়া ভালনা আরমান :( :( :(

৪৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

আমিনুর রহমান বলেছেন:


পাইছি রে মডু রে ;)

ভাই আপনে মডু রে কিছুমিছু কইলে না দেকি !!! উনি তো কনফেশন কইরো না :P :P :P

আমার কনফেশন ফিরাইয়া দেন আমি খেল্মু না /:) :-0 :|| |-)

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:
জী ভাই ভদ্র মডু কে যে পরামর্শ টি দেয়া হয়েছে সেটি খুব আধ্যাত্মিক লেভেলের আপনি একটু ধ্যান জ্ঞান খোলা রেখে পড়লে আপনিও আপনার আত্মউপলব্ধি দিয়ে সেটি উপলব্ধি করতে পারবেন।
:P :P :P
আর এই মুহূর্তে আপনার CONFESSION ফিরিয়ে দেয়া যাচ্ছেনা ফিরে পেতে চাইলে কাফ্যারা দেয়া লাগবে।


আইচ্ছা ভাই ভাল কথা এইখানে মডু কে আইল হেরেইত চিনলাম না আমারে কি একটু কানে কানে কইবেন এই মডু আবার কিডা
B:-) B:-) B:-)

৪৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৮

সিয়ন খান বলেছেন: একজন সেলিব্রেটি ব্লগার কখনও আমার ব্লগে আসে না। কিন্তু আমি তার সব পোস্ট এ কমেন্ট করি :( :(

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
কোথায় ভাইয়া আমিত সবসময় আপনার পোস্টে যেয়ে মন্তব্য করে আসি :P :P :P

৫০| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১০

আমিনুর রহমান বলেছেন:

>> ভাই আপনে মডু রে কিছুমিছু কইলে না দেকি !!! উনি তো কনফেশন কইরলো না

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আইচ্ছা ভাই ভাল কথা, এইখানে মডু কে আইল হেরেইত চিনলাম না আমারে কি একটু কানে কানে কইবেন এই মডু আবার কিডা

B:-) B:-) B:-)

৫১| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

ইখতামিন বলেছেন:
অনেক অনেক ভালো লাগলো কনফেশনগুলো :P
না না. পোস্ট তো আরও অনেক ভালো হয়েছে :)

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোস্ট কি ভাই ভাল লাগার জন্য দিয়েছি, আমি পুরো হতাশ,

এখানে

আপনার CONFESSION টি করে গেলেই খুসি হতাম সবাই।

৫২| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩০

বাংলার হাসান বলেছেন: অনেক অনেক ভালো লাগলো

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোস্ট কি ভাই ভাল লাগার জন্য দিয়েছি, আমি পুরো হতাশ,

এখানে

আপনার CONFESSION টি করে গেলেই খুসি হতাম সবাই।

৫৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

বাংলাদেশী দালাল বলেছেন:
"আত্মশুদ্ধি" তো জিন চালানের মন্ত্রের মত কাম করল।

জিনে জানা আপুরে নিয়া আইলো। B:-)

মন্ত্র কি হুবহু এইডাই পাঠ করতে হইব? B:-/

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
দয়া করে আপনার CONFESSION টি করে গেলেই খুসি হতাম সবাই।

মন্ত্র চেষ্টা করে দেখতে পারেন তবে কুমন্ত্রনা যেন না হয়ে যায় সেদিকে খুব খেয়াল রাখবেন।

৫৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

সেলিম আনোয়ার বলেছেন: আমিও চাই জানা আপু আপনার পোস্টে কমেন্ট করে আপনার ইচ্ছা পূরণ করুক।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপু এসে অলংকৃত করে গেছেন আপনি হয়ত খেয়াল করেন নাই।

দয়া করে আপনার CONFESSION টি করে গেলেই খুসি হতাম সবাই।

৫৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

একজন আরমান বলেছেন:
ঐ টা আমার পোস্টে না। :-P :-P :-P

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২১

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি জাতির কাছেই জানতে চাই এমন শুভেচ্ছা আর কেউ কখনো কোথাও পেয়েছেন তা সেটা যেখানেই হোক ???

