নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ....

সত্যান্বেসী

কলকাতা হাই কোর্টের উকিল

সত্যান্বেসী › বিস্তারিত পোস্টঃ

ক্যাথলিক খ্রিষ্ট ধর্মে দয়ার কর্ম (ওয়ার্ক অফ মার্সি )

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৯

সাতটা দৈহিক দয়ার কর্ম

১] ক্ষুধার্তকে খাদ্য দাও |

২] তৃষ্ণার্তকে পানীয় দাও |

৩] নগ্নকে পোশাক দাও |

৪] আশ্রয়্হীনকে আশ্রয় দাও |

৫] অসুস্থকে সেবা কর |

৬] বন্দীর মুক্তিপণ দাও |

৭] মৃতের সত্কার কর |

সাতটা আত্মিক দয়ার কর্ম

১] অজ্ঞ কে নির্দেশ দাও |

২] সন্দেহাকুল ব্যক্তিকে পরামর্শ দাও |

৩] পাপীকে সংশোধন কর

৪] (অনিচ্ছাকৃত )অপরাধ ক্ষমা কর |

৫] (অনিচ্ছাকৃত )অপরাধ সহ্য কর |

৬] আহতকে আরাম দাও |

৭] মৃত ও জীবিত ব্যক্তিদের জন্য প্রার্থনা কর |

আমার মতে এইগুলিই প্রকৃত ধর্ম | খ্রিষ্ট ধর্ম ছাড়া আর কোন ধর্ম এইসব কথা বলেছে ?

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬

চাঁদগাজী বলেছেন:


খ্রীস্ট ধর্ম আসার অনেক আগেই মানুষ এই গুণ গুলোকে নিয়ম হিসেবে মেনেছে; ধর্ম এগুলোকে দখল করে নিজের বলে প্রচার করছে মাত্র।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩১

সত্যান্বেসী বলেছেন: তাই নাকি তাহলে খ্রিস্ট ধর্মের আগে কোন ধর্ম এগুলোকে মেনে নিয়েছে সেটা বলুন ?

২| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৫

প্রামানিক বলেছেন: চমৎকার কথা। ধন্যবাদ

৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭

প্রণব দেবনাথ বলেছেন: এসব খৃষ্ট ধর্ম জন্মের অনেক আগের কথা।কথা হচ্ছে শুধু লেখা থাকলেই বা কি! এসব কথা বই বা শাস্ত্র গ্রন্থের পাতা থেকে মনের পাতায় ঠাঁই পায় কজনের?

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩০

সত্যান্বেসী বলেছেন: খ্রিস্টানদের মধ্যে মনে হয় ঠাই পায় কারণ তাই মাদার তেরেসা অনাথ শিশুদের দেখাশোনা করেন আর পোপ ফ্রান্সিস শান্তি স্থাপনের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঘুরে বেড়ান |

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

মাসূদ রানা বলেছেন: এই পোস্টে গেলে বোঝতে পারবেন "খ্রিষ্ট ধর্ম ছাড়া আর কোন ধর্ম এইসব কথা বলেছে ?" কিনা মিয়া :

http://www.somewhereinblog.net/blog/masudrana49/30028474

ধন্যবাদ ।

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৮

সত্যান্বেসী বলেছেন: ধন্যবাদ মাসুদ সাহেব

হজরত মহম্মদের মহানুভবতা দিয়ে খ্রিস্টধর্মের দয়ার কর্ম দয়া করে বিচার করবেন না | হজরত মহম্মদের পাশবিকতার দিকটাও খতিয়ে দেখার প্রয়োজন এই প্রসঙ্গে |

৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

আরণ্যক রাখাল বলেছেন: ভাল মানুষ হতে হলে কোন ধর্ম লাগে না

৬| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৩৮

আরব বেদুঈন বলেছেন: ভাল লাগল তবে অন্যায় কে সয্য করলে তো বাইবেলে শাস্তির কথা আসত না দেশে ্বিশৃংখলা সৃষ্টি হবে।

৭| ২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১

প্রণব দেবনাথ বলেছেন: খ্রিস্টানরা মুলত সমাজের পিছিয়ে পড়া লোকদের সাহায্য করে আবার এটা মানবিকতার খাতিরে নয় ধর্মান্তরিত করার জন্য।আমার কথা বিশ্বাস না হলে আপনি খোঁজ নিয়ে দেখবেন।যদিও আমি মনে করি যে উদ্দেশ্যেই এই কাজ করে করুক, শুধু মানুষ গুলো যেন খেয়ে পরে ভালভাবে বেঁচে থাকে। অন্যান্য ধর্মের ও প্রচুর সেবা প্রতিষ্ঠান আছে খেয়াল করে দেখবেন,আর সেটা খ্রিস্টানদের থেকে অনেক বেশী। তবে ভাল কাজের জন্য ধর্ম দরকার পড়েনা।ধর্ম মানুষের অধীন মানুষ ধর্মের অধীন নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.