![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মৃত্যুর পর তোমরা আমাকে খুজোনা আমার মৃত্যু ভূমির ‘পর। সেখানে তোমরা আমাকে পাবেনা খুঁজে; আমি লুকিয়ে রবো লোক চক্ষুর অন্তরালে; কিছু না পাওয়ার ব্যথাতুর বেদনার, শকুনেরা আমাকে ছিঁড়ে খাবে; রক্ত আর ভস্মীভূত দহনের জ্বালায়; সীমাহীন এক যন্ত্রণার আঁধার, আমি হতে রবো কাতর।
অনাবৃত লোহিত কোষে মনের দোষ খুজোনা,
আমি কোন প্রণয় ভিখারি নই,
মাঝে মাঝে পর্বতের কাছে দাঁড়িয়ে থেকে মুগ্ধ হই;
কী অপরূপ ! চারণ ভূমি তোমার,
এখানে কোন হ্রদ নেই এখন আর,
চোখের পাতায় সবটাই জ্যামিতিক সাজ।
বন্দিত্বের শিকল চিড়ে নেমে আসা অবগাহনের ঢল,
মুঠোখুলে চেয়ে দেখি লেগে থাকা বিন্দু বিন্দু জল।
আমিতো সমুদ্র নই;
যে তোমার কুর্ণিশে আছড়ে পড়বো।
আলোক সুতোয় বেঁধে রাখা গিরিখাদে যে পথের দিশা;
সেখানে তবু নির্লিপ্ত আকাশ আমি,
আমারও একটা বিস্তীর্ণ চারণ ভূমি আছে,
সেতো তোমার মতো এতটা সংকীর্ণ নয়।
সমুদ্র আর আমার মাঝে যে দ্বৈরথটুকু আছে,
ওটুকুই আমার প্রণয় জেনো।
[ছবিঃ দক্ষিণ-পশ্চিম আমেরিকায় অবস্থিত অ্যান্টিলোপ গিরিখাদ]
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫
রিপি বলেছেন: ভাল লাগলো আপনার কবিতা !
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
একরাশ শুভেচ্ছা রইলো।
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪০
সুমন কর বলেছেন: আমারও একটা বিস্তীর্ণ চারণ ভূমি আছে,
সেতো তোমার মতো এতটা সংকীর্ণ নয়।
সমুদ্র আর আমার মাঝে যে দ্বৈরথটুকু আছে,
ওটুকুই আমার প্রণয় জেনো। --
ভালো লাগা রইলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগা বুঝে পেলাম।
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২২
গেম চেঞ্জার বলেছেন: অনেকটা আত্মবিশ্লেষী মনে হলো।
নিজের সীমাবদ্ধতাটুকু বিশ্লেষণ করা উচিত, এটা করা যায় একান্তে। তবে কবিতায় মেটাফোর আকারে দিতে পারাটা বড় ব্যাপার সন্দেহ নাই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ধন্যবাদ গেম চেঞ্জার ভ্রাতা।
শুভ সকাল।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: অনবদ্য।খুব ভালো লাগল
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৩
কল্লোল পথিক বলেছেন: অসাধারন একটি কবিতা।
শুভ কামন জানবেন ভাই।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
শুভ সকাল।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৬
আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে ।
মাঝে মাঝে পর্বতের কাছে দাঁড়িয়ে থেকে মুগ্ধ হই;
আমিও মুগ্ধ হই ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
মুগ্ধ না হয়ে উপায় কি বড় ভাই !!
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
শাহাদাত হোসেন বলেছেন: মনোমুগ্ধকর কবিতা
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভ্রাতা।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪১
মিঠু জাকীর বলেছেন: ভালো লেগেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই।
১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
জেন রসি বলেছেন: আত্মসমর্পণের ইচ্ছা, আবার না করার প্রত্যয়! প্রথমটা উহ্য, দ্বিতীয়টা প্রকাশিত!
সুন্দর।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
নিজের সীমাবদ্ধতা অথবা আত্মপ্রত্যয়ে সদা জাগ্রত স্বকীয়তা।
আন্তরিক ধন্যবাদ ভ্রাতা।
ভাল থাকুন সব সময়।
১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: আমারও একটা বিস্তীর্ণ চারণ ভূমি আছে
সুন্দর। +
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ রাজপুত্র ভ্রাতা।
১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
উল্টা দূরবীন বলেছেন: মুগ্ধতার কবিতা। ভালো লেগেছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মুগ্ধতায় মুগ্ধ হোলাম।
শুভকামনা নিরন্তর।
১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার শব্দ চয়ন!!!