৫৬| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৯

সিয়ন খান বলেছেন: আপনাকে বলি নাই তো। আছে একজন। নাম না বলি।

১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:
:P :P :P

৫৭| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৪

না পারভীন বলেছেন: লেখক বলেছেন:
আমার বয়সের হিসাবটা হয়ত তোমার জানা নেই । সেটা তোমার অজ্ঞতা। তাই এর পরের বার আমার জন্মদিনে তোমার নিমন্ত্রন থাকবে এবং আমার বয়সের সংখ্যা অনুসারে তুমি মোমবাতি কিনে আনবে এটাই তোমার কাছ হতে আমার প্রাপ্য


হাসতেই আছি আর হাসতেই আছি । =p~ =p~ =p~ :P

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:
হাসি হৃদপিণ্ডের জন্য ভাল

ঐযে অলিন্দ নামক কি যেন আছে সেগুলো সুস্থ থাকবে।

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৫৮| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

হা হা হা হা হা হা হা হা হা হা ...... অনেক দিন পর মনে হয় এতো বেশি হাসলাম !!!!!
কাণ্ডারি ভাই , এবার আমি বলি ? ;)



* কয়েক জন ব্লগারের ফাজলামি / ভাব দেখলে আমার পিত্তি জ্বলে ... মনে হয় না ভুলেও কখনো তাদের ব্লগ এ গেছি !

* বেশ কজন ব্লগার আছে যাদের আমি অনেক বেশি শ্রদ্ধা এবং পচ্ছন্দ করি ... :) ... মেয়ে ছেলে উভয় মিলেই আছে :) :)

* আমার ব্লগিয় লাইফ একজনকেই ইচ্ছাকৃত ভাবে অপমান করে কথা বলেছি ... একজন মেয়ে ব্লগার তিনি । সে জন্যে আমি আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত ... !

* ২/৩ জন আছে বিশেষ ভাবে , যাদের আমি অনেক অনেক বেশি অপচ্ছন্দ করি !!

আর হ্যাঁ

* ব্লগ এ আমার একটা মাল্টি আছে :P :P ;) ;) =p~ =p~ :-P :-P

কাণ্ডারি ভাই ,মুলত ব্লগ এ এসেছিলাম ডায়েরি লেখার বিকল্প হিসেবে , আমার লেখাগুলো হারিয়ে যাচ্ছে এই ভেবে।সেই অখাদ্য , ফালতু ইটিস পিটিস লেখা কেউ পড়ুক বা বিখ্যাত বলুক বা না পড়ুক ... কিছু নিয়েই আমি চিন্তিত বা ভাবিইনি !
যতটা পেয়েছি , কিছু অনেক বেশি ভালো মানুস আর সাদা মনের মানুষের জন্যে আর যার জন্যে আমি কৃতজ্ঞ
......


পোস্ট এ প্লাস :)


১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
সবার মন্তব্য গুলোর জবাব প্রথম থেকে দেয়ার চেষ্টা করেছি আপনারটা দিচ্ছি শেষ থেকে

ধন্যবাদ দিয়ে ছোট করব না।

কিন্তু আপনি মৃত রাজকন্যা হলেও কারো কারো মনের মাঝে আপনি একজন জীবিত রাজকন্যা হয়ে আছেন আই মিন ত সে দ্যাট আপনার এই ডায়েরি মূলক লেখগুলোর জন্য তাই কাউকে আপনি বঞ্চিত করতে পারেন না কারন আমরা আপনার লেখার পাঠক। আর পাঠকদের মনে দুঃখ দিতে নেই।

সেই সাদা মনের মানুষটি সত্যি সাদা হবে হয়ত যার কারনে এমন একজন লেখিকার লেখা আমরা পাচ্ছি। আপনার সেই সাদা মনের মানুষটিকে আরও সাদা হতে সাহায্য করুন।

