![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা একটা জাতের নাম যারা আজকাল খুব খবরের শিরোনামে আছে | তারা নাকি মুক্ত চিন্তার প্রসার চায় | এর অর্থ হলো তারা সমস্তরকম মতামতকে সমান মূল্য দিতে চায় | চিন্তা তখনি মুক্ত হয় যখন আমরা সমস্ত দিক খতিয়ে দেখি | আর চিন্তা তখনি বদ্ধ হয় যখন আমরা একটা দিক দেখে সিদ্ধান্ত নেই | মুক্তমনারা মুক্তচিন্তার চর্চা করে | এর মানে হলো তারা সবরকম মতামতকে সমান গুরুত্ব দেবে | কিন্তু মুক্তমনা ব্লগের লেখার নীতি দেখে তা কিন্তু মনে হয় না |
মুক্তমনা ব্লগ আর ওরি মত আরো ব্লগ আছে |সেগুলো যেকোনো পোস্ট ছাপার আগে মডারেটর দিয়ে রিভিউ করায় | অর্থাত আপনি যা লিখেছেন সেটা মডারেটর নাম একজন ব্যক্তি দেখবেন | দেখে যদি তার ভালো লাগে তখনি তিনি ছাপবেন | নয়তো আপনার লেখা কোনদিনই ছাপা হবে না | এর অর্থ হলো একজন মডারেটর ঠিক করে দেবে লক্ষ লক্ষ মুক্তমনা কি দেখবে বা পড়বে | ইটা কি গণতান্ত্রিক পদ্ধতি হলো ? না মুক্ত চিন্তার যে সংজ্ঞা ওপরে দিলাম তার সাথে একমত হলো ? কোনটাই নয় |
কিছু কিছু মুক্তমনা ব্লগ আছে যারা নীতিমালায় স্পষ্ট বলে দেয় যে তারা একটা বিশেষ মতাদর্শকে প্রকাশ করবে | তারা তো আরো বোল্ড আর সোজাসাপটা | কিছু ব্লগে আমি দেখেছি যে ঘুরিয়ে লেখা আছে যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী কোনো মতামত ছাপা হবে না | এর সোজা মানে হলো আওয়ামী লিগ বিরোধী কোনো মত ছাপা হবে না | তো ইটা কতটা মুক্ত মনের পরিচয় দেয়া হলো ?
জামাতিরা খুব খারাপ | তারা চিন্তার স্বাধীনতায় বিশ্বাস করে না | তারা সকল প্রকার মুক্তচিন্তার কন্ঠরোধ করতে চায় | তারা শুধু ধর্মগ্রন্থ বোঝে আর কিছু বোঝে না | তারাই ৫৭ ধারা এনে বাক স্বাধীনতার কন্ঠরোধ করছে ইত্যাদি মুক্তমনারা চিত্কার করে বলে শোনা যায় | ভালো কথা | তাহলে মুক্তমনারা নিশ্চই এসব করবে না , এমন অনুমান করাটা নিশ্চই খারাপ নয় | তারা নিশ্চয় বাক স্বাধীনতাকে গুরুত্ব দেবে | সবরকমের মতামত গ্রহণ করবে | সবরকমের চিন্তাপ্রবাহ গ্রহণ করবে | কিন্তু বাস্তবে কি দেখা যায় ?
ঠিক এর উল্টো হচ্ছে বাস্তবে | মুক্তমনারা আসলে আওয়ামী লীগের পোষা কলমচি মাত্র | প্রতিটা রাজনৈতিক দলের একটা করে কলমচি থাকে | আওয়ামী লিগেরও আছে | তারাই হলো মুক্তমনা | বর্তমানে তাদের কল্লা পড়ে যাচ্ছে আর ভোটের কথা ভেবে লিগ চুপ করে থাকছে | যেহেতু এরা রাজনৈতিক কলমচি সেহেতু এরা মুক্ত নয় | এদের সাথে জামাতিদের একটাই পার্থক্য যে জামাতিরা চাপাতি নিয়ে ঘরে আর এরা কলম/কিবোর্ড নিয়ে ঘোরে | দুজনেই আমার মনে হয় সমান বদ্ধমনা |
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
সত্যান্বেসী বলেছেন: কোপ মারলেই অসভ্য আর না মারলেই মুক্তমনা ? এটাই কি মুক্তমনাদের সংজ্ঞা ? আমার মতে নয় | মুক্তমনাদের সংজ্ঞা হলো : যে বিরোধী মতকে সহ্য করে |
ধার্মিকরা স্বীকার করে যে তারা বিরোধী মতকে সহ্য করবে না | এইদিক দিয়ে তারা সৎ | কিন্তু নাস্তিকেরা ভড়ং করে যেন তারা বিরোধী মতকে সহ্য করবে কিন্তু আসলে করে না | এইদিক দিয়ে তারা ভন্ড |
আশা করি ব্যাপারটা এবার বুঝতে পারছেন |
২| ২১ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: নাস্তিকরা তো মুক্তচিন্তার বিরোধী- সোভিয়েত ইউনিয়ন, চীন, যুগোশ্লাভিয়া, কিউবা, কম্বোডিয়া, কিউবা, বার্মা, আলবেনিয়া, ইয়েমেন, আফগানিস্তান সহ সব কম্যুনিষ্ট রাষ্ট্রে দেখেছি- কেউ মুক্ত চিন্তা করতে গেলেই ফেলে দিতো
২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
সত্যান্বেসী বলেছেন: মুক্তচিন্তা করা সহজ নয় |
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:১০
সু্মিত বলেছেন: কেউ কোনও দিন নাস্তিকদের হাতে কোপ খায় নি। কোপা কুপি ধার্মিকরাই করে। সুতরাং কে মুক্তমনা আর কে অসভ্য বুঝিয়া নেন।