![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগে আমি আমার বহু পোস্ট দিয়েছি | সেগুলি কখনো যুক্তিযুক্ত কারণে মুছে দেয়া হয়েছে , কখনো আবার কারণ না দেখিয়েই মুছে দেয়া হয়েছে | এই দ্বিতীয় ব্যাপারটায় আমার একটু আপত্তি আছে | যে কোনো রচনা হলো লেখকের সন্তানসম | তো সন্তানকে মুছে ফেলার আগে যথাযোগ্য কারণ তার পিতাকে দেখানো কি উচিত নয় ?
আমার পদ্ধতি হলো আমি যে কোনো ব্যাপারের সত্যতা এইভাবে যাচাই করি : আমি সেটার মধ্যে বিরোধ খুঁজি | যদি পাই তাহলে সেটা মিথ্যে, নাহলে সত্যি | এটাই আমার পদ্ধতি | উদাহরণ : ধরুন বলা হলো বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদী দল নেই | আমি সমস্ত অন্তর্জালে বাংলাদেশী সন্ত্রাসবাদী দলের খোঁজ করব | যদি পাই তাহলে বুঝব বাংলাদেশে কোনো সন্ত্রাসবাদী দল নেই : কথাটা মিথ্যে , আর যদি না পাই তাহলে এটা সত্যি | সত্যিকে মেনে নিতে আমার বিন্দুমাত্র বাধা নেই |
অনেকেই এভাবে পরীক্ষা করে না | তাই তারা আমার বক্তব্যে অসন্তুষ্ট হয় | বুঝতে পারি | কিন্তু যেটা বুঝি না সেটা হলো কোনো কারণ না দেখিয়েই কারকে পোস্ট দিতে না দেয়ার ন্যাকামটার মানেটা কি ?
©somewhere in net ltd.