নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূণ্যতা থেকে শূণ্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

আমি আঁধারে তামাশায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙ্গলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে।

কান্ডারি অথর্ব

আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।

কান্ডারি অথর্ব › বিস্তারিত পোস্টঃ

মা গো ভাবনা কেন ?

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২









ধন্যবাদ দিয়ে মোটেও ছোট করতে চাইনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে। অন্ততপক্ষে আমাদের মত কিছু তরুণদের বীরত্ব দেখানোর সুযোগ করে দিয়েছেন। হাজার কোটি টাকা সম্প্রদান কারকে দান করে কিছু বিত্তবানদের বিত্তশালীতে পরিনত করলেও দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষগুলো রয়ে যায় চিরকাল দারিদ্রসীমার নিচে। তাইত প্রতি বছর শীত এলেই প্রয়োজন হয় দরিদ্র মানুষগুলোর মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল করা। আর সেই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল করে আমরা কতিপয় তরুনেরা শান্তির ঢেঁকুর তুলি। মানবসেবা কিংবা দেশপ্রেমের চেতনা জাগ্রত হয় আমাদের মাঝে কিংবা এর মাঝে আনন্দদায়ক সময়ক্ষেপন কিংবা বিনোদন মূলক অবসর যাপনের উৎসব খুঁজে ফিরি অথচ ভবিষ্যতে দারিদ্রতা বিমোচন করে এই সমস্যার কোন স্থায়ী সমাধান বের করার চিন্তাও করিনা। বরং পরের বছর আরও দুর্দান্ত ভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল করার পরিকল্পনা করি। কিংবা এনজিও টাইপ সংস্থা খুলে ফেললেও মন্দ হয়না। সরকারকে অবশ্যই সাধুবাদ জানাই আমাদের মাঝে এমন প্রত্যয় স্থাপন করে দেয়ার সুযোগ করে দেয়ার জন্য। গল্পের মাঝেও অনেক গল্প থাকে এটা সত্য। হ্যাঁ আমরা প্রায় তেত্রিশ ঘন্টা খোলা ট্রাকে করে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রচণ্ড শীতের মাঝেও অমানবিক ভ্রমণ শেষে নানা ঘাত প্রতিঘাত অতিক্রম করে কিছু শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দান করে এসেছি কিন্তু এতে করে আমি আমাদের কাউকে ছোট করে না দেখলেও শুধু এতটুকু বলতে চাই যে এর মাঝে বীরত্ব প্রকাশ করার কিছু নেই। বরং কোন স্থায়ী সমাধান খোঁজার আহবান করছি যেহেতু সরকার আমাদের সেই মহৎ সুযোগ করে দিয়েছেন। এই মুহূর্তে একটি বিখ্যাত দেশাত্মবোধক গানের কিছু কথা ভীষণ মনে পরছে।







মা গো ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে

তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।

আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না

আমরা পাঁজর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।

আমরা পরাজয় মানবো না দর্বলতায় বাঁচতে শুধু জানবো না

আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।

আমরা অপমান সইবো না ভীরুর মত ঘরের কোনে রইবো না

আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি

তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।








ট্রাক থেকে শীতবস্ত্র ভর্তি বস্তা নিয়ে যাওয়া হচ্ছে নারী, পুরুষ ও বয়স ভেদে পৃথক করার জন্য







































উৎসুক শিশুদের মাঝে শীতকে জয় করার আনন্দ







যে বিদ্যালয় প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল হলো











শান্তির বসত গড়ার প্রচেষ্টায়







২০১৪ সালে এসেও যেখানে গাভীর খাঁটি দুধের চা পাওয়া যায় মাত্র তিন টাকায়







একটি মাত্র কম্বলের প্রতীক্ষায় শীতার্ত শিশুদের মাঝে উৎকণ্ঠতা















মা বলেছেন অপেক্ষা করতে শহর থেকে বাবুরা কম্বল এনেছেন












কম্বল নয় যেন বেঁচে থাকার শেষ ভরসা পেয়েছেন এমন কিছু অভাগী মানুষের হাসিমাখা মুখ



























মৃত্যুর দরজায় অপেক্ষারত একজন যার কিনা একটি মাত্র কম্বল পেলেই শীতার্ত এই জীবনের একমাত্র সম্বল হবে ভেবে নীরব প্রতীক্ষা































মা বলেছেন এভাবে ক্যামেরার সামনে দাঁড়াতে কারন বাবুরা শহর থেকে ওদের জন্য কম্বল আর কিছু শীতের জন্য জামা এনে দিয়েছেন তাই এই যমজ দুই ভাই দাঁড়িয়েছে। এই ছবিটি তোলার সময় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি।







সবশেষে আমার শুধুই মনে হয়েছে জীবন যেন এই বাঁশঝারের মতই শুধু মোথা আর মোথা







তবে ব্লগার মোস্তফা কামাল পলাশ ভাইকে এবং তার পরিবারকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা যাদের আপ্রাণ প্রচেষ্টায় খেটে খাওয়া নিপীড়িত মানুষগুলো দুই চোখে বেঁচে থাকার স্বপ্ন দেখে। সেই সাথে কৃতজ্ঞতা জানাই সকল সহ ব্লগারদের যারা শীতার্ত মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং শ্রদ্ধাপূর্ণ সালাম জানাই আমার সকল সহযাত্রীদের প্রতি যাদের জন্য আর কিছু নাহোক অন্তত কিছু মানুষের মুখে হাসি এনে দিতে পেরেছি।



