![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
নেই কোথাও নেই; না ব্লগ, না ফেসবুক কোথাও আজ আর সেই সফল, সদা হাস্যউজ্জ্বল, দেশ প্রেমের দৃঢ় প্রত্যয় নিয়ে একজন সত্যিকারের সাদা মনের মানুষের পদচারনা নেই। বলতে গেলে নাওয়া খাওয়া একরকম বর্জন করেই ব্লগে পরে থাকতে দেখেছি এই সৃষ্টিশীল ব্লগারকে। ব্লগ যেন তার পোস্ট আর অন্যের পোস্টে গঠন মূলক ও প্রান উচ্ছল মন্তব্যের কারনে মেতে থাকত সারাক্ষন যেন তিনি লগ অফ করে চলে গেলেও বাকিটা সময় রয়ে যেত তারই প্রতিফলন। হ্যাঁ আমি আমার প্রিয় ব্লগার অপূর্ণ ভাইয়ের কথাই বলছি; শুধু আমার নয় আমি নিশ্চিত এই সামহোয়্যার ইন ব্লগের সবাই এক বাক্যে মেনে নেবেন যে ব্লগার অপূর্ণ ছিলেন আমাদের সকলের প্রিয় ব্লগার এবং যতদিন ব্লগ থাকবে এই বাংলাদেশে ততদিন সবার হৃদয়ের ভালোবাসায় পূর্ণ থাকবেন আমাদের সকলের প্রিয় ব্লগার অপূর্ণ। তিনি তার সব অসাধারন ও অনন্য পোস্ট গুলো ড্রাফ্ট করে রেখেছেন কোন অভিমানে জানিনা। তাই ভাইয়ার পোস্ট গুলো এখানে লিঙ্ক আকারে দেয়া সম্ভব হচ্ছেনা। আমি প্রিয় ব্লগার অপূর্ণ ভাইয়াকে অনুরোধ করব আপনি যেখানেই আছেন যদি এই পোস্ট আপনি পড়ে থাকেন তবে ফিরে আসুন আপনার সেই সব অসাধারন ও দুর্দান্ত নতুন নতুন আরও পোস্ট নিয়ে এবং এই ব্লগটিকে করে তুলুন সমৃদ্ধ। আপনার এই এভাবে নীরবে চলে যাওয়া মেনে নেয়া যায় না। আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী, একজন সহব্লগার, একজন ভাই এবং একজন অন্ধ ভক্ত হিসেবে প্রতিজ্ঞা করছি যতদিন আপনি না ফিরছেন আমাদের মাঝে আমিও বিদায় নিচ্ছি ব্লগ থেকে। যেদিন আপনাকে আমাদের মাঝে পুনরায় ফিরে পাব সেদিন আমিও আপনার সাথে ফিরে আসব।
প্রিয় ব্লগার অপূর্ণ
ব্লগ পরিসংখ্যানঃ
• পোস্ট করেছেন: ০টি
• মন্তব্য করেছেন: ১০৮৪৪টি
• মন্তব্য পেয়েছেন: ০টি
• ব্লগ লিখেছেন: ১ বছর ৯ মাস
• ব্লগটি মোট ১২৭২৩৯ বার দেখা হয়েছে
সকল পোস্ট ড্রাফ্ট করে রাখার করনে পোস্ট সংখ্যা ও মন্তব্য শূন্য দেখাচ্ছে। যতটুকু মনে পরে ভাইয়া প্রায় দুইশত পোস্ট দিয়েছিলেন। আমার ভুল হতেও পারে কিছু কম অথবা কিছু বেশীও হতে পারে পোস্টের সংখ্যা এই মুহূর্তে মনে পরছেনা তাই অনুমানের ভিত্তিতে বলছি।
আপনি লিখে রেখেছেন আপনার ব্যানারে,
“কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে
”
এমন কথা একজন বিনয়ী মানুষের পক্ষেই লেখা সম্ভব। আপনার এই ভাবনার পর আমি বলতে বাধ্য হচ্ছি তবে আমরা যারা এই মুহূর্তে ব্লগিং করছি তারা নিজেকে ব্লগার পরিচয় দেয়ার যোগ্যই নই। ভাইয়া ফিরে আসুন। দুচোখে অশ্রু নিয়ে, হৃদয়ে হাহাকার নিয়ে প্রতীক্ষায় আছি আমরা ও আমি আপনার ভাই। অনেক আদর করে যখন আপনি আমাকে ভাই বলতেন সত্যি কখনো একজন ভাইয়ের অভাব অনুভব করিনি। আমার এখনো মনে আছে আপনার ডাকে রাজপথে নেমেছিলাম ধর্ষিত মা – বোনদের পক্ষে পিশাচদের বিচারের দাবীতে। আপনি চেয়েছিলেন যেন আর কোন মা – বোনের সম্ভ্রমহানী না ঘটে আমরাও সেই দাবীতে আপনার ইচ্ছে অনুযায়ী আলোর মিছিল করেছিলাম শাহবাগে। দেশের যে কোন ক্রান্তি লগ্নে যেভাবে সাত সমুদ্র তের নদীর ওপারে থেকেও আমাদের অনুপ্রাণিত করেছেন রাজপথে নেমে আসতে সত্যি আজো সেই অভাব বোধ করি নিজের ভেতর থেকেই। মনে হয় যেন এখন আর সেই সাহস নেই বুকের ভেতর, কেউ যেন মাথায় হাত বুলিয়ে দিচ্ছেনা কিংবা ফিরে এলে কাঁদছেনা পাশে না থাকার আক্ষেপ করে। ভাইয়া ফিরে আসুন; আপনারই লেখা কবিতার ভাষায় বলছিঃ
পাখির চোখের প্রতীক্ষা আমার
ডানায় মাখা বিরান দুপুর রৌদ্র ------------
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি বহু দিন ধরে ভাইয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু কোন প্রকার যোগাযোগ করতে না পেরে ভাবলাম একজন প্রতিশ্রুতিশীল ব্লগার যার সামুর প্রতি ভালোবাসা অগাধ তিনি শত অভিমান থাকলেও নিশ্চয়ই অফ লাইনে হলেও ব্লগ ঠিকিই পড়েন তাই এভাবে পোস্ট দিয়ে ভাইয়াকে অনুরোধ করছি ফিরে আসার জন্য। আমি যেন টের পাই ঠিক ভাইয়ার উপস্থিতি এই বুঝি অফলাইনে পড়ছেন আমাদের অখাদ্য টাইপ লেখা গুলো। ভাইয়া প্লিজ ফিরে আসুন।
২| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: উনার হঠাৎ চলে যাওয়ায় অবাক হয়েছি। শুরুতে জানতামও না। পরে শুনেছি, চেক করে দেখলাম একটা পোষ্টও নাই। কিসের অভিমান বুঝতে পারি নাই। খুব ভালো ব্লগার কোনো সন্দেহ নাই। প্রতিশ্রুতিশীল ব্লগার ছিলেন। সুন্দর লেখার হাত, জামাত শিবির রাজাকারের বিরুদ্ধে সরব ছিলেন শুরু থেকেই। কোনোদিকে বায়াসড ছিলেন না। সর্বোপরি খুব ভালো একজন নিরপেক্ষ ব্লগার মনে হয়েছে। আমারও এই পোষ্টের মাধ্যমে ফিরে আসার আহ্বান থাকবে। অন্তত অভিমান কিসে সেটা আমাদের সাথে শেয়ার করলে ভালো লাগবে। আশা করি উনি পোষ্ট টা দেখছেন।
আপনাকে ধন্যবাদ অপূর্নকে নিয়ে পোষ্ট দেয়ার জন্য।
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
যদি আপনারা কেউ উনার সাথে যোগাযোগ করতে পারেন প্লিজ ভাইয়াকে অনুরোধ করুন ফিরে আসার জন্য আর আমাদের সকলের সাথে শেয়ার করতে বলুন তার কষ্টগুলোর কথা তার এত ভাই আছে যারা তার সকল কষ্ট নিজেদের হৃদয়ে ধারন করতে প্রস্তুত রয়েছেন।
৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩২
স্বপ্নবাজ অভি বলেছেন: উনি আসলেই সত্যিকারের সৃষ্টিশীল ব্লগার ছিলেন ! আশা করি উনি আবার সবার মাঝে ফিরে আসবেন ! আর আপনি আবার কি শুরু করলেন , অনশন টাইপের ! আমার বিশ্বাস আপনার এই পোষ্ট দেখার সাথে সাথে উনি সামুতে নিয়মিত হবেন , নিয়মিত না হলেও অন্তত জানাবেন আমাদের ওনার অবস্থান !