অপছন্দগুলো অন্য দিকগুলো ভেবে দেখার অবকাশ না থাকলে বিরত থাকুন

তিনি হয়ত এই লেখা দেখে থাকলে আপনাকে ক্ষমা করে দিতেও পারেন তবে আর এমন করবেন না এখন থেকেই মন স্থির করুন।

সেটা আপনার মহানুভবতা

এমন ব্লগারদের আল্লাহ হেদায়েত দান করুক আমিন

আপনার মনে কিছুটা আনন্দ দিতে পেরেছি জেনে আমি ধন্য হলাম।

৫৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৫

রাইসুল সাগর বলেছেন: আমি আর কি কনফেশন দিমু, আমি খোব সাধারন ছোড মানুষ। তয় আমার ছোট ব্লগিং জীবনে কেউ যদি আমার কথায় মনোকষ্ট পাইয়া থাকেন তয় আমারে ক্ষমা করবেন। আসলে রম্য লিখা দিয়া রাজনৈতিক এবং রাজনিতিরে খোঁচা দিতে দিতে মাঝে মাঝে অন্যায় দেখলে প্রেম ভালোবাসা বিষয়ক খোঁচা দিয়া ফেলি। এই জন্য আমি ক্ষমা প্রাথী।

এবং আমি আর কাউরে খোঁচা দিমু না।

বিঃদ্রঃ উপরের লিখাগুলান আমি লেখি নাই কলাম, উন্মাদ এ লিখছে। আর জানেনতো উন্মাদে মানে পাগলে কি না বলে।

১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেম নিয়া খোঁচা খুঁচি না করলে প্রেম হবে কেমনে আর রাজনীতি নিয়া খুচাইতে থাকেন যদি তাতে কইরা যদি একদিন দেশের ভালা কিছু হয় তাও ভালা।

এমন উন্মাদ দেশের ভালার জন্য দরকার আছে

৬০| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৯

ফারজানা শিরিন বলেছেন: মুখবই এর উপর বিরক্তি নিয়ে ব্লগে আসছিলাম !
ভালোই লাগতেছিলো । ইচ্ছামত অন্যদের সাজানো ঘরগুলোতে ঘুরে বেড়ানো যায় । আমি একটু হিংসুটে মানুষ !!! সবার ঘরে এত সুন্দর কথা দেখে ভাবলাম কেউ আমার ঘরেও আসুক ।

কিন্তু এখন মনে হয় ঘর সাজানোই উচিৎ হয় নাই । ঘর সাজাতে অন্যর প্রশান্তি ধ্বংস করে দিয়েছি !!! বুঝি নাই !!!
এখন আর লিখতে ইচ্ছা করেনা !!!

মাঝে মাঝে নিজেরে গাল দেই । কি দরকার ছিলো ???

___ ভাইয়া প্লাস দিবো না ।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:
আমি প্লাস পেতে এই আসর বসাই নাই এটা হইল প্রথম কথা।

একজন লেখক/লেখিকাকে ভক্ত কুলের অনেক জ্বালাতন সহ্য করে নিতে হয়। যে লেখক/লেখিকা যত বেশী জ্বালাতন পেয়ে থাকে তার লেখালিখির সার্থকতা তত বেশী।

তাই ভক্তকুলের অনেক চাওয়া পাওয়া থাকবে কেউ অটোগ্রাফের নেশায় ছুটে আসবে তখন তাঁকে অটোগ্রাফ দিতে হয় শুকনো মুখে বিদায় দিয়ে নিজের লেখালিখি বন্ধ করে দেয়া কোন যুক্তির কথা নয়। এটা তার ভক্ত অনুরাগীরা কিছুতেই মেনে নিতে পারেনা।

ভাল ভাল লেখা লিখে আমাদের ভক্তকুলের মনোরঞ্জন করতে থাকেন এতেই জীবনের সার্থকতা নিহিত।

