![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আর আমার এক মিত্র রাস্তা দিয়ে হাটতে হাটতে যখন দেখলাম যত্র তত্র বাস থামিয়ে লোক ওঠানো আর নামানো হচ্ছে তখন আমি আমার মিত্রকে বললাম,
- "এইটাই ঢাকার ট্রাফিক জ্যামের আসল কারন, এই যত্র তত্র গাড়ি দাঁড়ানো বন্ধ করলেই ঢাকার সব ট্রাফিক জ্যাম পুরো কমে যাবে।" তারপর মিত্র বললেন,
-হ্যা, যাত্রি নামাতে বা ওঠাতে যে সময় গাড়িটাকে রাস্তায় থামতে হয় তাতে পেছনের যানগুলো আটকে থাকার সম্ভাবনা থাকে। কিন্তু, এই বিশাল ট্রাফিক জামের কারণ এইটাই অথবা একমাত্র নাকি তা আমি শিওর না। আসল কারণ আরো জটিল হতে পারে। তারপর আমি বললাম,
- আরে ভাই আমি শিওওওওররর.। এই টাই কারন। গাড়ি গুলা এই একটু একটু দাঁড়িয়ে থাকতে থাকতেই এই বিশাল জ্যামের সৃষ্টি হয় "
- হুম! তা হওয়ার একটা সম্ভাবনা আছে যদি আমি ভুল না হয়ে থাকি।
- আরে ভাই ভালো সম্ভাবনা মানে! এইটাই কারণ।
- ভাই আমি ট্রাফিক জ্যামের উপরে আসলে এমন জ্ঞান রাখিনা যে, এর কারণ আমি শিওর হয়ে বলে দেই। আপনি এতো শিওর ক্যামনে হলেন ভাই।
-আরে ভাই চোখের সামনে দেখছি ডেইলি।
- ও!! থাক ভাই, আমি অফ গেলাম, কারণ আমি আসলে প্রকৃত কারণ জানিনা।
--------০--------
২| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৯
আহলান বলেছেন: এটা বড় একটা কারণ ...
৩| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১১
এডওয়ার্ড মায়া বলেছেন: দেশে শিউর অলা লোকের অভাব নাই ।
আমি শিউর কাক্কু
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১২
ঢাকাবাসী বলেছেন: অবশ্যই এটা অনেকগুলো কারণের একটা।