![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
আত্মহত্যার সময় লিখে যাওয়া একজন প্রেমিকের ডায়েরীর পাতা হতে জীবনের শেষ কিছু ব্যাঞ্জনা.......
মানুষের সাথে মানুষের সম্পর্ক চিরস্থায়ী নয়। যে মানুষটি পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে অবশ্যই মৃত্যুর সাদ কখনও না কখনও গ্রহন করতেই হবে। এটাই পৃথিবীর অমোঘ নিয়ম। জন্ম হতে জন্মান্তর বলে যদি কিছু থেকে থাকে তাহলে হয়ত মিলন হতে পারে। কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা রয়ে যায় মানুষের হৃদয়ে চিরদিনের জন্য। সব ভালোবাসা পূর্ণতা পায়না। আর পূর্ণতা পেতেই হবে এমন কোন শর্ত নেই। আবার কারও কারও ভালোবাসা নিঃস্বার্থ হয় আর কারও ভালোবাসা খুঁজে পেতে চায় মিলন নামক শেষ পরিনতি। ভালোবাসাকে সংজ্ঞায়িত করা অনেক সময়ই সম্ভবপর নয়। তবে আমি জানি তুমি জানবে তোমার প্রতি আমার ভালোবাসা কখনও মিথ্যে ছিলোনা। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমিও আমাকে তোমার কাছে আসার সেই সুযোগ করে দিয়েছো। দিয়েছো তোমাকে একটু ছুঁয়ে দেখার উদারতা। তোমার সাথে কত সময় ধরেই না বসে থেকেছি তীর ভাঙ্গা সেই নদীটির পাশে। বুনো কাশফুলগুলো কত যত্নেই না দুজনা হাতে তুলে নিয়েছি। কত বেলা পার হয়ে যেত দুজন দুজনার চোখে অপলক তাকিয়ে থেকে। তারপর গোধূলি সন্ধির নৃত্যে দুজনা উন্মুখ হয়ে রইতাম রাত পোহাবো বলে। কখনও গরম চায়ে চুমুক দিয়েই চায়ের গুনাগুন নিয়ে দুজনার মাঝে বাকবিতন্ডতা বেঁধে যেতো কখনওবা আইসক্রিম খেয়ে দুজনা হোতাম হেসে কুটুকুটু। সেই সব এখন শুধুই স্বপ্ন হয়ে রইবে। ভালোবেসেছি বলে যে তোমার কাছে প্রতিদান চাইব তেমনটা কিন্তু নয়। কিংবা আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাস যেমনটা আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক অনেক বেশি। আমার মতো একজন বেকার মানুষের জীবনে তোমাকে সাথী হিসেবে পেতেই হবে কিংবা তোমাকে আসতে হবে ভেবে যদি আমি জেদ করি তবে আমি হবো স্বার্থপর। আমি বলছিনা তোমাকেও স্বার্থপর হতে হবে। তোমার একটি জীবন আছে। সেই জীবন অনিশ্চয়তায় ছেড়ে দাও আমি সেটা চাইনা। কিংবা আমার জীবনকে নতুন রঙে রাঙিয়ে দাও সেটাও আমি চাই না। তুমি যে সিদ্ধান্ত নিয়েছো তাকে আমি সন্মান করি। নাইবা হলো আমাদের মিলন। তুমি যাকে সঙ্গী করছো তাকে নিয়ে সুখি হবে শুধু এইটুকু দোয়া করি। তোমার হৃদয়ে আমার প্রতি ভালোবাসা না থাকুক সেটাই তোমার জন্য মঙ্গল জনক। শুধু আমি নিজেকে সান্তনা দিয়ে যাবো আজীবন আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমার ভালোবাসা তোমার এই চলে যাওয়াতেই পূর্ণতা পেয়েছে। কিংবা বলতে পারো আমি তোমার জীবনটাকে ঘোলা না করে তোমার জীবন থেকে দূরে চলে আসার সিদ্ধান্ত নিয়ে তোমাকে দিলাম সুখি হবার পূর্ণতা। সব ভালোবাসার পূর্ণতা মিলনে না হলেও দূরে থেকেই অমর হয়। শুধু বলবো তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়া, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থেকো জীবনের প্রতিটি চলার পথে।