৬১| ১৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মামুন রশিদ বলেছেন: কান্ডারী ভাইয়ের 'সত্যঘরে' (কনফেশন হল) আমি এই মর্মে সত্য স্বীকার করে নিচ্ছি যে,

আমি মাল্টিবাজি এবং ট্যাগবাজি পছন্দ করিনা । কিন্তু একটা পোস্টে জনৈক ব্লগারের কমেন্টে মিথ্যাচার এবং সামুবিরোধীদের সুরে কথা বলা দেখিয়া রাগে জ্বলিয়া পুড়িয়া মাল্টি হইতে অত্যন্ত ভদ্র ভাষায় যুক্তি-লিংক সহকারে কিছু কথা বলি এবং তাহাকে ট্যাগায়িত করি । পরবর্তিতে তিনি ঐ ট্যাগ-যন্ত্রনা সহ্য করিতে না পারিয়া আমার (মাল্টির) এবং সামুর চৌদ্দগোষ্ঠি উদ্ধার করিয়া আরেকখান পোস্ট প্রসব করেন ।

তাহাকে ট্যাগায়িত করা আমার উচিত হয়নি, বরং কোন বিখ্যাত/কুখ্যাত উপাধীতে ভূষিত করা যাইতো । আর মাল্টি থেকে কমেন্ট করা (উনার ভাষায় আক্রমন) করা উচিত হয়নি, নিজের নিক থেকেই ঐ কমেন্ট করা যাইতো ।

আমি এই মর্মে শপথ করছি যে, আর মাল্টিবাজি/ট্যাগবাজি করিবো না । যাহা বলার তাহা নিজের মুল নিক থেকেই বলিবো ।

:(( :(( :(( :(( ;) ;) ;) ;) :P :P :P :P


আগামীকল্য হইতে সেমিস্টার ফাইনাল এক্সাম শুরু । তাই এইক্ষনে 'কনফেশন' করিতে পারিয়া খুবই আত্মতৃপ্তি উপভোগ করিতেছি ।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:
জাহাকে ট্যাগ দিয়েছিলেন সেটা কোন দোষের কিছু হবে না যদিনা তার অন্যায় সেই পর্যায়ের হয়ে থাকে। তবে অনেক কেই দেখা যায় না বুঝে ট্যাগ দেয় এটা উচিৎ নয়। তবে নির্বোধকে নির্বোধ বলতে দোষের কিছু নাই তেমনি ছাগল কে ছাগল বলা দোষের কিছু নয় , গরুকে গরু বলা দোষের কিছু নয় শুধু খেয়াল রাখতে হবে যেন বাঘকে আবার কেউ যেন ছাগল বোলে না ফেলে তখন সেটা দোষের হবে। তবে মাল্টি বাজী ভাল অভ্যাস নয় তবে সহ নিক থাকতে পারে এতে একজন মানুষের ভেতরকার লুকায়িত স্বত্বার বিকাশ ঘটে।

আপনার জন্য শুভকামনা রইল

৬২| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৬

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: রাইসুল সাগর ভাইয়ের সাথে আমিও বলি: আমি আর কি কনফেশন দিমু, আমি খোব সাধারন ছোড মানুষ। তয় আমার ছোট ব্লগিং জীবনে কেউ যদি আমার কথায় মনোকষ্ট পাইয়া থাকেন তয় আমারে ক্ষমা করবেন। আসলে রম্য লিখা দিয়া রাজনৈতিক এবং রাজনিতিরে খোঁচা দিতে দিতে মাঝে মাঝে অন্যায় দেখলে প্রেম ভালোবাসা বিষয়ক খোঁচা দিয়া ফেলি। এই জন্য আমি ক্ষমা প্রাথী।

এবং আমি আর কাউরে খোঁচা দিমু না।

বিঃদ্রঃ উপরের লিখাগুলান আমি লেখি নাই কলাম, মূর্খ এ লিখছে। আর জানেনতো মূর্খ মানে বোকায় কি না বলে। :P

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেম নিয়া খোঁচা খুঁচি না করলে প্রেম হবে কেমনে আর রাজনীতি নিয়া খুচাইতে থাকেন তাতে কইরা যদি একদিন দেশের ভালা কিছু হয় তাও ভালা।

এমন মূর্খ দেশের ভালার জন্য দরকার আছে

৬৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৯

অন্তহীন বালক বলেছেন: কনফেসন দিমু না!!

