![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলার অধিকার সকলের আছে বলে আজকাল অনেক হাঁক ডাক শোনা যায় | কিন্তু সত্যিই কি বলার স্বাধীনতা সকলের আছে ? ভগবান একটা মুখ সবাইকে দিয়েছেন মানেই সবার বলার স্বাধীনতা আছে |
আমার মতে সবার বলার স্বাধীনতা নেই | যে জানে, বোঝে , অনুসন্ধান করে , তারই শুধু বলার অধিকার আছে | যে জানে না বোঝে না অনুসন্ধান করে না , তার বলার অধিকার নেই | শেষোক্ত লোকেরা পুরোপুরি মাতালের ভাট বকে | বলার অধিকার শুধুই জ্ঞানীর আছে, মুর্খের নেই | মুর্খ মুখ খুললেই মনে হয় কান ঝালাপালা হয়ে যাচ্ছে | জ্ঞানী মুখ খুললে কান জুড়িয়ে যায় |
বলতে গেলে বলার বিষয় জানতে হবে | যে যত বেশি বিস্তারিতভাবে পুন্খানুপুন্খ ভাবে জানে সে তত ভালো বলতে পারে | যে যত কম জানে সে তত কম বলতে পারে | যদি বলার আগে বলার বিষয় নিয়ে গবেষণা করা যায় , তাহলে বক্তব্য স্পষ্ট ও সহজবোধ্য হয় |
উপরন্তু যে জানে সে সমস্যার ব্যাপারে কিছু ভালো পয়েন্ট তুলতে পারে | যে জানে না সে সমস্যাটাকে আরো গুলিয়ে দেয় |
সুতরাং সবার বলার অধিকার নেই |
©somewhere in net ltd.