এ সম্পর্কিত পোস্ট সমূহঃ



সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই কানাডা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে ৬২০ টি কম্বল বিতরণ - ব্লগার মোস্তফা কামাল পলাশ



সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম ২০১৩ - ব্লগার একজন আরমান



হিসাবের বিবরণ সামহোয়্যারইন ব্লগের ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম ২০১৩ - ব্লগার স্নিগ্ধ শোভন



সামহোয়্যারইন... ব্লগ এর ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম ১৩ - ব্লগার আমিনুর রহমান



RIDE FOR A SMILE টিম পৌঁছে যাবে আপনার পাশে আপনার কাছে আপনার দরজায় কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য - ব্লগার মাগুর



নীলফামারীর ধোবাডাঙ্গা থেকে বলছি - ব্লগার মাগুর



৫৩ ঘন্টা - ব্লগার একজন আরমান



নীলফামারীর ডায়েরী - ব্লগার স্বপ্নবাজ অভি















মন্তব্য ১০৮ টি রেটিং +৭/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৭

অন্তরন্তর বলেছেন:


আপনারা যারা এই মহৎ কাজে ছিলেন তাদের
সকলের প্রতি শ্রদ্ধা।

আপনার নিক শুধু কাণ্ডারি। এমন মানবতার কাজ যারা
করে তারা অথর্ব নয়। অথর্ব হলাম আমি এবং আমার
মত যারা মানুষের জন্য কিছুই করছে না।

ছবিগুলো দেখে আনন্দাশ্রু ধরে রাখতে পারলাম না।
আজকাল বেশি ইমুশনাল হয়ে পরছি। কাণ্ডারি ভাই
এবং সকলকে আল্লাহ্‌ দীর্ঘজীবী করুক এই দোয়া
করি।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই আমি কোন মহৎ কাজ করিনি। যখন সেখানে উপস্থিত হয়েছিলাম আমার নিজের গায়ের মোটা জ্যাকেট আর চাদরের প্রতি ধিক্কার জানাতে মন চাইছিলো শীতার্ত মানুষগুলোর উদোম শরীরের দিকে তাকিয়ে।

২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৮

দিবা স্বপ্ন বলেছেন: আপনাদের এই কাজের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের পাশে থাকতে পারলে আরো ভাল লাগতো।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ আমাদের না দিয়ে আসুন ধন্যবাদ জানাই আমাদের রাষ্ট্রীয় ব্যাবস্থাকে যারা কোটি কোটি টাকা খরচ করেন এবং যেসব খরচ করে তারা বলেন এ আর এমন কি অথচ স্বাধীনতার এতগুলো বছর পরেও দেশের দরিদ্র মানুষেরা সামান্য কম্বলের প্রতীক্ষায় আজও উন্মুখ হয়ে থাকে।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০১

খেয়া ঘাট বলেছেন: আপনাদের এপথ চলা দীপ্তিমান হোক। রাব্বুল আলামীন আপনাদের দীর্ঘায়ু করুন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:


দীর্ঘায়ু হোক আমাদের রাষ্ট্রীয় ব্যাবস্থা। এই কারনেই কি আমরা স্বাধীন বলে গর্ব বোধ করি ?

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৮

থার্ড-আম্পায়ার বলেছেন: দানের টাকা কি আপনার পকেট থেকে দিয়েছেন?পোস্ট ভালো ছিল আপনার সরকারকে নিয়া চুলকানি অন্য একটা কথা মনে করিয়ে দিচ্ছে।

ভাইজান কি যাকাত বুঝেন?মানুষকে দান খয়রাত বুঝেন?

ইসলাম ধর্মে বলা আছে ডান হাতে দান করবেন বাম হাত যেনো টের না পায়।কি না কি করে ফেলছেন সেটা নিয়া পোস্ট দিয়া পাবলিসিটি করেন ভালো কথা।আজাইরা নিজেরে হেডম ভাবেন কেন?এইসব প্রোগ্রাম না করলে তো আপনার পেটই চলবে না ভাইজান।

এমন ভাবে পোস্ট লিখছেন মনে হয় আপনিই বাংলাদেশের দাতা হাতেমতাই।মানুষকে হেল্প কি এই প্রথম করছেন?ঢাকা শহরে কত মানুষ না খেয়ে থাকে জানেন?

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



নারে ভাই নিজেরে হেডম ভাবব কেন ? হেডম ভাবলে কবেই দেশ থেকে দারিদ্রতা দূর করে ফেলতাম। যাকাত আর শীতার্ত মানুষের পাশে দাঁড়ান যে এক নয় অন্তত এতটুকু জ্ঞান যে আমার আছে এই ব্যাপারে আমি নিশ্চিত। এখন আপনার জ্ঞান একটু ঝালাই করে নেয়ার অনুরোধ রইল। হ্যাঁ ঠিক বলেছেন ডান হাতে দান করে বাম হাতে টের না পাওয়ার কথাটা আমিও জানি কিন্তু কি করব বলুন আপনি যে সরকার ব্যাবস্থার সাফাই গাইছেন তাদের দৃষ্টিগোচর করতে কিছু প্রচার যে না করলেই নয়। নতুবা প্রতিবার শীত এলেই শুরু হয়ে যায় সকলের হেডম দেখানোর দৌড় ঝাপ। স্থায়ী সমাধান করলেত আর এই সমস্যা থাকেনা তাই নয় কি ভাইজান ? মানুষের সাহায্য করার যোগ্যতা থাকলে না ভাই হেল্প করব। হাতেম তাই নই তবে ভাই শহরে যেসব মানুষ না খেয়ে থাকে তাদের জন্য আপনি কতটা করেছেন জানতে মন চায় ।