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

দিয়েন না

৬৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



:) :)



১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

:) :)

৬৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৯

শ্রাবণ জল বলেছেন: সহজ সরল কনফেশান। :)

১) নরমালি কে কমেন্ট করল না, সেটা নিয়ে মাথা ঘামাই না। বাট সম্প্রতি একজনের কমেন্ট পাইতে মন চায়। উনাকে বলতে পারিনা কারণ উনার সাথে কখনো কমেন্ট বিনিময় হয়নি।
তিনি হলেন বাঘ মামা।
আমার ব্লগে কয়েকবার গেলেও কখনো আমার লেখায় কমেন্ট করেন নি। এটা নিয়ে আমার খুব আফসোস।

২) ব্লগে কারো সাথে ক্যাচালে যাইনা। সজ্ঞানে হার্ট করে কিছু বলিনা কাউকে। তবু যদি আমার কোন কমেন্টে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

১। বাঘ মামার প্রতি অনুরোধ রইল যেন এই ব্যাপারে এগিয়ে আসেন।

২। ক্যাচাল ভাল না। এতে গুনাহ হয়। হার্ট করা ভাল না। এতেও গুনাহ হয়। আপনার প্রতি আশা করি সকলের সেই সদয় দৃষ্টি থাকবে।

৬৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:১৬

মনিরা সুলতানা বলেছেন: সত্য ভাষণ .........।
১, ব্লগ এ না আসলে জানতেই পারতাম না আমি লিখতে পারি ।
২, পোস্ট এ এসে অ।ট কথা বললে বিরক্ত লাগে :(
৩, ব্লগিং এর শুরু থেকে একজন এর কাছে কৃতজ্ঞ । তাকে অনুসরন বলতে আক্ষরিক অর্থেই আনুসরন করি, প্রতিদিন কখন কোথায় কমেন্ট করে , কতক্ষন থাকে ব্লগ এ সব :#>
৪, ক্যাচাল পোস্ট থেকে দূরে থাকি ।
৫, কবিতা বুঝতে অনেক সময় লাগে, জীবনে ও একবার পরে বুঝি নাই :(
৬, মৌলিক পোস্ট ভাল লাগে । রম্য, ভ্রমন ।
৭, প্রিয় ব্লগার দের পোস্ট এ প্রথম কমেন্ট দিতে ইচ্ছা করে, কিন্তু এই জীবনে সুযোগ পাই নাই , আশায় আছি :)

সামু হচ্ছে আমার কাছে ..............


আত্মার আত্মীয়

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:

১। আপনি সত্যি খুব খুব ভাল লেখেন

২। এই ব্লগটি এমনই এখানে সব কিছু সহ্য করে নেয়ার মাঝেই সার্থকতা লোকে কথা বলবেই

৩। ভাগ্যের প্রতারনায় আফসোস আমি আপনার সেই প্রিয় ব্লগারটি হতে পারলাম না :( :( :( :( :( :( :(

৪। ক্যাচাল কখনোই কাম্য নয়

৫। তাহলে আমার কি হবে :#> :!>

৬। চেষ্টা করব মৌলিক পোষ্ট গুলো বেশী বেশী লেখার তাতেও যদি আমি আপনার ভালো লাগার একজন ব্লগার হতে পারি :!> :#> :#>

