নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ....

সত্যান্বেসী

কলকাতা হাই কোর্টের উকিল

সত্যান্বেসী › বিস্তারিত পোস্টঃ

প্রকৃত সাম্য কিভাবে আনা যায়

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪১

এই পোস্টটা লেখা জরুরি এই কারণে যে সাম্যবাদের নাম করে বহু শক্তি আমাদের জীবনকে নরক বানিয়ে দিয়েছে এবং দিচ্ছে | সুতরাং আমাদের খুঁজে দেখতে হবে আসল সাম্য কিভাবে আসে ? সমাজের অসাম্য কিভাবে দূর হয় ?

অসাম্য বলতে আমরা বুঝি অর্থনৈতিক, সামাজিক , অসাম্য | অর্থনৈতিক অসাম্য দিয়েই শুরু করা যাক | কমিউনিস্ট পার্টি আমাদের শিখিয়েছে যে যে তোমাদের শোষণ করছে তাকে বিনাশ করলেই সাম্যের সমাজ গড়ে তোলা যাবে | কমিউনিস্ট পার্টির দুই শাখা : মার্কসবাদী আর মাওবাদী , অতীতে তাদের কাজের মাধ্যমে এই সাম্য গড়ে তুলতে চেষ্টা করেছিল | মাওবাদী শাখা নকশাল নাম নিয়ে গ্রামের জমিদারদের হত্যা করতে লাগলো এই আশায় যে তাহলে জমির সুবন্টন সম্ভব হবে | মূর্খরা ইটা দেখল না যে জমিনদারী আবলিসান আইন অনুযায়ী ভারতের সব জমির মালিক এখন সরকার | জমিদার নয় | বহু জমিদারকে তারা হত্যা করেছিল | সাম্য আনতে পারে নি |

মার্কসবাদী দল ক্ষমতায় এসেই ভেড়িগুলি দখল করলো, কারখানায় ইউনিয়ন বানিয়ে মালিকদের অন্যায়ভাবে লুটতে লাগলো | আমাদের শেখানো হলো যে মালিকরা এতকাল সর্বহারাদের লুটে সর্বহারা বানিয়েছে | এবার বদলা নেবার পালা | একে একে বহু শিল্প পশ্চিম বাংলা থেকে চলে গেল | সর্বহারা এবার বেকার হয়ে গেল | কর্মঠ যুবক যুবতীরা দূর দুরান্তের রাজ্যে চলে গেল | বেকার সংখ্যা সীমা ছাড়িয়ে গেল | সাম্য তবু এলো না | কারখানার মালিকদের কিছু ক্ষতি হলো না | তারা অন্যত্র ব্যবসা করতে লাগলো | শ্রমিকরা অন্নহীন হলো | মধ্যবিত্তের বিত্ত একটু কমল এই মাত্র | অসাম্য থেকেই গেল |

দুটো পথই সাম্য আনলো না | তাহলে অর্থনৈতিক সাম্যের পথ কি ?

আমার মতে দান করাই হলো সাম্যের পথ | ধনীরা যদি তাদের উদ্বৃত্ত ধন গরিবদের দান করে , তাহলে সাম্যের সাপটাও মরে আবার অর্থনীতির লাঠিটাও ভাঙ্গে না | একমাত্র এইভাবেই অর্থনৈতিক সাম্য আসতে পারে |


সামাজিক সাম্যের জন্য সমাজ সংস্কার দরকার | অর্থনৈতিক সাম্য এলেই সামাজিক সাম্য আপনা থেকেই আসবে | ধন দিয়েই আমাদের সমস্ত ব্যবস্থা চলতে থাকে | সুতরাং যদি অর্থনৈতিক সাম্য আসে , তাহলে অটোমেটিক্যালি সামাজিক সাম্য চলে আসবে |

তা বামপন্থী সাম্যকামী ব্যক্তিরা কি নিজেদের গ্যাটের পয়সা গরিবদের দান করে কিঞ্চিত অর্থনৈতিক সাম্য আনবেন ? না মার্কস লেনিনের বাণী কপচিয়ে ভোট বাক্স দখল করে নিজেদের আখের গোছাবেন | তাদেরকেই ঠিক করতে হবে |

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.