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি সেই বিশ্বাস থেকেই এই পোস্ট দিয়েছি। আমি জানি আমার এই পোস্ট অবশ্যই ভাইয়া দেখছেন এবং পোস্ট পড়েই ফিরে আসবেন। আর আমিও ফিরে পাব আমার আত্মাকে। অনশন চলছে চলবে ব্লগার অপূর্ণ ভাই ফিরে না আসা পর্যন্ত।
৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: অপূর্ণ ভাই আপনার এই পোস্ট দেখলে চলে আসার কথা!
উনার লেখা আমিও ভালা পাই
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি শুধু ভাইয়ার লেখাই না আস্ত জলজ্যান্ত মানুষটার ভালোবাসাকেও খুব মিস করি।
৫| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩৫
এহসান সাবির বলেছেন: অপূর্ণ ভাই ফিরে আসুন প্লিজ,.
কান্ডারী ভাই আপনিও যাবেন না প্লিজ প্লিজ.......
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
অপূর্ণ ভাই ফিরে আসুন প্লিজ প্লিজ প্লিজ
ভাই আমিত যেতে চাইনা যদি অপূর্ণ ভাই ফিরে আসেন তাহলে। আসুন সবাই মিলে অনুরোধ করলে অবশ্যই উনি আবার ফিরে আসবেন আমাদের মাঝে।
৬| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৩৬
এহসান সাবির বলেছেন: অপূর্ণ ভাই ফিরে আসুন প্লিজ,.
কান্ডারী ভাই আপনিও যাবেন না প্লিজ প্লিজ.......
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
অপূর্ণ ভাই ফিরে আসুন প্লিজ প্লিজ প্লিজ
৭| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৪৯
গৃহ বন্দিনী বলেছেন: অভিমানী অপূর্ণ
২৬ শে মে, ২০১৩ রাত ১১:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
হয়ত অভিমান নয় হয়ত আবার অভিমান কিন্তু সকল অভিমান ভুলে চাই ভাইয়া আমাদের মাঝে তার না বলা কথা গুলো আমাদের সাথে শেয়ার করবেন অন্তত শেয়ার না করলেও ফিরে আসবেন নিজ ভুবনে। আমরা সবাই ভাইয়াকে ভীষণ মিস করি প্রতিনিয়ত।
৮| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৫৭
মামুন রশিদ বলেছেন: পোস্ট দেয়া মাত্রই 'পিলাচ' নিয়ে হাজির হতেন 'ভ্রাতা' । সকালবেলা এক কাপ কফি সহ কবিতা পোস্ট । দিনে পোস্ট দিতেন অনেকগুলো, বিষয় বৈচিত্র আর সরেস সেই সব পোস্ট । সবার ব্লগে গিয়ে কমেন্ট করতেন ।
জানিনা কি অভিমানে দুরে সরে গেলেন, ফেবুতে বেশ কয়েকবার জিজ্ঞেস করেও উত্তর পাইনি । অপূর্ণ ভ্রাতা@ আপনি ফিরে আসুন, আমরা ভাই-বেরাদররা আপনাকে খুব মিস করি ।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই আজো চোখের পানি ধরে রাখা কষ্ট হয়ে যায় সেই ভ্রাতা ডাক শোনার জন্য। এমন ভাবে ভ্রাতা একজনই বলতেন সে আমাদের অপূর্ণ ভাই।
সত্যি কফির কাপ হাতে নিয়ে হারিয়ে যেতে হত তার পোস্টে প্রবেশ করলে।
আমি তাকে কয়েকবার ফোনে চেষ্টা করেও পাইনি।
আমার মনে আছে একবার আমাকে বলেছিলেন যে তার লেখা প্রায় ২৫০ লাইনের একটি দীর্ঘ কবিতা রয়েছে আমি অনেক অনুরোধ করলে তিনি তার থেকে আংশিক ভাবে কিছু লাইন দিয়ে সেই কবিতা পোস্ট দিয়েছিলেন যেটা সামুতে ভাল লাগার কবিতাগুলোর মধ্যে অনন্য ছিল। তার লেখা ক্যামেলিয়া কবিতা আমি আজো ভুলতে পারি নাই।
৯| ২৬ শে মে, ২০১৩ রাত ১১:৫৯
একজন আরমান বলেছেন:
অপূর্ণ ভাই যে একজন ভালো ব্লগার এবং একজন সাদা মনের মানুষ সে বিষয়ে কারো কোন দ্বিমত থাকার কথা বলে আমি মনে করি না। তার চলে যাওয়াটা আমার কাছে খুব খারাপ লেগেছিল। কারণ চলে যাওয়াই সমাধান নয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। সেইজন্য তার অবসান না করে ব্লগ আর ফেসবুক ছেড়ে চলে যাওয়াকে আমি সমর্থন করি না।
অপূর্ণ ভ্রাতা আপনি যেখানেই থাকুন আপনার প্রতি আমার একটাই অনুরোধ আপনি ফিরে আসুন। কারো প্রতি কোন অভিমান থাকলে তা প্রকাশ করে ভুল বোঝাবুঝির অবসান করুন। চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। মনে রাখবেন আপনি চলে যাওয়া মানে আমাদের শক্তি কমে যাওয়া। আপনাকে আমাদের আগামি ভালো কাজগুলোর প্রচেষ্টার সমর্থনে পাশে চাই সেই আগের মতো।
আপনার ফিরে আসার অপেক্ষায়...