৭। তাহলে আপনাকে ২৪ ঘণ্টাই ব্লগে থাকতে হবে এটা সম্ভব নয়

সামু এবং আমার খুব খুব প্রিয় কিছু ব্লগার আত্মার আত্মীয়

৬৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৮

বাংলার হাসান বলেছেন: আমি আর কি কনফেশন দিম‍ু, ব্লগে আসছি শনি শনি আসটো দিন। আমি রাজনীতি ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বেশি লেখি। মাঝে মাঝে আবার জামাতের ধর্ম ব্যবসায়ও ভাগরা দেই।

যেহেতু জামাতের ধর্ম ব্যবসায় ভাগরা দেই তাই তাদের চোখে আমি আমি, হাম্বালীগ। আর মুক্তিযুদ্ধ নিয়ে যখন লিখি উঠে আসে অনেক তিক্ত সত্য যা আওয়ামীদের বিরুদ্ধে যায়, তখন তাদের চোখে আমি হয়ে যাই ছাগু। বাকী ছিল নাস্তিকটা, শাহবাগ থেকে সেটাও অর্জন করেছি কিছু সখের নাস্তিকের কার্যকলাপের কারনে।

সামনে আর কি কি ‍অপেক্ষা করছে কে জানে।

তবে সব সময় চেষ্টা করি ক্যাচাল পোস্ট থেকে দূরে থাকতে।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনার ভেতর যে দেশ প্রেম বিদ্যমান তার জন্য শ্রদ্ধা জানবেন। আল্লাহ এমন দেশ প্রেমিকের উপর চিরকাল রহমত দিয়ে যাক। আমিন

৬৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৮

প্রিন্স হেক্টর বলেছেন: ৩৩ নম্বর কমেন্টর রিপ্লাইয়ে কি দিলেন? :-*

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:
আঙ্কেল তোমার সুস্থতা কামনা করেছি কারন তোমার সমস্যা অনেক এত সমস্যার সমাধান আমার কাছে নেই আঙ্কেল।

৬৯| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৪৩

ফ্রাস্ট্রেটেড বলেছেন:
১- পোস্ট করার সময় খুব ভাবসাবের মধ্যে থাকলেও কমেন্টে একই কথা একটা ফাইজলামির সাথে কইয়া ফালাইসি বেশ কয়েকবার। বেশ কিছুদিন পর পুরনো পোস্ট এ চোখ বুলাইতে গিয়ে যখন দেখসি, এই ফাইজলামিটা বাদ দিয়ে আসল কমেন্টটা কর্লেই ভাল হয়, তখন জবাব ডিলিট করে মূলভাব ঠিক রেখে আবার জবাব দিয়েছি। এই কুকাম কর্সি দুই-তিনবার। :(

২-দুইবার নিজের লেখা গল্প পড়ে নিজেই মুগ্ধ হয়ে গেসি :D
৩-ফেসবুক থিকা হঠাত ব্লগে আসার পর কমেন্ট করার ব্যাপার্টা বুঝতাম না ঠিক। সব মন্তব্যের জবাবও দিতাম না :D
৪- ব্লগ থিকা পালানোর ধান্ধায় আছি। মায়াটা কাইটা গেলেই ... 8-|

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:
১। বড়ই চমৎকৃত হইলাম। এমন যে করা যায় সেটা ভেবে দেখিনি এখন থেকে আমিও করব ভাবছি ;)

২। আমারও মাঝে মাঝেই এমন হয় :!>

৩। নারে ভাই এমনটা করা ঠিক না মন্তব্য এবং মন্তব্যের জবাব দেবেন বেশী বেশী।

৪। ব্লগ থিকা পালানোর ধান্ধা করলে খবর আছে, ভাল গল্প গুলো আমরা তাহলে পাব কোথায় :(

৭০| ১৯ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১৪

ইউসুফ আলী রিংকূ বলেছেন: আমার ৫ মাসের ছোট ব্লগিং জীবনে কেউ যদি আমার দ্বারা মনোকষ্ট পেয়ে থাকেন তবে আমাকে ক্ষমা করবেন।