দেহের ভেতর যে প্লাবনধারা, তোমরা তাকে রক্ত বলো;
আমি বলি তাকে বেঁচে থাকার যাতনা।
অলিন্দ সহাস্যে উচ্চারণ করে চলে,
কল্যাণী তোমার বুকের ভেতর
আমার এপিটাফ চাই।
ডিম্বাশয়ে জন্ম নেয়া নবজাতক ভ্রুনের মতো
একজন আগুন্তক চায় শহরের রোদেলা।
ফোয়ারাগুলো উচ্ছ্বাসিত শ্লোকে বলে,
কাঁচের দেয়ালে কৃষ্ণার বাসরের
পঞ্চপাণ্ডব বর চাই।
ব্যাক্তিগত পাণ্ডুলিপিতে আমরা জীবিত থাকি,
ক্ষুদ্র ক্ষুদ্র বিষাদে হতাশার পোট্রেট আঁকি,
শরীরের কোষগুলো আর্তনাদ করে ওঠে;
ঘুমের মতো শান্তি চায় বলে তারা,
আজো গোধূলি নিঃসরণ করে
তার সন্ধি বিচ্ছেদ।
সীমানার বক্ষবন্ধনীর মাঝে যতনে লালিত স্বপ্ন,
স্বাধীনচেতা এলো কেশে গাঁথা ঝিনুক রত্ন,
কচুপাতায় শিশিরের মৃত্যু লুকায়ে যতনে;
খোঁজে দীর্ঘ উপন্যাসের সমাপ্তির তাড়া।
তব অব্যয়! বুড়ো সূর্য ঘুমাবে কবে,
কোন দ্রাঘীমায়?
আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরোজায়
ছুয়ে কান্নার রঙ
ছুয়ে জোছনার ছায়া ! .......
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
হ্যাঁ মৃত্যুই যা আমাকে দিবে সুখের চিরনিদ্রা।
ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।
২| ০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৯
কয়েস সামী বলেছেন: +++
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় কয়েস সামী, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লাগলো কান্ডারী ভাই ।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বিদায়ের ভাষা অনেক সময় বোধগম্য নয়; মৃত্যুই এনে দিতে পারে সেই ভাষা; লেখা হতে পারে এমন এপিটাফ। হয়ত আর ফেরা হবে না জেনেই না ফেরার পথে যাত্রা........
ধন্যবাদ প্রিয় মাননীয় মন্ত্রী মহোদয়, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থেকো জীবনের প্রতিটি চলার পথে।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
সুমন কর বলেছেন: আপনিও দেখি, আমার মতো কিছুটা বিষাদে ভরপুর! আসলে আমরা মাঝে মাঝে খুব অসহায় এবং একা! ভাল লাগল।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
বাগানে অনেক যত্নে সাজানো ফুলগুলো হয়ত অযত্নে পরে রইবে। সেখানে হয়ত আর কেউ আমার মতো করে যত্ন নেবেনা হয়তবা আমার চেয়েও অনেক বেশি যত্ন নেবে। তবু চলে যেতে হবে এটাই নিয়ম। তবে চাইনা সকলের জীবন একই রকম হোক। আচ্ছা আমাদের লেখাগুলো নিশ্চয় বাগানের ফুলের মতই তাই না....
ধন্যবাদ প্রিয় সুমন কর, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
রসায়ন বলেছেন: ভালো ।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
হয়তবা.....
