![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
সামহোয়্যার ইন ব্লগ... কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি
সকল ব্লগার, নবীন ও প্রবীণ কবি এবং কবিতা অনুরাগীদের জন্য অত্যন্ত উপযোগী একটি পোস্ট। পোস্টের বিষয়বস্তু, গঠন মূলক আলোচনা ও বিশ্লেষণের ভিত্তিতে শ্রদ্ধেয় ও প্রিয় গুনী ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর
নবীন কবিদের ‘কঠিন’ কবিতা
পোস্টটি স্টিকি করার জন্য সামহোয়্যার ইন ব্লগ... কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু।
পোস্টটি স্টিকি করার জন্য সামহোয়্যার ইন ব্লগ... কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
২| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
অফ দ্যা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল বলেছেন: ৩ টা পোস্ট একসাথে কিভাবে স্টিকি করবে?
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
ইস্টিকি করার মতো হলে অবশ্যই তিনটা পোস্ট স্টিকি করা যাবে। ধরা বাঁধা কোন নিয়ম আছে বলে আমি মনে করিনা। আর না হলে এই পোস্টটা নিয়ে ব্লগ কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব বিশেষ ভাবে বিবেচনা করে দেখতে।
৩| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২
মামুন রশিদ বলেছেন: আমার জানা মতে সামুতে এখন পর্যন্ত কোন কবিতা পোস্ট স্টিকি হয় নি । সোনাবীজ ভাইয়ের চমৎকার এই পোস্ট স্টিকি হলে দারুণ হয় !
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
মামুন ভাই ব্লগে যেহেতু কম বেশি কবি এবং অন্যান্যরাও কবিতা লিখছেন নিয়মিত ও অনিয়মিত ভাবে এবং কবিতা অনুরাগীও রয়েছেন, তাই সকলের কথা বিবেচনায় এনে এই কবিতা সংক্রান্ত গঠন মূলক পোস্টটি স্টিকি করলে সকলের জন্যই উপকার হবে বলেই আমার বিশ্বাস।
এর আগে গল্প সংক্রান্ত একটি পোস্ট স্টিকি হয়েছিল যার কল্যানে ব্লগাররা উপকৃত হয়েছিলেন। তাই কবিতা নিয়ে এবার এই পোস্টটি স্টিকি হলে ভীষণ খুশি হোতাম।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫
আরজু পনি বলেছেন:
পড়া হয় নি, পড়ে দেখি ।
শেয়ার করার জন্যে ধন্যবাদ কান্ডারি ।।
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আপু। পড়ে দেখুন পোস্টটি স্টিকি করা যায় কিনা ? হলে খুব ভালো হতো বলেই আমি মনে করি।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
গল্প লেখার দিক নির্দেশনা নিয়ে জনাব এটিএম মোস্তফা কামালের একটি পোস্ট স্টিকি হয়েছিলো। সেই পোস্টেই আমি হাতখুলে প্রশংসা করেছি সঞ্চালক সাহেবের। সেই অভিজ্ঞতা থেকে আমরা যুক্তিসংগতভাবেই দাবি এবং আশা করতে পারি যে, সোনাবীজ ভাইয়ের কবিতা সংক্রান্ত লেখা "নবীন কবিদের কঠিন কবিতা" পোস্ট স্টিকি হবে। তাতে কবিতা লেখায় নতুন (এমন কি পুরাতন) ব্লগাররা নতুন অন্তর্দৃষ্টি লাভ করবেন।
অতএব স্টিকি চাই, দিতে হবে। কুনু কথা নাই
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৪
কান্ডারি অথর্ব বলেছেন:
সহমত প্রিয় মইনুল ভাই। আশা করবো ব্লগ কর্তৃপক্ষ পোস্টটি বিশেষ ভাবে বিবেচনা করে দেখবেন।
অতএব স্টিকি চাই, দিতে হবে। কুনু কথা নাই
৬| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৩
আরজু পনি বলেছেন:
একসাথে তিনটি পোস্ট স্টিকি না করে পরেও এটিকে স্টিকি করা যেতে পারে । যে দু'টো আছে, তার কোন একটি নামানোর পর সোনাবীজ অথবা ধুলোবালি ছাই এর পোস্টটিকে কর্তৃপক্ষ বিবেচনা করে দেখতে পারেন ।
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
সবটাই আপু আপনাদের বিবেচনার জন্য উপস্থাপন করলাম। তবে একসাথে তিনটি পোস্ট স্টিকি হলেও কিন্তু একেবারেই মন্দ হয় না আবার পরেও স্টিকি হতে পারে।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭
নাজমুল হাসান মজুমদার বলেছেন: পোস্টটা ভালো লাগছে আমার কাছে ।
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ নাজমুল ভাই।
পোস্টটি স্টিকি করার জন্য সামহোয়্যার ইন ব্লগ... কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২
শিপন মোল্লা বলেছেন: সহমত। সোনাবীজ ও ধুলোবালি ছাই ভাইয়ের পোস্টটি স্টিকি করার দাবি করছি আপনার সাথে আমিও।
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ আবুশিথি ভাই।
পোস্টটি স্টিকি করার জন্য সামহোয়্যার ইন ব্লগ... কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩৯
বাংলাদেশী দালাল বলেছেন: সোনাবীজ ও ধুলোবালি ছাই ভাইয়ের পোস্টটি স্টিকি করা হোক। সহমত।
আগে পইড়া দেখি
অ:ট: ভালোতো?
৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই এতদিন পর এই অথর্বের খোঁজ নিতে মন চাইল ?
না পইড়াই সহমত এবার পড়ে তারপর সহমত জানান ভাই।
১০| ৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২
এহসান সাবির বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য সামহোয়্যার ইন ব্লগ... কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
৩০ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
পোস্টটি স্টিকি করার জন্য সামহোয়্যার ইন ব্লগ... কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি।
১১| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
পোস্ট দাতার সাথে সহমত। আশা করি ব্লগ কর্তৃপক্ষ পোস্টটি বিশেষ ভাবে বিবেচনা করে দেখবেন।
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ শোভন।
আশা করি ব্লগ কর্তৃপক্ষ পোস্টটি বিশেষ ভাবে বিবেচনা করে দেখবেন।
১২| ৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৭
শংখনীল কারাগার বলেছেন: বিষয়টি কর্তৃপক্ষকে বিশেষভাবে ভেবে দেখার অনুরোধ করছি।
৩০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই।
বিষয়টি কর্তৃপক্ষকে বিশেষভাবে ভেবে দেখার অনুরোধ করছি।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১২
দালাল০০৭০০৭ বলেছেন: সহ মত জানাই কান্ডারি অথর্ব