নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে ....

সত্যান্বেসী

কলকাতা হাই কোর্টের উকিল

সত্যান্বেসী › বিস্তারিত পোস্টঃ

We or our nationhood defined: হিন্দু জাতীয়তাবাদের গীতা পার্ট ৪

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৫

পঞ্চম অধ্যায়ে সংখ্যালঘু সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে | সংখ্যালঘুরা কোথায় যাবে ? তাদের কাছে দুটো বিকল্প আছে : ১] নিজেদের সংস্কৃতি ভুলে মূলস্রোতে মিশে যাওয়া এবং ২] নিজেদের সংস্কৃতি নিয়ে এই দেশে বিদেশীর মত থাকা | এভাবেই পাশ্চাত্যের দেশগুলিতে সংখ্যালঘুরা থাকে | প্রথম বিকল্পটিতে সংখ্যালঘুরা প্রথম শ্রেনীর নাগরিক হয়ে যাবে |তারা প্রথম শ্রেনীর নাগরিকের সুযোগ সুবিধা পাবে | ভোটাধিকার পাবে | দ্বিতীয় বিকল্পটিতে তারা কোনো নাগরিকত্ব পাবে না | বিদেশীর মত থাকবে | তাদের কোনো ভোটাধিকার থাকবে না |

সমালোচনা

এই প্রস্তাবের ভালো দিক হলো বিদেশী শক্তিগুলি যারা এই সংখ্যালঘুদের ব্যবহার করে, তাদেরও চেকে রাখা যাবে | যেমন ভারতের মুসলমানদের পাকিস্তান, বাংলাদেশ আর আই এস ব্যবহার করে এদেশের খবর নিতে ও এদেশে সন্ত্রাসবাদ ছড়াতে, এদেশে ড্রাগস্ আর জাল নোট ছড়াতে | ভারতের মুসলমানদের যদি বিদেশী বানিয়ে রাখা যায় তাহলে তাদের বেশি ব্যবহার করতে পারবে না | ভারতের চীনা নাগরিকদের চীন ব্যবহার করে এদেশের খবর নেবার জন্য | তারাও আর অত সহজে খবর নিতে পারবে না |

দ্বিতীয়ত : কোনো ভোটাধিকার যেহেতু সংখ্যালঘুরা পাবে না, সেহেতু রাজনীতিতে প্রভাবও তারা বিস্তার করতে পারবে না | কোনো সংরক্ষণেরও দরকার নেই |

প্রস্তাবের খারাপ দিক হলো বিদেশী সংস্কৃতির অবলুপ্তি | যদি সেখান থেকে এমন কিছু পাওয়া যায় যার দ্বারা আমাদের হিন্দু সংস্কৃতির লাভ হতে পারে , তাহলে তা আমরা পাব না | তাতে আমাদেরই ক্ষতি | এছাড়া যেহেতু মানবাধিকার সনদ অনুযায়ী প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি চর্চার অধিকার আছে , সেহেতু ভারতেও সংখ্যালঘুদের সেই অধিকার আছে | এটার হানি হলে বিশ্বেও ভারতের ইমেজ খারাপ হয়ে যাবে |

সুতরাং আমার প্রস্তাব : সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়া হবে তবে সব নাগরিক সুবিধা দেয়া হবে না | বিশেষ বিশেষ কিছু সুবিধা দেয়া হবে | যেমন : ভোটাধিকার দেয়া হবে না ও সরকারী চাকরি দেয়া হবে না | তবে নিজস্ব সংস্কৃতি চর্চার অধিকার দেয়া হবে | এতে আমরা সংস্কৃতিটাও পাব অথচ আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে তারা খবরদারি করতে পারবে না |এককথায় যেসব অধিকার ওদের দিলে আমাদের কোনো ক্ষতি হবে না , আমরা শুধু সেগুলোই ওদের দেব | যা দিলে ক্ষতি হবে তা দেব না | তাহলে সাপটাও মরবে অথচ লাঠিটাও ভাঙ্গবে না |

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

বিজন রয় বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.