নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ....

সত্যান্বেসী

কলকাতা হাই কোর্টের উকিল

সত্যান্বেসী › বিস্তারিত পোস্টঃ

শামস-ই -তাব্রিজি ১

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৬

শামস-ই-তাব্রিজি ১

অনুবাদ ও অর্থ

আমার প্রেমিক/প্রেমিকার কামনা পূর্ণ হলো
আমরা বললাম তাই হোক.
ধর্মের প্রতি অনন্ত সন্দেহ জাগলো
আমরা বললাম তাই হোক.

শয়তান বাসনাকে জাগ্রত করলো
দেশ বিক্ষোভের সম্মুখীন হলো.
সলোমনের দেশে এটা হলো
আমরা বললাম তাই হোক.

আমার প্রেমিকা আমার হৃদয়ে আঘাত করলো
আমার মুখের ওপর দরজা বন্ধ করলো.
আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিল
আমরা বললাম তাই হোক.

তুমি মদ খেয়ে মাতাল হলে
কামনা বাসনা পূরণ করলে
সিংহাসনে মাতালকে বসলে
আমরা বললাম তাই হোক.
তোমার উজ্জ্বল মহান মুখ থেকে
আলোক এসে আলোকিত করলো আমার ঘর
ঘরের প্রতিটি কোনা আলোকিত হলো
আমরা বললাম তাই হোক.

তোমার নকল রাগ আর ঘৃনা
আর ইতিহাসের মিষ্টি পালাবদলে
দুনিয়া হলো সুমধুর
আমরা বললাম তাই হোক.

কাল আজকের রাতকে বিদায় দেবে
আনন্দ দুঃখ কে জয় করবে
সূর্যের আলো সব জায়গায় ছড়িয়ে পড়বে
আমরা বললাম তাই হোক.

দরিদ্র সন্ন্যাসীর উদারতা থেকে
প্রেমিকের ধৈর্য ও অধ্যাবসায়
পুনরায় মূল্যবান ও সজীব হওয়া
আমরা বললাম তাই হোক.


এই উত্সব উদযাপন কর
শান্তিপূর্ণ সহাবস্থান আন
আমাদের শহর উত্সবে মশগুল থাকুক
আমরা বললাম তাই হোক.

হে জ্ঞানবৃদ্ধ মহাশয়
পাতালে থাকিবেন না
শুক্র গ্রহ তুলা রাশিতে পরেছে
আমরা বললাম তাই হোক.

দরিদ্র সন্ন্যাসী সেরা ধনী হলো
অপরিমেয় সম্পদ পেল
রাজসভার সব আনন্দ নিল
আমরা বললাম তাই হোক.

ঝড়ের মধ্যেও মৃদু বাতাস আছে
মিষ্টি ঠোটের আকর্ষনী শক্তি আছে
শ্বাস রোধ করে দেবার ক্ষমতা আছে
আমরা বললাম তাই হোক.

ফারাও অনেক পরিশ্রম করেও
বঞ্চিত হলো জীবন থেকে
মোজেস বঞ্চনা থেকে বেচে গেল
আমরা বললাম তাই হোক.

অজ্ঞতার গভীরে ডুবে থাকা
শয়তানেরা এবং নেকড়েরা
জোসেফের মহত্ত্বকে ক্ষুদ্র করলো
আমরা বললাম তাই হোক.

ও হে শামস ই তাব্রিজি, তুমি
গভীর করুনার সাথে
পূর্ব ও পশ্চিমকে করলে একসাথে
আমরা বললাম তাই হোক.

শয়তানের কাছে নিজেকে বিকিয়ে দিয়ে
তোমার হৃদয় পরিশুদ্ধ হলো
শয়তান নিজেই ঈশ্বরের ইচ্ছা পূরণ করলো
আমরা বললাম তাই হোক.

যখন পূর্ণ চন্দ্রমা আলো দেয়
উভয় জগত ই আনন্দের উদ্যান হয়ে ওঠে
সমস্ত আত্মারা গৃহে ফিরে আসে
আমরা বললাম তাই হোক.

অন্ধ এবং অজ্ঞ যারা
প্রজ্ঞাবলে জ্ঞানী আর দয়ালু হলো
যিশুর চেয়েও মহান হলো
আমরা বললাম তাই হোক.