ধন্যবাদ ভাই। ভালো থাকুন। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ বোঝার হেদায়েত দান করুক, আমিন।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯

দিবা স্বপ্ন বলেছেন: ভাই, রাজনীতিবিদ নামক ভন্ডদের ব্যাপারে কিছু বলার নাই। ওরা তো আছেই আখের গোছাতে। এই সব গরীবদের দিকে নজর দেবার সময় কই তাদের। নিজেদের সমস্যায় নিজেদেরই এগিয়ে আসতে হবে।
অসম্ভব সুন্দর এই মানবিক কাজের জন্য আপনাদের আবারো ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



এই কথাটা আমাদের মাঝে অনেক আম জনতাও বোঝেনা যারা অন্ধের মত রাজনীতিবিদদের অনুসরন করে চলে।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৫

একজন আরমান বলেছেন:
চমৎকার পোষ্ট কিন্তু বয়কটেড !

পোষ্ট লটকিয়ে রাখা হোক !

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৮

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্ট বয়কট করার জন্য ধন্যবাদ কিন্তু লটকিয়ে রেখে এমন শাস্তি না দেয়ার জন্য প্রার্থনা রইল।

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৪

উপপাদ্য বলেছেন: ধন্যবাদ আপনাদের এই মহতী উদ্যোগের জন্য।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ধন্যবাদ প্রিয় উপপাদ্য সব সময় পাশে থাকার জন্য।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৫৯

থার্ড-আম্পায়ার বলেছেন: সরকার কি করছে বা করে নাই আপনার ক্ষুদ্র মস্কিস্কে তা ধরবে না।অন্যদের দানকৃত টাকায় ভালো একটা পিকনিক করে সেটার ফটো দিয়ে পোস্ট দিয়া ভালোই ক্রেডিট নিচ্ছেন।

আপনি ব্যাক্তিগত জীবনে কি করেন?সত্যি করে বলুন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



আমি ব্যাক্তিগত জীবনে কি করি সেটা নিয়ে আপনাকে না ভাবলেও চলবে ভাইজান। বরং আপনার জন্য ভাল হয় আপনি যদি আপনার ব্যাক্তিগত জীবন নিয়ে ভাল থাকার চেষ্টা করেন। আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা ধরেছে আমি তাই লিখেছি কিন্তু আপনার বৃহৎ মস্তিস্ক যে ছবিগুলো দেখেও কোনটা পিকনিক আর কোনটা অন্যের আমানত সঠিক ভাবে পৌঁছে দেয়ার পার্থক্য নির্ণয় করতে পারেনি তা দেখে আফসোস হচ্ছে। এই পোস্ট গুলো দেয়ার অর্থ হচ্ছে মানুষের মাঝে সচেতনতা আর বিবেক বোধ জাগ্রত করার প্রচেষ্টা। পোস্ট দেখে আপনার বিবেক বোধ জাগ্রত হয়েছে বলেই মনে হওয়াতে আমি ধন্য।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৩

থার্ড-আম্পায়ার বলেছেন: ভাই কি ঘুমাইতে গেলেন?নাকি মিটিং এ বিজি?লাভ নাই সমাধান হবে না।যা জিগাইছি জবাব দেন।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:



আপনাদের মত কিছু মানুষ যখন এভাবেই জাগ্রত থাকে তখন সত্যি সমাধান হবেনা। আমি ঘুমাই নাই, আপনার এমন উৎসাহ দেখে ঘুমাতে আর ইচ্ছে করছেনা আর মিটিং হ্যাঁ আপনার সাথে ব্লগে ভালই মিটিং করছি। তা ভাই বাস্তবে একদিন আসুন মিটিং করা যাবে।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৮

থার্ড-আম্পায়ার বলেছেন: আমাদের মত কিছু তরুণদের

আপনি তরুন? :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :-P :P :P =p~ =p~ =p~ ভাই মাথায় চুল আছে মোটে ১০ টা আপনি তরুন?কই যামু এত রাতে? B-))

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৭

কান্ডারি অথর্ব বলেছেন:



ধন্যবাদ আমাকে চিনতে পারার জন্য আর আমাকে যখন চিনেই ফেলেছেন তখন আপনার আসল পরিচয়ে সামনে আসুন মাথার চুল কি কারণে তরুন বয়সেও পড়তে পারে শিখে নেয়া যাবে। এতটুকু সৎ সাহস যদি না থাকে তাহলে আশা করি আপনার উন্নত মস্তিস্কের পরিচয় আর দেবেন না।

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩৭

থার্ড-আম্পায়ার বলেছেন: ওকে আসুমনে ভাই।এখন বলেন কত টাকা কালেক্ট করছেন কেমনে খরচ করছেন?আপনি কি করেন?আপনার সংসার কেমনে চলে?কবে থেকে সমাজসেবা শুরু করছেন?আপনি তো আর কিড না?সামুতে আসার আগে কোথায় কোথায় জনসেবা করছেন?

