![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিন একটার পর একটা খুন,ধর্ষণ,ছিনতাই,এসিড । ছিঃ এই আমাদের সোনার বাংলা,এই আমাদের দেশ প্রেম,গলা ফাটিয়ে নিজেকে বাঙ্গালি দাবি করি,দেশ প্রেমের কেতাব নেই কত । সাংবাদিক সম্মেলন করে উজার করে দেই দেশের তরে,মানুষের তরে নিজেকে। মধ্য রাতে চায়ের কাপে চুমুক দিয়ে গভীর কণ্ঠে বলি আমরা দেশ প্রেমিক, দেশ আমার মা। আর মায়ের বুকে প্রতিদিন হচ্ছে এই সকল অপকর্ম।কারা করছে এসব ,তাদের কি পরিচয়, তারা কি এই স্বাধীন দেশের কেউ। নিশ্চই তারাও বাঙালি । তাহলে কেন আমরা এই পশুদের প্রতি কোন ব্যবস্থা নিতে পারিনা।কেন তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে পারিনা,যা দেখে ভবিষ্যতে কোন মানুষ আর মানুষের প্রতি এমন আচরণ না করতে পারে।
নিজেক দেশ প্রেমিক করে গড়ে যতই তুলিনা কেন সত্যিকার অর্থে আমরা দেশকে কতটা ভালবাসি তা আমাদের কর্মকাণ্ডেই বুঝাযায় । দেশ প্রেমের প্রমান রয়েছে অনেক । ৫২,৬৯,৭১,এ সকল কর্মসূচী ছিল দেশপ্রেমের । দেশপ্রেমের শ্লোগান দিতে হয়না, নিজ কর্মেই প্রকাশ পায়। মানলাম আপনি/আপনারা দেশকে ভালবাসেন,দেশের মানুষকে ভালবাসেন । তবে কেন আজও প্রতিটি বাঙালি হতাশায় জীবন কাটাচ্ছে,কেন আজও মানুষ স্বয়ংসম্পূর্ণ হতে পারছেনা। ছোট একটা দেশ , যে দেশে আছে অনেক প্রাকৃতিক সম্পদ। তবুও মানুষ জীবন জীবিকার টানে ভেসে যাচ্ছে অতল তলে। ৫০ বছর লাগতে পারেনা এই ছোট দেশটিকে সমৃদ্ধি স্বরূপ গড়ে তুলতে। হুর হুর করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম,বিদ্যুতের দাম,তেলের দাম ।যা মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। অতছ বোরো ধান চাষি রক্তকে পানি করে ফসল ফলায়ে পাচ্ছেনা ন্যায্য মূল্য। কেন এমন এর কি কোন প্রতিকার আমাদের জানা নাই ? আমরা কি এ থেকে মুক্তি পাবনা ?
যদি এমন হত আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ঃ
নির্বাচনে বিভিন্ন দলের অংশ গ্রহন ,এবং সঠিক ভোটাধিকার। থাকবেনা মানুষে মানুষের বিবাদ,ভয় ,প্রার্থীদের হিংসা একে অন্যের প্রতি। পরাজয়ের গ্লানি মুছে ফেলে কাদে কাদ মিলিয়ে এগিয়ে যাবে বিজয়ী দলকে অভিনন্দন জানাতে। সকল উন্নয়ন কর্মে ভাগাভাগি করবে একে অন্যের প্রতি। দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে দু দলের মিলিত বৈঠকে দেশ পরিচালনা করবে। সকল ভুল ভ্রান্তি কে পুঁজি না করে সমাধানের পথ প্রদর্শন করবে । অন্যায়কে প্রতিহত করবে মিলিত প্রচেষ্টায় ।
কতই না সুন্দর হত আমাদের এই দেশ । এমন একটা সুন্দর দেশের স্বপ্ন দেখি আমরা সবাই
©somewhere in net ltd.