৫ মাসের ছোট ব্লগিং জীবনে আমি যা পেয়েছি হয়ত ৫ বছরেও অনেকে পায়নি, ভালবাসা, সম্মান, ট্যাগ সবই পেয়েছি, গর্ব হয় এই জেনে যে এই ব্লগের কল্যাণেই রাজপথে বিভিন্ন সামাজিক আন্দোলনে সামনে থেকে প্রতিনিধিত্ব করেছি ।

ব্লগে আমার সবচেয়ে শ্রদ্ধেয় বাক্তি আমিনুর রহমান ।

ইচ্ছা থাকলেও সময়ের কারণে অনেক পোস্টে মন্তব্য করতে পারি না ।

মাঝে মাঝে ক্যাচাল পোস্টে নিজের বিরক্তি প্রকাশ করি যা কাম্য নয়, চেষ্টা করব ক্যাচাল পোস্ট এড়িয়ে যাবার ।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনাকে আর আমি কিছু বলব না

শুধু আমিনুর ভাই ভাই আর আমি কিছুই না

আমিনুর ভাইকে আমিও খুব শ্রদ্ধা করিরে ভাই

৭১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:২৮

লুবনা ইয়াসমিন বলেছেন: অনেক সময়ই ঘুমাতে যাবার আগে ভাবি আজ কি কি কাজ করলাম যা করা উচিত হয়নি। কিছু উল্টা পাল্টা করলে পরবর্তিতে চেষ্টায় থাকি সেটার পুনরাবৃর্তি না ঘটাতে।

আমি বেশীদিন হয়নি ব্লগে এসেছি। ভাল লেখাও তেমন একটা লিখিনি তবুও জানা আপার কমেন্ট পাওয়ার ছোট খাটো ইচ্ছা আমারও জাগে।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:
জানা আপুর দৃষ্টি আকর্ষণ করছি

৭২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: ঐ মিয়া কি কনফেশন চান?আমি হইলাম ভারা পোলা। কনফেস করে খারাপ হবার বলেন নাকি? :P কেভি কে ভাল হয়ে যেতে বলেন। :D

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:

এত বড় একটি মিথ্যা বলার জন্য আপনার CONFESSION করাই শ্রেয়

আপনি হইলেন লুল

কেভি ভাল হয়ে জান

৭৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৫

সেলিম আনোয়ার বলেছেন: আমার রকনফেশন কেমন হতে পারে?রবীন্দ্রনাথকেও লুল বলবে? অনেকেই নজরুল মা্ইকেল,জীবনানন্দ রুদ্র মুগাহম্মদ শহীদুল্লাহ হালের শামসুর রাহমান কে নয় বলুনতো ?কবিতা লেখা বাদ দিব নাকি?বন্ধু হয়ে এত বড় ক্ষতি কামনা ?এখন ই কনফেশন করেন নাইলে খবর আছে X((

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:
না বন্ধু বোলেই একটু ফান করলামরে ভাই। বন্ধু হিসেবে এতটুকু অধিকার নেই তবে ক্ষমা চাইছি ভাই

৭৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: যাক লাইনে আসছ।কবিরা তো একটু লুল হবেই তাই না?কবির মন সবসময় সবুজ।কনফেশন এর অর্থ হলো তওবা।আমি তওবা করলাম কাউকে মনে আঘাত দেব না।খুশি।কবির অধিকার থেকে বঞ্চিত করনা।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:
বন্ধু লাইনে না আইসা উপায় আছে আরে বন্ধু বইলা কথা বন্ধুর জন্য জীবন কোরবান