সামুতে আপনার আগে পার্টি পিকনিক জনসেবা কে করতো তারে কেনো এখন নিলেন না?

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:


সামুতে পার্টি পিকনিক জনসেবা করা কোন হাতেম তাইর কথা বলছেন জানিনা। যদি স্পষ্ট করে বলতেন আপনি সামুতে কোন পার্টি পিকনিক আর জনসেবা করার মানুষটির কথা বলছেন তাহলে উত্তর দেয়া সহজ হত কেন আমরা না জানার পরেও তাকে বাদ দেয়া হলো। তা ভাই যিনি বাদ পড়েছেন উনি কিভাবে কত টাকা কালেক্ট করতেন কিভাবে খরচ করতেন ? উনি কি করেন ? উনার সংসার চলে কিভাবে ? উনি সমাজসেবা শুরু করছেন কবে থেকে ? উনিত আর কিড না ? সামুতে আসার আগে উনি কোথায় কোথায় সমাজসেবা করছেন যদি নাম সহ জানাতেন তাহলে আমার জন্য আপনার প্রশ্নের উত্তর দিতে সহজ হতো। অন্তত একটা রূপ রেখা পাওয়া যেত শ্রদ্ধেয় ওই গুনী মানুষটির কাছ থেকে ?

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:০৬

থার্ড-আম্পায়ার বলেছেন: উনি অনেক হনেস্ট।অনেক কিছু করছে তবে তা নিয়া সামুতে পোস্ট দেয় নাই।আপনার মতো হিটসিকার না।উনি এখনো করে যাচ্ছে।তবে এসব ব্যাবহার করে আপনার বা আপনাদের মত ব্লগারদের মত কারো সাথে লুলামি করে নাই।আপনি বা আপনার গুরু তো বউ রেখে ব্লগারদের সাথে লুলামি করেন।আপনাদের বউরা কি মুর্খ?ব্লগ চিনেনা?আপনারা যে লুলামি করেন জানেনা?

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার উনি যে কি পরিমান অনেস্ট সেটা আপনার মত একজন অশালীন মন্তব্যকারীকে ওকালতির জন্য প্রেরণ করেই প্রমান করে দিয়েছে। আপনার মন্তব্যে মনে হলো আপনাদের ব্যবসায় বিরাট ক্ষতি হয়েগেছে যে কারণে এভাবে মানবিক কাজের উপর ডাস্টবিনের আবর্জনা হয়ে এসেছেন দুর্গন্ধ ছড়াতে। বউ রেখে ব্লগারদের সাথে লুলামী করার জন্য সামুতে অনেক মামু ইতপূর্বে ব্যান হয়ে চলে যেতে বাধ্য হয়েছে এই ইতিহাস সবার জানা রয়েছে শুধু আফসোস রয়ে গেছে ওইসব ইভটিজারদের সঙ্গীসাথীরা। তাই ভবিষ্যতে আমার ব্লগে এসে মন্তব্য করার সময় মনে রাখবেন আমি কোন ইভটিজারদের আমার ব্লগে প্রশ্রয় দেই না।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১২

মোস্তফা কামাল পলাশ বলেছেন:

কাণ্ডারি ভাই, আপনার এই পোষ্ট তো চোখ এড়িয়ে গেছে। আপনার ছবি গুলোতো সব এক্সক্লুসিভ। এই ছবিগুলো তো পূর্বে দেখলাম না।

সকল পোষ্টের লিংক যুক্ত করে দারুণ একটা কাজ করেছেন। আপনার পোষ্ট টা প্রিয়তে নিলাম। আপনার পোষ্ট থেকে সকলের পোষ্টে যাওয়া যাবে।


১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:


পলাশ ভাই আপনাদের গ্রামের মানুষগুলোর প্রতি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। এই দরিদ্র মানুষদের প্রতি আপনার ও আপনার পরিবারের যে মমত্মবোধ দেখেছি তার জন্য দোয়া করি যেন আল্লাহ আপনাদের সবসময় মঙ্গল করেন।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৭

মামুন রশিদ বলেছেন: আমরা পরাজয় মানবো না দর্বলতায় বাঁচতে শুধু জানবো না !


অসাধারণ! আপনাদের এই উদ্যোগ, এই কষ্টকর মহতি কাজে ব্লগার হিসাবে গর্বের জায়গাটা বেড়ে যাচ্ছে ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাইয়া আমার শুধু একটাই চাওয়া এই দেশে ভবিষ্যতে আর কাউকে যেন শীত এলেই শীতবস্ত্র নিয়ে এভাবে ছুটে যেতে নাহয় কোন শীতার্ত মানুষের মাঝে।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩১

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনাদের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ, দিয়ে ছোট করব না। আপনাদের এপথ চলা দীপ্তিমান হোক এ কামনায়।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

কান্ডারি অথর্ব বলেছেন:


বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাক। সূচিত হোক সোনালী দিনের এই প্রত্যাশায় আছি।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৮

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: সংশ্লিষ্ট সবার জন্য শুভকামনা ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


আমরা পরাজয় মানবো না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

সকাল রয় বলেছেন:
অনেক শুভকামনা

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:



শুভকামনা আপনার জন্যেও। সূচনা হোক নতুন দিনের।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

