![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনৈতিক নেতারা এই দারিদ্র্য বানায় | খুব সোজা কাজ | শিল্পায়নের নিয়মগুলি শক্ত করে দাও | জমি পাওয়া দুরূহ করে দাও | জমি মাফিয়াদের কাছ থেকে জমি কিনতে বাধ্য কর শিল্পপতিদের | পরিকাঠামো উন্নয়নের টাকা নয়্চয় কর | সমস্ত প্রজেক্টগুলো লাল ফিতের ফাঁসে আটকে দাও | আর রোজ লোকদেখানো শিল্প আনতে যাবার নাম করে বিদেশ সফর কর | দেশে শিল্প হবে না | দেশের লোক দরিদ্র্য থাকবে |
এই হলো কৃত্রিম দারিদ্র্য তৈরির পরিচিত রেসিপি | নেতারা নিজেদের স্বার্থে এগুলি বানায় | দারিদ্র্যকে হাতিয়ার করে ভোট জিততে হবে তো | দারিদ্র্য না থাকলে কি পুঁজি করে ময়দানে নাববে নেতারা ?
এছাড়া আরো উপায় আছে | সমস্ত সেক্টর গুলি বেসরকারী করে দাও | এমন মূল্যবৃদ্ধি হবে যে গরিব আরো গরিব হবে ধনী আরো ধনী হবে | এভাবেও নকল দারিদ্র্য বানানো যায় | ও অবশ্যই ব্যাঙ্কের সুদ কমিয়ে দিও | তারপর দেখো মজা |
পাঠকের কোনো উপায় জানা থাকলে শেয়ার করুন |
©somewhere in net ltd.