ভালো লাগা রইলো প্রচুর।।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা।
১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৩
আলোরিকা বলেছেন: সুন্দর ! মুগ্ধতা জানবেন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মুগ্ধতায় মুগ্ধ হোলাম।
শুভেচ্ছা শতত।
১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
অগ্নি সারথি বলেছেন: চমৎকার হয়েছে ভাই যদিও আমি কবিতার কিছুই বুঝি না।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
হা হা হা আইচ্ছা ঠিক আছে মানিয়া লইলাম।
কৃতজ্ঞতা ভ্রাতা।
১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৯
আলোরিকা বলেছেন: শতত < সতত
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
এই শতত হলো শতক।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অবশ্যই ভালো হয়েছে বলেই ভালো লেগেছে ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ভাই।
ভীষণ অনুপ্রাণিত হোলাম।
কৃতজ্ঞতা ও শুভকামনা নিরন্তর।
১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩১
আবু শাকিল বলেছেন: আমিও মুগ্ধ হই।ছন্দে প্রকাশ করতে পারি না
শব্দ আমার সাথে বিট্রে করে!!
লাইক বাটন চেপে গেলাম।
আর এইসব কঠিন কঠিন চিজ পান কই?
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৫
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব বেশি মুগ্ধ নিশ্চয় হোস নাই। হইলে দেখবি অটোমেটিক কবিতা চলে আসবে।
এইগুলা নিয়ে জানার আগ্রহ থেকেই খুঁজে পাই।
২০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই- আফনে কই? আগে সামনে আসেন- একটা বড়সর পেন্নাম ঠুকে নিই
করছেন কি?
অসাধারন ! অনন্য!
সব কিছুই বলে গেলেন কোন কিছু না বলে
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই আপনার সাথে বসে আড্ডা দেয়ার ইচ্ছা অনেক দিনের। খুব সম্ভবত আমাদের বসবাস প্রায় কাছাকাছিই। একদিন দেখা হবে এই আশায় আছি। আর দেখা হলে পেন্নাম নয়, হবে কোলাকুলি।
মন্তব্যে খুব খুব অনুপ্রাণিত হোলাম ভাই। কৃতজ্ঞতা জানবেন।
চেষ্টাটা দেখছি সফল হইলো না। সেইতো জেনেই গেলেন।
২১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছোট হলেও খুব সুন্দর কবিতা।
ধন্যবাদ কাণ্ডারি অথর্ব।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সব সময়ের জন্য সুপ্রিয় আবুহেনা ভাই।
২২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯
নেক্সাস বলেছেন: মাঝে মাঝে পর্বতের কাছে দাঁড়িয়ে থেকে মুগ্ধ হই;
কী অপরূপ ! চারণ ভূমি তোমার,
এখানে কোন হ্রদ নেই এখন আর,
চোখের পাতায় সবটাই জ্যামিতিক সাজ।
চমৎকার। ভীষণ চমৎকার
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
দোস্তর কি শরীরডা ভালা নি ?
২৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৩
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার কবিতা! সেই সাথে ছবিটাও অনেক সুন্দর!
মনে হচ্ছে যেন, ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে সূর্যের রশ্মি ভিতরে এসে পড়ছে!
শুভ কামনা জানবেন!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
গিরিখাদের ভেতর সূর্যের রশ্মি অপার্থিব এক সৌন্দর্য ধারণ করে আছে।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
শুভেচ্ছা শতত।
২৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২১
আবু শাকিল বলেছেন: বড়দা - কবিতায় ঠিক ই মুগ্ধ হইছি।
বিদ্যা!! সন্দেহ নাই
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আরে আমি কবিতার কথা বলি নাইতো। আমি বলছি অ্যান্টিলোপের কথা।
২৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
রিকি বলেছেন: আলোক সুতোয় বেঁধে রাখা গিরিখাদে যে পথের দিশা;
সেখানে তবু নির্লিপ্ত আকাশ আমি,
আমারও একটা বিস্তীর্ণ চারণ ভূমি আছে,
সেতো তোমার মতো এতটা সংকীর্ণ নয়।
চরম ............
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
এত্তগুলা ধইন্যা
২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
অপর্ণা মম্ময় বলেছেন: শেষটা ভালো লাগছে যদিও কবিতা তেমন বুঝি না
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্নে কবিতা বুঝেন না !! এইডাও আমারে বিশ্বাস করতে হইবো এই শেষকালে ??
২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬
নেক্সাস বলেছেন: ভালা দোস্ত---
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
দোস্ত দেখা হয়না অনেক দিন !!
