![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি এই বঙ্গের ভোট ধর্মঘট নিয়ে কিছু বলব | আজ আমি মধ্য কলকাতার কতকগুলো জনবহুল স্থানে বিকেলে বেড়াতে গিয়েছিলাম | গিয়ে দেখলাম সব কয়টা পাবলিক প্লেস বন্ধ | সেন্ট পলস ক্যাথিড্রাল , ভিক্টোরিয়া মেমোরিয়াল , বিড়লা তারামন্ডল সমস্ত বন্ধ | জায়গাটা ময়দান | আমি প্রায়িই যাই | সেখান থেকে পার্ক স্ট্রীটের দিকে গেলাম পথে সবকটা দোকান বন্ধ | অক্সফোর্ড বুকস্টোর , যা রবিবারেও খোলা থাকে আজ তাও বন্ধ |
রাস্তায় পাবলিক খুবই কম | অন্যদিন এই এলাকায় তিল ধরণের জায়গা থাকে না | আজকে সেখানে হাতে গোনা পাবলিক | যত্র তত্র কেন্দ্রীয় বাহিনীর টহলদারী তো আছেই | সব মিলিয়ে এটা একটা মরা কলকাতা | কিন্তু শশশশ , ভোট হচ্ছে |
এখানেই আমার প্রশ্ন | ভোট হচ্ছে তো দোকানপাট , অফিসকাছারী বন্ধ রাখার কি দরকার ? ভোট তো আর সারাদিন হয় না, সকাল সকাল ভোট দিয়ে এসে দোকান খুললেই তো হয় | ভোট ভোটের মত হোক, আর দোকান দোকানের মত খুলুক, সমস্যা কোথায় ? যে অঞ্চলের কথা বলছি সেখানে কিন্তু কোনো পোলিং বুথ নেই |
আর ভোটের ফলে কি আমড়া হবে ? যে শালা আসবে , সে তো পাবলিককে দেখবে না | তো ভোট দিয়ে আখেরে কার লাভ ? কংগ্রেস, সিপিএম, তৃনমূল সব্বাইকে দেখা আছে | কেউই পাবলিকের দেখভাল করে না |
অনেকে বলতে পারেন ভোট করলে বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসতে পারে, তৃণমূলের হাত থেকে রেহাই পাওয়া যাবে | কিন্তু তাতে লাভ কি ? কংগ্রেস স্বাধীনতার পর এই বছর কুড়িক ছিল | নকশাল আমলে নকশাল ট্যাগ দিয়ে বহু নিরীহ কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের হত্যা করেছে | তাদের লাশ আজও পাওয়া যায় নি | সিপিএম ৩৪ বছর ক্ষমতায় থেকে বঙ্গের শিল্পকে ভ্যানিশ করে দিয়েছে | লাস্টে সিঙ্গুর করতে গিয়ে উল্টাল | এতে কি বঙ্গবাসীর কিছু লাভ হয়েছে ? তো দুই ফেল্টু এক ছাতার তলায় এসে কি এমন চমত্কার করবে শুনি যে বাংলার মানুষের আঙ্গুল ফুলে কলাগাছ হবে ?
মাঝখান থেকে আজ বহু ব্যবসায়ীর ক্ষতি হলো | কোটি কোটি টাকার ব্যবসা ভোট রঙ্গে বন্ধ রাখার ফলে লস খেল | তাতে অবশ্য কার কি যায় আসে | ওই যে বললাম, শশশশ ,ভোট হচ্ছে |
০১ লা মে, ২০১৬ রাত ৯:২৫
সত্যান্বেসী বলেছেন: ঠিকই বলেছেন ভোট সম্পর্কে কিছুই বুঝবার নেই | বেকার বেকার নাটক এইই হলো ভোট |
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭
জনতা-২০১৬ বলেছেন:
আলোচনা থেকে হতাশা বেরিয়ে এসেছে, এটুকুই; ভোট সমপর্কে কিছু বুঝা গেলো না