এই সবই আত্মার উন্নতির জন্য
আর তা যেন চিরকাল হয়
তোমার মহত্বের আলো ছড়িয়ে পড়ুক
আমরা বললাম তাই হোক.

তোমার সমস্ত ক্রোধ হলো তোমার দয়া
তোমার বিষ হলো মিষ্টি ক্ষমা
যেন কালো মেঘের মিষ্টি বৃষ্টি
আমরা বললাম তাই হোক.

তার মন্দির সদা রঙিন
তার থেকে পিছু হটলেও শাস্তি হয় না
যখন প্রেমিকের রক্ত লাগবে মন্দির চত্তরে
আমরা বললাম তাই হোক.

চুপ কর! যেন আমি এখন মত্ত
এই পার্থিব নাটকে আমার দুটি হাত বাধা
আমার অশুদ্ধ মন চঞ্চল
আমরা বললাম তাই হোক.



গোটা কবিতাটা জুড়ে একটা লাইন বার বার লেখা হয়েছে: “আমরা বললাম তাই হোক”. এই বাক্য সমর্থনসূচক. অর্থাত এই বাক্য দিয়ে কবি এটা বলতে চান যে ভালো মন্দ যাই হোক না কেন তিনি তা মেনে নিচ্ছেন.

ধর্মের প্রতি অনন্ত সন্দেহ জাগুক বা সলোমনের দেশে বিদ্রোহ হোক বা প্রেমিকা হৃদয়ে আঘাত করুক বা রাজ সিংহাসনে মাতাল বসুক: সবই তিনি মেনে নিচ্ছেন. আবার ঈশ্বরের আলো জগতে ছড়িয়ে পরুক বা আনন্দ দুঃখ কে জয় করুক বা ইতিহাসের পালাবদলে দুনিয়া সুমধুর হোক : কবি তা মেনে নিচ্ছেন.

দরিদ্র সন্ন্যাসী রাজ্য পাক বা শয়তান ঈশ্বরের ইচ্ছা পূরণ করুক বা অজ্ঞ ও অন্ধরা যিশুর চেয়েও মহান হয়ে যাক বা ফারাওএর পরিশ্রম ব্যর্থ হোক বা আত্মারা পূর্ণ চন্দ্রের আলোয় ঘরে ফিরে আসুক: সবই কবি মেনে নিচ্ছেন কারণ তিনি জানেন :
তোমার সমস্ত ক্রোধ হলো তোমার দয়া
তোমার বিষ হলো মিষ্টি ক্ষমা
যেন কালো মেঘের মিষ্টি বৃষ্টি

এই কবিতাটির মাধ্যমে রুমি দেখাতে চেয়েছেন প্রকৃত সমর্পণ কাকে বলে? ঈশ্বরের কাছে সমর্পণ মানে তার দুনিয়ার ভালো খারাপ সব কিছুকে মেনে নেয়া,সহ্য করা. যেভাবে প্রেমিক প্রেমিকার সব আবদার সহ্য করে, সব নির্যাতন সহ্য করে, তেমনি ঈশ্বরের প্রেমিকরাও (সুফিরা) তার সমস্ত ভালো , মন্দ বস্তুকে মেনে নেই বা সহ্য করে.

আর যারা ঈশ্বরের দুনিয়ার ভালো মন্দ বিচার করে তারা কখনো ঈশ্বরকে ভালো বসতে পারেনা. কারণ প্রেমিক কখনো প্রেমিকার বিচার করে তার ভালবাসা পায় না.
এই কথায় রুমি এখানে বলতে চেয়েছেন.

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঈশ্বরের কাছে সমর্পণ মানে তার দুনিয়ার ভালো খারাপ সব কিছুকে মেনে নেয়া,সহ্য করা. যেভাবে প্রেমিক প্রেমিকার সব আবদার সহ্য করে, সব নির্যাতন সহ্য করে, তেমনি ঈশ্বরের প্রেমিকরাও (সুফিরা) তার সমস্ত ভালো , মন্দ বস্তুকে মেনে নেই বা সহ্য করে.

তবে তাই হোক :)

তাঁর সম্মানীত আত্মার প্রতি সশ্রদ্ধ সালাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.