![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এসব কি হতে চলেছে এই সোনার বাংলায় ? খবরের কাগজের পাতায় পাতায়,মিডিয়ার প্রতি ঘন্টার সংবাদে চোখ রাখা হয়ে পরেছে দায় । আমরা মানুষ থেকে কনভার্ট হয়ে পশুতে রুপান্তরিত হচ্ছি প্রতিনীয়ত,মানুষ সৃষ্টির সেরা জীব,তা আমরা ক্রমশই ভুলতে বসেছি ।
বিবেক বুদ্ধি সব নেমে গেছে হাটুতে । কেন আমরা পারিনা হিংস্র মনোভাব ছাড়তে । ছি ছি এই আমাদের মনুষত্ব এই আমরা সৃষ্টির সেরা জীব.মহান রাব্বুল আলামিন আমাদেরকে এজন্যই কি সেরা কেতাবে রুপান্তরিত করেছেন.আমাদের বিবেক বুদ্ধি সবিই তিনি দিয়েছেন ,তবে কেন আমরা তার সঠিক কাজ করিনা .হিংস্র বাঘ তার ক্ষিদে মেটানুর জন্য নিজের বাচ্চাকেও খেতে বিন্দু পরিমান তুয়াক্ষা করেনা । আমরাও কম যাইনা ওই পশুর চেয়ে । নিজের মনুষত্বকে বলী দিয়ে চোখের কুদৃষ্টির লালিত রূপ বাস্তবে রুপান্তরিত করতে আমরা কতটা পাষান আর নির্দয় হই তা ভাবতে গেলে নিজেকে নিতান্তই পশু মনে হয় । মানুষ হয়েও পশুর জীন,কোষ,স্নায়ু,ডিন ও মনোভাব আমাদের মাঝে আমরাই সৃষ্টি করছি ।মহান সৃষ্টি কর্তা আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যেঙ্গ দিয়েছেন তার সঠিক ব্যবহার করার নিমিত্তে ।অথচ আমরা কি করছি ? দু হাত দিয়ে বন্ধনের পরিবর্তে বিচ্ছেদ ,ধংশ আর রাহাজানি এমনকি মানুষের প্রাণ কেড়ে নেয়ার মত ও অমানুষিক কর্মে লিপ্ত হই ।যে চোখ আমাদের পৃথিবীকে পরখ করার তরে নিয়োজিত আমরা সেই চোখ দ্বারা কেবলি ভালোকে ভালো আর মন্দকে মন্দ হিসেবে চিনতে ব্যবহার করব বলেই তো সুন্দর চোখের সৃষ্টি । অথচ আমরা আমাদের সেই চোখ দ্বারা কত পাপ আর অন্যায় না করছি ।সব শেষে বলতে চাই আমরা মানুষ হয়েও অমানুষের চাদরে ঢেকে রেকেছি আমাদের মনুষত্বকে ।যার প্রতিফলন হিসেবে জীবন দিতে হচ্ছে অনেক মানুষকে ।চোখ আর মনের লালসাকে আমরা প্রতিনিয়ত অমানবিকের কাতারে দাড় করাচ্ছি ।এই কি আমাদের পরিচয় হওয়া উচিত ?
©somewhere in net ltd.