মোঃ ইসহাক খান বলেছেন: মানবসেবার উদ্যোগ সফল এবং নির্বিঘ্ন হোক।

শুভকামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় ইসহাক ভাই আমি একে মানবসেবা বলতে চাইনা। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমরা সবাই ভাই। তাই এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াবে এটাই মানতে চাই।

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১

আমি ইহতিব বলেছেন: অনেক অনেক অভিনন্দন ভাইয়া। পুরো টিমের জন্য শুভকামনা ও শ্রদ্ধা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাদের সাহায্য চির ঋণী করে রাখবে।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

সায়েম মুন বলেছেন: সুন্দর। সুখকর একটা বিষয়। এই শীতে ওদের মুখে কিছুটা হাসি। মানে জগতের হাসি।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রিয় সায়েম ভাই আপনার সাথে একমত হয়ে আমিও বলছি এই শীতে ওদের মুখে কিছুটা হাসি। মানে জগতের হাসি।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৯

HHH বলেছেন: অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানেনা সন্তরণ
কান্ডারী ! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
“হিন্দু না ওরা মুসলিম?” ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী ! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা’র।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান ,
আসিয়া অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান
আজি পরীক্ষা , জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী , ফুলিতেছে জল ,কান্ডারী হুশিয়ার!

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

কান্ডারি অথর্ব বলেছেন:



আমরা যেখানে গিয়েছিলাম ওখানে লক্ষ্য করেছি হিন্দু আর মুসলমানদের মাঝে দারুণ সম্প্রীতি মূলক সহ অবস্থান। আমার ছবি গুলোতেও দেখেবন তার প্রমান। শুধু আমাদের মাঝে কিছু স্বার্থান্বেষী মহল আছে যারা নানা অপবাদ দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দেয়। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

তাসজিদ বলেছেন: পোস্ট কে পর্যাপ্ত গাম দিয়ে ঝুলিয়ে দেয়া হোক।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

কান্ডারি অথর্ব বলেছেন:


প্রিয় তাসজিদ ভাই মানলাম গাম দিয়ে ঝুলিয়ে দেবেন কিন্তু তারপর যদি আর খুলে না আসতে পারি তখন আমাকে উদ্ধার করবে কে ? :||

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

তাসজিদ বলেছেন: থার্ড-আম্পায়ার কে?

আজেবাজে কমেন্ট করে। কান্ডারি ভাই, আপনি একে ব্লক করছেন না কেন?

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১২

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই উনার মন্তব্য প্রমান করছে উনার পরিচয়। ব্লক করছিনা শুধুমাত্র এদের ভন্ডামীর মুখোশ সবার সামনে প্রমান হিসেবে থাকুক এই কারণে।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩১

ইখতামিন বলেছেন:

এমন একটা শুভ উদ্যোগ সফল হওয়াতে খুব ভালো লাগছে।
পোস্ট স্টিকি করা হোক।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

কান্ডারি অথর্ব বলেছেন:



সুপ্রিয় ইখতামিন ভাই থাক ভাই পোস্ট স্টিকি করার প্রয়োজন নেই। শুধু চাই বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাক।

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬

জেরিফ বলেছেন: পোস্ট স্টিকি করা হউক

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:


:|| :|| :|| :|| :|| :|| :||

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৫

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট। সাথে ছবিগুলোও নিরব ভাষায় অনেক কথা বলছে।
সামু যেন সবসময় এ সকল মহৎ কাজের সঙ্গী হতে পারে।!!

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:



সামু সবসময় এমন কাজের সাথে ছিলো, আছে এবং থাকবে বলে বিশ্বাস করি বলেই আমিও সামুর সাথেই আছি সব সময়।

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

বেলা শেষে বলেছেন: Super good works, beautiful decoration of Pictures.

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:


আমরা অপমান সইবো না ভীরুর মত ঘরের কোনে রইবো না

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সংশ্লিষ্ট সকল কে স্যালুট।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাদের সাহায্য চির ঋণী করে রাখল ভাই।

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৭

আলোর পরী বলেছেন: যদিও দানের ক্ষেত্রে নীরবতার নীতি সবচেয়ে ভাল । তবে আপনার পোস্ট থেকে বোঝাই যাচ্ছে সব মানুষের মনের মানবতা অংশুটুকুর জাগরণ চাইছেন আপনারা ।

নিঃসন্দেহে চমৎকার উদ্যোগ । আপনাদের একটু কষ্টে কিছু মানুষের অনেক কষ্টের অবসান হল ।
ধন্যবাদ আপনাদের দিতেই হবে ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬

কান্ডারি অথর্ব বলেছেন:



খুব বেশি কিছু আশা করিনা। শুধু যেদিন দেশ থেকে পুরোপুরি দারিদ্রতা দূর হয়ে যাবে সেদিন বেঁচে না থাকলেও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে থাকবে এতটুকুই চাওয়া।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৮

অনিকেত রহমান বলেছেন: আপনি ও আপনার সাথে যারা এই মহৎ কাজে ছিলেন তাদের
সকলের প্রতি রইল শ্রদ্ধা।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:



শীতার্ত মানুষের পাশে দাঁড়ান কোন গর্ব করার মত কোন কাজ নয় তবে এই নিয়ে স্থায়ী কিছু করতে পারলেই সার্থকতা।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০

সেলিম আনোয়ার বলেছেন: আপনাদের উদ্যোগে প্রাণটা ভরে গেছে। মানবসেবা ইবাদত এতে সন্দেহ নেই। শীতার্ত মানুষের পাশে সবাই এগিয়ে আসুক এই কামনা থাকলো । চমৎকার কর্মকান্ড ও পোস্টের জন্য ধন্যবাদ কান্ডারী অথর্ব।এই কাঝে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ আর লাল সালাম ।

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:


সেলিম ভাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য আপনাকেও লাল সালাম।

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

বটবৃক্ষ~ বলেছেন:




খুব চমতকার করে লিখেছেন ভাইয়া!!