২৭ শে মে, ২০১৩ রাত ১২:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান তোর মনে আছে সেই দিনগুলোর কথা যখন তিনি বলতেন প্রচণ্ড আক্ষেপ করে ভ্রাতা আমি দেশে নেই নিজের কাছে খুব খারাপ লাগে খুব ছোট লাগে নিজেকে নিজের কাছে যে দেশের জন্য কিছু করতে পারিনা কিন্তু এই ভেবে গর্ভে বুকটা ভরে যায় যে আমার ভাইয়েরা মাঠে আছে। আমার দোয়া রইল ভ্রাতা আপনাদের প্রতি তখন কেমন আমাদের মনোবল বেড়ে যেত যখন বলত ভাই আপনারা সাহস হারাবেন না আপনাদের কিছু হলে আপনাদের ভ্রাতা দেশে ফিরে আসবে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে। তোর সাথে আমিও একবাক্যে বলতে চাই
আপনার ফিরে আসার অপেক্ষায়...
১০| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:০১
বাংলার হাসান বলেছেন: আশা করি তিনি ফিরে আসবেন
২৭ শে মে, ২০১৩ রাত ১২:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ফিরে আসার অপেক্ষায় অপূর্ণ ভাই ।
১১| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:০৯
নিয়েল হিমু বলেছেন: আপনি একজন ভাল লেখক । আপনি চলে না গিয়ে আপনার পরবর্তি সব কয়টি পোষ্ট অপূর্ণকে উত্সর্গ করে দিতে পারেন বা অন্য কিছু করা যেতে পারে । প্লাট ফর্ম ছাড়া কোন কাজের কথা না ।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মানুষ ভালোবাসা থেকে অন্ধ হয়ে যায় আমিও হয়ত তাই হয়ে গেছি। ব্যাক্তিগত ভাবে আমিও প্লাট ফর্ম ছেরে যেতে পক্ষপাতী নই কিন্তু এছারা আমার চিত্তে আর কিছু আসছেনা যে যার দিক থেকে চেষ্টা করলে হয়ত অপূর্ণ ভাই আবার আমাদের মাঝে ফিরে আসবেন এই অপেক্ষায় আছি।
১২| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৪
একজন আরমান বলেছেন:
মনে আছে বলেই আজ মন খারাপ হচ্ছে।
জানিনা কেন ভালো মানুষগুলো এভাবে চলে যায়।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আরমান সত্যি ভালমানুষগুলো কেন এভাবে চলে যায় আমিও ভেবে পাইনা।
আমি অন্তত চাই অপূর্ণ ভাই আমাদের মাঝে ফিরে আসুক তার ভালোবাসার কথামালা নিয়ে।
আমরা সবাই অপেক্ষায় আছি এই ভাল মানুষটির ফিরে আসার পথ চেয়ে
১৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আপনাদের দুইজনকেই ব্লগে নিয়মিত চাই,,,,,,,,
ভাল থাকুন আপনারা,,,,,,,,,,,,,,,অনেক শুভকামনা
২৭ শে মে, ২০১৩ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি যে ভাবে অপূর্ণ ভাইকে মিস করি সেটা এখানে লিখে আমার পক্ষে বোঝান হয়ত সম্ভব নয় কারন আজকের এই আমার জন্য ভাইয়ার অবদান অনেক অনেক।
১৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:২২
ফারজানা শিরিন বলেছেন: আপনি চলে গেলে আমি আপনাকে অনুসরণ করবো ।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আপুরে আমি কিভাবে বোঝাই বল অপূর্ণ ভাই আমার জন্য কি ছিলেন ?
১৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৩
ইউসুফ আলী রিংকূ বলেছেন: ফেবুতে আমার সাথে লাস্ট ১ এপ্রিল কথা হয়েছিল ।
উনি তখন শারীরিক ভাবে অসুস্থ ছিলেন এবং কোনো এক বিশেষ কারণে ব্লগে আর ফিরবেন না বলে জানিয়ে ছিলেন ...... ।
আর অপূর্ণ ভাই এমন একজন লেখক ছিলেন যার একটা পোস্টে আমরা রাজপথে আলোর মিছিল করেছিলাম যা, শুধু শাহবাগে সীমাবদ্ধতা ছিল না আমাদের রাজশাহীর মত প্রায় প্রতি বিভাগীয় শহরে, জেলায় ছড়িয়ে পরেছিল , উনি একজন সত্যিকারের দেশ প্রেমিক ছিলেন এবং অনেক তিতা কথা বলতেন যা অনেকের জ্বলার কারণ হয়ে দাড়িয়েছিল ।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
রিংকু ভাই আমার আজো মনে আছে উনার একটি পোস্টে ঢাকা সহ সারা দেশে আমরা সবাই উনার বিশেষ অনুরোধে আলোর মিছিল করেছিলাম। এমন দেশ প্রেমিক কে সত্যি স্যালুট জানালেও কম হয়ে যাবে।
ভাইয়া কোন রাজনৈতিক দলকেই দেখতে পারতেন না। একজন সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টি কোন থেকেই লিখে যেতেন তার দেশ নিয়ে মনের ভাবনা গুলোর কথা। আর হয়ত এই কারনেই অনেকের জ্বলার কারন হয়ে থাকতে পারেন। কিন্তু ভাইয়ার কাছে অনুরোধ করছি ফিরে এসে আবারো সকলের দাত ভাঙা জবাব দিতে যেটা একমাত্র তারই পক্ষে সম্ভব তবে উনার সাথে আছে উনার সকল ভাইরা।
১৬| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৮
ফারজানা শিরিন বলেছেন: বুঝানো লাগবে না । বুঝি বলেই থাকতে বললাম না । শুধু নিজের মত জানাইলাম ।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
অপূর্ণ ভাই ফিরে এলেই আমরা আবার ফিরে পাব আমাদের প্রানশক্তি। একজন ভাই হিসেবে এর চেয়ে আমার আর কিবা চাওয়ার আছে।
১৭| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:২৯
সায়েম মুন বলেছেন: ওনার সাথে ব্লগ ইন্টার্যাকশন ছিল। ওনাকে অনেক দিন দেখিনা। অবশ্যই উনি একজন ভাল মন ও মানের ব্লগার। উনার হারিয়ে যাওয়াটা এভাবে খেয়াল করিনি। ফিরে আসুক এটাই কাম্য। ব্লগ ছেড়ে যাবেন কেন। থাকুন এখানে স্বমহিমায়।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমি শুধুই অনশন করছি একরকম এমন একজন ভাইকে পুনরায় আমাদের মাঝে ফিরে পাওয়ার জন্য। এছাড়া আপাতত এই অধমের আর কিছুই যে করার উপায় দেখছিনা। আমি উনার সাথে যে কোন ভাবেই যোগাযোগ করতে পারছিনা। শুধু দোয়া করি যেন উনি ফিরে আসেন আমাদের মাঝে।
১৮| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৫
রাফা বলেছেন:
অপুর্ণ নিঃসন্দেহে একজন ভালো ব্লগার।কিন্তু তার জন্য ব্লগ পরিত্যাগ করা কি ভালো সিদ্ধান্ত?
অবশ্য যে যা ভালো বুজে।
ধন্যবাদ,কান্ডারী অথর্ব।
২৭ শে মে, ২০১৩ রাত ১২:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
রাফা ভাই এছাড়া আমার মত একজন মানুষের আর কিবা করার আছে বলুন ? আমি আর কিভাবে চেষ্টা করলে উনাকে ফিরিয়ে আনতে পারব ভেবে পাইনা !