ধন্যবাদ প্রিয় রসায়ন, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।
৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট কিন্তু পোষ্টের কনটেন্ট আমার রাডার এন্টেনায় ধরল না।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
এই পোষ্ট রাডার নয় হৃদয় দিয়ে অনুভব করতে হবে। বিদায় লগ্নের ভাষা হয়ত প্রিয় কিছুর জন্য এমনই হয়ে থাকে। জাস্ট সিমুলেশন হিসেবে ধরে নেয়া যেতে পারে।
ধন্যবাদ প্রিয় স্নিগ্ধ শোভন, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকিস জীবনের প্রতিটি চলার পথে।
৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
হৃদয় দিয়ে ধরা সম্ভব না হওয়াতেই রাডার লাগাইছি।
কিন্তু কমেন্ট এর রিপ্লাই দেখে কিছুটা আনইজি ফিল করতেছি।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
যোজন যোজন দূরে আমি কোন এক পথহারা পথিকের বেশে খুঁজে ফিরব অতীতের সকল ব্যাঞ্জনা। আমাকেও একদিন চলে যেতে হবে, চলে যেতে হয় বলেই এভাবে নিয়তির অন্ধকারে। তবে সব চলে যাওয়া যে নারী প্রেম সেটা ভাবা ঠিক নয়। যে কোন কিছু যা সৃষ্টি করে তাকে নারী রূপে ধরে নেয়া যেতেই পারে।
চলে যাওয়া মানেই প্রস্থান নয় ভালোবাসা রয়ে যায় অমর হয়ে।
৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
কমেন্টের রিপ্লাইও রাডারে আসতেছেনা। এত জটিল কথাবার্তা বলতেছেন কেন ভ্রাতা।
*এখনে জটিলের মানে সুন্দর ভাবলে হবে না এখানে জটিল মানে জটিল বুঝান হয়েছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রেমিকার কাছ থেকে প্রেমিকের বিদায়ের ভাষা এমনই হয়। সেখানে ভাগ্যদেবী যিনি, তার কাছ থেকে বিদায় নিলে জটিল কিছু আধ্মাতিকতা মূলক ভাষা ব্যবহার করবে একজন পুরোহিত এমনটা ভেবেই রিপ্লাই দিলাম। যে প্রেমিক মারা গেছে তার হয়ে রিপ্লাই দেয়া অনেক কষ্টের একটি কাজ। এটা করতে যেয়েই হয়ত কিছুটা জটিলতা হচ্ছে।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৭
এহসান সাবির বলেছেন: কনফিইজড..........!!!
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
অপেক্ষা করুন কনফিউশন দূর হয়ে যাবে সময় যত এগুবে। আজ হতে শত বর্ষ পরে হয়ত একজন প্রেমিকের ব্যাঞ্জনা বুঝতে পারবেন ভাগ্যদেবী। আমি রইব না সেইদিন যখন পরবে না মোর পায়ের চিহ্ন এই বাটে....
This is the end
Beautiful friend
This is the end
My only friend, the end
Of our elaborate plans, the end
Of everything that stands, the end
No safety or surprise, the end
I'll never look into your eyes...again
Can you picture what will be
So limitless and free
Desperately in need...of some...stranger's hand
In a...desperate land
Lost in a Roman...wilderness of pain
And all the children are insane
All the children are insane
Waiting for the summer rain, yeah
There's danger on the edge of town
Ride the King's highway, baby
Weird scenes inside the gold mine
Ride the highway west, baby
Ride the snake, ride the snake
To the lake, the ancient lake, baby
The snake is long, seven miles
Ride the snake...he's old, and his skin is cold
The west is the best
The west is the best
Get here, and we'll do the rest
The blue bus is callin' us
The blue bus is callin' us
Driver, where you taken' us
The killer awoke before dawn, he put his boots on
He took a face from the ancient gallery
And he walked on down the hall
He went into the room where his sister lived, and...then he
Paid a visit to his brother, and then he
He walked on down the hall, and
And he came to a door...and he looked inside
Father, yes son, I want to kill you
Mother...I want to...WAAAAAA
C'mon baby,--------- No "take a chance with us"
C'mon baby, take a chance with us
C'mon baby, take a chance with us
And meet me at the back of the blue bus
Doin' a blue rock
On a blue bus
Doin' a blue rock
C'mon, yeah
Kill, kill, kill, kill, kill, kill
This is the end
Beautiful friend
This is the end
My only friend, the end
It hurts to set you free
But you'll never follow me
The end of laughter and soft lies
The end of nights we tried to die
This is the end
ধন্যবাদ প্রিয় এহসান সাবির, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:২২
এহসান সাবির বলেছেন: আপনাকেও শুভেচ্ছা শুভকামনা..........
আমি যা বুঝতেছি সেটা যেন ট্রু না হয়....