টুইন বাবুগুলোকে দেখে খুব মায়া লাগ্লো আর কষ্ট ও লাগছে!! :(

শেষ বাশঝাড়ের ছবিটার বিশ্লেষন্টাও ভাললেগেছে!!

ভাল থাকবেন।

আমরা হারবো না হারবো না তোমার মাটির একটি কণাও ছাড়বো না
আমরা পাঁজর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।
আমরা পরাজয় মানবো না দর্বলতায় বাঁচতে শুধু জানবো না
আমরা চিরদিনই হাসিমুখে মরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।


খুব বেশি ভাললাগান একটি গান! !

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


তোদের মত মানুষ পাশে আছে বলেই এখনও দেশের মানুষ ভাল থাকার স্বপ্ন দেখে।

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট , কিন্তু বয়কটেড !

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২

কান্ডারি অথর্ব বলেছেন:



পোস্ট বয়কট করার জন্য অসংখ্য ধন্যবাদ অভি ভাইয়া।

৩৪| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট!

এন্ড

গুড জব!

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:



মাসুম ভাই আপনাদের সাহায্য না পেলে হয়ত সম্ভব হতোনা।

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৩

আমি নিন্দুক বলেছেন: গুড জব! স্যালুট সবাইকে।





উরিবাবা! !! কি বিচ্ছিরি গন্ধ রে.. পোস্ট টা গন্ধ গন্ধ করে দিয়েছে...!! ছাগু এবং ছুঁচো এই দুইটার মিলিত গন্ধ! কি উৎকট...!! উরিবাবা!!

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:



কিছু মানুষের কাজই হচ্ছে গন্ধ ছড়ানো। তারা নিজেরা কিছু না করলেও অন্যের পা টেনে ধরবে। আর এই করতে করতেই দেশের বেহাল অবস্থার সৃষ্টি হয়। কিন্তু তারা জানেনা তাদের অপকর্মের দিন শেষ।

৩৬| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭

দুঃখিত বলেছেন: " থার্ড আম্পেয়ার " একটা পিকনিক[/s b] এরেঞ্জ করুন :-
ভেন্যু - নীলফামারী ;
পরিবহন ব্যবস্থা - ২ টনি খোলা ট্রাক ;
সফর সঙ্গী - ১৭ জন ( ড্রাইভার ও তার সহযোগী বাদে )
মালামাল - ১০৩ বস্তা শীত বস্ত্র ( কম্বল দিতে হবে না শুধু গরম কাপড় ক'খানাই আগে ম্যানেজ করেন :-B ) .....


অতঃপর চলেন যাই নীলফামারী । যদি এমন ব্যাবস্থা করতে পারেন তবে ধরে নিবো যে হ্যাঁ তাহারা সকলে চড়ুইভাতি খেতেই নীলফামারী গিয়েছিলেন :D

বিঃদ্রঃ তবে ভাইজান খুব সাবধান ; ফাপরে কাপড় নষ্ট যেন না হয় ! বুঝতেই তো পাড়ছেন এই শীতের দিনে "ওখানে" পানি লাগালে কেমন অবস লাগে দাদা :-&

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৯

কান্ডারি অথর্ব বলেছেন:


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৪

মোস্তফা কামাল পলাশ বলেছেন: ব্লগার @থার্ড আম্পেয়ার,

আমি আপনাকে ৫০ টা কম্বল কিনে দিতে চাই নিজের পকেটের টাকায়। এর পরে আপনাকে ঢাকা থেকে নীলফামারীগামী কোন ট্রাকের উপরে বাইন্ধা দেওয়া হবে। যাতে মাঝপথে সাভার> বাইপাইল> চন্দ্রা> মির্জাপুর> এলেংগা> শেরপুর> বগুড়া> রংপুর> সৈয়দপুর> নীলফামারি নামতে না পারেন, ডাইরেক্ট নীলফামারী জেলার নীলসাগরে গিয়ে বাধন খোলা হবে।

আমি চাই আপনিও এই ব্লগারের মত আপনিও পিকনিক করে আসেন।

রাজি থাকলে মন্তব্য করে জানিয়ে দিন।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

কান্ডারি অথর্ব বলেছেন:



দুর্দান্ত প্রস্তাব পলাশ ভাই।

৩৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

দুঃখিত বলেছেন:
@পলাশ ভাই তা হবে না ; উনাকে ট্রাকে বাইন্ধা দিলে তো উনি পুরো ট্রাক ভাড়া করার হাত থেকে রেহাই পেয়ে যাবে >_< পুরা ট্রাক ভাড়া করতে কতো টাকা লাগে এটা বুঝতে না পারলে তো হবে না । আর সবচেয়ে বড় কথা হলো উনার যাওয়ার দিনে অবরোধ এবং হরতাল দুটোই থাকতে হবে ;)

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


আইডিয়া মন্দ না

৩৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

আমি নিন্দুক বলেছেন: @পলাশ ভাই, দুঃখিত ভাই

আপনারা যেগুলো বলছেন এইগুলো করতে মিডল স্টাম্প থাকা লাগে ;) থার্ড আম্পেয়ারের নিজেরই তো মিডল স্টাম্প নাই :P উনি করবেন কিভাবে??!!