আমাদের সকলের প্রচেষ্টায় যদি উনাকে আমাদের মাঝে ফিরে পাই তবেই আমরা সার্থক হব ভাই হিসেবে ভাইয়ের ফিরে আসার দাবীতে।
১৯| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪২
সায়েম মুন বলেছেন: সেটা অপূর্ণের সিদ্ধান্ত। তিনি যদি আসতে না চান তো, কারো সাধ্য আছে এখানে ফিরিয়ে আনার। অনেকেই ব্লগ ছাড়েন তিক্ত অভিজ্ঞতা নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেয়া ছাড়া উপায়ও থাকে না। যাই হোক। তিনি ফিরে আসবেন এটা অবশ্যই চাওয়া। আপনি থাকবেন এটাও কাম্য।
২৭ শে মে, ২০১৩ রাত ১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া কিন্তু আমাদের ভক্তদের কিছু অধিকার থাকতে পারে। জানিনা অপূর্ণ ভাইয়ার অভিয়ান কেন ? তবে একথা সত্য যে অনেকেই তিক্ত অভিজ্ঞতা নিয়ে চলে জান তাই এভাবে চলে যাওয়া সত্যি কোন সমাধান নয়। সকল সমাধান আমাদের ব্লগে থেকেই করতে হবে । একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যদি এগিয়ে আসতে না পারি তবে কিসের জন্য আমরা দাবী করি আমরা সহ ব্লগার একজন ভাই হিসেবে এটা আমাদের দায়িত্ব সবার সুখ দুঃখের সাথী হয়ে একে অন্যের জন্য এগিয়ে আসা। আমি আপনার সাথে একমত যে আমি বা আমরা চাইলেই তাকে হয়ত ফিরে পেতে নাও পারি আবার এটাও ঠিক যে আমাদের ভালোবাসা তাকে ফিরিয়ে আনতেও পারে আমাদের মাঝে।
২০| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪৫
আমিনুর রহমান বলেছেন: opurno kothay tumi? miss u brother .....
২৭ শে মে, ২০১৩ রাত ১:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমি দেখেছিলাম উনি একবার নতুন ব্লগারদের প্রমোট করতে একটি উদ্দ্যোগ নিয়েছিলেন যেটা আমাদের আজ অনুসরনিয় ও অনুকরণীয় হয়ে আছে। এমন মহান মানুষটির প্রতি আমার স্যালুট রইল।
২১| ২৭ শে মে, ২০১৩ রাত ১২:৪৬
অদ্বিতীয়া আমি বলেছেন: ব্যাপারটা বেশ আগেই দেখেছিলাম । ব্লগার অপূর্ণ ফিরে আসুন , আর আপনিও যাবেন না আশা করি । যাওয়া টা কি কোন ভাল সিদ্ধান্ত ভাইয়া ? আপনি একজন চমৎকার ব্লগার , ব্লগে থাকবেন সেটাই কাম্য।
২৭ শে মে, ২০১৩ রাত ১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই ভাল সিধ্যান্ত নয় তবে মাঝে মাঝে ভাল কিছু পেতে হলে ভাল কিছু হারালেও ক্ষতি নেই। আমি শুধু মাত্র অনশন করছি অপূর্ণ ভাইকে ফিরে পেতে আমাদের মাঝে।
২২| ২৭ শে মে, ২০১৩ রাত ১:০১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দুজনই ফিরে আসুন শীঘ্রই।
২৭ শে মে, ২০১৩ রাত ১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমি আছি শুধু অনশন করছি অপূর্ণ ভাইয়ার ফিরে আসার অনুরোধ নিয়ে।
২৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৫০
পিনিকবাজ বলেছেন: যান চলে যান। ধরে রাখতে চাইবোনা।
আমরা যারা অনিয়মিত, নতুন রা ব্লগিং দুনিয়ায় আসছি, আমাদের ও তো ইচ্ছা হয় ঐ সময় গুলো উপভোগ করতে।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অপূর্ণ ভাইকে ফিরে পেতে অনশন চলছে এটা আমার একেবারে ঘর ছাড়া নয়। ঘরের মায়া ত্যাগ করলে আমি কি বেঁচে থাকতে পারব মনে হবে মাথায় ছাদ নেই।
২৪| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৫১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: কি আশ্চর্য !!
গতকাল বিকালেও অপূর্ণ ভাইকে নিয়ে আলাপ হয়েছে মামুন ভাইয়ের সাথে । হটাৎ করে তার এই চলে যাওয়া অবাক করেছে আমাদের।
যা বুঝলাম, আসলেই অনেকেই মিস করছে তাকে।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অপূর্ণ ভাই ছিলেন ব্লগের প্রাণ তাই প্রাণ ফিরে পাওয়ার চেষ্টা মাত্র।
২৫| ২৭ শে মে, ২০১৩ রাত ১:৫৪
ঘুড্ডির পাইলট বলেছেন: তার কিছু পোষ্ট স্টিকি হইছিলো ! একসময় আমি ফেসবুকে কিছু হুমকি পাইছিলাম তখন অনেকের মতো সেও আমাকে সাহস জুগিয়েছিলো ।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে দেখেন না উনার সাথে কোন ভাবে যোগাযোগ করে উনাকে ফিরিয়ে আনা যায় কিনা ?
২৬| ২৭ শে মে, ২০১৩ রাত ২:২৫
তারছেড়া লিমন বলেছেন: শুধু এতটুকুই বলবো
ফিরে আয় ভাই
আপন ঠিকানায়
আমরা প্রতীক্ষায়।।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ফিরে আসেন ভাই আপন ঠিকানায় আপনাকে দরকার খুব বেশী
২৭| ২৭ শে মে, ২০১৩ ভোর ৪:১৬
বৃতি বলেছেন: অপূর্ণকে আমার একজন ভারসেটাইল এবং সার্থক ব্লগার মনে হয়েছে সবসময় । উনি ফিরে আসলে খুব খুশি হবো । তবে আপনি বিদায় নিচ্ছেন কেন?
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইরে আমি বিদায় নিচ্ছিনা আমি শুধু মাত্র অপূর্ণ ভাইকে তার ফিরে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
২৮| ২৭ শে মে, ২০১৩ ভোর ৪:৩৪
বাংলাদেশী দালাল বলেছেন:
"প্রিয় ব্লগার অপূর্ণ ভাইয়ার প্রতি শ্রদ্ধা রেখে আজ আমি বিদায় নিচ্ছি"
কান্ডারী অথর্ব বিদায় নিচ্ছে পড়েই বেদনা অনুভব করছি আর আপনার প্রিয় ভাই এবং ব্লগার চলে গিয়েছেন, আপনার অনুভুতি কিছুটা বুঝতে পারছি।
ফিরে আসুক "অপূর্ণ" ভাই, আমাদের মাঝে থাকুক কান্ডারী ভাই এই কামনা করছি।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এভাবে অনশন করলে যদি একজন ভাইকে ফিরে পাওয়া যায় তবে নিজের আত্মার কাছে কিছুটা হলেও শান্তি পাব।
২৯| ২৭ শে মে, ২০১৩ ভোর ৫:৪৭
নোমান নমি বলেছেন: অবাক করা ব্যাপারতো!
নিশ্চয় তিনি ফিরে আসবেন। সামুর জন্য আসবেন।
তবে তার জন্য আপনার চলে যাওয়া কোন কাজের কথা না। চলে গেলে এমন পোষ্ট কে দিতো বলেনতো?
