![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈশ্বর আমাকে আপনার দয়ার মাধ্যম বানান
যাতে করে যেখানে দুঃখ আছে সেখানে আমি সুখ নিয়ে যেতে পারি |
যাতে করে যেখানে খারাপ আছে সেখানে আমি ক্ষমা নিয়ে যেতে পারি |
যাতে করে যেখানে বিরোধ আছে সেখানে আমি সমন্বয় নিয়ে যেতে পারি |
যাতে করে যেখানে আঁধার আছে সেখানে আমি আলো নিয়ে যেতে পারি |
যাতে করে যেখানে শত্রুতা আছে সেখানে আমি মিত্রতা নিয়ে যেতে পারি |
হে ঈশ্বর আমি যেন সুখী হবার চেয়ে সুখ দিতে পারি ,
আমি যেন অন্যকে নিজের কথা বোঝানোর চেয়ে নিজে অন্যের সমস্যা বুঝতে পারি
আমি যেন ভালবাসার প্রত্যাসী না হয়ে ভালবাসতে পারি
কারণ অন্যকে ক্ষমা করলেই নিজে ক্ষমা(ঈশ্বরের) পাওয়া যায় , নিজের অহমের মৃত্যু হলেই মানুষ
এক অনন্ত জীবনে জন্ম নেয় | আমেন
এইটা পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশন-এ দেয়ালের গায়ে আটকে থাকা তেরেসার চিত্রে পেয়েছিলাম | ভালো লাগলো তাই শেয়ার করলাম |
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
প্রামানিক বলেছেন: চমৎকার প্রার্থনার কথাগুলো। ধন্যবাদ
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
আরণ্যক রাখাল বলেছেন:
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০১
জনম দাসী বলেছেন: মাদার তেরেসার মত আর কেউ হবেনা... খুব মনে পরে তার কথা তার সান্নিধ্যর দিন গুলি, মাহান মায়ের সাথে আছে আমার কিছু স্মৃতি... ভাল থাকুন সব সময়।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
লালূ বলেছেন: খৃষটান ধর্মের মুল বাণী হল ক্ষমা ! এ ধর্মে বলা হয় " পাপকে ঘৃনা করে পাপীকে নয় "
ভারতের পশ্চিমবঙ্গে গনধর্ষনের শিকার খ্রিষ্টান ধর্ম যাজক হাসপাতালের বেডে শুয়ে বিধাতার কাছে ধর্ষন কারিদের জন্যে ক্ষমা প্র:ার্থনা করছেন
১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
সত্যান্বেসী বলেছেন: তাতে কি আর ধর্ষকদের চৈতন্য হয়েছে ?
৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০২
লালূ বলেছেন: ধর্ষকদের চৈতন্য হয় নি সত্য !কিনতু মহানুভুবতার দৃষটানতে ও অনুসরনে ও অনুপ্রেরনা দৃষটানত সথাপন হল ! এ দৃষটানত মানুষের মানবিক দিক জাগ্রত করবে ! সমাজে ধর্ষক কম ভাল মানুষ কম কিনতু swing মানুষ অনেক বেশী ! swing ভোটারদের মত এ রা যে কোন দিকেই ঝুকতে পারে ! ভালোর দিকেও ঝুকতে পারে খারাপের দিকেও ঝুকতে পারে মানুষের মধ্যে পাশবিকতা মানবিকতা দুটো স্বও্বাই আছে বলে । ক্ষমা প্রার্বেথনা ধর্বেষকদের চৈতন্য দিবে না কিনতু swing মানুষ গুলোর মানবিকতাকে জাগ্রত করবে ! দৃমানুষ বই পড়ে শিখে না । মানুষেরর চারিদিকের আচরন দেখে শিখে ! যে সমাজের চারিদিকে মানবিকতার দৃষটানত যত বেশি সে সমাজ তত মানবিক হয়ে উঠে ! যে সমাজের চারিদিকে খারাপ দৃষটানত যত বেশি সে সমাজ তত খারাপ হয়ে উঠে ! মানুষের মানবিক স্বও্বাকে জাগিয়ে তোলার জন্যেই সমাজে খারাপের চেয়ে ভালর দৃষটানত বেশি থাকতে হবে !
©somewhere in net ltd.
১|
১৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন প্রার্থনা।
আমিন।