![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানের পেশওয়ারে বাচা খান বিশ্ববিদ্যালয়ে তেহরিক-এ-তালিবান পাকিস্তানের হানা এবং অন্তত ৭০ জন পড়ুয়াকে হত্যা করা এটাই দেখিয়ে দিচ্ছে যে দুধকলা দিয়ে পোষা কালসাপ তার মালিককেও কাটতে পারে | এই তালিবানরা এর আগেও পাকিস্তান আর্মির স্কুলে হামলা করে বহু শিশুকে হত্যা করেছিল | পাকিস্তান সন্ত্রাসবাদ সহ্য করার মাসুল গুনছে | এই সন্ত্রাসীরা শুধু মারতে আর কাটতে পারে | এদেরকে মেরে ফেলাই বুদ্ধিমানের কাজ |
একটু নতুন সংযোজন করছি | পাকিস্তানি তালিবান হামলা চালিয়েছিল কারণ আফগানিস্তানে পাকিস্তান ওদের ওপর হামলা চালিয়েছে | আসলে এটা পাকিস্তান আর তালিবানের লড়াই হচ্ছে | পাকিস্তানের ভারতের মতই দশা | সন্ত্রাসীরা ভারতেও যেমন বিস্ফোরণ করছে , পাকিস্তানেও তেমনি করছে | তেহরিক তালিবানের উদ্দেশ্য হচ্ছে শরিয়ার শাসন কায়েম করা | ঠিক যেমন ওরা একই উদ্দেশ্য নিয়ে ভারতে হামলা করে | সেই উদ্দেশ্য নিয়ে পাকিস্তানে হামলা করেছে | বাচা খান বিশ্ববিদ্যালয় বেশ নামকরা কাজেই সেখানে বিস্ফোরণ করলে প্রতিক্রিয়া ভালো হবে আর ওরা লাইম লাইটে আসতে পারবে তাই বিস্ফোরণ |
এদের কোনো পরিবর্তন নেই | শুধু মৃত্যুই এদের উপযুক্ত ঔসধ |
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
সত্যান্বেসী বলেছেন: সেটা করতে পারলে তো খুবই ভালো হয় কিন্তু কিভাবে ? যদি তারা ইসলামে থাকে তাহলে জিহাদ করতে হবে কেননা সেটা কর্তব্য ,সুতরাং তারা সঠিক জীবনে ফিরতে পারবে না | যদি ইসলাম থেকে বেরয় , তাহলে তাদেরকে হত্যা করা হবে কারণ সেটাই ইসলামত্যাগের শাস্তি | তাহলে সঠিক জীবনে কিকরে ফিরে আসবে ?
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৭
চাঁদগাজী বলেছেন:
" এদেরকে মেরে ফেলাই বুদ্ধিমানের কাজ | "
-মেরে ফেলা বুদ্ধিমানের কাজ হবে না; বুদ্ধিমানের কাজ হবে, ওদেরকে সমাজের সাথে সঠিক জীবন যাপনে ফিরায়ে আনতে হবে।