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
নোমান ভাই আমিত চিরদিনের জন্য যাচ্ছি না। আমি চলে গেলে দুইদিনেই দম বন্ধ হয়ে মরতে হবে। কিন্তু অপূর্ণ ভাইকে কিভাবে ফিরে পাব কিছু উপায় বলে দেন তবে হয়ত এভাবে অনশন করতে নাও হতে পারে।
৩০| ২৭ শে মে, ২০১৩ ভোর ৬:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অপূর্ণকে অনেক ভাল লাগত। উনি নিক খোলার আরো অনেক পরে পরিপূর্ণভাবে ব্লগিং শুরু করেছিলেন। ঠিক তখনই আমিও ব্লগে ছিলাম। আমার সময় প্রতি সন্ধ্যায় উনি পোষ্ট দিতেন। আমার তো অভ্যাসই হয়ে গিয়েছিল প্রতি সন্ধ্যায় উনার পোষ্ট পড়ার। অলমোস্ট এভ্রিডে পোষ্ট দিতেন, কিন্তু একটা পোষ্টও খারাপ ছিল না। কেউ বিরক্ত হতেন না। আমি উনার কমেন্টগুলোও দেখতে বাড়েবাড়ে উনার ব্লগে আসতাম। কিন্তু হটাৎ উনি চলে গেছেন, আমি খুব রাগ হয়েছিলাম। কিছুদিন পর ফিরে এসে বললেন, ব্লগ পড়েন অফলাইনে। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে হতাস, এসব নিয়ে লিখে কোনো লাভ নেই এই টাইপের কথা। আবার বললেন, ব্যবসা করবেন সেটা নিয়ে ব্যস্ত। আমি ভেবেছিলাম, ব্লগে না থাকলেও হয়ত ফেইসবুকে সবার সাথে থাকবেন। কিন্তু একদিন একেবারে চলে গেলেন। আমি জানি, উনি এই পোষ্ট দেখবেন।
ব্লগে আমার সবচেয়ে প্রিয় কবি উনি আর উনি অনেক সুন্দর ছবিও তুলতেন। আমারও অপূর্ণকে একজন সার্থক ব্লগার মনে হয়েছিল।
কান্ডারী অথর্ব, আপনি থাকেন।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু অপূর্ণ ভাই ফিরে এলে আমরা সবাই মিলে আবার ব্লগ মাতিয়ে তুলব দেখবেন। আমি যাচ্ছি নারে আপু শুধু ভাইকে ফিরে পেতে চাইছি। শেষ চেষ্টা করে দেখছি। যদি পারেন উনার সাথে যোগাযোগ করে উনাকে ফিরিয়ে আনার চেষ্টা করুন।
৩১| ২৭ শে মে, ২০১৩ ভোর ৬:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অপূর্ণকে অনেক ভাল লাগত। উনি নিক খোলার আরো অনেক পরে পরিপূর্ণভাবে ব্লগিং শুরু করেছিলেন। ঠিক তখনই আমিও ব্লগে ছিলাম। আমার সময় প্রতি সন্ধ্যায় উনি পোষ্ট দিতেন। আমার তো অভ্যাসই হয়ে গিয়েছিল প্রতি সন্ধ্যায় উনার পোষ্ট পড়ার। অলমোস্ট এভ্রিডে পোষ্ট দিতেন, কিন্তু একটা পোষ্টও খারাপ ছিল না। কেউ বিরক্ত হতেন না। আমি উনার কমেন্টগুলোও দেখতে বাড়েবাড়ে উনার ব্লগে আসতাম। কিন্তু হটাৎ উনি চলে গেছেন, আমি খুব রাগ হয়েছিলাম। কিছুদিন পর ফিরে এসে বললেন, ব্লগ পড়েন অফলাইনে। বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে হতাস, এসব নিয়ে লিখে কোনো লাভ নেই এই টাইপের কথা। আবার বললেন, ব্যবসা করবেন সেটা নিয়ে ব্যস্ত। আমি ভেবেছিলাম, ব্লগে না থাকলেও হয়ত ফেইসবুকে সবার সাথে থাকবেন। কিন্তু একদিন একেবারে চলে গেলেন। আমি জানি, উনি এই পোষ্ট দেখবেন।
ব্লগে আমার সবচেয়ে প্রিয় কবি উনি আর উনি অনেক সুন্দর ছবিও তুলতেন। আমারও অপূর্ণকে একজন সার্থক ব্লগার মনে হয়েছিল।
কান্ডারী অথর্ব, আপনি থাকেন।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অপূর্ণ ভাই প্লিজ প্লিজ প্লিজ ফিরে আসুন
৩২| ২৭ শে মে, ২০১৩ সকাল ৮:৪৪
চলতি নিয়ম বলেছেন: চলে যাওয়া কোনো সমাধান নয়। তবে এটা স্বীকার করতে হবে যে সামুর জৌলুস দিনে দিনে কমে যাচ্ছে
অপূর্ণ ফিরে আসুন।
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সামুর জৌলুস মোটেও দিন দিন কমেনি বরং বেড়েছে বহু গুন সেটা এর বর্তমান ব্লগার সংখ্যা দেখলেই বোঝা যায় আমি শুধু আমার ভাইকে তার অভিমান ভুলে ফিরে আসার আকুতি জানাচ্ছি।
অপূর্ণ ভাই প্লিজ ফিরে আসুন
৩৩| ২৭ শে মে, ২০১৩ সকাল ১০:১৪
লাবনী আক্তার বলেছেন: অপূর্ণ ভাই ফিরে আসুন!