আমার শুভকামনা যেন সত্যিই শুভ হয়।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি জানিনা আপনি কি বুঝেছেন তবে যাই বুঝেছেন ট্রু হবে কিছু একটা এটা নিশ্চিত।
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৯
মামুন রশিদ বলেছেন: ব্যাক্তিগত পাণ্ডুলিপিতে আমরা জীবিত থাকি,
ক্ষুদ্র ক্ষুদ্র বিষাদে হতাশার পোট্রেট আঁকি,
শরীরের কোষগুলো আর্তনাদ করে ওঠে;
ঘুমের মতো শান্তি চায় বলে তারা,
আজো গোধূলি নিঃসরণ করে
তার সন্ধি বিচ্ছেদ।
মৃত্যু অমোঘ । তবু আমরা মৃত্যু ভাবনা এড়িয়ে যেতে চাই । ভালো লেগেছে আপনার চমৎকার মৃত্যু দর্শন ।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই দীর্ঘ পথ আপনাকে পাশে পেয়েছি। সেগুলো স্মৃতি হয়ে থাকবে কিনা মৃত্যুর পর বলতে পারছিনা। তবে চাইব যেন থাকে চিরকাল।
ধন্যবাদ প্রিয় মামুন রশিদ, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।
১২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
মাসুম আহমদ ১৪ বলেছেন: কবি বলেছেন - ভালোবাসা মিলনে মলিন হয়, আর বিরহে উজ্জল ! সুতারাং এভাবে দুরে চলে গেলে চলবে না, বিরহকে ভালবাসার উজ্জলতা হিসাবে মেনে নিয়া এগিয়ে যেতে হবে!
লেখায় মাঝে বিষন্নতা আছে। ভালো লাগছে
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মাসুম ভাই লালন বলেছেন বাড়ির পাশে আরশি নগর সেথায় আমার পড়শি বসত করে
ধন্যবাদ প্রিয় মাসুম আহমদ ১৪, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।
১৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: বিষাদ এত সুন্দর হয় ! তারপরও বিষাদ মানেই দীর্ঘশ্বাস !
সারাক্ষণ মরে যাবার কথা বলবি না তো ! থাপ্পড় খাবি ! মরার সময় হইলে বলিস ! অসহ্য !
০৭ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
কিছু বিষাদ আসলেই সুন্দর হয়। চলে যাওয়াতেই সুখ লাভ হয়।
ধন্যবাদ প্রিয় সাবরিনা সিরাজী তিতির, শুভেচ্ছা ও শুভকামনা রইল নিরন্তর, ভাল থাকুন জীবনের প্রতিটি চলার পথে।
১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৭
মৃন্ময় বলেছেন: কল্যাণী তোমার বুকের ভেতর
আমার এপিটাফ চাই.....।
অনেক ভালো লাগল,
ভালো থাকুন সবসময়।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আগে বলেন এতদিন কোথায় ছিলেন ? তারপর আপনার সাথে অন্যকথা হবে।
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২৪
সায়েম মুন বলেছেন: বিষাদময়!
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
সায়েম ভাই আর বইলেননা ভাই ভাবছিলাম গল্পের এই কাল্পনিক চরিত্রের মতো করে রিপ্লাই দিব কিন্তু অনেক ডিফিকাল্ট একটা ব্যাপার গল্পের চরিত্রকে নিজের মধ্যে ধারন করা। তবে দেশের সামগ্রিক অবস্থায় নিজেও কিছুটা এলোমেলো হয়ে গেছি তাই বিষাদ আমাকেও কিছুটা ভর করেছে।
১৬| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
সোজা কথা বলেছেন: প্রেমিকার চলে যাওয়াতেই যেন সত্যিকারের পরিপূর্ণ ভালবাসা ফুটে উঠে।আমার মনে হয় বিচ্ছেদেই বোঝা যায় তার প্রতি টান কতটুকু আছে।
সুন্দর লিখেছেন ভাই।ভালো লাগল
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিক বলেছেন ভাই বিচ্ছেদেই ভালোবাসার মর্ম বোঝা যায় নতুবা দেখেন মিলনের পরেও সব কিছু কেমন যেন বিষাদ বিষাদ বলে মনে হয় মাঝে মাঝে।
১৭| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৪
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পিলাচ আর পিলাচ!
