![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
অস্তিত্বে অনুভবে অপার জাগ্রত অহংকার
নিসর্গ নোলকে নিঃসঙ্গ স্বপ্নচারী
স্বপ্ন সম্ভারে বেঁচে থাকার প্রেরনা
ইচ্ছে মৃত্যু নয় সিক্ততায় স্বপ্ন বোণা
মহাকালের আঁচড়ে স্বপ্নবুভুক্ষ ছায়া অরণ্য
দিগন্ত বিস্তৃত স্বপ্নের হাতছানি
চলো স্বপ্ন কুঁড়াই জলজ সাতারে
জীবন মৃত্যুর দ্বৈরথে স্বপ্ন তরঙ্গ
স্বপ্নলোক হতে দুঃস্বপ্নের দূরত্ব
স্বপ্নের কোলাহলে প্রবাহমান অবারিত জীবন ধারা
তবু স্বপ্নের প্রতি ভক্তিময় কালের যাপিত পরিক্রমা
স্বপ্ন অন্বেষণে দুরন্ত ছুটে চলা
উৎসর্গঃ ব্লগার স্নিগ্ধ শোভন
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব সুন্দর। ধন্যবাদ ভ্রাতা।
২| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:৩৫
যুবায়ের বলেছেন: চমৎকার ছবিব্লগ...
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২১
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ ভাই। শুভ দুপুর
৩| ০৭ ই জুন, ২০১৪ ভোর ৬:৩১
সুমন কর বলেছেন: সুন্দর!
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
সত্যি সুন্দর।
৪| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৮:১৮
মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত ছবি, সাথে অসাধারণ কাব্যিক ক্যাপশন!
ভালোলাগা++
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
জানিনা এভাবে আর এমন সৌন্দর্য উপভোগ করা হবে কিনা
৫| ০৭ ই জুন, ২০১৪ সকাল ৮:৫৬
দুঃখ বিলাস বলেছেন: সুন্দর সব ছবি।
ভালোলাগা।
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভাল লাগাতেই আমার ভাল লাগা
৬| ০৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫৪
জুন বলেছেন: পরিচিত জায়গাগুলো অসাধারণ কাব্যিক ক্যাপশন এ অনাবদ্য হয়ে উঠেছে কান্ডারী ।
+
০৭ ই জুন, ২০১৪ দুপুর ২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
ভ্রমনের জন্য আপনার দিক নির্দেশনা শিরোধার্য
৭| ০৭ ই জুন, ২০১৪ বিকাল ৫:৪৭
শুঁটকি মাছ বলেছেন: আহ! যেমন দারুন ছবি, তেমন হল ক্যাপশন।
সব মিলায়ে মাথাটা নষ্ট হয়ে গেল ভাই!!!!
০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
যাক তাইলে শেষ পর্যন্ত তোর মাথাটা নষ্ট করতে পারলাম
৮| ০৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: ছবির চেয়ে ক্যাপশান সুন্দর !
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবিগুলাতো পরিচিত তাই
৯| ০৭ ই জুন, ২০১৪ রাত ১০:৪২
স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস পোষ্ট ভ্রাতা। এত সুন্দর একটি পোষ্ট আমাকে উৎসর্গ করায় আমার মনের আনন্দ ভাষায় প্রকাশ করতে পারলাম না।
ছবির ক্যাপশনগুলো মন জুড়িয়ে দেয়ার যথেষ্ট।
০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।
১০| ০৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৮
প্রবাসী পাঠক বলেছেন: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি........................
পোস্টে চতুর্থ ভালো লাগা।
০৮ ই জুন, ২০১৪ রাত ১২:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
সে যে আমার জন্মভূমি ... তাহার পরে ঠেকাই মাথা ...
১১| ১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:১৩
এহসান সাবির বলেছেন: জায়গা গুলো কোথায় জানতে পারলে ভালো লাগত।
+++++
১৫ ই জুন, ২০১৪ দুপুর ২:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
সিলেটে ভাই। প্লাসের জন্য কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৪ রাত ২:৫২
হাতীর ডিম বলেছেন: বাহ! সুন্দর তো