২৭ শে মে, ২০১৩ সকাল ১০:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অপূর্ণ ভাই ছাড়া ভ্রাতা ডাক শুনতে না পেলে মন খারাপ লাগে। ভাই প্লিজ ফিরে আসুন
৩৪| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:১১
*কুনোব্যাঙ* বলেছেন: জানিনা অপুর্ণ ভাইয়ের ব্লগ ছাড়ার পেছনে কারণ কি। ব্লগে উনার সাথে কারো বিরোধ ব্যাক্তিগতভাবে আমার চোখে পড়েনি। জানিনা কি হয়েছে এমন যে আপনার কঠিন আত্নাভিমানের পরও উনার প্রতিক্রিয়া পেলাম না। আমি ফেসবুকে আইডি খোলার পর অপুর্ণ ভাইকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করেছি। কিন্তু সবসময় একই উত্তর, অবসর গ্রহন করেছি ভ্রাতা। আবার বিদেশে পড়াশুনা করতে গেলে অনেক সময় দেখাযায় নানাবিধ ইচ্ছা থাকার পরও কারণে ব্লগে বা সোশ্যাল সাইটে সময় দেয়া যায়না। আমি নিজেও বেশ অনেকদিন বিদেশে কাটিয়েছি, সারাদিনে দেড় দুই ঘন্টার বেশী সোশ্যাল বা ব্লগ সাইটে কাটানোর কথা চিন্তাও করতে পারিনি।
যাইহোক একটা ব্যাক্তিগত অনুরোধ, আপনার সাথে বিভিন্ন সময় আলোচনার কারণে আমি জানি যে বেশ কিছু বিষয় নিয়ে আপনার লেখালেখির পরিকল্পনা ছিল। এখন শুধুমাত্র অপুর্ণ ভাইয়ের মান ভাঙ্গাতে গিয়ে যদি আমাদের সেসব লেখনি থেকে বঞ্চিত করেন তাহলে সেটাও কিন্তু কষ্টদায়ক হবে। অন্তত ব্যাক্তিগতভাবে আমার সাথে আপনার যে ২/৩টা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেসব নিয়ে আপনার পোষ্ট না পেলে আমার কষ্টটা আরো তীব্র হবে।
আমার ধারণা ভার্চুয়াল প্ল্যাটফর্মটাও ভাই জীবনপ্রবাহের মতই। নতুন কেউ জন্ম নিবে পুরাতন কেউ বিদায় নিবে। কিছুদিন তাকে মিস করব তারপর আবার সব ঠিক। ক্ষণে ক্ষণে হয়তো কখনও মনে পড়বে। ঠিক জন্ম মৃত্যুর মতই একটা ব্যাপার। কেউ আসবে/আসছে আবার কেউ চলে যাবে/যাচ্ছে। কিন্তু ব্লগ চলবে তার আপন গতিতে। নতুন কেউ এসে পুরাতনের শুন্যস্থান নিমেশেই পূরণ করে দিবে/দিচ্ছে।
কান্ডারী ভাই, আপনাকে বলবো না যে ভাই ফিরে আসুন। আপনার বিবেচনার উপর ছেড়ে দিলাম যে আপনি আমাদের জন্য কি করবেন।
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি খুব মনেপ্রাণে আশা করেছিলাম আমার এই পোষ্ট দেখে অপুর্ণ ভাই এতটুকু হলেও সাড়া দেবে কিন্তু দেখলাম আসলে ভার্চুয়াল রিলেশন ভার্চুয়াল রিলেশনই। এতটুকু রেসপন্স পাওয়ার আশা করাটাও এখানে অযৌক্তিক। এটা ঠিক কেউ চলে যায় আবার নতুন কেউ আসে। তবুও মাঝে মাঝে চলে যাওয়ার মানুষদের জন্য কেন যে আবেগ ঘন হই। ঠিক আছে ভাই চেষ্টা করব লেখা চালিয়ে যেতে কিন্তু মনটা অনেকটাই বসে গেছে। মানুষ একদম না চাইলেও কিছুটা হলেও ভালোবাসার প্রতিদান আশা করে।
৩৫| ২৭ শে মে, ২০১৩ সকাল ১১:১৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হা, উনি ভাল লিখতেন সন্দেহ নেই।
কেন চলে যাওয়া কিছু জানেন?
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই জানিনা মনটা আজ ভীষণ খারাপ।
৩৬| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:১৫
মেহেরুন বলেছেন: ফিরে আয় অপূর্ণ।
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অপূর্ণ ভাই পোস্ট পড়লে প্লিজ ফিরে আসুন
৩৭| ২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:২৮
আজ আমি কোথাও যাবো না বলেছেন: অপূর্ণ ভাইয়া ফিরে আসেন!
২৭ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অপূর্ণ ভাই দেখেছেন সবাই আপনাকে কত ভালবাসে প্লিজ এত এত ভালোবাসার প্রতি আপনি সাড়া দিয়ে ফিরে আসুন
৩৮| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৫
জনৈক গণ্ডমূর্খ বলেছেন: একী!! ব্লগে কি হচ্ছে এসব!!! একটু আগে দেখলাম কৌশিক দাও একই ঘোষণা দিয়ে বসে আছেন।
যান যান সবাই চলে যান। আমি নিজের পোস্টে নিজেই কমেন্ট করবো। নিজের সাথে নিজেই ক্যাচাল করবো। ভালো তো ভালো না
২৮ শে মে, ২০১৩ রাত ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বাংলা লিঙ্ক দামে সব কিছু চলছে রে ভাই।
৩৯| ২৭ শে মে, ২০১৩ বিকাল ৩:৫১
শ্রাবণ জল বলেছেন: asha kori dujoni shighroi fire ashben abar amader majhe.
apnar post miss korbo, bhaia.
valo thakben.
২৮ শে মে, ২০১৩ রাত ১:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ইনশাল্লাহ ফিরে আসব।
৪০| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:১৬
এক আলোকবর্ষ দূরে বলেছেন: অপূর্ণ ভাই একবার জানিয়ে ছিলেন যে তার নিক আর ইউআরএল হুবহু কপি করে একটা নিক খোলা হয়েছে, যদিও সেই নিকটা অ্যাকটিভ ছিল না। তবুও ব্লগ ছেড়ে যাওয়ার এটাও একটা কারণ হতে পারে।
আর যদিও এখন ব্লগের পরিবেশ আগের চেয়ে অনেক বেশি ভাল। ছয় মাস আগেও গালিগালাজ আর ট্যাগবাজিতে ব্লগে সাম্প্রতিক মন্তব্যের ঘরটা ভরে থাকত। সেই অবস্থা থেকে এখন কিন্তু বেশ পরিচ্ছন্ন বলা চলে ব্লগটাকে। অনেকদিন কোন অহেতুক গালিবাজি আর ট্যাগবাজির পোস্ট দেখি না। থাকলেও আগের চেয়ে অনেক কম।
