![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই লেখায় আমি দেখাবো যে বৈশেষিক দর্শন যা বেদের ছটা দর্শনের অন্যতম তা আত্মাকে পরমানু বলে না বা পরমাণুকে জগতের কারণ বলে না | আমরা প্রথমে দেখব যে আত্মাকে কনাদ কি বলেছেন :
১] প্রসিদ্ধা ইন্দ্রিয়ার্থা
অর্থাত ইন্দ্রিয় দ্বারা যে ভিন্ন ভিন্ন পদার্থের জ্ঞান হয় এটা সর্বজন সিদ্ধ ব্যাপার |
২] ইন্দ্রিয়ার্থ প্রসিদ্ধির ইন্দ্রিয়ার্থেভ্যহর্থান্তরস্য হেতু
অর্থাত ইন্দ্রিয় দ্বারা যে বিষয় জ্ঞান হয় তা দিয়ে ইন্দ্রিয় ও বিষয় ছাড়াও যে আর একটা বস্তু আছে তার জ্ঞান হয় |
কেন হয় ? তার উত্তরে বলছেন :
৩] সহনপদেশ
ইন্দ্রিয় সেই জ্ঞানের আশ্রয় নয় |
কেন নয় ? তার উত্তরে বলছেন:
৪] কারনাজ্ঞানাত
কারণ ইন্দ্রিয় নিজে অচেতন , সে কি করে জ্ঞানের আশ্রয় হবে ? ফলত এক বস্তু দুইটি পরস্পর বিরোধী গুনের (অজ্ঞান এবং জ্ঞান) আশ্রয় হতে পারে না | যদি হয় তাহলে লজিকের নিয়ম law of non contradiction (স্ববিরোধের নিয়ম) ভঙ্গ হয় |
তাহলে কি ইন্দ্রিয়ের বিষয়গুলিতে জ্ঞান থাকে ? তার উত্তরে ঋষি বলছেন :
৫] কার্যেসু জ্ঞানাত
অর্থাত পৃথিবী প্রভিতি দৃশ্য বস্তুতে জ্ঞান থাকলে তাদের কার্য ঘটে পটে জ্ঞান থাকত | কিন্তু :
৬] অজ্ঞানাচ্চ
এটা প্রত্যক্ষ দেখা যায় যে পার্থিব ঘট প্রভৃতি বস্তুতে জ্ঞান নাই |
তাহলে এই জ্ঞান কোথা থেকে এলো বা এর কারণ কি ?
৭] অত্মেইন্দ্রিযার্থোসন্নিকর্ষাদ্যন্নিস্পদ্যতে তদন্যত
এই জ্ঞান আত্মায় আছে | এই জ্ঞান আত্মার অস্তিত্বের প্রমান কারণ এটি ইন্দ্রিয় বা তার বিষয়গুলিতে নেই |
(তৃতীয় অধ্যায় , প্রথম আহ্নিক )
তাহলে স্পষ্ট বোঝা গেল যে বৈশেষিক দর্শন বা এর দার্শনিক কনাদ ঋষি আত্মাকে পরমানু বলেননি | এই তথ্য আমি স্বামী সন্তদাস ইনস্টিটিউট যে বৈশেষিক দর্শন (সংস্কৃত থেকে বাংলায় অনুবাদ ) করেছিলেন, সেখান থেকে উদ্ধৃত করলাম |
কিছু ব্যক্তি এই দর্শনকে পরমানুবাদ বলে চালানোর চেষ্টা করছিলেন | কিন্তু এই কথা সত্যি নয় , তাই এই পোস্ট | একদল বৈশেষিক দার্শনিক পরে বৈশেষিক দর্শনের নামে পরমানুবাদ চালিয়েছিলেন | কিন্তু মহর্ষি কনাদ পমানুবাদী ছিলেননা | তিনি তন্দুলকণা খেয়ে জীবন ধারণ করতে পারেন কিন্তু আত্মাকে পরমানু বলার মত লোক ছিলেন না | তাহলে বৈশেষিক দর্শন বেদে জায়গা পেত না |
কিছু অসাধু নাস্তিক ভারতীয় দর্শনকে নাস্তিক প্রমাণিত করার জন্য এই সব কুপ্রচার চালাচ্ছে | এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এই পোস্ট |
©somewhere in net ltd.