৭৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

নিয়েল হিমু বলেছেন: এখানে না দেখলে পরে সামলাইতে মনে হয় কষ্ট হবে :) :) :) :D

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর সুন্দর খুব সুন্দর তোমার কাছে আমি এমন কিছুই আশা করেছিলাম।
আমার বয়স হয়ে গেছে তাই আর না সামলিয়ে চললে কিবা হবে এক পা কবরে কিন্তু তুমি এখন যে মাত্র শুরু করেছ তোমাকে অনেক দূরের পথ যেতে হবে তাই শরীর সাস্থ এখন থেকেই রক্ষা করে চল না হোলে অকালেই শরীরে না রোগ এসে বাসা বাধবে। আমি বুড়ো হয়ে গেছি তাই রোগ যা হবার হয়ে গেছে এখন আর রোগ নিয়ে আমাকে না ভাবলেও চলবে আমার ছেলেরাও অনেক বড় হয়ে গেছে ওরাই আমাকে দেখে শুনে রাখে তবে নিজের শরীরের যত্ন নাও কারন তোমরাই দেশের ভবিষ্যৎ তোমাদের কর্মের কারনে দেশটা একদিন সুন্দর হবে সেই স্বপ্ন আমরা যারা বুড়ো লোক আছি তারা দেখে থাকি কিন্তু হতাশ হতে হয় যখন দেখি তরুনেরা ঝরে পরে অকালেই।

ধন্যবাদ হিমু ভাল থেক শুভ কামনা রইল।

৭৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

আমিনুর রহমান বলেছেন:

কিছু পশু কে আদর দিয়া পাশে রাখছি বলে নিজেরে মানুষ মনে করছে আর জ্ঞান দান শুরু করছে মনে হয় !!! কুকুর সবসময় ঘেউ ঘেউ করবে তা নিয়ে অত মাথা ব্যথা'র কিছু নেই।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭৭| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: চাক্রী কি সামুর পাতায় পাতায়, পোষ্টে পোষ্টে উইড়া উইড়া ঘুরতাছে যে চাইলেই চাক্রী দেওন যায়?

এপ্লিকেশন দিতে কন, এক্সাম দিবু, পাস কর্লেই চাক্রী। মামা খালুর উকালতি চলবোনা কৈলাম

দুই দিন পর পর খালি ভাড়ার লাইগা ঢেডারি দিবাইন, দেকপেন, পরতেক পোষ্ট নির্বাচিততে ;)

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

=p~ =p~ =p~ :P :P

৭৮| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমি তো কনফেশনের জ্বালায় পাগল হইয়া গেলাম ... :P

আমারে নিয়া এত্তু এত্তু কনফেশন!! এর কোন মানে আছে?? =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:
কোন মানে নাই। =p~ =p~ =p~

৭৯| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

ফারজানা শিরিন বলেছেন: ঃ@ আমি বলছি প্লাস পাইতে বসছেন ??? : (

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:
তাহলে তাই স্বই

৮০| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

ফারজানা শিরিন বলেছেন: কি সই ???

২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:
সই নাত স্বই বলেছি

৮১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৬

জাকারিয়া মুবিন বলেছেন:

ব্লগে ইদানিং সময় দিতে পারছিনা। বেসম্ভব ব্যস্ত। তাই অনেকদিন পর কমেন্ট করলাম।

ভালো বলেছেন।

২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার CONFESSION এর জন্য অপেক্ষায় থাকলাম

৮২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

কালা মনের ধলা মানুষ বলেছেন: ব্লগিং এ গালাগালির বিপক্ষে থাকলেও আমি নিজেই একবার পালটা গালি দিয়ে ফেলেছিলাম, সেইজন্য আমি অনুতপ্ত। তবে গালি খেলে মাথা ঠিক থাকেনা, আবার বেশিক্ষন গালাগালি চালিয়েও যেতে পারিনা, ভান্ডারে গালির অপ্রতুলতার কারনে। তাই শেষ পর্যন্ত অমুকের বাচ্চা গালি খেলে, তাঁকে আপনা ভাই বলে সম্বোধন করি !!

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৫

কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া ধৈর্য ধরতে হবে কারন আমরা গালিবাজ খারাপ মানুষ নই আর তাই আমাদের ভাণ্ডারে গালির অভাব। আর তাই আমরা গালি দিবনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.