নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ....

সত্যান্বেসী

কলকাতা হাই কোর্টের উকিল

সত্যান্বেসী › বিস্তারিত পোস্টঃ

ইসলামিক সন্ত্রাসবাদ : কাদের অন্তর্দ্বন্দ ?

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

আজ এটা নিয়ে লেখার প্রয়োজন কারণ বামপন্থীরা বহু ভুল ধারণা ঢোকাচ্ছে মানুষের মনে এ নিয়ে | এই ধরনের ঘটনাকে প্রকৃত দ্বান্দ্বিক বস্তুবাদী দৃষ্টিভঙ্গিতে না দেখে তাকে রাজনৈতিক ফায়দা তলার এক অস্ত্রে পরিনত করছে বামুরা আর তার ফল গোটা দেশ ভোগ করছে | প্রথমে আমি রচনাপঞ্জির উল্লেখ করব অর্থাৎ কাদের রচনা থেকে আমি উপাদান গ্রহণ করেছি তা বলব | বাহারুদ্দিনের “ধ্বংসের মুখোমুখি আমরা”, মধ্য পশ্চিম এশিয়া আর ফিলিস্তিন বিশেষজ্ঞ লামিশ আন্দোনির “হিংসার ভাষা আর ভাষ্য” যা কায়রোর সাপ্তাহিক আল এহরাম পত্রিকায় বেরিয়েছিল, কায়রো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাসান নাফার “সমস্যার শিকড় কোথায়” এটাও কায়রোর আল এহরাম পত্রিকায় বেরিয়েছিল, আঙ্কারার বাসিন্দা আর রাজনৈতিক ভাষ্যকার হারুন ইয়াহিয়ার “আগুনে প্রতিহিংসার ইন্ধন” এটাও আল এহরাম পত্রিকায় বেরিয়েছিল : এইগুলি আমার উপাদান | আসুন দেখি ইসলামিক সন্ত্রাসবাদ আসলেই কাদের দ্বন্দ্ব এবং কি নিয়ে এই দ্বন্দ্ব |

কাদের দ্বন্দ্ব (বিরোধ)?

বামুরা এই সন্ত্রাসবাদকে সাম্রাজ্যবাদ ও ইসলামের দ্বন্দ্ব বলছেন | কিন্তু আদপেই এমন কেস নয় | কারণ এই দ্বন্দ্বে ইসলামী শক্তিগুলি পরস্পরের বিরুদ্ধে জড়িয়ে গেছে | মূলত এটা শিয়া আর সুন্নিদের বিরোধ | সুন্নি সৌদি আরব আর শিয়া ইরানের বিরোধ | ইরাক আগে সুন্নি ছিল | এখন বোধহয় শিয়া হয়েছে | সিরিয়া শিয়া | এই বিরোধের গ্রাসরুট লেভেলে আছে তামাম জঙ্গি সংগঠনগুলি | এই জঙ্গি গুলি আক্রমন করছে খেলাফত স্থাপনের নাম করে | এদের মাথার ওপর রয়েছে দেশগুলি | উদাহরণ হিসেবে বলা যায় যে সিরিয়ায় আসাদের গদি বাঁচাতে শিয়া মিলিশিয়াদের অস্ত্র সাহায্য দিচ্ছে ইরান | রাশিয়া ইরানের পাশে | সে বোমা ফেলছে সুন্নি জঙ্গিদের এলাকায় | সুন্নি সৌদি আরব বোমা ফেলছে শিয়া ইয়েমেনে | তাদের পাশে রয়েছে আমেরিকা ও পশ্চিমী দেশগুলি | সুন্নিদের রসদ দিচ্ছে তুরস্ক |ইসলামিক স্টেট হলো সুন্নি জঙ্গিদের দল | সুন্নি মিলিশিয়া | এইভাবে গত মুসলিম দুনিয়া একধরনের শিয়া-সুন্নি গৃহযুদ্ধে জড়িয়ে পরেছে |
গোটা দ্বন্দ্বটাকে তিন ভাগে ভাগ করা যায় : সবচেয়ে ওপরে আছে পশ্চিমী দেশগুলি : আমেরিকা,ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ইত্যাদি | মাঝখানে আছে শিয়া আর সুন্নি মুসলিম দেশগুলি ইরাক, ইরান, তুরস্ক, সৌদি আরব ইত্যাদি | সবচেয়ে নিচে আছে জঙ্গি দলগুলি |

কি নিয়ে দ্বন্দ্ব (বিরোধ)?

আমার মনে হয় বিরোধের উদ্দেশ্য প্রতিটি স্তরে আলাদা | পশ্চিমী দেশগুলি তেলের দখল নিয়ে লড়াই করছে | মুসলিম দেশগুলি সম্ভবত ধর্ম নিয়ে লড়াই করছে অথবা তারা আধিপত্যকামী |জঙ্গি দলগুলি খেলাফতের জন্য লড়ছে | এভাবেই অর্থনীতি-ধর্ম-রাজনীতি মিলেমিশে আছে |

কি বিকাশ লাভ করছে ?

দ্বন্দ্বের ফলে সমাজ বিকাশ লাভ করে | মার্কস এটাই বলেছেন | এই দ্বন্দ্বের ফলে পশ্চিম আর মধ্য এশিয়ার মানচিত্র পাল্টে যাচ্ছে | সমাজ পাল্টে যাচ্ছে | ডেমোগ্রাফি পাল্টে যাচ্ছে | অজস্র লোক উদ্বাস্তু হয়ে ইউরোপ চলে যাচ্ছে | সেইসব দেশে মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে | মধ্য ও পশ্চিম এশিয়ায় মুসলিম জনসংখ্যা কমে যাচ্ছে | মানব সভ্যতার নিদর্শনগুলি হারিয়ে যাচ্ছে |

সবশেষে এটাই বলতে চাই যে বামপন্থীরা মুসলিম তোষণের জন্য যে মিথ্যা কথা বলেন যে সন্ত্রাসবাদ সাম্রাজ্যবাদ আর মুসলিমদের লড়াই , এমন ব্যাপারই নয় | অদূর ভবিষ্যতে হয়ত মুসলিম সমাজ ভেঙ্গে যাবে অথবা গৃহযুদ্ধে মুসলিমরা শেষ হয়ে যাবে অথবা হয়ত কি হবে জানা যায় না | তবে পশ্চিমী দেশগুলির মধ্যে সেই ঠান্ডা যুদ্ধ আবার ফিরে আসবে কারণ আবার সেই আমেরিকা বনাম রাশিয়ার যুদ্ধ হচ্ছে সন্ত্রাসবাদের আড়ালে | হয়ত তৃতীয় বিশ্বযুদ্ধ তেলের জন্য মধ্য ও পশ্চিম এশিয়ায় হবে | ভারতের কি হবে জানি না |

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.