![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে একটা পোস্ট দেখেছিলাম যে ধর্মকারী ব্লগটি বন্ধ করে দেয়া উচিত বলে | পোস্টটাতে বলা হচ্ছে যে যেহেতু নবীকে গালাগাল দেয়া হয়েছে তাই ধর্মকারী বন্ধ করে দেয়া উচিত | আমার এই পোস্ট শুধু ওই পোস্টটার প্রতিবাদে |
ধর্মকারী ব্লগে যদি নবী আর মুসলিমদের গালি দেয়া হয় তাতে খারাপ কি আছে ? মুসলিমরা যা আরম্ভ করেছে দুনিয়াজুড়ে তাতে কি তাদের প্রতি লোকের সহানুভুতি ভালবাসা কিছু থাকার কথা ? আইসিস, আল কায়দা , বকো হারাম, হিজবুত তেহরির সব সুদ্ধু মিলে এক মহা অশান্তি |
মুসলিমরা বলতে পারে যে তাদের ধর্ম জিহাদ করতে বলে | জিহাদের নামে কাফেরদের কাটতে বলে | এখানে কথা উঠতে পারে যে কাফের কারা ? পৌত্তলিকরা ? কিন্তু নবী যে সাবিয়ান গ্রিকদের প্রশংসা করেছেন , তারা তো পৌত্তলিক ছিল ? তাহলে কি যারা আল্লাকে মানে না তারা কাফের ? তাহলে তো ইহুদি আর খ্রিস্টানদের কাফের বলতে হয় কিন্তু নবী যে তাদেরও ভালো বলেছেন ? তাহলে পৌত্তলিক-খ্রিস্টান-ইহুদিরা কাফের হলে নবীই ভুল হয়ে যান , তাই নয় কি ? তবে কি নাস্তিকরা কাফের ? তা ইরাক-সিরিয়া-নাইজিরিয়া ইত্যাদি দেশে নাস্তিক কোথায় ? তালিবানরা আফগানিস্তানে যাদের মেরেছে তারাও মুসলিম , আই এস যাদেরকে মারছে তারা তো মুসলিম | আল কায়দা যে টুইন টাওয়ার ধংস করলো , তাতে যারা মারা গেল , তারা বিভিন্ন ধর্মাবলম্বী ছিল , কেউই নাস্তিক ছিল না | প্যারিসে যে হামলা হলো , তাতে যারা মারা গেল তারা যে নাস্তিক ছিল তার কি প্রমান জিহাদিদের হাতে আছে ? তারা কি ভিকটিমদের ব্যক্তিগত ভাবে চিনত ?
কাফের শব্দটিই রহস্যময় | এই নিয়ে পরে একটা পোস্ট দেব |
আরো বলা যেতে পারে যে জিহাদিরা যে কাফেরদের কাটছে তাদের কুফুরীর কি প্রমান জিহাদিরা দেখেছে ? জিহাদিরা কি সেই প্রমান বিশ্ববাসীকে দেখাতে পারে ? যে কোনো অপরাধের শাস্তি দিতে গেলে আগে তথ্য প্রমান নিয়ে বিচার করা উচিত এবং তারপর যদি প্রমান পাওয়া যায় তবে শাস্তি দেয়া উচিত | সেই রকম পদ্ধতিগত ভাবে ( systematically) তো মুসলিমরা কাফেরদের মারছে না | তারা যা করছে সেটা হলো লুটপাট | এইসব নদীর শাহ, মামুদ গজনবী, তৈমুর লং করেছিল | এখন আই এস, আল কায়দা, বকো হারামরা করছে |
অনেক মুসলিম এখনি বলবেন যে হিন্দু সন্ত্রাসবাদীরা কি যথেষ্ট সন্ত্রাস করছে না ? বা আপনি কি আর এস এসের লোক ? তাদের বলি যে হিন্দু সন্ত্রাসবাদীরা মুসলিম সন্ত্রাসবাদীদের তুলনায় কিছুই করছে না | যেখানে মুসলিমরা রীতিমত ছোটখাট মিলিটারি বানিয়ে ত্রাস চালাচ্ছে , সেখানে হিন্দুরা শুধু তাদের দেশে মুসলিমদের গরু কাটতে নিষেধ করেছে | শুওর খেতে বলেনি | শুধু গরু কাটতে নিশেধ করেছে | তাতে খারাপ কি করেছে ? ঈদে গরু ছাড়াও ছাগল ভেড়া উট এসব কোরবানির বিধান তো আছেই | তাহলে শুধু গরু কেন ? ইটা কি সুপরিকল্পিত ভাবে হিন্দুদের আঘাত করা নয় ?
আর হিন্দুরা কি করেছে ? তারা মুসলিমদের ধর্মান্তরিত করছে | তা মুসলিমরা কি বাংলাদেশে হিন্দুদের ধর্মান্তরিত করে নি ? এখন কি তাদের খুব খারাপ লাগছে ? হিন্দুরা মুসলিমদের পাকিস্তানে চলে যেতে বলছে , তাতে অন্যায় কি ? ইটা হিন্দুদের দেশ | মুসলিমদের দেশ আছে সেখানে তারা চলে যাক | কি সমস্যা ?
তাছাড়া ধর্মকারী ব্লগটি শুধু মুসলিম ধর্মকে গালি দেয় না | দেয় প্রতিটি ধর্মকে | তাহলে শুধু মুসলিমরা চটছে কেন ?
ধর্মকারী ব্লগে ধর্মের গোড়ামি , কুসংস্কার, আর ক্রুরতা, নিষ্ঠুরতা ইত্যাদি বিষয়কে আক্রমন করা হয়েছে | এতে খারাপ কি আছে ? সব ধমেই এগুলো আছে আর সব ধর্মকেই সংশোধন করতে হবে নিজেদের |
ধর্মকারী ব্লগটি বন্ধ করা উচিত নয় | এটি খুবই উপকারী ব্লগ |
©somewhere in net ltd.