![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিকরাই প্রকৃত ধর্ম চেনালো জগতকে
আর জগত নাস্তিকদের ঘৃনা করলো |
জাগতিক ধর্মের যত কুসংস্কার
নাস্তিকদের যুক্তির আঘাতে হলো পরিষ্কার |
আর যাহা রহিল যুক্তির আক্রমনে অক্ষত
তাহাই প্রকৃত ধর্ম জানিবে নিশ্চিত |
পূজা-নামাজ-ভোজনবিলাস-পরব-পার্বন আর আছে যত আড়ম্বর
যুক্তির শাণিত আক্রমনে গেল পগার পার |
রইলো পড়ে দয়া-ক্ষমা-ভালবাসা আর মানবীয় গুণ যত
তাহাই আসল ধর্ম সুধী, জানিবে নিশ্চিত |
মনুষ্যত্ব থেকে চ্যুত হওয়াই পাপ
পাপী পার না পায় করে পরিতাপ |
মানুষের মধ্যেই আছেন ঈশ্বর
তারেই অধম কবি করে নমস্কার |
মানুষের ধর্ম মনুষ্যত্ব , যুক্তির ইহাই নির্ণয়
তাহাই অধম কবি মাথা পেতে লয় |
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
বিজন রয় বলেছেন: হুম।