কি উৎকট গন্ধ...!! উরিবাবা!!

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


উরিবাবা!!

৪০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০১

দুঃখিত বলেছেন:
আমি নিন্দুক বলেছেন: কি উৎকট গন্ধ...!! উরিবাবা!!

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

খুব জানতে ইচ্ছে করে ; খুব জানতে ইচ্ছে করে
কিসের গন্ধ ভাই ;)

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:



খুব জানতে ইচ্ছে করে ; খুব জানতে ইচ্ছে করে
কিসের গন্ধ ভাই

৪১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৫

আমি নিন্দুক বলেছেন: দুঃখিত ভাই
বিশ্বস্ত সুত্রে খবর পেয়েছি থার্ড আম্পেয়ারের মিডল স্টাম্প আছে তবে যন্ত্রটা বড়ই দূর্বল.. :P :P এই জন্য উনার ইঞ্জিন তেল লাগে ;) ;) উনি গুলিস্তানের ফুটপাত থেকে গন্ধগোঁকুলেের তেল কিনে ব্যাবহার করেন.....!!

ছাগু এবং ছুঁচো, গন্ধগোঁকুল............ কি উৎকট!!!

উরিবাবা!!!

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


এইটা ছাগুদের লিডার, কাঁঠাল পাতা খায়।

৪২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৪

সাদমান সাদিক বলেছেন: :) :) আবারো অভিনন্দন

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


আমরা পরাজয় মানবো না দুর্বলতায় বাঁচতে শুধু জানবো না

৪৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৬

এহসান সাবির বলেছেন: সাইন আমিও করেছিলাম সুতরাং..... সুন্দর পোষ্ট কিন্তু বয়কটেড !!!


১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:


পোস্ট বয়কট করার জন্য অসংখ্য ধন্যবাদ সাবির ভাইয়া।

৪৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৫

থার্ড-আম্পায়ার বলেছেন: তাসজিদ বলেছেন: থার্ড-আম্পায়ার কে?

আজেবাজে কমেন্ট করে। কান্ডারি ভাই, আপনি একে ব্লক করছেন না কেন?


গাধা কবে থেকে ব্লগিং করিস?

দুঃখিত @চুদির ভাই রাফি সামায় ঢুকায় দিমুনে মাতারির পো।

মোস্তফা কামাল পলাশ @খানকিমারানির পোলা.চেয়ারম্যান হইবি সামুর নাম বেচে?

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

কান্ডারি অথর্ব বলেছেন:



সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই নিকের ব্যান দাবি করে। আর থার্ড আম্পায়ার এরপর আমার ব্লগে বাজে মন্তব্য করলে মূল নিকটাও আইপি সহ ব্যান করার দাবি তুলব।

৪৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭

থার্ড-আম্পায়ার বলেছেন: আমি নিন্দুক তোমার আম্মুরে জিগাও সে হ্যাপি নাকি।সারা রাত ঢরে সুখ দিলাম তোমার মা কয় হ্যাপি না?শি নিড আফ্রিকান ডিক।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনার বাবা মা মানুষ জন্ম না দিয়ে আপনার মত চতুষ্পদ প্রাণী জন্ম দিয়ে প্রমাণ করেছেন উনাদের জন্মেও ভেজাল রয়েছে। পাকিস্তানী জারজ বলেই এই ধরনের কথা আপনার মুখে শোভা পাচ্ছে।

৪৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৯

আমি নিন্দুক বলেছেন: কি উৎকট গন্ধ!!! উরিবাবা...!!

কমেন্ট দেখলে বোঝা যায় ব্যাবহারই বংশের পরিচয়...!!

''সারা রাত 'ঢরে' সুখ''

এখানে 'ধরে' হবে....

বাংলা লিখতে কি-বোর্ডের যাতা অবস্থা... আবার ইংলিশ.....

উরিবাবা...!!

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

এই সব পাকিস্তানী জারজ ছাগুদের ভাষা এমনই হবে নিন্দুক ভাই। উরিবাবা...!!

৪৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২০

আমি নিন্দুক বলেছেন: থার্ড-আম্পায়ার ভাই (নাকি বোন নাকি উভয় ;) ) কই হারালেন?? বানান টা ঠিক করে নতুন করে লিখে দিয়ে যান ;)

উরিবাবা!!


উপরে যে ভায়েরা গালি গালাজ পেয়েছেন তাদের রাগবার কিছু নাই। ধরুন কারো জন্ম ব্রোথেলে, তার মুখের ভাষা এমনই হতে পরে, ব্রোথেলে যেহেতু জন্ম সেহেতু তার একাধিক বাবা থাকতে পারে, তাহলে তার চারিত্র, পারিবারিক ও সামাজিক অবস্থান কি হবে সেটা আপনারা বুঝতে পারছেন। অতাএব রাগ হবার কিছু নাই।

কি যেন একটা কথা আছে জন্ম যেথা হোক না কেন কর্ম ভালো হোক (এই রকম কিছু একটা হবে)
থার্ড-আম্পায়ারের জন্ম যেথা হোক না উনি যেন কর্মে ভালো করেন এই হোক আমাদের প্রত্যাশা।

উরিবাবা... কি উৎকট গন্ধ......!!!