০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
জুলিয়ান ভাই সত্যি এত্তগুলা প্লাস পেয়ে ভীষণ খুশি হলাম।
১৮| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
আদনান শাহ্িরয়ার বলেছেন: ব্যাক্তিগত পাণ্ডুলিপিতে আমরা জীবিত থাকি,
ক্ষুদ্র ক্ষুদ্র বিষাদে হতাশার পোট্রেট আঁকি,
শরীরের কোষগুলো আর্তনাদ করে ওঠে;
ঘুমের মতো শান্তি চায় বলে তারা,
আজো গোধূলি নিঃসরণ করে
তার সন্ধি বিচ্ছেদ
+++
শুভেচ্ছা ।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আদনান ভাই। ভাল থাকুন জীবনের প্রতিটা সময়।
১৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
স্বপ্নবাজ অভি বলেছেন: কি আর করার ! বিষাদেই ভালো লাগা !
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
এত বিষাদ আর ভাল লাগেনারে অভি।
২০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১১
ত্রিভকাল বলেছেন: দেখুন ভাইজান, আপনার প্রতিটি কমেন্টে রিপ্লাই আমার কাছে ভালো ঠেকছে না। আমিও কিন্তু প্রেম করেছিলাম, ৭ বছর দুজন দুজনের ছিলাম, ও আমার থেকে ২ বছরের বড় ছিলো, আর আমি ছোটো ছিলাম, আমি ছিলাম মুসলমান আর ও হিন্দু... তারপর একদিন ওকে চলে যেতে বাধ্য করা হলো আর আমি রয়ে গেলাম। আমি আমার বাম হাতের রগ কেটে সুইসাইডও করার চেষ্টা করেছিলা্ম। সফল হইনি।
ভাইজান বিশ্বাস করেন, জীবণটা অনেক সুন্দর। আপনার জন্য হাজার হাজার বই অপেক্ষা করছে, আপনার জন্য শত শত দেখার মতো মুভি অপেক্ষা করছে, আর অপেক্ষার করছে শত শত গান। আমি জানি না আপনি সত্যিই কি সিদ্ধান্ত নিয়েছেন। যদি খারাপ মনে করেন আপনি আর পারছেন না। তাহলে বলবো আপনার চাইতেও খারাপ অবস্থায় অনেকে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমান খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে অনেকে। হাল ধরে রাখাটাই বড় বিষয় ভাইজান, শেষ পর্যন্ত ধরে রাখুন।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় ভাই আমার আসলে গল্পটি ঠিক আমার নয় তবে একেবারেই বাস্তব থেকে নেয়া একটি গল্প। আমিও আপনার সাথে সহমত জানিয়ে বলতে চাই হাল ধরে রাখাটাই বড় বিষয় ভাইজান, শেষ পর্যন্ত ধরে রাখতে হয়।
২১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১২
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভাগ্যিস আমার নিজের নামেই আছি আপনি কি বৃশ্চিক আপু না ভাইয়া ?
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
মন্তব্যটি ঠিক আমার বোধ গম্য হলনা। :-& :-& :-&
২২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ধুর ! আগের মন্তব্য ডিলিট দিস তো । ওইটা এই পুষ্টের না
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
২৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
তিতিপু!!!
হাসতে হাসতে শেষ আমি ... হা হা হা হা !!!
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
২৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
অশ্রু কারিগড় বলেছেন: লেখক মাত্রই একা, বিষণ্ণ ও বোরিং । ভাল লাগা রইল
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাইয়া আমি আপনার কথার সাথে শতভাগ সহমত।
২৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমি সম্ভবত একটা গল্প খুঁজে পেলাম। ভাল লিখেছেন কান্ডারি ভাই।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নাজিম ভাই গল্প লিখে আমাকে জানাবেন আমি প্রথম মন্তব্য করতে চাই কিন্তু।
২৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২০
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: @তোমার গল্পের মৃত রাজকন্যা , থাবড়া খাবি। তোর সাথে বাঁদরামি করতে যেয়ে আমি এক জায়গার কমেন্ট আর এক জায়গায় দিছি । ফাজিল মাইয়া !