২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০১
বিজন রয় বলেছেন: মনের ভিতরে প্রকৃতি খেলা করে মাঝে মাঝে।
বানানের প্রতি যত্নবান হোন ।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
জী অসংখ্য ধন্যবাদ অবশ্যই যত্নবান হব। তবে কোন কোন বানান ভুল বলে মনে হয়েছে আপনার কাছে সেটা ধরিয়ে দিলে ভাল হত।
শুভকামনা জানবেন।
২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮
ভ্রমরের ডানা বলেছেন: আমিতো সমুদ্র নই;
যে তোমার কুর্ণিশে আছড়ে পড়বো।
আসলেই তাই! কোন মানে নেই!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
নিজের প্রতি আস্থার এই বোধটুকু থাকা উচিত।
৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১১
বৃতি বলেছেন: বাহ, সুন্দর কবিতা!
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
কান্ডারি অথর্ব বলেছেন:
উৎসাহ পেলাম খুব খুব।
৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৪
শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগলো।ধন্যবাদ
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা শতত।
৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো লাগলো।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ আপু।
কৃতজ্ঞতা জানবেন।
৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০
মধুমিতা বলেছেন: বাহ! আপনিতো দারূণ কবিতা লেখেন। লেখনি স্টাইল মন ছুঁয়ে গেল।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
সুপ্রিয় মধুমিতা ভাই, আপনার মন্তব্যে খুব উৎসাহিত হোলাম।
কৃতজ্ঞতা সব সময়ের জন্য।
অশেষ শুভকামনা ও শুভেচ্ছা রইলো।
৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮
প্রামানিক বলেছেন: অসাধারণ। ভালো লাগছে।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই।
ভাল আছেন নিশ্চয় ?
৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: স্পষ্ট করে পার্থক্যটা দেখিয়ে দিলেন (তাই তো মনে হল)
আমি আর তুমি ভিন্ন
তবু্ও আত্মশক্তিতে বলীয়ান
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ঠিক তাই।
মন্তব্যে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভ সকাল।
৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৮
তানজির খান বলেছেন: অত্যন্ত সু-পাঠ্য ছিল। খুব আরাম পেয়েছি পড়ে। শব্দমালা যেন পুষ্পগাথা!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভ্রাতা।
শুভ সকাল।
৩৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০
তার আর পর নেই… বলেছেন: শব্দ করে পড়ছি, খুব ভাল্লাগছে!
মনে হচ্ছিলো, দেবীর প্রতি মুগ্ধতা, নিবেদন করছে প্রণয় সিক্ত কোন ভক্ত … কিন্তু দেবীর অবহেলায় রাগ আর অভিমান … +++
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগছে। উৎসাহিত হোলাম খুব। কৃতজ্ঞতা জানবেন।
মুগ্ধতা অবশ্যই আছে, সেই সাথে আছে আত্ম মর্যাদা, আত্মশক্তি।
শুভেচ্ছা রইলো।
৩৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮
নীলপরি বলেছেন: আলোক সুতোয় বেঁধে রাখা গিরিখাদে যে পথের দিশা;
সেখানে তবু নির্লিপ্ত আকাশ আমি,
আমারও একটা বিস্তীর্ণ চারণ ভূমি আছে,
সেতো তোমার মতো এতটা সংকীর্ণ নয়।
সমুদ্র আর আমার মাঝে যে দ্বৈরথটুকু আছে,
ওটুকুই আমার প্রণয় জেনো।
মুগ্ধ হলাম । +
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ জানবেন।
শুভকামনা নিরন্তর।
৩৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: উচ্চমার্গীয় লেখা! সত্যি বলছি, খুব ভাল্লাগসে!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন ভ্রাতা সব সময়ের জন্য।
শুভ সকাল।
৪০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৯
সায়ান তানভি বলেছেন: আমি কবিতার সমঝদার নই ,তবে ভালো লাগার কথা তো বলতে পারি
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
অবশ্যই বলতে পারেন।
কৃতজ্ঞতা জানবেন।
শুভেচ্ছা শতত।
৪১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
আহমেদ জী এস বলেছেন: কান্ডারি অথর্ব ,
মুগ্ধতা নিয়ে বলে যাই --------
" আমিতো সমুদ্র নই যে জলের বিস্তীর্ণ চারণ ভূমিতে প্রণয় দোলা দিয়ে যাবো , ধুঁয়ে দিয়ে যাবো আমার যতো দোষ ! "
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৬
কান্ডারি অথর্ব বলেছেন:
আহমেদ জী এস ভাই আপনার মন্তব্যে খুব অনুপ্রাণিত হোলাম।
কৃতজ্ঞতা রইলো সব সময়ের জন্য।
শুভ কামনা নিরন্তর।
৪২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যেন শব্দ গাঁথুনে এক শব্দ ফুল। অনেক ভাল লাগল কবিতা।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভ সকাল।
৪৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪
তৌফিক চাকমা বলেছেন: আমিতো সমুদ্র নই
যে তোমার কুর্নিশে আছড়ে পড়বো ।
হৃদয়ের প্রচণ্ড প্রতাপই যেন দুর্বলতা , শব্দশৈলীতে মুগ্ধ । ধন্যবাদ , লিখবেন আরও ।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
সুন্দর বলেছেন হৃদয়ের প্রচণ্ড প্রতাপই দুর্বলতা।
উৎসাহ দেয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ভাই।
শুভ কামনা নিরন্তর।
৪৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৮
আহসান জামান বলেছেন: চমৎকার কবি, ভালো থাকবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
শুভ সকাল।
৪৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৩
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মুগ্ধ!!!