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

কান্ডারি অথর্ব বলেছেন:



পুরা পোস্টটাই গন্ধ করে দিলো এই পাকিস্তানী জারজটা।

৪৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২২

লেখোয়াড় বলেছেন:
মানুষ মানুষের জন্য।

আপনাদের অনেক ধন্যবাদ কান্ডারি।

১৫ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

কান্ডারি অথর্ব বলেছেন:


মানুষ মানুষের জন্য কিন্তু কিছু মানুষ দেখলে কথাটা মানতে ইচ্ছে করে না।

৪৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

দুঃখিত বলেছেন: এহেম এহেম ! দাদা বাবু থার্ড আম্পেয়ার আপনি যদি একটু কস্ট করে আমার সাথে দেখা করে আমাকে সামনা সামনি ঢুকায় দিতেন বড়ই উপকৃত হতাম দাদা :!> আসলে হয়েছে কি জানেন বহু দিন ঢুকি না আর আমার ওটাও না বহু দিন ধরে না ঢুকে ঢুকে কেমন যেন ঠাণ্ডা হয়ে আছে । এই শীতে যদি একটু ঢুকানোর ব্যবস্থা করে দিতেন দাদা তবে কৃতজ্ঞ থাকতাম ।

আর আমাকে উল্লেখ করে আপনি শেষে যে শব্দাবলীর ব্যবহার করেছেন ( মাতারির পো ) উহার মানে কি আপনি যানেন ?! দাদা বলি কি, গালমন্দ দিয়েছেন বড়ই ভালো লেগেছে তাই বলে সত্য কথা বলে গালি দিবেন কেন ?! মাতারি মানে হচ্ছে মহিলা আর পো মানে ছেলে !! দাদা আমি তো কোন এক মহিলার ই ছেলে ; কিন্তু আপনি কি তাহলে আপনার শদ্ধেয় পিতার উহা থেকে নির্গত হয়েছিলেন দাদা ?!

দাদা আমাকে চিনে থাকলে অতি সত্ত্বর আমাকে ঢুকানোর ব্যবস্থা করে দিন দাদা ; আমি যে আর পারছি না :(( :(( :(( :( :(

১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

কান্ডারি অথর্ব বলেছেন:


দুঃখিত কেন শুধু শুধু ডাস্টবিনের আবর্জনাকে ঘেটে নিজের হাত ময়লা করব আমরা। ডাস্টবিনের ময়লা ডাস্টবিনেই শোভা পায় তাই ওদেরকে সঠিক পথ দেখিয়ে দেয়াই আমাদের কাম্য।

৫০| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

মশিকুর বলেছেন:
পুরো টিমকে ধন্যবাদ এই মহৎ কাজের জন্য। স্যালুট।।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাথে থাকার জন্য।

৫১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬

খাটাস বলেছেন: নিজে রে খুব বেশি ছোট হচ্ছে কাণ্ডারি ভাই। সাথে না যেতে পারায় আফসোস হচ্ছিল। আমার চোখে কখন ও পানি আসে না। পোস্ট টা তে কিছু আছে। পাপ বোধ আর আনন্দের মাঝে পড়ে যাচ্ছি।
মনে হচ্ছে নিজের ইচ্ছা গুলোর চেয়ে এই মানুষ গুলোর।। ঠিক বুঝাতে পারছি না।
বেচে থাকুন চিরকাল। এভাবেই চলতে থাকুক বাংলাদেশ গড়ার কাজ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০২

কান্ডারি অথর্ব বলেছেন:


একদিন আমাদের দেশ থেকে দূর হয়ে যাবে সকল হতাশার গ্লানি এই প্রত্যাশায় আমরা স্বপ্ন দেখি। ভাল থেক ভাই সব সময়।

৫২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩২

মাহমুদ০০৭ বলেছেন: স্যালুট ছাড়া আর কিছু বলার নাই , এই একটা শব্দে হৃদয়ের আবেগ সব ঢাইলা
দিলাম ।

আল্লাহ আপনারে আরো অনেক হায়াত দেক , আরো বহুত ভালা ভালা কাজ করনের তৌফিক দেক ।

ভালা থাকবেন ভাই ।

অনেক শুভকামনা রইল আপনার প্রতি ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কৃতজ্ঞতা ও শুভ কামনা রইল পাশে থাকার জন্য।

৫৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

আমিই মিসিরআলি বলেছেন: বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাক। সূচিত হোক সোনালী দিনের

অনেক শুভকামনা রইল আপনার প্রতি
সবাই ইতিবাচক চিন্তা করুক এবং ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ হোক ।।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:


কৃতজ্ঞতা ও শুভ কামনা রইল পাশে থাকার জন্য।

৫৪| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেক বড় একটা কাজ করলেন কাণ্ডারি ভাই আপনারা । ধন্যবাদ দিয়ে এই কাজটিকে ছোট করবো না ।

ভালো থাকবেন , আর ঐ ছোট ছোট দুইটা পিচ্চির হয়ে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানবেন ।

১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:


মানুষ মানুষের জন্য, ভালোবাসা সকলের জন্য প্রিয় মন্ত্রী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.