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালত, ভালনা
২৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৮
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:
হি হি হি হা হা হা ...
ছো ছরি আপুজী ... !!!
রাগ করো নাই তো??
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আচ্ছা, আচ্ছা এই তাহলে ঘটনা
২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
অদৃশ্য বলেছেন:
খুব সুন্দর কান্ডারী ভাই... খুব সুন্দর প্রকাশ...
শুভকামনা...
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ প্রিয় অদৃশ্য। কেমন আছেন ?
২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
বৃশ্চিক রাজ বলেছেন:
বিষাদের প্রতিচ্ছবি।
শুভকামনা থাকল।
মাই ডিয়ার ব্রাদার ভাল থাকতে চেষ্টা করুন।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই আমার ব্লগে স্বাগতম। ভাল থাকুন।
৩০| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০
একজন আরমান বলেছেন:
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
তোর আবার কি হইল ?
৩১| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:০২
মোঃ ইসহাক খান বলেছেন: বিচ্ছেদ, বিষাদ, মৃত্যু - সবসময় লেখার মত বিষয়। কখনো পুরনো হয় না।
শুভেচ্ছা রইলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ বলেছেন ইসহাক ভাই। সত্যি তাই এগুলোত জীবনের চরম সত্য কিছু বিষয়।
৩২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
তাসজিদ বলেছেন: আমরা মানতে চাই আর না চাই মৃত্যু আমাদের ফাইনাল ডেস্টিনি। No one can escape
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
কান্ডারি অথর্ব বলেছেন:
মৃত্যুর মাঝেই পরম শান্তি।
৩৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৫
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: @ তোমার গল্পের মৃত রাজকন্যা , তোর উপর রাগ করতে পারি না তো ! :#>
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কীরে ভাই শান্তি মতন মরতেও দিবেনা নাকি
৩৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০০
অপ্রচলিত বলেছেন: দারুণ হয়েছে। কবিতার শেষ প্যারাটি অসাধারণ ছিল।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ভীষণ খুশি হলাম। ভাল থাকুন জীবনের প্রতিটা মুহূর্তে।
৩৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
লাবনী আক্তার বলেছেন: তবে আমি জানি তুমি জানবে তোমার প্রতি আমার ভালোবাসা কখনও মিথ্যে ছিলোনা। আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে ভীষণ ভালোবাসি।
খুব ভালো লাগল কথাগুলো।
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক দিন পর রিপ্লাই দিতে পেরে আমারও ভীষণ ভাল লাগছে আপু।
৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩
অস্পিসাস প্রেইস বলেছেন:
"অপ্রচলিত বলেছেন: দারুণ হয়েছে। কবিতার শেষ প্যারাটি অসাধারণ ছিল।"
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
এটা কি ভাই ? আপনার কি কিছুই বলার নেই ?
৩৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৭
মেহেরুন বলেছেন: বিষাদ মাখা ভালো লাগা কাণ্ডারি ভাই। কেমন আছেন?
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
বিষাদ ময় জীবন নিয়ে বেঁচে থাকাটা অনুভব করছি। আপনি কেমন আছেন ?
৩৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০১
সেলিম আনোয়ার বলেছেন: আমি তোমাকেই বলে দেব
কী যে একা দীর্ঘ রাত
আমি হেটে গেছি বিরান পথে
আমি তোমাকেই বলে দেব
সেই ভুলে ভরা গল্প
কড়া নেড়ে গেছি ভুল দরোজায়
ছুয়ে কান্নার রঙ
ছুয়ে জোছনার ছায়া ! .....
গানটা দারুন প্রিয় আমার।
ভাগ্যদেবী ভাল লেগেছে। ভাগ্যদেবীর অপেক্ষায় ।
২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
সেলিম ভাই ভাগ্যদেবীর অপেক্ষা না করাটাই বুঝি ভালো।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
ঢাকাবাসী বলেছেন: মৃত্যু আপনার ভাবনাতে সর্বদা! ভাল লাগল।