অনেক ভালো থাকবেন।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনার মুগ্ধতায় অনুপ্রেরণা পেলাম খুব।
কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা শতত।
৪৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৪
আরজু পনি বলেছেন:
যেমন কবিতা তার সাথে সংগতি রেখে ছবি...অসাধারণ !
কোনটা আগে এসেছে ছবি না কবিতা ?
কবিতার জন্যে ছবি খুজেছেন নাকি ছবিটা পেয়ে কবিতার ভাবনা মাথায় এসেছে ?
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪
কান্ডারি অথর্ব বলেছেন:
ছবি থেকেই মূলত কবিতার জন্ম।
অনেক ধন্যবাদ পনি আপা। আপনার মন্তব্যে সব সময় ভরসা পাই। কৃতজ্ঞতা সব সময়ের জন্য।
শুভেচ্ছা রইলো।
৪৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
জুন বলেছেন: আমারও একটা বিস্তীর্ণ চারণ ভূমি আছে,
সেতো তোমার মতো এতটা সংকীর্ণ নয়।
অপুর্ব কান্ডারি
+
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
প্রিয় জুন আপ্পি সব সময় সাথে থেকে উৎসাহ আর ভরসা দেয়ার জন্য নিরন্তর কৃতজ্ঞতা জানবেন।
সালাম ও শুভ সকাল।
৪৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬
নুরএমডিচৌধূরী বলেছেন: অসাধারন একটি কবিতা।
লিখায় বেশ যাদু আছে বুঝলাম
পড়া মাত্রই বুঝিলাম
হ্রিদয়ের প্রজ্জলিত আগুনের স্তুপ
বরফে পরিনিত হইল ।
আমি সত্যি ্মুগ্ধ বিমোহিত
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই।
অনুপ্রাণিত হোলাম খুব।
শুভ রাত্রি।
৪৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৮
টোকাই রাজা বলেছেন: আমিতো সমুদ্র নই;
যে তোমার কুর্ণিশে আছড়ে পড়বো। বাহ দারুন
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
শুভেচ্ছা শতত।
৫০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
শাহ আজিজ বলেছেন: কোন কবিতায় এই প্রথম এত পাঠক !! ভাল, উন্নতি হোক ।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শাহ আজিজ ভাই এর চেয়েও বহু পাঠক সমাদৃত কবিতা ব্লগারদের আছে এই সামু ব্লগেই। সেগুলোর কাছে এই কবিতা নস্যি।
তবে মন্তব্যে খুব অনুপ্রাণিত হোলাম। কৃতজ্ঞতা সব সময়ের জন্য।
শুভকামনা নিরন্তর।
৫১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২
হামিদ আহসান বলেছেন: মুগ্ধ .....
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
কৃতজ্ঞতা জানবেন হামিদ ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা নিরন্তর।
৫২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
সোহানী বলেছেন: হুম ++++++++++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম
৫৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২
প্রোফেসর শঙ্কু বলেছেন: নামের পেছনে কারণ জানতে ইচ্ছে করছে।
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭
কান্ডারি অথর্ব বলেছেন:
অ্যান্টিলোপ গিরিখাদ নিয়ে কিছু আর্টিকেল পড়ছিলাম। ছবিটা দেখেই কবিতার জন্ম। মূলত এই হলো নামের কারণ।
কৃতজ্ঞতা ও শুভকামনা নিরন্তর।
৫৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: বেশ ভালো লাগলো ...............।।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
কান্ডারি অথর্ব বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ।
৫৫| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১২
এহসান সাবির বলেছেন: আলোক সুতোয় বেঁধে রাখা গিরিখাদে যে পথের দিশা;
সেখানে তবু নির্লিপ্ত আকাশ আমি
সেই আকাশে আজ মেঘের ঘনঘটা...........!!!
১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১০
কান্ডারি অথর্ব বলেছেন:
সাথে অপ্রতুল বৃষ্টিপাত...
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । একটি কোমল ভাব আছে যা শব্দের প্রতি টেনে রাখে ।