ব্লগের আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কিনা জানি না। খেয়াল করলে দেখবেন যে বর্তমানে আগের যে কোন সময়ের চেয়ে এখন ব্লগে অনলাইনে ব্লগারের সংখ্যা কম থাকে। আগে ভোর রাতে কোনদিন ৪৫ জনের কম ব্লগার অনলাইনে থাকতেন না, কিন্তু এখন ভোর রাতে আমি ২৫ জন ব্লগারও দেখি। সন্ধ্যার দিকে আগে তিনশ থেকে সাড়ে তিনশ ব্লগার অনলাইনে থাকতেন, সেখানে এখন ১৫০ থেকে ১৭০ জন থাকেন। গড়ে প্রতি চার মিনিটে একটি করে নতুন পোস্ট আসত ব্লগে, কিন্তু এখন গড়ে সেটা সাত মিনিটের বেশ সময় নেয়। সর্বোচ্চ এক ঘন্টা ২০ মিনিট পর কোন পোস্ট প্রথম পাতায় আর দেখা যেত না, দ্বিতীয় পাতায় চলে যেত। কিন্তু এখন সেটা দুই ঘন্টা পর যায়। রাত একটার সময় কোন পোস্ট দিলে সেটা রাত তিনটার মধ্যে দ্বিতীয় পাতায় চলে যেত, কিন্তু এখন ভোর সাড়ে ছয়টার সময়ও আমি সেই পোস্ট প্রথম পাতায় দেখি।
এ থেকেই বোঝা যায় যে অপূর্ণ ভাইয়ের মত কত ব্লগার নিরবে ব্লগ ছেড়ে চলে গেছেন। আবার কিছু ব্লগীয় পন্ডিতের অতি উৎসাহ নীলাঞ্জন, ফারাহ দিবা জামানের মত ব্লগারদের ব্লগ ছাড়তে বাধ্য করলো। গালি খেয়ে আমার আদিম পুরুষ ভাইয়ের মত অসাধারণ মুভি রিভিউ লেখক এখন ব্লগে অনিয়মিত। এই বিষয়গুলো খুব বেশি নোংরা লাগে। একবার অহেতুক গালি খেয়ে আমারও শিক্ষা হয়েছে। এরপর থেকে দেশাত্ববোধ উপচে পরা কোন পোস্টে আর কখনই কোন মন্তব্য করি না। এদের পোস্ট থেকে বিরত থাকি। আপনিও নিজেও একজন জাতীয় নেতাকে নিয়ে পোস্ট করে বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন।
এসব অনেক কারণেই দিনে দিনে ভাল ব্লগারের সংখ্যা কমে যাচ্ছে। এখন আপনাকেও দেখছি এই পথে। সবার দেখি একসাথে হারিয়ে যাওয়ার সময় এসে গেল। আমাকেও দলে টানতে পারেন। খুব শীঘ্রই।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
নারে ভাই চলে যাওয়া কোন সমাধান নয়। আমি অনেকটা ছেলে মানুষের মতই অপূর্ণ ভাইয়ের কাছে তার ফিরে আসা নিয়ে আবদার করছি। আমার কাছে ব্লগ হল অনেকটা নেশা জাতীয় দ্রব্যের মত না করলে পাগল হয়ে যাই তাই হয়ত যেতে পারব না কিন্তু অপূর্ণ ভাইকে ফিরে পেতে আর কোন কৌশল মাথায় আসছিলনা। তবে এ কথা ঠিক হতে পারে যে অনেকেই হয়ত নানা কারনে চলে গিয়ে থাকতে পারেন তবে চাই সবাই ফিরে আসুন। চলে যাওয়া কোন সমাধান নয়। আমাকে সামু যতদিন ব্যান না করছে হয়ত পরে রব সামুর এক কোনে তবু সামুর মায়া ত্যাগ করতে পারবনা। এই পোস্ট আসলে দিয়েছিলাম অপূর্ণ ভাইকে ফিরে পাওয়ার কৌশল হিসেবে কিন্তু আশা হত হতে হল। তবে ভাই প্লিজ যাই হোক কেউ যাবেন না। এখানে থেকেই নিজেদের সমস্যাগুলোর সমাধান করি আসুন সবাই মিলে।
৪১| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৩৫
এরিস বলেছেন: নিজের অযোগ্যতার কথাই বলি সবার আগে। আমি জানিনা অপূর্ণ ভাইকে। উনার লেখা পড়ার সৌভাগ্য হয়নি। এতোটুকু বুঝতে পারছি, উনি অনেকের প্রিয় মানুষ ছিলেন। চলে যাবার কারণটাও এখানে কেউ স্পষ্ট করে লেখেনি। যেখানেই থাকুন, ফিরে আসুন। আপনার জন্যে এখানে ভালোবাসা অপেক্ষায় আছে। কাণ্ডারী ভাইকে বলবো, চলে যাওয়া মানে সমাধান নয়। অপূর্ণ ভাই আপনার এই শ্রদ্ধা দেখে ফিরে আসুক। অপেক্ষায় থাকলাম।
২৮ শে মে, ২০১৩ রাত ১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি বুঝি কিন্তু ভালোবাসার কাছে আমি বড্ড ছেলে মানুষী থেকেই পোস্ট দিয়েছি যদি এতে করে অপূর্ণ ভাই ফেরে তবু আশায় বুক বেধে আছি । আমার বিশ্বাস অপূর্ণ ভাই ফিরে আসবেন।
৪২| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪৯
আরজু পনি বলেছেন:
চলে যাওয়া কোন সমাধান নয়। থেকে ফিরিয়ে আনাটাই আসল কথা।
আপনার যাওয়া অন্যদেরকেউ প্রভাবিত করবে, এটা কি চান?
২৮ শে মে, ২০১৩ রাত ১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
না না না কোন ক্রমেই চাই না। দরকার পরলে সামুর এক কোনে পরে থাকব তবু চাইনা আমার কারনে যেন কেউ চলে যাক। আমিত শুধু অপূর্ণ ভাইকে ফিরে পেতে এভাবে পোস্ট দিয়েছি হয়ত ঠিক হয়নি কিন্তু অন্য কিছু আমার মাথায় আসছিলনা। হয়ত সবাই মিলে চেষ্টা করলে উনাকে আবার ফিরে পেতে পারি আমাদের মাঝে।
৪৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
বেশ কিছু দিন আগে অপূর্ণর সাথে দেখা হয়েছিল, সংক্ষিপ্ত সময়ে সে আমাকে
তার দেশের প্রতি হতাশা আর ব্লগের প্রতি অভিমান প্রকাশ করেছিল, আমি তাকে
ব্লগে গঠনমূলক লেখা নিয়ে আগের মত নিয়মিত হবার অনুরোধও করেছিলাম;
কিন্তু তার অভিমানের ব্যপ্তি যে এত ব্যাপক তা বুঝছি এখন...........
ফোন করেও পাচ্ছিনা বেশ কিছুদিন।
আমি কিন্তু আশাবাদী সে ব্লগে ফিরবেই...................
প্রিয় ব্লগার কান্ডারী অথর্বকে হারাতে চাই না
আপনার এ সিদ্ধান্ত রিচেক করবেন নিশ্চয়ই!!!!!
২৯ শে মে, ২০১৩ রাত ১:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে ভাই নিচে দেখেন ভাইজান ফিরেছে আমার খুসির আজ কোন সীমা নাই
৪৪| ২৯ শে মে, ২০১৩ রাত ১২:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: এই ধরনের পোস্টে মন্তব্য করা যে কত কঠিন তা আজ টের পাচ্ছি । প্রতিউত্তরে কি বলব / লিখব বুঝতে পারছি না । তবে আমার মত অখাদ্য ব্লগারকে (!) মনে রাখা এবং স্মরণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা রইল ভ্রাতা । একই সাথে মন্তব্যের ঘরগুলোতে যারা আমাকে ঋণী করে গেলেন তাদেরকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ।
কারো উপরে কিংবা কোন বিষয়ে রাগ / অভিমান এই জাতীয় কোন ইস্যুতেই ব্লগ থেকে দূরে থাকছি না । মুলত ভার্চুয়াল + রিয়েল , দুটো লাইফেই সবকিছু ছেড়ে ছুঁড়ে সবার থেকে দূরে থাকার চেষ্টা করছি ভ্রাতা । এটা আমার একটা রোগ বলতে পারেন । মাঝে মাঝেই এমন ডুব দেই ।
কবে ফিরে আসবো কিংবা আদৌ আসবো কি না , তা জানিনা ভ্রাতা । আসলেও এই নিকে হয়তো নয় , অন্য কোন নতুন নিকে । তবে চিনে নিতে পারবেন সহজেই আশা করি আপনাদের সবাইকে মিস করি এবং করব । অনেক ভালো মনের মানুষকে পেয়েছি ব্লগে এসে । আপনিও তাদের মধ্যে একজন । ব্লগের কাছে এই কারনে ঋণী । ব্লগ আগের চেয়ে কম পড়া হয় , তাও অফলাইনে ।
আর , ব্লগ ছাড়বেন না ভ্রাতা , প্লীজ । আমার কারনে তো নাই না !!! আমার মতো সবাই ডুব মারা রোগী হলে কি চলবে !! আপনি ভালো লিখেন , চালিয়ে যান , লেখা ছাড়বেন না । নিয়মিতই আপনার লেখা পড়তে পারব আশা করি ।
ভাবীদের ( হি হি হি ! আমার সালাম দিবেন
আর শ্যালিকাদের আমার দিলের তলানী থেকে আদর (!!) ( খিক খিক খিকয ) জানাবেন ।
ভাল থাকবেন , সুস্থ্য থাকবেন সবসময় ।
২৯ শে মে, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
হে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শোকর আদায় করছি। আমার বিশ্বাস ছিল আপনি অবশ্যই অফলাইনে এখনো ব্লগ পড়েন। কারন আপনি যেভাবে সামুকে ভালোবেসে সময় দিতেন সময় দিতেন আমাদেরকে সেই আপনি ডুব দিলেও ব্লগ ঠিকই পড়েন এবং আমার এই পোস্ট আপনার নজর ঠিকই আসবে। এটা ছিল এক ভাইয়ের প্রতি এক ভাইয়ের বিশ্বাস।
ভাইয়া আপনাকে পেয়ে আমি নিজেই আমার ভাষা হারিয়ে ফেলেছি। ভেবেছিলাম অনেক কিছু বলব। কিন্তু এখন কোন কথাই মাথায় আসছেনা।
আপনি আমার অপূর্ণ ভাই আর সেটাই থাকবেন। কিন্তু যদি অন্য কোন নতুন নিকে আসেনও আমি হয়ত আপনাকে ঠিকই চিনে ফেলব আমার বিশ্বাস। ভাই নিক নিয়ে আমার কোন সমস্যা নেই শুধু নিকের পেছনের যে মানুষটিকে আমি ভালোবাসি তাকে পেলেই আমার চলবে।
ভাইয়া আপনাকে যখন পেয়েছি পরম শ্রদ্ধা রেখে বলছি আপনি পাশে থাকলে আর ব্লগ ছাড়ার প্রশ্নই আসেনা। আসুন দুই ভাইতে মিলে আবার সেই আগের মতন ব্লগিং শুরু করে দেই হোক সেটা আপনার অন্য কোন নিকে।
ভাইয়া আপনি বার বার বলেন যে আপনার লেখার মান ভাল না আমি এই ব্যাপারে খুবি দুঃখের সাথে বলতে চাই আপনার বিনয় সেটা কিন্তু আমার কাছে আপনার লেখনি অনেক উঁচু মানের। সে যাই হোক আপনাকে ফিরে পেয়েছি আমার আর কিছু চাওয়ার নেই। আপনি যেমন আমার লেখা নিয়মিত পড়বেন আমিও তেমনি আপনার লেখা নিয়মিত পড়ব।
ভাবীদের সালাম দিব আর শ্যালিকাদের আপনার জন্য উৎসর্গ যদিও আমার কোন শ্যালিকা নেই তবু ভাই বোলে কথা
ভাইয়া জীবনে অনেক কিছু ঘটে এবং ঘটবে তাই বোলে কিছু কথা ভাইদের সাথে শেয়ার করতে হয়। শুধু নিজের কথাই ভাবলেন কিন্তু ভাই হিসেবে আমাদের কিছু দাবী থাকতে পারে তবে সেটা কিছু চাওয়া পাওয়া নয় শুধু সম্পর্ক ধরে রাখা। একবারে ডুব দিলে তখন দুঃখের সীমা থাকেনা। আপনি ব্লগিং করেন আর নাই করেন কিন্তু যোগাযোগ রাখবেন আশা করি।
সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকুন জীবনের প্রতিটি চলার পথে ও অবশ্যই প্রিয় কারো হাতে হাত রেখে।
আই লাভ ইউ এন্ড আই মিস ইউ ভ্রাতা
৪৫| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:০৬
আমিনুর রহমান বলেছেন:
স্বাগতম অপূর্ণ
আজকে সন্ধ্যায় আমার তরফ থেকে পার্টি ১০ নম্বরে
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমাকে না নিয়েই যান আপনি পচা
৪৬| ২৯ শে মে, ২০১৩ সকাল ১১:১৭
অপূর্ণ রায়হান বলেছেন: ১০ নাম্বারে কুতায় ??!!!!! হাহাহাহাহা
আমিনুর ভাই খাইছে ধরা এইবার আইতাছি , খারান
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমিনুর ভাই আমারে কইল না দেখছেন ?
৪৭| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:২১
মহামহোপাধ্যায় বলেছেন: অপূর্ন ভাই আইছে !! ইয়া...হু !!
চমৎকার একটা কাজ করেছেন ভাইয়া। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই। অপূর্ন ভাই ব্লগ কতোটা জমিয়ে রেখেছিলেন তা আমি নিজে দেখেছি। ধন্যবাদ দিয়ে আপনাকে খাটো করবনা। আপনার জন্য অনেক শুভকামনা থাকল।
@ অপূর্ন ভাইঃ ভাইয়া আপনার গল্পগুলোরে খুব মিস করি। আবার নিয়মিত হন সেই কামনা করি। আপনার প্লিজ লাগে ভাই !! নিয়মিত হন।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আমি নিজে যে কি পরিমান খুসি হয়েছি বোলে বোঝান যাবেনা।
৪৮| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:০১
আমিনুর রহমান বলেছেন:
অপূর্ণ, মিরপুর ১০ গোলচক্করে এসে আমারে একটা ফোন দিও
তোমার নাম্বারে ফোন দিলে ম্যাসেজ দিতে বলছে। আমারে একটা এসএমএস বা ফোন দিয়ো।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমারে দিবেন না ফোন ?
৪৯| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: @আমিনুর ভাই , অক্কে আসলে ফোন দিবানে মানিব্যাগ সামলাইয়া রাইখেন , নিজে সেই রকম না খাইতে পারলে লাগলে খাদক ভাড়া কইরা নিয়া আসুম
@ মহামহোপাধ্যায় , ভ্রাতা আপনাদের সবাইকেই মিস করি । কেন যেন সবকিছু থেকে একটু দূরে থাকতে ইচ্ছে করছে । একটু গুছিয়ে নেই , এই নিকে না হয় অন্য কোন নিকে ফিরে আসবো আশাকরি ।
ভালো থাকবেন সবসময়
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি কই ভাই তাইলে ?
৫০| ৩০ শে মে, ২০১৩ রাত ১১:৫৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: অপূর্ণ নিঃসন্দেহে একজন ভাল ব্লগার ,ওনার অভাব পুরন হওয়ার নয়। কিন্তু আপনাকে অনুরধ করব নিজেও দূরে সরে যাবেন না। আপনি থাকুন, আশা করি সব সমস্যা কাটিয়ে অপূর্ণ ভাই নিজেও ফিরে আসবেন।
০১ লা জুন, ২০১৩ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার আর চলে যাওয়ার প্রশ্নই নেই কোন ভাই ফিরে এসেছে ।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৩ রাত ১১:২৫
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অপূর্ণদা অবশ্যই বেস্ট ব্লগার।
আশা করি তিনি ফিরে আসবেন
তবে আপনিও পছন্দের একজন ব্লগার
আপনি অফ যাইয়েন না প্লিজ লাগে